নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষমনা

১৯ শে মে, ২০১৬ ভোর ৬:৩০



আহা , স্বাদটা আরেকটু বাড়ত রাই
ঝালটা একটু শুধু বেশী দিলে
যেমন বোকা বছর জন্মায় এপ্রিলে ।

স্বপ্ন তো তাকেও দেখাবে জানো
আরও অনেক বেশী চালাক লোকে
যেমন স্বপ্ন এনেছিলো শ্যাম তোমার চোখে ।

স্বপ্নের 'স্ব' ছিলো কি তাতে ?
চোখ তো বুজিয়েছিলো ব্যাথার ভার
স্বপ্ন ছিনিয়ে , দিয়েছিল অহংকার তার ।

ঔদ্ধত্য তাঁকে মানায় , তিনি রাজপুত্র
সব প্রশ্নই দাঁড়ায় হয়ে অনৌচিত্য
গোপিনী রাই , তুমি যে মধ্যবিত্ত ।


রাই এখনো কেনো তুমি প্রতীক্ষমনা
দেখো , রাত যায় আসে ভোর
শুধু আসেনা তোমার স্বপ্নচোর ।

মন্তব্য ৬৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ ভোর ৬:৫৯

প্রীতম বলেছেন: দুর্দান্ত হয়েছে। প্রথমে বুঝিনি। কিন্তু কয়েকবার পড়ে কিছুটা বুঝলাম। এতো সুন্দর করে লিখেন আপনি?
ধন্যবাদ।

১৯ শে মে, ২০১৬ সকাল ১১:০৮

নীলপরি বলেছেন: আপনি যে আমার লেখা বেশ কয়েকবার পড়েছেন সেটা শুনে খুব ভালো লাগলো । আন্তরিক কৃতজ্ঞতা ।
কি যে লিখি তা জানিনা । :)
তবে আপনার সুন্দর লেগেছে জেনে আমি আপ্লুত ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ১৯ শে মে, ২০১৬ সকাল ৭:০৫

ডঃ এম এ আলী বলেছেন: অসম্ভব ভাল লাগার মত কবিতা । বিমুর্ত অনুভুতিগুলির মুর্ত প্রকাশ হৃদয়ে এনে দেয় নির্মল প্রশান্তি । ধন্যবাদ । ভাল থাকুন

১৯ শে মে, ২০১৬ সকাল ১১:১২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম । উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
আপনিও খুব ভাল থাকুন ।

৩| ১৯ শে মে, ২০১৬ সকাল ৮:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অপুর্ব যেনো আমার মনের কথাগুলোই

১৯ শে মে, ২০১৬ সকাল ১১:১৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বগতম ।
আমার কবিতার কথা যে কারো মনের কথা হতে পারে সেটা জেনে আমি আপ্লুত ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ১৯ শে মে, ২০১৬ সকাল ৯:৪৫

শামছুল ইসলাম বলেছেন: ছোট ছোট শব্দ আর বাক্যে, কবিতাকে এমন অনায়াসে পাঠকের কাছে পৌঁছানো, সত্যি বিশাল কাজ।

সহজ কথায় কতনা ভাব লুকিয়েঃ

//ঔদ্ধত্য তাঁকে মানায় , তিনি রাজপুত্র
সব প্রশ্নই দাঁড়ায় হয়ে অনৌচিত্য
গোপিনী রাই , তুমি যে মধ্যবিত্ত ।//


স্বপ্নদের নিয়ে এখনো জাল বোনাঃ

//রাই এখনো কেনো তুমি প্রতীক্ষমনা
দেখো , রাত যায় আসে ভোর
শুধু আসেনা তোমার স্বপ্নচোর ।//


ভাল থাকুন। সবসময়।

১৯ শে মে, ২০১৬ সকাল ১১:২৬

নীলপরি বলেছেন: আপনিও খুব লেখেন । আপনাদের মতো লেখকদের কাছ থেকে এতো সুন্দর মন্তব্য পেলে খুবই ভালো লাগে । খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

আপনিও খুব ভাল থাকুন । সবসময়। :)

