নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

শিকড়ের সাথে জোড়ার দিন

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭



হঠাৎ করে আজকের দিনটা নিয়ে এতো মাতামাতি কেনো ? রাত পেরিয়ে দিন আসছে , সে তো আহ্নিক গতির নিয়ম মেনে আসবেই ।এর থেকে বোরিং আর কি আছে ? এরমধ্যে নতুন আর কি ? সূর্য্যের আলো পৃথিবীতে পৌছতে সময় লাগে আনুমানিক আট মিনিটের একটু বেশী । তারমানে রোজ আমরা আটমিনিট পুরোনো সূর্য্য দেখি । তাহলে আজকের দিনটাকে নতুন বলার তাগিদটা কি ? সেটা ভাবতে গিয়ে মনেহল
বোধহয় শিকড়ের টান । ইন্টারনেটের এই যুগে বছরের বছরের বাকি দিন গুলো তো আমরা গ্লোবাল সিটিজেন । না হলেও ভাবতে ভালোবাসি আর কি! ভাষায় , রুচিতে , রসনায় আমরা একে অন্যের মতো হয়ে উঠছি । কথায় কথায় শিট বলতে না পারলে , নিজেকে আধুনিক বলে প্রমান করার মুশকিল । কারন , আমারা কি করে জানি বুঝেছি শুধু বাঙালী হয়ে থাকা মোটেই উপকারী নয় । কিন্তু মনের ঘরে খোঁজ করলে বোঝা যায় এই ছদ্মবেশ আমাদের পছন্দ নয় । আজকে সেই ছদ্মবেশ ত্যাগ করার দিন । শিকড় সন্ধানের দিন । আর অবশ্যই
শিকড়ের সাথে জোড়ার দিন । তো আসি সেই শিকড় বা গোড়ার কথায় । বাংলা ক্যালেন্ডারের পূর্বসুরির সূত্রপাত হয়েছিল মুঘল সম্রাট আকবরের বদ্ন্যতায় । সে সময়ে রাজস্ব আদায় হত চন্দ্রবর্ষ অনুসারে আর শস্য উৎপাদিত হত , সৌরবর্ষের নিয়ম মেনে । তাই রাজস্ব আদায়ের জন্য তারিখ - ই - এলাহির উৎপত্তি ।এইসময় ত্রিশ বা একত্রিশ দিনের মাসের কোনো নামকরন হয়নি , বা হলেও প্রচলিত হয়নি ।এরপর শাহজাহান চাইলেন প্রতিটি সপ্তাহ শুরু হবে রবি ( সুর্য ) বার থেকে । তাই বিভিন্ন গ্রহ , উপগ্রহের নামানুসারে সপ্তাহের দিন গুলির নামকরন হয় ।তবে বর্তমান বাংলা ক্যালেন্ডারের রূপকার গৌড়ের রাজা শশাঙ্ককে ধরা হয় । আর বাঙালীর কবি মন একটু আঘাত পেলেও বলতে হচ্ছে যে বাংলা মাসের নামকরন হয়নি । হয়েছে নক্ষত্রদের অবস্থান থেকে, বিশাখা থেকে বৈশাখ, জ্যেষ্ঠায় জ্যৈষ্ঠ, উত্তরাষাঢ়া থেকে আষাঢ়, শ্রবণায় শ্রাবণী,পূর্বভদ্রাপদা, অশ্বিনী, কৃত্তিকা, পুষ্যা, চিত্রা থেকে একে একে ভাদ্র , আশ্বিন, কার্ত্তিক, পৌষ, চৈত্রঅবস্থান থেকে, বিশাখা থেকে বৈশাখ, জ্যেষ্ঠায় জ্যৈষ্ঠ, উত্তরাষাঢ়া থেকে আষাঢ়, শ্রবণায় শ্রাবণী, অশ্বিনী, কৃত্তিকা, পুষ্যা, চিত্রা থেকে একে একে আশ্বিন, কার্ত্তিক, পৌষ, চৈত্র ।

