নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

শুধুই প্রেম রয়

০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৫৪



অলস দুপুরবেলা জিভে টকঝাল স্বাদ
ভুলেছি কিভাবে পেরিয়েছি জীবনের খাদ ।

সময় তো সর্বদাই নিরলস চলমান
তাই অপেক্ষাতে রয়েছে নীল অভিমান ।

প্রাত্যহিকে চাপা পড়েছে রূপকথারা যত
অক্লেশে ঢেকে রেখেছি বেদনাসিক্ত ক্ষত ।

ট্রেনের ভিড়ে লাগে ওড়নাতে টান
অগ্নিপরীক্ষা ওতরাতে শিখেছি বাঁচাতে মান ।

অপ্রয়োজনে কেউ মনে রাখেনা দুনিয়ায়
শরীরের মধ্যে মন বাঁচে অনীহায় ।

মাঝরাতে মনবাদল বৃষ্টি হয়ে আসে
ভেবোনা কবিতা লিখছি পার্থিব ত্রাসে ।

অবশেষের দিকে নিয়ে যাই লেখাকে
রাত আটকায় না ভোর হওয়াকে ।

শরীর পুড়লে শুধু ছাই হয়
স্মৃতি পুড়লে শুধুই প্রেম রয় ।

মন্তব্য ৫০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:০৯

শামছুল ইসলাম বলেছেন: বাহ্, সুন্দর কথাঃ

//শরীর পুড়লে শুধু ছাই হয়
স্মৃতি পুড়লে শুধুই প্রেম রয় ।//


ভাল থাকুন। সবসময়।

০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৪

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
আপনিও ভালো থাকুন। সবসময়।

২| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:৩০

কল্লোল পথিক বলেছেন:


দারুন কবিতা
সুন্দর লিখেছেন।

০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৭

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লাগায় আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৭

লক্ষ্মীছেলে বলেছেন:

শরীর পুড়লে শুধু ছাই হয়
স্মৃতি পুড়লে শুধুই প্রেম রয় ।

না হয় সেই প্রেম টুকু কেউ রেখেছিল অতীব গোপনে যতনে
ভুল হল কি তবে ! ভাবি বসে আজ দুরাশার দহনে ;

লেখাতে একরাশ মুগ্ধতা রেখে গেলাম কবি।

০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৮

নীলপরি বলেছেন: না হয় সেই প্রেম টুকু কেউ রেখেছিল অতীব গোপনে যতনে
ভুল হল কি তবে ! ভাবি বসে আজ দুরাশার দহনে ;


আর এতো সুন্দর একটা মন্তব্য পেয়ে আমি আপ্লুত ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:৫২

রাফা বলেছেন: স্মৃতি পুড়লে প্রেম না, আশ্রু ঝরে সমুদ্রের নোনা জলের মত।

ভালো কবিতা,ধন্যবাদ-নীলপরি।

০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৭

নীলপরি বলেছেন: আর সেই অশ্রুটা বোধহয় প্রেমের বাষ্প থেকে ঝরে !

আপনার ভালো লাগায় আমারও ভালো লাগলো ।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:২৭

জেন রসি বলেছেন: কবিতা ভালো লেগেছে।

তবে কবিতার পরতে পরতে এত হতাশা কেন?

০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

হতাশার বোধহয় আমাকে খুব পছন্দ । বার বার চলে আসে । :)

আসলে , কি জানি কেনো মনটা অন্যরকম হয়ে যা্য় !

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

৬| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৫০

সাহসী সন্তান বলেছেন: খুব সুন্দর ছন্দময় কবিতা নীলপরি! মনে হচ্ছে একটু আবেগের মাত্রাটা বেশি দিয়েই লিখেছেন? বিশেষ করে শেষের দুই লাইন একদম হৃদয় ছোঁয়ানো! অনেক অনেক ভাল লাগলো!

শুভ কামনা জানবেন!