৫| ১৯ শে মে, ২০১৬ সকাল ১০:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
কিউট & সুইট হৈসে পরীইইই! :)

১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৩৪

নীলপরি বলেছেন: রাই তো সবসময়ই কিউট । সাথে আমার কবিতাটাও আপনার ভালো লেগেছে ধরে নিলাম । :)

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

৬| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:০৯

সাহসী সন্তান বলেছেন: কখনো কারো জন্য এভাবে অপেক্ষা করতে হয়নি, তাই হয়তো তার যন্ত্রনাটাও সেভাবে উপলব্ধি করতে পারি না। তবে সত্যিই যদি কখনো কারো জন্য অপেক্ষা করতে হয়, তাহলে নিশ্চিত সেদিন আমিও ঠিক এমনই একটা কবিতা লিখবো!

কবিতা খুব সুন্দর হয়েছে! দোয়াকরি যাতে প্রতীক্ষার অবসান ঘটে!
শুভ কামনা নীলপরি!

১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে খুব আনন্দ পেলাম ।
ঈশ্বর করুন আপনাকে যেন অপেক্ষা না করতে হয় । এমনিতেই আপনি ভালো লেখেন । :)

আমার জন্য দোয়াকরার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ।

অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।
খুব ভাল থাকুন । সবসময়।

৭| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:১১

জেন রসি বলেছেন: দারুণ হয়েছে আপু। কবিতায় হালকা বিদ্রুপের সাথে অনুভূতির তীব্রতার মিশেলটা ভালো লেগেছে।

১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো । আমিও কবিতাতে এই ভাবটাই প্রকাশ করার চেষ্টা করেছি । সেটা আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

৮| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১২:১১

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




শুরুতেই কবিতার শরীরে ভাবের একটা জেল্লার দেখা মিলেছিলো । তবে সে জেল্লা চতুর্থ স্তবকে এসে তার ধার হারিয়ে ফেলেছে সবটাই।
যে গোপিনী রাইদের চরণতলে পৃথিবীর তাবৎ রাজা - রাজপূত্রেরা মাথা কূঁটে মরেছে সেই রাইকেই বানিয়ে দিলেন মধ্যবিত্ত ?
এটা কবিতা হলেও মেনে নেয়া গেলোনা !

ধরে নেবো, এটা বর্তমানের রাই'য়েদের আত্মবিশ্বাসের অধঃগমন ? নিজেদের প্রতি আস্থাহীনতা ? নাকি তাদের মধ্যবিত্ত মানসিকতা ?

এটা কাম্য নয় কিছুতেই যে , রাই'য়েরা সমস্ত অপমান , অপবাদ , তাচ্ছিল্য সয়েও রাজপুত্রদের উদ্ধত্যের কাছে হার মেনে যাক ।
সব রাই'য়েরাই যেন স্বপ্ন চোরদের প্রতীক্ষায় না থেকে বরং তাদের মননে উচিত্যের প্রশ্নটিই দাঁড় করিয়ে দেয়ার সামর্থ্য রাখে ।

২১ শে মে, ২০১৬ সকাল ৮:৪৫

নীলপরি বলেছেন: খুউব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো । নিজের টুকরো , ছেঁড়া ভাবনাগুলোকে আপনাদের সাথে শেয়ার করি । সেগুলো আদৌ কবিতা হয়ে উঠতে পারে কিনা সে ব্যপারেও নিশ্চিত থাকি না । সেই লেখাগুলোকে যখন আপনারা যখন গুরুত্ব দিয়ে পড়ে যত্ন সহকারে উত্তর দেন তখন তা দেখে খুব ভালো লাগে । তাই আপনার মন্তব্য পড়ে আমি আপ্লুত ।

