নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমারই চলে চাষআবাদ

২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:২৭



যতই ভাবি ভুলে যাবো
ভাববো না আর কিছু
ততই দেখি দাঁড়ায়ো এসে
তুমি আমার পিছু পিছু ।

সময়ের মাঝে হারায় সময়
ঝরাপাতা মাড়ানো পদধ্বণীর সুর
তাই যেন বাতাস আজ
সূর্যদয়ের অসামাপ্ত গল্পে ভরপুর ।


তোমার সাক্ষী কান্নাভেজা ওয়াশরুম
তোমার সাক্ষী জ্যোৎস্নাভুক অমাবশ্যা
রোজ তোমাকে ভুলতে চাই
তোমায় নিয়েই লিখি বারোমাস্যা ।

গতানুগতিকতার মাঝে কেনো তোমার
নিয়ত স্মৃতির অবাধ্য জলপ্রপাত ?
কেনো আজও আমার মনজমিতে
শুধু তোমারই চলে চাষআবাদ ?

মন্তব্য ৭৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৩৪

সিক্ত শ্রাবণ বলেছেন: অনেক সুন্দর হয়েছে লেখা।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:০১

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৯

শায়মা বলেছেন: তোমার সব লেখাই এখন আমার প্রিয় প্রিয় লাগে আপুনি!:)

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: আর আমার ব্লগে আপনার উপস্থিতি আমারও খুব ভালো লাগে শায়মাদি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০০

বিজন রয় বলেছেন: শুভসকাল।

সেই মিষ্টি ছন্দ, সেই সাবলিল গতি।

চমৎকার।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:১০

নীলপরি বলেছেন: শুভ দ্বিপ্রহর ।

আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০১

সুব্রত দত্ত বলেছেন: কেনো আজও আমার মনজমিতে
শুধু তোমারই চলে চাষআবাদ ?[/sb

এর উত্তর মনে হয় কেউই জানেন না। ভালো লাগল। তবে একটু সমালোচনা করি। মাইন্ড কইরেন না। শব্দের গাঁথুনি আরেকটু জোরালো হলে ভালো লাগত।

শায়মা বলেছেন: তোমার সব লেখাই এখন আমার প্রিয় প্রিয় লাগে আপুনি!:)

শায়মা প্রিয়, প্রিয় লাগে মানে কিন্তু প্রিয় হয়ে ওঠা নয়, অাপু। আমার কিন্তু নীলপরি আপুর পোস্ট প্রিয় :)


২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:১২

নীলপরি বলেছেন: মনে করবো কেনো ? আমার গঠনমূলক আলোচনা ভালো লাগে । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০৪

মো: অাজগর আলী বলেছেন: সুন্দর লাগলো
:)

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
আপনার সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০৫

আর. এন. রাজু বলেছেন: শুভ সকাল জানাই,

আপনার এই লেখাটা ভালো লাগলো।

শুধু তোমারি চলে চাষাবাদ

আহ!!!
কি ভালোবাসা।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৮

নীলপরি বলেছেন: শুভ দ্বিপ্রহর ।

আর আপনার মন্তব্য আমার খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৭| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৩৯

হাসান মাহবুব বলেছেন: কিছু জায়গায় তাল কেটে গেছে। বিশেষ করে দ্বিতীয় স্তবকে। কিছু বানান ভুলও আছে। ঠিক করে নিয়েন।

শুভেচ্ছা।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২১

নীলপরি বলেছেন: এরপরে আমি চেষ্টা করবো ।

আপনার মন্তব্য পেয়ে আমার খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৪

নীলপরি বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।

৮| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৪২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৩

নীলপরি বলেছেন: আপনি আমার কবিতা সুন্দর বললে খুব উৎসাহ পাই ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৪৫

কল্লোল পথিক বলেছেন:
সময়ের মাঝে হারায় সময়
ঝরাপাতা মাড়ানো পদধ্বণীর সুর
তাই যেন বাতাস আজ
সূর্যদয়ের অসামাপ্ত গল্পে ভরপুর ।