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:১৭

নীলপরি বলেছেন: আমাকে একটু আবেগী বলতে পারেন । মাঝেমধ্যে তো আমার মধ্যে সত্যিই আবেগের বন্যা বয়ে যায় । এখানেও বোধহয় সেরকম হয়েছে । :)

আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রানিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

৭| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৮

ডঃ এম এ আলী বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে । তবে এত হতাশা কেন

জিবনে আশা হতাশা দুটোই আছে নীচে দেয়া হল দুটোই দেখেনতো কোনটা ভাল

আশা জাগানিয়া :

পুজার এ থালায়
ভরা ছিল অঞ্জলি
কন্ঠেতে ছিল মনিহার
সহসা তাকিয়ে দেখি
হয়ে গেল আজ একি
মালাটি গলায় দুলে
তোমার শুধুই তোমার ।


হতাশায় :

তোমাদের পানে চাহিয়া বন্ধু,আর আমি জাগিব না।
কোলাহল করি,সারা দিনমান কারো ধ্যান ভাঙিব না।
নিশ্চল, নিশ্চুপ!
আপনার মনে পুড়িব একাকী গন্ধ বিধুর ধূপ

০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: এই দুটি কবিতা নিজের নিজের মতো করে সুন্দর ।

আমার লেখায় আবেগের সাথে হতাশার অভিমান এসেছে । কিন্তু এটাও বলেছি যে ,স্মৃতি পুড়লে শুধুই প্রেম রয় ।

প্রেম মানেই তো জীবনের স্পন্দন :)

আমি কি ঠিকমতো বোঝাতে পারিনি ?

চেষ্টা করবো পরবর্তীতে ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

৮| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৮

কালনী নদী বলেছেন:
আগুনে পুড়ে গেলে সোনা সেত খাটি সোনা হয় আমি হয়েছি ছাই!!!
অসাধারণ কবিতা হয়েছে শ্রদ্ধেয় পরি বোন।

পুজার এ থালায়
ভরা ছিল অঞ্জলি
কন্ঠেতে ছিল মনিহার
সহসা তাকিয়ে দেখি
হয়ে গেল আজ একি
মালাটি গলায় দুলে
তোমার শুধুই তোমার ।

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:১১

নীলপরি বলেছেন: আর আমারও খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

৯| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৬

মিজানুর রহমান মিরান বলেছেন: অপ্রয়োজনে কেউ মনে রাখেনা দুনিয়ায় শরীরের মধ্যে মন বাঁচে অনীহায় ।

খুব সত্য কথা লিখেছেন। কবিতায় ভালো লাগা....+++

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:২৩

নীলপরি বলেছেন: কথাগুলো অনুভব থেকে লিখেছি । আপনার সেটা ভালো লেগেছে শুনে অনুপ্রেরনা পেলাম । সাথে খুশিও হয়েছি প্লাস পেয়ে ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১০| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৭

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩৩

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লাগায় আমি উৎসাহিত হলাম । সাথে প্লাসের অতিরিক্ত ভালো লাগা তো আছেই ।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

১১| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৩

উল্টা দূরবীন বলেছেন: শরীর পুড়লে শুধু ছাই হয়
স্মৃতি পুড়লে শুধুই প্রেম রয়

চমৎকার।

+

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
আপনিও ভালো থাকুন। সবসময়।

১২| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: কি যে বলেন নীলপরি, আপনার কবিতার অর্থ একেবারে পরিস্কার, বুঝতে একটুও কস্ট হয়নি । বুজেছি স্মৃতি পুড়লে শুধুই প্রেম রয় আর এ প্রেম দেয় প্রাণের স্পন্দন । তবে চাইনা এটা, কারো সুন্দর স্মৃতি গুলো পুড়ে তবেই যেন না হয় প্রানের স্পন্দন, স্মৃতিটুকু পুড়ার আগেই তাতে থেকে যাক হৃদয় স্পন্দন আজিবন ধরে । কি দরকার পুড়ে পুড়ে কষ্ট পাওয়ার , তবে এটা ও সত্য

অনেক শিখা পুড়ে পুড়ে এমন প্রদীপ জলে
অনেক কথার মরণ হলে হৃদয় কথা বলে

যাহোক খুব সুন্দর স্বার্থক কবিতা হয়েছে । একটি স্বার্থক কবিতার স্বার্থকতা এখানেই, কবিতাটি থেকে পাঠক তার নীজের জীবনের ইচ্ছা অনিচ্ছাগুলিকে মিলিয়ে নেয় , রেখে যায় কবির প্রতি তার কবিতাটির অকৃত্রিম ভাললাগা । কবিতাটি খুবই সুন্দর হয়েছে এটা আবারো জানিয়ে গেলাম, আশা করি কবিতায় সবটুকু না বুঝাতে পারার জন্ম মনে কোন ক্ষেদ থাকবে না আর ।

ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৪৮

নীলপরি বলেছেন: আমার খুব ভালো লাগলো আপনার পুরো মন্তব্যটা ।

একটি স্বার্থক কবিতার স্বার্থকতা এখানেই, কবিতাটি থেকে পাঠক তার নিজের জীবনের ইচ্ছা অনিচ্ছাগুলিকে মিলিয়ে নেয় , রেখে যায় কবির প্রতি তার কবিতাটির অকৃত্রিম ভাললাগা ।
বিশেষ করে এই কমপ্লিমেন্টটা পেয়ে আপ্লুত হয়ে গেছি।

আবারো অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১৩| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৮

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৫১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রানিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১৪| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

মহসিন ৩১ বলেছেন: অলস দুপুরবেলা জিভে টকঝাল স্বাদ
ভুলেছি কিভাবে পেরিয়েছি জীবনের খাদ ।

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৫৩

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১৫| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: অপ্রয়োজনে কেউ মনে রাখেনা দুনিয়ায়
শরীরের মধ্যে মন বাঁচে অনীহায় ।" যথার্থ । শেষ পঙক্তিমালাও যথেষ্ঠ অর্থপূর্ণ । সর্বোপরি লেখা ভালো লেগেছে!

"স্মৃতির জানলা খোলে চেয়ে থাকি চোখ তুলে যতটুকু আলো আসে সে আলোয় মন ভরে যায় ।"

শুভ কামনা নীল্পরির জন্য!

০৬ ই জুন, ২০১৬ রাত ১১:৫৯

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্যটা পড়ে আমারও ভীষণ ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১৬| ০৬ ই জুন, ২০১৬ রাত ৮:১০

কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দের সুক্ষ্ম কারিগরিত্বে ভাল লেগেছে কবিতা ।

০৭ ই জুন, ২০১৬ রাত ১২:০৩

নীলপরি বলেছেন: কতটা কি লিখেছি জানিনা । তবে ছন্দের সুক্ষ্ম কারিগরিত্ব কথাটা শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১৭| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:০২

বিজন রয় বলেছেন: শুধুই প্রেম রয়।

কেবলই বিজন রয়।

০৭ ই জুন, ২০১৬ রাত ১২:০৫

নীলপরি বলেছেন: হুমমমম। সহমত । :)

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

১৮| ০৬ ই জুন, ২০১৬ রাত ১০:৫৫

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

০৭ ই জুন, ২০১৬ রাত ১২:০৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১৯| ০৭ ই জুন, ২০১৬ রাত ১:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই যে সকল ব্যক্ত অব্যক্ত বেদনাকে পুড়িয়ে দিয়েছেন কাব্যের সৃজনশীলতায়- এটাই সাফল্য!

জীবনের এক বড় প্রাপ্তি!

মুগ্ধতাটুকু রেখে গেলাম :)

০৭ ই জুন, ২০১৬ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: খুব সুন্দর করে লিখেছেন মন্তব্যটা । পড়ে আপ্লুত হয়ে গেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়। :)

২০| ০৭ ই জুন, ২০১৬ রাত ৩:৩৪

সোজোন বাদিয়া বলেছেন: কবিতা পড়তে সুন্দর লেগেছে। তবে অভিমানটা যেন একটু বেশি। লিখেছেন:
"অপ্রয়োজনে কেউ মনে রাখেনা দুনিয়ায়
শরীরের মধ্যে মন বাঁচে অনীহায় ।"
-প্রয়োজনে তো মনে রাখবেই। তবে ভালবাসা থেকেও তো মনে রাখে। মা কি সন্তানকে মনে রাখে না? আমরা কি আমাদের প্রিয় কবি-সাহিত্যিক-শিল্পী-দার্শনিক-বিজ্ঞানী এমনকি খেলোয়াড়দেরকেও ভালবাসা থেকে মনে রাখি না? আমাদের মুক্তিযোদ্ধারা কি শুধু 'প্রয়োজ'ন থেকে জীবন দিয়েছেন? প্রেমানুভূতিটাকে কি আপনি শুধুই 'প্রয়োজন' বলবেন?

