নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

না দেওয়া চিঠিগুলো

১২ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৫



ছুটতে থাকি । ঠান্ডাঘরের বরফশীত ,বাজতে থাকা সেলফোন না শুনে , ছুটতে থাকি ।কম্পিউটার স্ক্রীনের ঘটন অঘটনগুলোকে ফেলে , ইচ্ছে করে মেলবক্স না খুলে ছুটতে থাকি --
অবুঝ মন নীলখামের চিঠির প্রত্যাশী
সাজানো আছে আশা রাশি রাশি !


খুঁজতে থাকি শহরের বুকে লুকিয়ে থাকা চোরা নদীকে । খুঁজতে থাকি , এই চেনা জানা পৃথিবীর অচেনা গল্পগুলোকে । টলটলে জলের মতো ভালোবাসা নামক অনুভূতিকে , খুঁজতে থাকি ----

আসলে নদীর জন্ম হৃদয়ের বাসায়
পথ হারিয়ে সে হৃদয়পুর ভাসায় !


জমে আছে , তোমার নীরবতার পাশে আমার স্তব্ধতা । জমে আছে , তোমাকে না দেওয়া গানগুলি । অভিমানে সিক্ত নিভৃত বাতাস আর অল্পসল্প কিছু রূপটান জমে আছে ----

তোমার আমার মনসেতুতে জমেছে ধূলো
জমিয়ে রেখেছি না দেওয়া চিঠিগুলো ।

মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:০৪

মুসাফির নামা বলেছেন: মোটামুটি লেগেছে।

১২ ই মে, ২০১৬ রাত ৯:০১

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ পাঠের জন্য।
শুভকামনা ।

২| ১২ ই মে, ২০১৬ দুপুর ১:২৮

ফজলে রাব্বী শরীফ বলেছেন: সুন্দর :-)

১২ ই মে, ২০১৬ রাত ৯:০৬

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম ।
আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।
অনেক ধন্যবাদ ।

৩| ১২ ই মে, ২০১৬ রাত ৮:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর, পরিইইই! :)

১২ ই মে, ২০১৬ রাত ৯:১০

নীলপরি বলেছেন: হঠাৎ খেয়ালের লেখা এটা। আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো।
উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৪| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:২৫

এহসান সাবির বলেছেন: দারুন ফরমেটে লেখা।

জোস হইছে।

শুভেচ্ছা রইল অনেক।

১৩ ই মে, ২০১৬ রাত ৯:৫৪

নীলপরি বলেছেন: শুভেচ্ছা সানন্দে গ্রহন করলাম ।

আসলে কোনো ফরম্যাট চিন্তা করে লিখিনি । লিখতে গিয়ে হয়ে গেলো আর কি ! অনুপ্রানিত হলাম আপনার মন্তব্য পেয়ে ।

অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৫| ১৩ ই মে, ২০১৬ সকাল ৯:২১

মোহাম্মদ রিয়াদুজ্জামান রিয়াদ বলেছেন: ভালো লিখেছেন।আশাকরি আরো ভালো লিখবেন।কিন্তু আপনার প্রকৃত নাম কি???

১৩ ই মে, ২০১৬ রাত ৯:৫৫

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম ।
আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।
অনেক ধন্যবাদ ।

৬| ১৩ ই মে, ২০১৬ সকাল ১০:৩১

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর।
দারুণ স্টাইল কবিতার।

১৩ ই মে, ২০১৬ রাত ১০:০২

নীলপরি বলেছেন: স্টাইলটা ভেবে লিখিনি । লেখবার পর ভেবেছিলাম , এটা কেমন হোলো ? পোষ্ট করবো কি না !
এখন খুব ভালো লাগছে স্টাইলটা স্বীকৃতি পেলো দেখে ।

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৭| ১৩ ই মে, ২০১৬ দুপুর ১২:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: চিঠি জমিয়ে রেখে লাভ নেই, এতে কষ্ট বাড়ে । তারচে ভালো জায়গা মত পৌঁছে দিন ।

১৩ ই মে, ২০১৬ রাত ১০:১৫

নীলপরি বলেছেন: বাহ , সেদিন যে বললেন - ' সময় গেলে সাধন হয় না '
আমার এই কথাটা ভালো লেগেছিলো । তাই শিখে নিয়েছি । আর আমার হার্ড ডিস্কে জায়গা খুবই কম । নতুন শিক্ষা লোড হচ্ছে না !
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

কিন্তু লেখা কেমন লাগলো সেটা বললেন না যে ?

