নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নভেলার মাঝি...

সুপান্থ সুরাহী

কবিতার প্রেমে অক্ষরের সঙ্গে শুরু হয়েছিল ঘরবসতি। এখন আমি কবিতার; কবিতা আমার। শব্দচাষে সময় কাটাই...

সুপান্থ সুরাহী › বিস্তারিত পোস্টঃ

ঘুমের আগেই নামছে ঘোর

২৮ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫০


©
রক্তের হিমোগ্লোবিন অথবা মগজকোষে বেড়ে ওঠা মিথ-
পৃথিবীর অগোচরে লোকজ অনুভবের— ভূগোল এড়িয়ে
মহাকাল পথে হেঁটে গড়ে তোলা পরাভবে অচিন দেশের
দেয়ালের ওপাশেই— ক্ষুধাতুর অপেক্ষায় ক্ষুব্ধতার কালে
প্রবল দেয়াল যেনো— আরও প্রবল হয়ে পাহারায় থাকে।

পতন-খবরে কেউ— কান পেতে দেখবে না এমন শপথে
ফুলের মরণ গন্ধে অশেষ আরামে ঘুম দিয়ে যেতে পারে
অবিরাম রহিত বোধে; তখনই একদল আড়ালের মোড়ে
অভাবিত মরিচিকা এনে দেয় ঘরে ঘরে। অলোক আশায়
ভুল পথে ছুটে চলে আগামীর ক্যারাভান— সেই পরিহাসে।

বৃদ্ধের জীর্ণ পাজরে— রেখে দেয়া বারুদের নিথর পরশে
দোলে ওঠে প্রতিবেশ। গহীনে সচল হলে মেঘের আদেশ
ঘোর-ভাঙ্গা প্রিয়জন সমাধীর অসচল আলো-ঘরে এসে
সঙ্গীর আঁচল ছাড়ে আগর-সন্ধ্যার ভয়ে। ওদিকে গোপনে
আতর-কাফনে জাগে ইয়াজুজ মা'জুজের অগ্রগামী দল।

আমার আমিকে খোঁজে হয়রান বালকেরা ললিপপে যেই
বুঁদ হয়ে ঘরে ফিরে তুষ্টির বাহনে চড়ে— নেমে আসে রাত
মোহ-ঘোরে জেগে থাকে খাদক রাজার সব সুবোধ করাত
পতন-পালক ওঠা বালকের— সারা দেহে এনে দেয়া মাপে
নিপুন সহজে কাটে মগজের কোষে থাকা বোধের প্রাচীর।

প্রেমিকের মায়াময় চিৎকারে সচকিত হতে হতে নামে
রাতের কার্নিশে থাকা তরল বিষের গ্লাসে জীবনের ঘুম...

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০১

শায়মা বলেছেন: অনেকদিন পর ভাইয়া.....

কবিতায় অনেক ভালো লাগা!

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৭

সুপান্থ সুরাহী বলেছেন: আপুনিও অনেক দিন পরে। কেমন আছেন?
অনেক ধন্যবাদ।

২| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: অনেক ভালো আছি ভাইয়া!!!!! :)

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪২

সুপান্থ সুরাহী বলেছেন: আরও ভালো থাকুন। নিরন্তর ভালো থাকুন।

৩| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২৯

রোকসানা লেইস বলেছেন: এতদিন কোথায় ছিলে?

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৮

সুপান্থ সুরাহী বলেছেন: ফেসবুক ছিলাম :)
কেমনাছেন?

৪| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।







ভালো থাকবেন নিরন্তর। ধন্যবাদ।

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৩

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা ভাল লাগল
ভাল থাকুন অনেক অনেক

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৪

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ নিবেন। আপনিও ভালো থাকুন নিরন্তর।

৬| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:০৪

খায়রুল আহসান বলেছেন: অলোক আশায়
ভুল পথে ছুটে চলে আগামীর ক্যারাভান— সেই পরিহাসে
---
পতন-পালক ওঠা বালকের— সারা দেহে এনে দেয়া মাপে
নিপুন সহজে কাটে মগজের কোষে থাকা বোধের প্রাচীর
---
প্রেমিকের মায়াময় চিৎকারে সচকিত হতে হতে নামে
রাতের কার্নিশে থাকা তরল বিষের গ্লাসে জীবনের ঘুম...
---
ভাল লাগা কিছু কথা উদ্ধৃত করে গেলাম।
সুন্দর কবিতায় ভাললাগা + + রেখে গেলাম।

২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৫

সুপান্থ সুরাহী বলেছেন: ধন্যবাদ জানবেন।
অনুপ্রাণিত হলাম।

৭| ২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২১

আরণ্যক রাখাল বলেছেন: অনেক সুন্দর

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৩

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ...
সুন্দর ও ভালো থাকুন।

৮| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:২১

অগ্নি সারথি বলেছেন: আপনি কই বলেন তো?

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৪

সুপান্থ সুরাহী বলেছেন: আছি তো এই দেশেই। ব্লগে আসি কম কম।
নিরন্তর শুভকামনা।

৯| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:৩৫

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে ।

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৫

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকুন নিরন্তর।

১০| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৪১

জুন বলেছেন: ভালোলাগলো সাইফ
+

৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৬

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ আপু।
শুভকামনা রইল।

১১| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

১২| ২৮ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৩২

হাসান মাহবুব বলেছেন: কবিতা ভালো হয়েছে হুজুর।

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬

সুপান্থ সুরাহী বলেছেন: শুকরান । রিয়েল ইন্সপায়ারার।

১৩| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

১৪| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: সুপান্থ সুরাহী ,



ভালো লাগলো অনেকদিনের পরে কবিতার দেয়ালের ওপারে পথ ভুলে আসা (?) আপনাকে দেখে ।

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সুপান্থ সুরাহী বলেছেন: আপনাকেও দেখে ভালো লাগল খুব।
ভালো থাকুন ।
ধন্যবাদ জানবেন ।

১৫| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:১৫

রিদওয়ান হাসান বলেছেন: অনেকদিন পর সাইফ সিরাজকে সুপান্থরূপে দেখা।

কবিতা পড়ে ভালো লাগলো ++

০৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

সুপান্থ সুরাহী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় ।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:৪২

নস্টালজিক বলেছেন: শুভেচ্ছা, সুপান্থ। কবিতার দৃশ্যকল্পে ভালো লাগা।

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

সুপান্থ সুরাহী বলেছেন: কৃতজ্ঞতা রানা ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.