আশা করি চিন্তার খোরাক দিলাম কিছু :)। ভাল থাকুন।

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৬

নীলপরি বলেছেন: অভিমানটা একটু বেশি মনে হয়েছে আপনার ? তাহলে তো অভিমান শব্দটা সার্থক । এখনকার ব্যস্ত জীবনে কে আর এই শব্দটাকে পাত্তা দেয় ! :)

হুম , আমার ভীষণ ভালো লাগলো এটা দেখে যে আপনি এতোকিছু ভেবেছেন আমার কবিতা নিয়ে , আমাকে চিন্তার খোরাক দিয়েছেন ।

আসলে আমি তো উপলব্ধীর কথা লিখেছি মাত্র । কোনো চুড়ান্ত সিদ্ধান্ত দেইনি । আমার উপলব্ধীর সাথে কেউ একমত হতে পারেন । নাও হতে পারেন । কিন্তু উপেক্ষা যেন না করেন । ব্যাস এইটুকুই চাওয়া ।

আর মুক্তিযোদ্ধাদের দেশপ্রেমের উপর কোনো প্রশ্নচিহ্ন উঠালে তা ধৃষ্টতা হবে । কারন ওনারা মহান ।

কিন্তু মায়ের ভালোবাসা সবসময় নিঃস্বার্থ নাও হতে পারে !

শাহরুখ খান এনাটারটেন করতে পারেন বলেই দুনিয়া জুড়ে তাঁর এতো ফ্যান ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়। :)

২১| ০৭ ই জুন, ২০১৬ ভোর ৫:৩৬

শেয়াল বলেছেন: সুন্দর

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৭

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

২২| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: প্রয়োজনীয় শব্দটাই বেশি অপ্রয়োজনীয়।
কেমন আছো পরি?


প্রতিটা কবিতাই দারুণ। এটাও।

০৮ ই জুন, ২০১৬ দুপুর ১:০৩

নীলপরি বলেছেন: যেমনই থাকি দুনিয়ার ব্যস্ততম রাজপুত্র যদি আমাকে সময় দিয়ে কেমন আছি তা জানতে চায় তাহলে ভালো আছি বলা ছাড়া আর কোনো অপশন নেই ।

মনে পরেছে দেখে , মনে করে কবিতা পড়েছেন দেখে কৃতার্থ হলাম । কৃতজ্ঞতা জানবেন । অনেক , অনেক ।

আশা তো করি সবসময় ভালো থাকুন । তবু , সময় পেলে নিজে জানাবেন কেমন আছেন ।

শুভকামনা । :)

২৩| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ২:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
চারপাশটা কংক্রিটের তাই বলে ভেতরটা নয়। তোমার জন্যেও ভাল থাকার কামনা।

আমার জন্যে ভালো থাকাটা অস্বাভাবিক ছিল গত দিনগুলো।

০৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

নীলপরি বলেছেন: কেনো, সেই প্রশ্ন করাটা হয়তো অনধিকার চর্চা হয়ে যাবে! তাই থাক । তবে, অবস্থাটা বোধহয় অনুমান করতে পারি !

কিন্তু এখন কেমন আছেন ? সুস্থ আছেন তো? এটা তো জানানো যায় !

২৪| ১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আজব। তা কখন বললাম। অধিকারের মধ্যেই আছে। আর তার পরিধিও অতিকায়।

সুস্থ আচছি। তুমি?

১০ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৪

নীলপরি বলেছেন: যাক , ভালো কথা । :)

আমিও ভালোই আছি ।

২৫| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

এহসান সাবির বলেছেন: স্মৃতি পুড়লে শুধুই প্রেম থেকে যায় না সাথে স্মৃতি গুলোও পাকাপোক্ত ভাবে আসন গেড়ে নেয়, স্মৃতি পুড়ে প্রেম হয়- আবার স্মৃতি আবার প্রেম.....!! এ এক অদ্ভুত চক্র....!!

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৭

নীলপরি বলেছেন: একদম ঠিক বলেছেন ।

স্মৃতি পুড়ে প্রেম হয়- আবার স্মৃতি আবার প্রেম.....!! এ এক অদ্ভুত চক্র....!!

খুব ভালো লাগলো কথাটা । সত্যিই অদ্ভুত চক্র ! এরমধ্যে মানুষ স্বেচ্ছা বন্দী হয় ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.