নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বাঁচি আজও তুমিহীনা

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮



গানের আর্তিতে কেউ বলেছিল
বনমালীকে পরজনমে হতে রাধা
শুধু এইটুকু ইচ্ছেই কি -
তার মনরুমালে ছিল বাঁধা ?


আশ্লেষে ছুঁতে যাই আবেগ
বারবার শুনি এই গান
কিছুটা বুঝি বা বুঝিনা
টের পাই অমোঘ টান ।

জন্ম কি সত্যিই পূর্বনির্ধারিত ?
তাৎক্ষণিকতায় মুহূর্তদের বাঁচতে দেখেছি
' গীতা'তে তো সিদ্ধহস্ত নই
অবসরে প্রিয় কবিতা পড়েছি ।


পুজ্ঞীভূত বিরহের অজ্ঞলি সাজাই
কারন , পৌত্তলিক তো আমি
ব্রহ্মকে বুঝিনি , জেনেছি শুধু
আমায় নিয়ে খেলেছ তুমি ।

খোঁজ নেওয়া হয়নি আজও
বনমালী রাধা হয়েছে কিনা
পাইনা তবুও তোমায় খুঁজি
দেখি , বাঁচি আজও তুমিহীনা !

মন্তব্য ৬৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

ইমরাজ কবির মুন বলেছেন:
sundor hoise Poriii :)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০২

নীলপরি বলেছেন: বাহ , প্রথমেই ' সুন্দর হয়েছে ' মন্তব্য পেয়ে খুশি হলাম ।:)
ধন্যবাদ ।

২| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

প্রামানিক বলেছেন: পুজ্ঞীভূত বিরহের অজ্ঞলী সাজাই
কারন , পৌত্তলিক তো আমি
ব্রহ্মকে বুঝিনি , জেনেছি শুধু
আমায় নিয়ে খেলেছ তুমি ।

ভা্ল লাগল। ধন্যবাদ

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগায় কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।

৩| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: পরমেরে লয়ে টানাটাটনি ;)

ভালু ভালু

তুমি পরম আমি পরম, পরমই পরম!
তুমি কেউ না, আমি কেউ না, পরম কেউ না।
তুমিই সব, আমি কেউ না, তুমিই পরম!
তুমি কেউনা , আমিই সব, আমিই পরম!

তত্বের ভীরে শুধু বুঝি জ্ঞান, বোধ যতটুকু বুঝতে দেয়! বাকীটা অধরাই থেকে যায়।

রাধার ছায়া কৃষ্ণে-ইতো লুকানো মৌলিকতা :) আনাল হক! কিংবা নিজেকে জানো, মান আরাফা নাফসাহু, ফাক্বাদ আরাফা রাব্বাহু!

তৃতীয় নয়নে, জ্ঞানে ধ্যনে পুছিনু তারে
তুমি কে? বলে - তুমি!

++++

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৮

নীলপরি বলেছেন: অসাধারণ লাগলো আপনার মন্তব্য পড়ে ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০

মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর কবিতা আপু :)

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১১

নীলপরি বলেছেন: কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ দিদি ।

৫| ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

প্রীতম বলেছেন: আসলেই শেষ পর্যন্ত খোজ নেয়া হয়না বনমালীরা রাধা হয় কিনা। আরো কতোকি বাকি থেকে যায়।
ভালো লাগলো খুব।
ভালো থাকবেন।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৩

নীলপরি বলেছেন: হুম , আমিও তাই ভেবে থাকি ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।
আপনিও ভালো থাকবেন।

৬| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

মো: ইমরান আল হাদী বলেছেন: ভাল লাগা ছুয়ে গেল মরমে,সুন্দর কবিতা।

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যও আমার মনকে ছুঁয়ে গেলো ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।

৭| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩

আরণ্যক রাখাল বলেছেন: পরজনমে হইয়ো রাঁধা গানটা আমারও খুব প্রিয়।
কবিতাটাও দারুণ

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৮

নীলপরি বলেছেন: হুম , গানটা খুবই হৃদয়গ্রাহী ।
আপনার দারুণ লাগায় কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।