৮| ১৩ ই মে, ২০১৬ রাত ৯:২০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




বেশ লিখেছেন । আলাদা স্টাইল ।

১৩ ই মে, ২০১৬ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: স্টাইলটকে স্বীকৃতি দিলেন দেখে বাধিত হলাম । খুব ভালো লাগলো ।
উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৯| ১৩ ই মে, ২০১৬ রাত ৯:৫৮

মনিরা সুলতানা বলেছেন: জমে থাক না কিছু না বলা গল্প কিছু অনুভূতি প্রাপক তা ঠিক ঠিক খুঁজে নেবে !!!!
লেখায় অনেক ভালোলাগা :)

১৩ ই মে, ২০১৬ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: যাক , আপনি মনের কথাটা বুঝতে পেরেছেন । আমার চিন্তাধারার গতিও একই দিকে বইছে ! :)

আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগছে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ১৩ ই মে, ২০১৬ রাত ১০:১৯

মিজানুর রহমান মিরান বলেছেন: তোমার আমার মনসেতুতে জমেছে ধূলো
জমিয়ে রেখেছি না দেওয়া চিঠিগুলো।


দিয়ে দিন না জমানো চিঠিগুলো! ধূলোগুলো হয়তো মুছে যাবে!

১৩ ই মে, ২০১৬ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: আরে ধূলো জমে গেছে যে , হাতে লেগে যাবে তো ! তখন ? :)

পারলে আগের মন্তব্য ও উত্তরটা দেখে নেবেন প্লিজ ।

নিয়মিত পাঠ ও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

১১| ১৩ ই মে, ২০১৬ রাত ১১:২১

রূপক বিধৌত সাধু বলেছেন: Please delete my comments.

১৪ ই মে, ২০১৬ সকাল ৮:১৬

নীলপরি বলেছেন: কেনো ?

কারনটা জানালে বাধিত হবো। নাহলে খারাপ লাগছে !
আমি কাউকেই অপ্রীতিকর কিছু বলতে চাইনা।
আর আপনাকে তো বলিইনি। তবু যদি আপনার
কোনো কিছু খারাপ লেগে থাকে, তবে আমি ক্ষমাপ্রার্থী

শুভকামনা ।

১২| ১৪ ই মে, ২০১৬ সকাল ৮:৪৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্ষমা প্রার্থনার কিছু নেই । মুছে দিলে খুশি হতাম ।

১৪ ই মে, ২০১৬ সকাল ৯:৪৫

নীলপরি বলেছেন: এটা শুনে আরও খারাপ লাগছে । ব্লগে কখনো এরকম হয়নি। তাই কারনটা জানালে বাধিত হতাম।

১৩| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৩৩

খায়রুল আহসান বলেছেন: আসলে নদীর জন্ম হৃদয়ের বাসায়
পথ হারিয়ে সে হৃদয়পুর ভাসায় !
- আহা! কি চমৎকার কথাটাই না বলে গেলেন, নীলপরি, খুবই হৃদয়ছোঁয়া।
তোমার আমার মনসেতুতে জমেছে ধূলো
জমিয়ে রেখেছি না দেওয়া চিঠিগুলো ।
- খুব ভালো লাগলো। + +
আরো ভালো লিখবেন আশা করি। তার মানে এই নয় যে এটাকে খারাপ বলছি। মনের আবেগ মেশাতে পারলে আপনার কাছ থেকে অসাধারণ কিছু সৃষ্টি হতে পারে।

১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৩

নীলপরি বলেছেন: আপনি এতো সুন্দর করে মন্তব্য যে পড়ে আমি আপ্লুত হয়ে গেলাম ।

পাঠ ও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

১৪| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১:৪৫

জেন রসি বলেছেন: আসলে মানুষের কাজই হচ্ছে খুঁজতে থাকা।

অভিনব স্টাইল।

ভালো লেগেছে। :)

১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৭

নীলপরি বলেছেন: স্টাইটাকে অভিনব বললেন বলে খুব ভালো লাগলো ।

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১৫| ১৪ ই মে, ২০১৬ বিকাল ৪:৫৭

শামছুল ইসলাম বলেছেন: ছোটাছুটির স্টাইলটা ভাললেগেছে !!!