চমৎকার হয়েছে।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৭

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫০

আর. এন. রাজু বলেছেন: নীলপরি আপু অনলাইনে থাকা সত্বেও মন্তব্যের রিপ্লাই দিচ্ছেন না।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৯

নীলপরি বলেছেন: আমি তখন অন্য পোষ্ট উত্তর দিচ্ছিলাম । সরি ।

১১| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: যতই ভাবি ভুলে যাবো
ভাববো না আর কিছু
ততই দেখি দাঁড়াও এসে
তুমি আমার পিছু পিছু ।

এভাবে হলে শ্রুতিমধুর হয়।

গতানুগতিকতার মাঝে কেনো তোমার
নিয়ত স্মৃতির অবাধ্য জলপ্রপাত ?
কেনো আজও আমার মনজমিতে
শুধু তোমারই চলে চাষআবাদ ?

এই লাইনগুলো বেশী ভালো লেগেছে।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪০

নীলপরি বলেছেন: হুম ঠিকই বলেছেন । কিন্তু দাঁড়ায়ো অনেকে পড়েছেন । তাই আর বদলালাম না । :)

আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১২| ২৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৯

ঘটক কাজী সাহেব বলেছেন: রোজ তোমাকে ভুলতে চাই
তোমায় নিয়েই লিখি বারোমাস্যা ।

গতানুগতিকতার মাঝে কেনো তোমার
নিয়ত স্মৃতির অবাধ্য জলপ্রপাত ?
কেনো আজও আমার মনজমিতে
শুধু তোমারই চলে চাষআবাদ?

ভালো লাগা রেখে গেলাম কবি।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫১

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগা পেয়ে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৩| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৩

আরণ্যক রাখাল বলেছেন: গুড।
সহজে ভোলা গেলে তো হইতোই!!
কবিতা সুন্দর হয়েছে

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৫

নীলপরি বলেছেন: হুম সেই ! ঠিক বলেছেন !

কবিতা সুন্দর হয়েছে শুনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ২:৩১

গেম চেঞ্জার বলেছেন: :) বরাবরের মতোই ভালো লাগা! (+)

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:০৩

নীলপরি বলেছেন: আর আপনার ভালো লেগেছে জেনে বরাবরের মতোই আমারও ভালো লাগলো । :)


হাবিজাবি কি লিখি জানিনা । কিন্তু সেগুলো যখন আপনারা সময় নিয়মিত ভাবে পড়েন ও মন্তব্য করেন তখন সেটা আমাকে খুব উৎসাহিত করে । অনেক কৃতজ্ঞতা জানবেন ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২২

আর. এন. রাজু বলেছেন: শুভ কামনা রইলো।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।

১৬| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪০

আর. এন. রাজু বলেছেন: সরি বলতে হবে না আপু।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

নীলপরি বলেছেন: দরকার হলে একটু আধটু তো বলতেই হবে । :)

আপনার ব্লগ থেকে ঘুরে এসেছি ।

শুভকামনা ।

১৭| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৮

ইয়াশফিশামসইকবাল বলেছেন: ন্যকামি দেখলে রাগে গা জ্বলে...

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

নীলপরি বলেছেন: ইশ রে ! এখুনি অ্যান্টি বার্নিং ক্রিম লাগান ।

শুভকামনা ।

১৮| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

জুন বলেছেন: অনেক ওয়াশরুমই অনেক কান্নার সাক্ষী। ভালোলাগা রইলো নীলপরি।
+

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

নীলপরি বলেছেন: সহমর্মীতার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।

আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৯| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

কালনী নদী বলেছেন: তোমার সাক্ষী কান্নাভেজা ওয়াশরুম
তোমার সাক্ষী জ্যোৎস্নাভুক অমাবশ্যা
রোজ তোমাকে ভুলতে চাই
তোমায় নিয়েই লিখি বারোমাস্যা ।


যাকে নিয়ে পরি বোন লিখেছেন তিনি সত্যি ভাগ্যবান।

২৯ শে জুন, ২০১৬ রাত ৮:০০

নীলপরি বলেছেন: তাই নাকি ? :)

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ । অনুপ্রাণিত হলাম ।
শুভকামনা ।

২০| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:১৮

শাহরিয়ার কবীর বলেছেন: সময়ের মাঝে হারায় সময়
ঝরাপাতা মাড়ানো পদধ্বণীর সুর
তাই যেন বাতাস আজ
সূর্যদয়ের অসামাপ্ত গল্পে ভরপুর ।

কিছু কান্না ধার দিবেন?
কত দিন যে কাঁদি না!!!!