যাক এসব খটমট কথা থেকে উৎসবের কথা বলি । বাঙালীর থেকে উৎসবপ্রিয় জাতি আর কে বা আছে । আজকে বাঙালিত্ব বজায় রাখতে ইলিশ বা চিংড়ি খাওয়ার দিন ।রবীন্দ্রসংগীত গাওয়ার দিন । আহা , গাইতে না পারলেও কলার বা রিংটোনে বাজানোর দিন ।শাড়ি আর ধূতি পরার দিন । তবে অনভ্যস্ত হাতে ধূতি পরিহীতরা যদি পাজামা , পাঞ্জাবীতে সন্তুষ্ট থাকেন তবে নিজেরা সেফ থাকবেন অন্যদেরও সেফ রাখবেন ।
পরিশেষে বলি , রবীন্দ্রনাথ ‘বর্ষশেষ’ প্রবন্ধে বলেছেন : ‘আজ বর্ষশেষের সঙ্গে কাল বর্ষারম্ভের কোনো ছেদ নেই একেবারে নিঃশব্দে অতি সহজে এই শেষ ওই আরম্ভের মধ্যে প্রবেশ করছে।’ সত্যি কি ঋদ্ধ এই ভাবনা । যা যাওয়ার তাতো যাবেই । তবু পুরোনোর ক্লিন্নতাকে নতুনে যেন না নিয়ে যাই । ক্ষমা করে দিয়ে , ক্ষমা নিয়ে যেন নতুন বছরে প্রবেশ করি ।

নাহয় , সহজে মনে করতে পারি না বাংলা তারিখে নিজের জন্মদিন । তবু পহেলা বৈশাখ আর ২৫ শে বৈশাখ তো মনে আছে ।
এই বা কম কিসে ! ।

সবাইকে নববর্ষের শুভেচ্ছা । খুব ভালো থাকুন আর ভালো রাখুন ।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১

ইমরাজ কবির মুন বলেছেন:
নববর্ষের এত্ত এত্ত শুভেচ্ছা পরিইইইই! :)

১৪ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩

নীলপরি বলেছেন: আপনার সব শুভেচ্ছা গ্রহন করলাম । ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

২| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৫

আমিই মিসির আলী বলেছেন: লেখা ভালো লাগছে।
বঙ্গ বর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।
আপনাকেও অনেক শুভেচ্ছা ।

৩| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

মিজানুর রহমান মিরান বলেছেন: ক্ষমা করে দিয়ে , ক্ষমা নিয়ে যেন নতুন বছরে প্রবেশ করি।

এটাই কামনা করি।

নববর্ষের শুভেচ্ছা নিবেন।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫০

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
আপ্নাকেও শুভেচ্ছা ।
ভালো থাকুন ।

৪| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,





সুন্দর বলেছেন এটুকু - শিকড়ের সাথে জোড়ার দিন ......পুরোনোর ক্লিন্নতাকে নতুনে যেন না নিয়ে যাই.........।

নতুন বছর সুন্দর হোক আপনার ।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪

নীলপরি বলেছেন: সারা বছর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা ।

৫| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

সাথিয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৬

নীলপরি বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা ।
ধন্যবাদ ।
ভালো থাকুন ।

৬| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো হোক প্রতিটি দিন। আনন্দময় হোক এই বছরটি।
শুভকামনা।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

নীলপরি বলেছেন: আপনি ও খুব আনন্দে থাকুন। ভালো থাকুন সবসময় ।
শুভেচ্ছা অনেক ।

৭| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

কল্লোল আবেদীন বলেছেন: নব বর্ষের শুভেচ্ছা জানবেন।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০১

নীলপরি বলেছেন: আপনাকে ও অনেক শুভেচ্ছা ।
ধন্যবাদ ।

৮| ১৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

কল্লোল আবেদীন বলেছেন: নব বর্ষের শুভেচ্ছা।

৯| ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৩

দীপংকর চন্দ বলেছেন: কথামালায় ভালো লাগা থাকছে।

অনিঃশেষ শুভকামনা।

নববর্ষের শুভেচ্ছা।

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

নীলপরি বলেছেন: ভালো লাগায় অনুপ্রাণিত হলাম।
অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা ।
ভালো থাকুন ।