আসলে রাইকে মধ্যবিত্ত বলেছি রাজপুত্রকে বিদ্রুপে করে । রাজপুত্ররাই রাইদের গুরুত্ব বোঝে না ।
রাজপুত্ররা কি গোপিনী রাইদের চরণতলে মাথা কূঁটে মরেছে ? নাকি তাদের প্রেমকে ব্যবহার করেছে বা করে ? তারপর চলে যায় রাজকন্যাদের কাছে !
তবে রাধিকা যে ব্যাভিচারিণী ছিলেন না । তিনি যে প্রেমিকা সেটা প্রমান করতেই কৃষ্ণের জন্য প্রতীক্ষা করেছেন । সাধিকা হয়েছেন । তাই বোধহয় কলঙ্কিণী থেকে দেবী হতে পেরেছিলেন ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

৯| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:১৬

মিজানুর রহমান মিরান বলেছেন: রাই এখনো কেনো তুমি প্রতীক্ষমনা
দেখো , রাত যায় আসে ভোর
শুধু আসেনা তোমার স্বপ্নচোর ।


যে গেছে, তার জন্য প্রতীক্ষার আর প্রয়োজন আছে মনে হয় না! কিছু মানুষ এমনই... স্বপ্ন দেখাবে, তারপর আবার তা চুরিও করবে।

কবিতাটা আমি আমার মতো বুঝে নিলাম!
লেখায় প্লাস....

২১ শে মে, ২০১৬ সকাল ৮:৫৩

নীলপরি বলেছেন: হুম ঠিকই বলেছেন । বাই বলে , নতুন করে হাই বলাই উচিত । :)
কিন্ত রাইরা যে ইমোশোনাল ফুল । তাই যতমুশকিল ! :|

আপনি কবিতাটা নিজের মতো বুজে নিয়েছেন শুনে খুব ভালো লাগলো । আর প্লাস পেয়ে খুউব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

১০| ১৯ শে মে, ২০১৬ দুপুর ১:২৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে !!
+।

২১ শে মে, ২০১৬ সকাল ৯:০৪

নীলপরি বলেছেন: মনে কয়েকদিন বাদে এলেন ! যাহোক আপনার উপস্থিতী সবসময়ই উৎসাহদায়ক ।

কবিতা সুন্দর হয়েছে শুনে অনুপ্রেরণা পেলাম । আর প্লাস পেয়ে আনন্দ ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

১১| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:০৬

জুন বলেছেন: ভালোলাগলো
+

২১ শে মে, ২০১৬ সকাল ৯:০৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম । উৎসাহ পেলাম । প্লাসের জন্য কৃতজ্ঞতা ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

১২| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

মুসাফির নামা বলেছেন: ও ও,অনেকদিন পর একটা কিউট কবিতা উপহার দিয়েছেন।+

২১ শে মে, ২০১৬ সকাল ৯:১১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো । উৎসাহ পেলাম । প্লাসের জন্য কৃতজ্ঞতা ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

১৩| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২১ শে মে, ২০১৬ সকাল ৯:১৫

নীলপরি বলেছেন: অনেক দিন বাদে আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো । আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম । প্লাসের জন্য কৃতজ্ঞতা ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

১৪| ১৯ শে মে, ২০১৬ রাত ১১:০৪

কালনী নদী বলেছেন: ঔদ্ধত্য তাঁকে মানায় , তিনি রাজপুত্র
সব প্রশ্নই দাঁড়ায় হয়ে অনৌচিত্য
গোপিনী রাই , তুমি যে মধ্যবিত্ত ।

অসাধারণ হয়েছে বোন। শুভ কামণা জানবেন।

২১ শে মে, ২০১৬ সকাল ১০:৫০

নীলপরি বলেছেন: আপনার অসাধারণ লেগেছে জেনে অনুপ্রেরণা পেলাম । সেই সাথে আনন্দও ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

১৫| ২০ শে মে, ২০১৬ রাত ১:০৬

উল্টা দূরবীন বলেছেন: অনেকদিন পর আবার ব্লগে এলাম। আপনার কবিতায় মুগ্ধ।

২১ শে মে, ২০১৬ সকাল ১০:৫৫

নীলপরি বলেছেন: হুম , অনেকদিন পর দেখলাম আপনাকে । আর ব্লগে এসে আমার কবিতা পড়েছেন দেখে আমি কৃতজ্ঞ । আর কবিতা ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

১৬| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!

