নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

চুপ কর ছোটলোক

২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫০

ছোটলোক (এর শাব্দিক অর্থ: নীচ প্রকৃতির লোক বা অভদ্র লোক।) কারো গায়ের উপর লিখা থাকে না। এটা একটা গালি হিসাবে ব্যবহৃত হয়। দীর্ঘদিন থেকে আমাদের সমাজে অল্পশিক্ষিত, গরিব কিংবা নিম্ন বংশের লোকদেরকে মানুষ ব্যঙ করে ছোটলোক বলে থাকে। এটা একটা ভুল সংস্কৃতি ছাড়া আর কিছুই নয়। গরিব হয়ে জম্নানো কোনো অপরাধ নয়। তবে গরিব থাকাকে অনেক জ্ঞানী ব্যক্তি অপরাধ হিসাবে গণ্য করেছেন। বংশ গরিমা, উচ্চ শিক্ষিত কিংবা অঢেল সম্পদের অধিকারী হয়েও মানুষ ছোটলোক হতে পারে এর প্রমাণ আছে ভুরিভুরি। কেননা কাজে-কর্মে, আচার-আচরণেই মানুষের মাঝে ছোটলোকী ভাব ফুটে উঠে। এর সাথে শিক্ষা, গরীব কিংবা সম্পদ এর থাকা না থাকার কোনো সম্পর্ক নাই।
কেননা অনেক উচ্চ শিক্ষিত, উচ্চ বংশ আর ধনী মানুষে দেখেছি তারা মানুষকে মূল্যায়ন করতে জানে না। তারা মানুষের ভালোবাসার যেমন দাম দেয় না তেমন দামী কিংবা সম্মানী মানুষকে সম্মান দিতে কার্পণ্য বোধ করে। প্রকৃতপক্ষে এ লোকগুলোই ছোটলোক হিসাবে গণ্য। কিন্তু আমাদের সমাজে এই কীট পতঙ্গ শ্রেণীর বানরগুলোই ভদ্রলোক হিসাবে পরিচিতি পেয়ে আসছে। তারাই আবার মানুষকে গালি দেয় ছোটলোক বলে। চুপ কর যত ছোটলোকের দল।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৮

রুবেল জামান বলেছেন: thank you

২| ২২ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৫

সুহৃদ আকবর বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

বিজন রয় বলেছেন: হা হা হা
ভাল বলেছেন।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.