৮| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

সাহসী সন্তান বলেছেন: আপনার কবিতা গুলো খুবই সহজ সাধ্য এবং এক পাঠেই বোধগম্য হয়। তবে ভিতরের কথাগুলো যেন আন্তরাত্মাকে নাড়া দিয়ে যায়। "কিছু একটা খুঁজতেছি, কিন্তু জিনিসটা হাতের কাছে থাকা সত্ত্বেও ধরতে পারছি না" ঠিক এমন একটা কিছু!

বিরহীনি কবিতায় একরাশ মুগ্ধতা রেখে গেলাম! শুভ কামনা জানবেন!

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২২

নীলপরি বলেছেন: আপনার মুগ্ধতা কৃতজ্ঞতার সাথে গ্রহন করলাম । খুব ভালো লাগলো মন্তব্য ।
ধন্যবাদ ।
আপনাকেও অনেক শুভ কামনা ।

৯| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৬

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: সুন্দর!

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

নীলপরি বলেছেন: সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো ।
ধন্যবাদ ।

১০| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: "শ্রীকৃষ্ণকীর্তন" পড়েছিলাম মেলাদিন অাগে । কংসবধ করতে শ্রীকৃষ্ণ মথুরা চলে যাওয়ার পর রাধিকার মানসিক অবস্থা কেমন হয়েছিলো, ভাবলে সত্যিই খারাপ লাগে । এই লেখাতেও বেশ বিরহ!

পুনশ্চঃ "পুজ্ঞীভূত বিরহের অজ্ঞলী সাজাই" কি ঠিক অাছে, না পুঞ্জীভূত বিরহের অঞ্জলি সাজাই হবে?

২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩

নীলপরি বলেছেন: আসলে রাধা চরিত্রটা আমার খুব ভালো লাগে । মহাভারতে রাধা মাত্র কয়েক লাইন অথচ জনপ্রিয়তায় কুরুক্ষেত্রের যুদ্ধকেও পিছনে ফেলে দিয়েছে !
আপনিই ঠিক । আমি মিসটেক ঠিক করে নিয়েছি । ধন্যবাদ জানানোর জন্য ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।

১১| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৪

নীলপরি বলেছেন: সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো ।কিন্তু প্লাস পেলাম না এবার ! :(
চেষ্টা করবো ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।

১২| ২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২

মুসাফির নামা বলেছেন: খারাপ লাগেনি।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৮

নীলপরি বলেছেন: মানে ? খারাপ না লাগাটা ভালোর কোঠায় পৌঁছায়নি ?
কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ । :)

১৩| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০২

মিজানুর রহমান মিরান বলেছেন: পড়তে বেশ লাগে আপনার কবিতা গুলো।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০৯

নীলপরি বলেছেন: তাই ? শুনে ভালো লাগলো ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''অজ্ঞলী'' মানে কিগো?
কবিতায় প্লাস;
সামু ব্লগে নীলপরী
অলওয়েজ-ই খাস। :)

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২২

নীলপরি বলেছেন: এরকম খাস মন্তব্য পেয়ে আপ্লুত । :)

''অজ্ঞলি'' মানে দুহাতের করতলে কিছু নিয়ে অর্পন করা । অফারিং । যেমন - গীতাজ্ঞলী , পুষ্পাজ্ঞলী ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

এহসান সাবির বলেছেন: বেশ!

