নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

হিন্দি নায়িকাদের স্লিম ফিগার, বাংলাদেশি নায়িকাদের মোটা রান ও চলমান দাবাং ইতিবৃত্ত

১৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১

কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না। এ প্রবাদটি গ্রামের অনেকের মুখে শুনে আসছি আজ অবধি ও শুনছি।

হিন্দি ছবির স্লিম ফিগারের নায়িকাদের বডি দেখে আনন্দ পাবেন। মজা লুটবেন। উ আ করবেন। অপরদিকে বাংলাদেশি নায়িকাদের মোটা শরীর আর মোটা রান দেখে নাক ছিটকাবেন তাতো হতে পারে না।

বর্তমানে বাংলাদেশী দাবাং ছবির পরিপ্রেক্ষিতে কিছু তরুণ লেখকের ব্লগিং প্রসংগে আমার এ লেখা।

এবার আসা যাক, বাংলাদেশী দাবাং ছবি প্রসংগে। বাংলাদেশী এই পরিচালক কি আর অন্য নাম খুঁজে পাননি যে উনার ছবির নাম দাবাং-ই দিতে হবে।দাবাং না দিয়ে বরং টাবাং তাবাং চাবাং জাতীয় কিছু একটা নাম দিলে ভালো হত।

বাংলাদেশের পরিচালকরা যে কত বেশি স্বকীয়তা বিবর্জিত, মাথা ভরা তাদের গোবর দাবাং ছবি তার উৎকৃষ্ট প্রমাণ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

হেডস্যার বলেছেন:
তাহলে চলেন দুজন মিলে বাংলাদেশী নায়িকাদের মোটা রান আর শরীর এঞ্জয় করি.... :P
আর কেউ থাকলে আওয়াজ দিয়েন....একসাথে এঞ্জয় করিব। ;)

২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

উদাস কিশোর বলেছেন: হেড স্যার যেখানে আছে !
আমি কি আর না করবো ! :P
এবারও উ আ শব্দ হপে ;)

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০

ফিলিংস বলেছেন: ভা্ই কৈ আসুম.....

৪| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

হেডস্যার বলেছেন:
লেখক আকবর ভাই...আর দুইজন পাওয়া গেছে। আপনে আওয়াজ দেন না কেন? আমরা কোথায় আসলে ভালো হয়? :D

৫| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: হেডস্যার আওয়াজ দিলে কি, আর না করা যায়। :!> :!>

৬| ১৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

বাবলু বাবলু বলেছেন: হেডস্যার আওয়াজ দিলে কি, আর না করা যায়। :`> :`>

৭| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

হাসিব০৭ বলেছেন: কই আইসা পরলাম, বউ জানতে পারলে খবর আছে =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৮| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০০

উদাস কিশোর বলেছেন: এভাই !
মেলা লোক হইছে , অহন জাতী জানতে চায় , কই আসুম আমরা ?

৯| ১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪৪

প্রবাসী পাঠক বলেছেন: ভালকে ভাল আর মন্দকে মন্দ বলাই উচিৎ। বাংলাদেশে অনেক ভাল ভাল মুভি তৈরি হচ্ছে। কিন্তু শুধু মাত্র বাংলাদেশি ছবি বলে দাবাং এর মত কুরুচিপূর্ণ একটা নকল ছবিকে উৎসাহ দেবার কোন অর্থ হয় না। তাতে বাংলাদেশের চলচিত্র উন্নতি নয় বরং অবনতির দিকেই যাবে। এই ধরনের কুরুচিপূর্ণ পোস্টার আর প্রোমো ভিডিও দেখার পরও যাদের এই ছবি দেখার মত রুচি থাকে তাহলে বলতে হয় তাঁদের রুচির ঘাটতি আছে। অতি শিঘ্রই তাঁদের রুচির ডাইল ভাজা খাওয়া উচিৎ।


দাবাং কি কোন বাংলা শব্দ! যদি বাংলা শব্দ হয়ে থাকে তাহলে এর মানে টা কি একটু জানাবেন দয়াকরে।

১০| ১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩

আল ইফরান বলেছেন: আমিও আসতে চাই @হেডমাস্টার :-B ;) :P

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

হেডস্যার বলেছেন:

অয়েল কাম ইরফান।
কিন্তু লেখক সাহেব তো কথা কয় না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.