১০| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৭

প্রীতম বলেছেন: আকবর থেকে রবিন্দ্রনাথ পর্যন্ত পুরোটাই ভালো লাগলো। আরো ভালো লাগলো বার আর মাসের নামকরণ বিষয়ক তথ্য জেনে। খুব ভালো লেগেছে আপনার পুরাটা লেখা।
আপনার শুভ কামনা রইলো।

১৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগায় মনে হচ্ছে আমার তথ্যগুলো জোগাড় করা সার্থক হল।
ধন্যবাদ ।
শুভেচ্ছা ।

১১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

উল্টা দূরবীন বলেছেন: দেরীতে হইলেও শুভেচ্ছা জানবেন।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭

নীলপরি বলেছেন: হুম , অবশ্যই । শুভেচ্ছা গ্রহন করলাম । :)
অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভেচ্ছা ।
ভালো থাকুন ।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৫

শামছুল ইসলাম বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গিটা ভাল লেগেছেঃ

//কিন্তু মনের ঘরে খোঁজ করলে বোঝা যায় এই ছদ্মবেশ আমাদের পছন্দ নয় । আজকে সেই ছদ্মবেশ ত্যাগ করার দিন । শিকড় সন্ধানের দিন । আর অবশ্যই
শিকড়ের সাথে জোড়ার দিন ।//


আর ইতিহাসটাকে গল্পের মত করে বলে গেছেন, তাই সেটাও ভাল লাগার তালিকায় যুক্ত হয়েছে।

বেশ উদার মনোভাবের পরিচয় দিয়েছেনঃ

//নাহয় , সহজে মনে করতে পারি না বাংলা তারিখে নিজের জন্মদিন । তবু পহেলা বৈশাখ আর ২৫ শে বৈশাখ তো মনে আছে ।
এই বা কম কিসে ! ।//


আপনাকেও নববর্ষের শুভেচ্ছা ।

ভাল থাকুন। সবসময়।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৭

নীলপরি বলেছেন: শুভেচ্ছা গ্রহন করলাম ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

আপনিও ভাল থাকুন সবসময়।

শুভকামনা ।

১৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬

এহসান সাবির বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ।

ভালো থাকুন এই প্রার্থনা সব সময়।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩

নীলপরি বলেছেন: শুভেচ্ছকে যত্ন সহকারে নিয়ে নিয়েছি ।

আমারও সেই একই প্রার্থনা ।
আপনিও খুব ভাল থাকুন সবসময়।
শুভকামনা ।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৯

কালনী নদী বলেছেন: আমাদের পরি রাণী এত সুন্দর করে বাংলা ক্যালেন্ডারের ইতিহাস তুলে দড়েছেন সেটা নিঃসন্দেহে প্রসংশার দাবিদার। আর 'বিশাখা থেকে বৈশাখ, জ্যেষ্ঠায় জ্যৈষ্ঠ, উত্তরাষাঢ়া থেকে আষাঢ়, শ্রবণায় শ্রাবণী,পূর্বভদ্রাপদা, অশ্বিনী, কৃত্তিকা, পুষ্যা, চিত্রা থেকে একে একে ভাদ্র , আশ্বিন, কার্ত্তিক, পৌষ, চৈত্রঅবস্থান থেকে, বিশাখা থেকে বৈশাখ, জ্যেষ্ঠায় জ্যৈষ্ঠ, উত্তরাষাঢ়া থেকে আষাঢ়, শ্রবণায় শ্রাবণী, অশ্বিনী, কৃত্তিকা, পুষ্যা, চিত্রা থেকে একে একে আশ্বিন, কার্ত্তিক, পৌষ, চৈত্র।' এই তথ্যটাত আমার জানাই ছিল না।
অসংখ্য ধন্যবাদ বোন সুন্দর করে সংক্ষিপ্তাকারে দেশের ইতিহাস তুলে আনার জন্য। আগামীতে অনেক অনেক শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.