শুভেচ্ছা।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৫

নীলপরি বলেছেন: বেশ কি ? ভালো ভাবতে পারি ? :)
কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।
আপনাকেও শুভেচ্ছা।
ভালো থাকবেন ।

১৬| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বনমালী রাধা হয়েছে কিনা ? খোঁজ নেয়া দরকার ;)

চমৎকার লাগসে।

শুভকামনা নিরন্তর।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩১

নীলপরি বলেছেন: হুম । আমিও একমত আপনার সাথে । :)

আপনার চমৎকার লাগায় কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।

১৭| ২২ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫০

কল্লোল পথিক বলেছেন: দারুন হয়েছে।
কবিতা মন ছুয়ে গেল।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৪

নীলপরি বলেছেন: যাক , মন্তব্য করতে পারছেন দেখে ভালো লাগলো ।
আপনার দারুণ লাগায় কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১

হাফিজ বিন শামসী বলেছেন: কবিতার নাম ভুল করে 'বাঁচি আজও তুমিহীনা'র স্থলে 'বাঁচি আজও ভূমিহীনা' পড়েছিলাম। কবিতা পড়ে বুঝতে পারি কি সর্বনাশ আমি করেছি। :)

আপনার কবিতা এবং কবিতার প্রাসঙ্গিক সব কিছুই বেশ সাজানো গোছানো। আর নীলের ছোঁয়া তো যেন থাকা চাই-ই।
ভাল লাগল আপনার কবিতা। ধন্যবাদ।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪১

নীলপরি বলেছেন: 'বাঁচি আজও তুমিহীনা'র স্থলে 'বাঁচি আজও ভূমিহীনা' পড়েছিলাম।
শুনে ভয় পেয়ে গেলাম । :)

আপনার ভালো লাগায় কৃতজ্ঞতা জানবেন ।
আপনাকেও ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
একটা দারুণ কবিতা।
+


অভ্যেস না হয়ে যায়। খেয়াল রেখো।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৪

নীলপরি বলেছেন: এতো ব্যস্ততার মধ্যে আমার লেখা পড়েছেন দেখে ভালো লাগা বা তার বেশী কিছু যা অব্যক্ত ..............

আর রাজকীয় প্লাসে মুগ্ধতা অনেক !

অভ্যেস না হয়ে যায়। খেয়াল রেখো।

সবসময় লেগপুল করা না আমার ? :(

ব্যস্ততার মধ্যে খুব ভালো থাকুন । সুস্থ থাকুন ।
আপনার কাজ সফল হোক ।

২০| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

বিজন রয় বলেছেন: রাঁধারা আজও একা?

নাকি ভুল বুঝলাম।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৯

নীলপরি বলেছেন: না , একদম ঠিক বুঝেছেন ।
রাধারা একাই । তবে রাধা ছাড়া কৃষ্ণও অসম্পূর্ণ । :)

কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।
শুভেচ্ছা।

২১| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন, আপনার ভাবনাকে স্যালুট ভাই। ধন্যবাদ কবিবর।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
সুন্দর লেগেছে শুনে ভালো লাগলো ।

কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।

২২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



ব্রহ্মা সারাটি জীবনই খেলে গেলো তার সৃষ্টি মানুষকে নিয়ে !!

গাঁথুনীতে মোটামুটি হয়েছে কবিতাটি তবে ভাবে ভারী ।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৫

নীলপরি বলেছেন: হুম সেই !
মন্তব্যে উৎসাহ পেলাম ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।

২৩| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

উল্টা দূরবীন বলেছেন: শিরোনামের হতাশা ছড়িয়ে আছে পুরো কবিতায়।

ভালো লাগা রইলো।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগায় কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।
শুভেচ্ছা।

২৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সনাতন ধর্মের ইতিহাস আমার জানা নেই। তাই পরিপূর্ণ মন্তব্য করতে পারলাম না। তবে পড়তে বেশ ভালো লেগেছে।অন্ত্যমিল প্রশংসনীয়।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫

নীলপরি বলেছেন: ' গীতা'তে তো সিদ্ধহস্ত নই........... আমিও
ধর্ম নয় লেখাটা অনুভূতির ফসল । :)
আপনার প্রশংসায় উৎসাহ পেলাম । ভালো লাগলো মন্তব্যটা ।
ব্লগে কয়েকদিন বাদে মনে হচ্ছে ! কেমন আছেন ?