২১ শে মে, ২০১৬ সকাল ১১:০১

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

১৭| ২০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০০

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা ভালো লেগেছে।জিএস ভাইয়ার-এর কমেন্টেও প্লাস :)

২১ শে মে, ২০১৬ সকাল ১১:০৪

নীলপরি বলেছেন: হুম আমিও ওনার কমেন্টে খুব উৎসাহ পেয়েছি ।

আর আপনার কবিতা ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

১৮| ২১ শে মে, ২০১৬ সকাল ৭:২৭

বনমহুয়া বলেছেন: স্বপ্নচোরের স্বপ্নটুকু চুরি করে নিন নিলপরী। তারপর তাকেই লিখিয়ে নিন বিরহী কবিতা।

২১ শে মে, ২০১৬ সকাল ১১:১০

নীলপরি বলেছেন: ইশসসস , এটাই তো মুশকিল । আমি তো চুরি করতেই পারি না । তারউপর আবার স্বপ্নচোরের স্বপ্ন ! :)

কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

১৯| ২১ শে মে, ২০১৬ সকাল ১১:৫৬

মনিরা সুলতানা বলেছেন: প্রতীক্ষার পরই আসে স্বপ্ন রঙা ভোর :)

২১ শে মে, ২০১৬ রাত ৯:২৭

নীলপরি বলেছেন: হুম , প্রতীক্ষার ঐ আশাটুকুই সম্বল । স্বপ্ন রঙা ভোর আসুক বা নাই আসুক , সেই ভোর দেখার আশা থাকে মনে ।

আপনার আশাবাদী মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।
কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

২০| ২১ শে মে, ২০১৬ বিকাল ৪:০০

আমার আমিত্ব বলেছেন: আমার তো হিংসা হয় সুন্দর কবিতা দেখলে। এখন যেমন হচ্ছে :) আমি এক লাইনও লিখতে পারি না :(

সুন্দর কবিতার জন্য ধন্যবাদ আপনাকে।

২১ শে মে, ২০১৬ রাত ৯:৪০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ব্লগ থেকে ঘুরে আসলাম । খুব ভালো লেখনী আপনার । আর এখানে মন্তব্যটাও দারুন করে লিখেছেন । :)
আপনার কবিতা ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম ।
কবিতা পাঠের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ।
আপনাকেও ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

২১| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:১৩

বিজন রয় বলেছেন: অনেক গভীরের কবিতা।
+++

২২ শে মে, ২০১৬ দুপুর ১:২৬

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে এলেন । আমার ব্লগে আপনার মন্তব্য দেখে ভালো লাগলো ।
প্লাসের জন্য আপ্লুত ।
অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

ভালো থাকুন ।

২২| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:৩৯

বিজন রয় বলেছেন: জীবনে সব সময় একই রকম থাকা যায় না।
এটা মেনে নিতেই হয়।

তাই অনেক দিন দেখেন নি।

ভাল লাগল।
শুভকামনা।

২২ শে মে, ২০১৬ দুপুর ২:১০

নীলপরি বলেছেন: হুম , সে তো অবশ্যই । আসলে সামুতে আপনার মতো অনেক ভালো ব্লগার যাঁদের লেখা সবাই পড়তে পছন্দ করে তাঁদের দেখা যাচ্ছে না । তাই বলেছিলাম ।যাইহোক , আপনি যে এসেছেন তাতেই খুশি । :)
আপনাকেও শুভকামনা।

২৩| ২২ শে মে, ২০১৬ রাত ৮:৩৭

কল্লোল পথিক বলেছেন:






কবিতায় একরাশ মুগ্ধতা রেখে গেলাম।

২৩ শে মে, ২০১৬ সকাল ৭:০৭

নীলপরি বলেছেন: আর কবিতায় আপনার মুগ্ধতা দেখে আমি আপ্লুত ।
অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২৪| ২৪ শে মে, ২০১৬ রাত ১:৩৪

গেম চেঞ্জার বলেছেন: মর্মার্থ অনুধাবন করে খারাপ লাগলো! :(

শুভকামনা রইল।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:২৫

নীলপরি বলেছেন: সমবেদনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ।
কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।