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৬

নীলপরি বলেছেন: অল্প সল্প কাঁদা উচিত । নাহলে আমারা যে মানুষ সেটাই তো ভুলে যাবো । কেনো কাঁদেননি সেটা ভেবে কাঁদতে শুরু করুন , তাড়াতাড়ি । :)

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২১| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৪৬

অতৃপ্তচোখ বলেছেন: লিখেছেন চমৎকার।

'কেনো আজো আমার মনজমিতে
শুধু তোমারি চলে চাষাবাদ।'

শুভ হোক পথচলা_____

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:২৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২২| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:০২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



তাল কেটে গেলেও ক্ষতি নেই ( হাসান মাহবুব ) । নিজের মনের জমিতে কবিতার চাষাবাদ , তাই হাল ঠিক থাকলেই হলো .........।

শুভেচ্ছান্তে ।

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩২

নীলপরি বলেছেন: কি জানি হাল ঠিক আছে কিনা ! তবে আপনার মন্তব্য পড়ে অনুপ্রাণিত হলাম ।

কবিতা পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনাকেও অনেক শুভেচ্ছা ।

২৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ১১:৫৭

দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো বরাবরের মতো।

অনিঃশেষ শুভকামনা কবি।

অনেক ভালো থাকবেন। অনেক।



৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৫

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

কবিতা পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

আপনিও ভালো থাকুন ।

২৪| ৩০ শে জুন, ২০১৬ রাত ১:১৯

সুবল চন্দ্র বর্মন বলেছেন: খুব ভালই লাগল কবিতাটা, ধন্যবাদ কবি। আরো চাই।

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৩৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
আমি চেষ্টা করবো ।
পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৫| ৩০ শে জুন, ২০১৬ রাত ২:০২

অশ্রুকারিগর বলেছেন: সুন্দর, সুন্দর। বাহবা, বাহবা, বেশ!

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪০

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৬| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১২:২২

প্রথমকথা বলেছেন: খুব সুন্দর ছন্দময় কবিতা, ভাল লেগেছে।

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৭| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৪১

কামরুন নাহার বীথি বলেছেন: চমৎকার কবিতা, অনেক শুভেচ্ছা!!!!

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৮| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪০

শাহরিয়ার কবীর বলেছেন: কান্নার কোন কারণ পাইনা ভেবে নিজেকে বড্ড অসহায় মনে হয়।
ভালো থাকুন

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৫

নীলপরি বলেছেন: তাই নাকি ? তাহলে তো আপনি বিশ্বরেকর্ড করেছেন । তো খেতাব কি পেয়েছেন , সেটা এখনি সামুতে পোষ্ট করুন । নাহলে আমি কেঁদে দেবো । :((



শুভকামনা ।

আপনিও ভালো থাকুন । হাসিখুশি থাকুন । সবসময় । :)

২৯| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৪

জেন রসি বলেছেন: কান্নাভেজা ওয়াসরুম আর কোন কবিতায় পড়েছি বলে মনে হয়না। সেদিক থেকে এই শব্দচয়ন ইউনিক। সুন্দর কবিতা। :)

৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: কমপ্লিমেন্টটা খুব ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকুন ।

৩০| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৬

শাহরিয়ার কবীর বলেছেন: মনে হয়, আমার কান্নার করার জন্য যে হরমন দায়ী, তা আমার নেই আর বিশ্বরেকর্ড করার ইচ্ছা আমার নেই।
আপনি কান্না করেন আর আমি দেখি।
তাহলে, নিজে সান্তনা দিতে পারবো
কেউ আমার জন্য মিছে কান্না করেছে।

৩০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

নীলপরি বলেছেন: বাহ , বেশ তো !