আপনার ভালো লাগায় কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।
শুভেচ্ছা।

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ব্যাক্তিগত ব্যাস্ততার কারণে আসা কম হচ্ছে। আর নিজে থেকেই আস্তে আস্তে ব্লগে আসা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। মানে ব্লগ ছাড়তে চাচ্ছি।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৫

নীলপরি বলেছেন: ইশ কেনো ? খুব দুঃখ পেলাম কথাটা শুনে ।

২৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৫

তাহ্ফীর সাকিন বলেছেন: ভাসিয়া গেলাম.।অতি ছোঁয়াচে কবিতা.

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।


কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।

২৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যদি ভুল না করি তবে
বুঝিয়েছ কি অঞ্জলী?
বুঝি কম তাই কই
ভুলেতে দিওনা গালি। /:)

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩২

নীলপরি বলেছেন: :)
গেম চেঞ্জারের মন্তব্য দেখে নিন ।

২৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬

গেম চেঞ্জার বলেছেন: কি করি আজ ভেবে না পাই বলেছেন: ''অজ্ঞলী'' মানে কিগো?
কবিতায় প্লাস;
সামু ব্লগে নীলপরী
অলওয়েজ-ই খাস। :)

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২২ ০
লেখক বলেছেন: এরকম খাস মন্তব্য পেয়ে আপ্লুত । :)
''অজ্ঞলি'' মানে দুহাতের করতলে কিছু নিয়ে অর্পন করা । অফারিং । যেমন - গীতাজ্ঞলী , পুষ্পাজ্ঞলী ।


হাঃ হাঃ হাঃ
টাইপো আছেঃ-
অজ্ঞলি < অঞ্জলি (ঞ+জ)


বিজ্ঞান < জ+ঞ


(কবিতা ভাল হয়েছে! +)

২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

নীলপরি বলেছেন: আমি একটি বুদ্ধু প্রমানিত হয়ে গেলো । যেটা একবার ওভারলুক করি , বার বার করি । একইসাথে টি।ভি দেখা আর সামুতে লেখার এই ফল । হায় ! হা্য় !

আপনাকে ধন্যবাদ ।

২৯| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আসলে ভার্চুয়াল দুনিয়ায় বেশী সময় দিতে গিয়ে আমার ক্যারিয়ার কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছে।একেবারে যে আসবনা তা নয়। ব্লগে আপনাদের মায়া ছেড়ে থাকা অসম্ভব! অন্তত আপনি সহ আমার প্রিয় কিছু ব্লগারের লেখা পড়ার জন্য অবশ্যই আসবো। তবে আগের চেয়ে অনেক কম।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

নীলপরি বলেছেন: শুনে কিছুটা ভালো লাগলো । তবে আপনার পোষ্ট অবশ্যই দেবেন । একটুখানি সময় না হয় আমাদের দিলেন !

অনেক শুভকামনা আপনাকে ।
ভালো থাকবেন ।

৩০| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫

আমিই মিসির আলী বলেছেন:
আশ্লেষে ছুঁতে যাই আবেগ
বারবার শুনি এই গান
কিছুটা বুঝি বা বুঝিনা
টের পাই অমোঘ টান ।


নেক্সট বই মেলায় তাহলে কবিতার বই পাচ্ছি।

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে ভীষণ ভালো লাগলো ।
কবিতা পাঠে কৃতজ্ঞতা জানবেন ।
ধন্যবাদ ।

৩১| ২৫ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাবটা গভীর।
বেশ ভাল।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৮

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

জ্যোস্নার ফুল বলেছেন: কবিতা বরাবরের মতই চমৎকার।
পরীকবি কেমন আছেন?

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৮

নীলপরি বলেছেন: মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো। :)
ধন্যবাদ।
আমি ভালোই আছি।
বেশ কয়েকদিন পরে এলেন মনে হোলো। আপনি কেমন আছেন ?

৩৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

অতঃপর হৃদয় বলেছেন: দারুণ একটা কবিতা হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৫৭

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম ।
মন্তব্য জেনে ভালো লাগলো।
আপনাকেও ধন্যবাদ কবিতা পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.