ভালো থাকুন ।

২৫| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: ঔদ্ধত্য মানায় না কাউকেই। সে রাজপুত্র হলেও। তবে প্রতিক্ষায় থাকা রাজকন্যা চিরঈপ্সিত।

প্রতিক্ষা শেষ হোক।
প্রত্যাবর্তন হোক তার।


আমিও নিয়মিত হবো। শীঘ্রই।

০৭ ই জুন, ২০১৬ দুপুর ১২:২০

নীলপরি বলেছেন: এটা কাকে দেখলাম আমার ব্লগে ? ঠিক দেখছি তো ? সামুতে আজকাল যা টেকনিক্যাল গন্ডোগোল হচ্ছে !

২৬| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
অ। এতোদিন পরে আসলাম। আর গণ্ডোগোল শুনলাম।

০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

নীলপরি বলেছেন: আরে, আপনার নামটা দেখেই আমি সূর্য্য কোনদিকে উঠেছে তা দেখতে ছুটলাম । কিন্তু সূর্যর দিকে তাকিয়ে আমার কেমন সব গন্ডোগোল হয়ে গেলো । তারপর সামুতেও কতকিছু গন্ডোগোল ।
তাই সবকিছু মিলেমিশে এমন শুনলেন ।
সরি। :(

২৭| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছুটলে কেন? উড়তে পারলে না?

১০ ই জুন, ২০১৬ দুপুর ১:১৮

নীলপরি বলেছেন: না । সেই মুহূর্তে উড়তে ভুলে গিয়েছিলাম ।

২৮| ১০ ই জুন, ২০১৬ দুপুর ২:৩১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
উড়তে থাকো পরি যতক্ষণ শেকড় না ঘরে টানে।

১০ ই জুন, ২০১৬ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: সারাক্ষণ উড়তে থাকলে তো ডানা ব্যাথা হয়ে যাবে । তারপর মাথাঘুরে যদি পড়ে যাই , তখন ? :(

২৯| ২৫ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৯

এহসান সাবির বলেছেন: আহা , স্বাদটা আরেকটু বাড়ত রাই
ঝালটা একটু শুধু বেশী দিলে......

আরে গতকালই আমরা দুই ভাই খাবার খাচ্ছিলাম, বোয়া রেধে দিয়ে গেছিলো তো হঠাৎ ছোট ভাইটি বল্ল 'মাইরি বলছি ঝাল টা আরেকটু বেশি হলে যা লাগত না'

কবিতা ভালো হইছে।

২৫ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

নীলপরি বলেছেন: প্রথমেই বলি ভীষণ ভালো লাগলো আমার কবিতা পড়েছেন দেখে
মনে হচ্ছে আপনার ভাই আপনার আগেই আমার কবিতা পড়েছেন ! লাইনটার সদব্যবহার হয়েছে শুনে ভালো লাগলো । :)
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা ।
ভালো থাকবেন।

৩০| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: আজো মেঘ আসবে
হয়তো কবিতা হয়ে। না হয় ভাষাহীন সফেদ কাগজ নিয়ে।
কবিতা হতে। তবু আসবে।

সারাদিন দেখি না যে?

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪

নীলপরি বলেছেন: তাই ? প্রতীক্ষায় থাকলাম !

৩১| ১৩ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ব্যাপার কি? ব্যস্ত খুব?

৩২| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১০:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কোন প্রব্লেম!

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭

নীলপরি বলেছেন: হুম , একটু ব্যস্ততা , একটু অসুবিধা !

খুব ভালো লাগলো ............। :)


আপনি কেমন আছেন ?

৩৩| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: #:-S
দুদিন উধাও হয়ে এখন বলছে ভালো লাগল!

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৩

নীলপরি বলেছেন: এখন দেখছি উধাও হয়ে ভালোই হয়েছে । তাই ভালো লাগাটা পেলাম ।:)

আপনি কেমন আছেন ? প্রশ্ন করেছিলাম .............

৩৪| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: দিব্যি বেঁচে আছি।
ব্যস্ততা ঝামেলা কেটেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.