//ছুটতে থাকি । ঠান্ডাঘরের বরফশীত ,বাজতে থাকা সেলফোন না শুনে , ছুটতে থাকি ।কম্পিউটার স্ক্রীনের ঘটন অঘটনগুলোকে ফেলে , ইচ্ছে করে মেলবক্স না খুলে ছুটতে থাকি --
অবুঝ মন নীলখামের চিঠির প্রত্যাশী
সাজানো আছে আশা রাশি রাশি ! //


কথাগুলোও !!!!

ভাল থাকুন। সবসময়।

১৫ ই মে, ২০১৬ বিকাল ৩:৪২

নীলপরি বলেছেন: আপনারা ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
পাঠ ও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

আপনিও ভালো থাকুন।

১৬| ১৬ ই মে, ২০১৬ রাত ৮:৫৫

দীপংকর চন্দ বলেছেন: অনেক ভালো লাগলো। অনেক।

শুভকামনা এবং শুভকামনা। অনিঃশেষ।

অনেক ভালো থাকবেন কবি। সবসময়।

১৭ ই মে, ২০১৬ রাত ৯:১৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো ।
পাঠ ও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

আপনিও ভালো থাকুন।

১৭| ১৬ ই মে, ২০১৬ রাত ৯:৩৬

গেম চেঞ্জার বলেছেন: মন ভাল সময়ে যারা পড়েছে তাদের কাছে চমৎকার লাগবে এটা। :)

১৭ ই মে, ২০১৬ রাত ৯:১৭

নীলপরি বলেছেন: কিন্তু আমি যে খারাপ লাগা সময়ে লিখেছি এটা !

আচ্ছা , আপনি কোন সময়ে পড়েছেন ? :)

পাঠ ও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

১৮| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:১৩

কালনী নদী বলেছেন: খুঁজতে থাকি শহরের বুকে লুকিয়ে থাকা চোরা নদীকে । খুঁজতে থাকি , এই চেনা জানা পৃথিবীর অচেনা গল্পগুলোকে । টলটলে জলের মতো ভালোবাসা নামক অনুভূতিকে , খুঁজতে থাকি ---- অনবদ্য হয়েছে পরি বোন!!!!

১৮ ই মে, ২০১৬ সকাল ১০:৫৩

নীলপরি বলেছেন: লেখাতে অনবদ্য কমপ্লিমেন্ট পেয়ে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১৯| ১৭ ই মে, ২০১৬ রাত ১০:২৫

ডঃ এম এ আলী বলেছেন: আসলে নদীর জন্ম হৃদয়ের বাসায়
পথ হারিয়ে সে হৃদয়পুর ভাসায় !

এক কথায় অসাধারণ

১৮ ই মে, ২০১৬ সকাল ১০:৫৭

নীলপরি বলেছেন: আপনার অসাধারণ লেগেছে শুনে আমার ও খুব ভালো লাগছে ।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২০| ১৮ ই মে, ২০১৬ সকাল ১১:২৩

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ আমি মন ভাল সময়েই পড়েছি। :)

১৮ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: তবে তো ভালো কথা। খুব ভালো থাকুন সবসময়।
শুভকামনা । :)

২১| ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগায় ভরপুর লেখা
শুভেচ্ছা কবি

২১ শে মে, ২০১৬ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
পাঠ ও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

২২| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: খুঁজতে থাকো।

পেলেই শেষ।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:১৬

নীলপরি বলেছেন: কি করে জানলেন ?

২৩| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পাওয়া কিছু আগ্রহের তলানিতে থাকে।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৯

নীলপরি বলেছেন: তাই ? এরকম ভাবে ভাবিনি তো । ভাবতে হবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.