৩১| ৩০ শে জুন, ২০১৬ রাত ৯:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: তোমার সাক্ষী কান্নাভেজা ওয়াশরুম
তোমার সাক্ষী জ্যোৎস্নাভুক অমাবশ্যা
রোজ তোমাকে ভুলতে চাই
তোমায় নিয়েই লিখি বারোমাস্যা ।

আপাতত ভাল লাগাটুকু রেখে গেলাম ।
পরে আবার অাসব ফিরে ।

৩০ শে জুন, ২০১৬ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা সানন্দে গৃহীত হয়েছে ।

হুম , অবশ্যই আসবেন । আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করে ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১২:৪০

ডঃ এম এ আলী বলেছেন: তোমার সাক্ষী কান্নাভেজা ওয়াশরুম
তোমার সাক্ষী জ্যোৎস্নাভুক অমাবশ্যা
রোজ তোমাকে ভুলতে চাই
তোমায় নিয়েই লিখি বারোমাস্যা ।

আগের বার এইখানে রেখে গিয়েছিলাম।
কবিতার এখানে এসে একটি ছোট কাহিনী
মনে পড়ল । একবার ষ্টিমারে ঢাকা থেকে
খুলনা যাচ্ছিলাম । ডেকে এক পল্লী গায়ক
হাতে বেহালা নিয়ে বারমাস্যা গান গেয়ে
শুনাচ্ছিল । গানের সব কথা মনে নেই
তবে শেষের কটা লাইন মনে অাছে
এখনো । সে লাইন কটা হল
"ফাগুনের পর চৈত গেল
সে তো আইলনা
গায়ে জলা অাগুন
কেও নিবাইলনা
বারমাস্য্ সবাই গায়
কোন মাসে
প্রেম হইলনা হায়
করি কি উপায় ।"

সবাই তম্ময় হয়ে
সে গান শুনছিল

পুরা বারমাস্যা গান কিংবা কবিতা
জানা আছে কি ? গ্রামের প্রত্যন্ত
অঞ্চলে ছড়িয়ে থাকা বারমাস্যাগুলি
বাংলা পল্লী গীতির অমুল্য সম্পদ
এগুলি হারিয়ে যাচ্ছে । পারলে কিছু
সংরক্ষন করেন । এখনকার কবিতার
অবয়বে সেরাগাথা নারীদের কবিতার
মত এখানে তুলে ধরুন ।

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৯

নীলপরি বলেছেন: ঘটনাটা শেয়ার করার জন্য ধন্যবাদ । বারমাস্যা গান কিংবা কবিতা নিয়ে তেমন কোনো আইডিয়া নেই । তবে আপনি আমার উপর আস্থা দেখিয়েছেন দেখে ভালো লাগলো । :)

শুভকামনা ।

৩৩| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৫৯

স্টাইলিশ বয় বলেছেন: নীলপরি, চাষ+আবাদ=চাষাবাদ! আর আপনার চাষআবাদ কবিতাটা খুব দারুন লাগলো! বিশেষ করে শেষ চারটা লাইন জাস্ট অসাম!

শুভ কামনা জানবেন!

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:০১

নীলপরি বলেছেন: আর আমি কমপ্লিমেন্ট পেয়ে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।

৩৪| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্যে , লিখা একট ছেড়েছি ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:৩০

নীলপরি বলেছেন: হুম দেখে আসলাম । :)

৩৫| ০১ লা জুলাই, ২০১৬ বিকাল ৪:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:০৮

নীলপরি বলেছেন: শুভকামনা ।

৩৬| ০১ লা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: বিরহের একটা নিদারুণ আবহ! ভালো হয়েছে ।
শব্দগত কিছু সমস্যা আছে (চাষাবাদ, দাঁড়াও, সূর্যোদয়, অসমাপ্ত, অমাবস্যা)। ঠিক করে নিতে পারেন ।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:১৩

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

হুম পরে ঠিক করে নিচ্ছি । তবে চাষআবাদটা ইচ্ছে করেই রেখেছি ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.