নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

তোমারআমার কথা কবিতা হবে কখন ?

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৩



মেঘ , দেখে তোমার কৃষ্ণাভ রঙ
সুর তোলে আজ মনখারাপের গান
বুঝিনা তুমি ভালবাসা না অভিমান !

মাঝরাতে অযাচিত ফুলের গন্ধ আসে
বাঁধনহীন দখিণ বাতাসে মেঘমল্লার বাজে
স্বপ্নরানী নিঃশব্দে মনের সুখে সাজে !

সমাচ্ছন্ন হই তোমার জলকথনের স্পর্শে
ভাবি , দীঘিজলে রাতছায়া দীর্ঘ যখন
তোমারআমার কথা কবিতা হবে কখন ?

মন্তব্য ৬৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫০

বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।

১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬

নীলপরি বলেছেন: প্রথম প্লাসে আপ্লুত ।

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪

কল্লোল পথিক বলেছেন:


চমৎকার কবিতা।

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

নীলপরি বলেছেন: আপনার কবিতা চমৎকার লেগেছে জেনে প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬

কালনী নদী বলেছেন: দিদি তোমার কবিতায় রেখে গেলাম ভালোবাসায়!
কর্পোরেট সম্পাদকের ঘৃণায়।

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা পেয়ে ভালো লাগলো ।

You may hate me but you can’t ignore me .

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৪| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯

আবুল হায়াত রকি বলেছেন: কালনী পাগল হইছে, ওর কাছ থেকে দূরে থাকুন।

মন্তব্যে প্রণাম জানবেন দিদিমনি।

নিজের নাম ও ছবি নিয়ে আসলাম আশা করি এবার সবাই আমায় সু-দৃষ্টিতে দেখবেন।

১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

নীলপরি বলেছেন: আপনাকে তো সবাই সুদৃষ্টিতেই দেখে ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিজলি চমকের মতোই এক ঝলকানী কাব্য :)

অল্পকথায় গভীর ভাব বিন্যাস ...

+++++++++++++

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:০২

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্যে আমি গভীরভাবে অনুপ্রাণিত হলাম ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৬| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২৭

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৩

নীলপরি বলেছেন: আপনার কবিতা সুন্দর লেগেছে জেনে প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৭| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩২

বিজন রয় বলেছেন: ভালবাসায় অভিমান থাকবেই এবং সেটা অযাচিত নয়।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭

নীলপরি বলেছেন: হুম । বোধহয় আপনিই ঠিক ।

আবারো ধন্যবাদ পুনরায় মন্তব্যের জন্য ।

শুভকামনা । :)

৮| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৫

কালনী নদী বলেছেন: সামু তোমার পাতায় রেখে গেলাম ঘৃণায় আর কর্পোরেট ভালোবাসায়! আজ সবাই প্রফেশনাল কলামিস্ট। ব্যতিক্রম শুধু আমি সেটা জেনে রেখ, নাম আমার কালনী।
দূরে রাখ মানসিক দাসত্ব।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: সব ঠিক আছে তো ? আপনার কি কিছু হয়েছে ? ভালো আছেন তো ? কিছু হলে সামুতে আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন । আমরা সবাই আপনার সাথে আছি ।

শুভকামনা । :)

ভালো থাকবেন ।

৯| ১১ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ সুন্দর এবং শ্রুতিমধুর কাব্য। ভালো লেগেছে।

১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: শ্রুতিমধুর কাব্য কথাটা শুনে ভীষণ ভালো লাগলো । অনুপ্রাণিত হলাম ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সে যদি বই হয়! পড়ে বুঝে লিখে খুন হয়ে যাবে সব আবেগ। অপাঠ্য জানি। বোঝাবুঝি ঝেড়েছি প্রথম চেনার কবিতায়। তাই ভালোবাসা আর অভিমান যতদিন তালগোল পাকিয়ে আছে। ততদিন সম্পর্কের গভীরতা আগ্রহপূর্ণ করবে।

সুন্দর কবিতা। মেঘময় হোক আকাশ।
শেষ লাইনটা দারুণ লাগল। ++++

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩১

নীলপরি বলেছেন: তাই ? তাহলে তাই । তবে কিছু লেখা যতবার পড়া হয় ততবারই নতুন লাগে !

সুন্দর কবিতা জেনে ভালো লাগছে । মেঘ ছাড়া আকাশ তো ভাবাই যায় না ! তাই আকাশ মেঘময় হোক !

শেষ লাইনটা আগে এসেছিল । বাকিটা পরে । :)

১১| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২২

সিগনেচার নসিব বলেছেন: দারুন লেগেছে ++++

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩

নীলপরি বলেছেন: আপনার কবিতা দারুন লেগেছে জেনে প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১২| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৪

জেন রসি বলেছেন: চমৎকার।

++

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৪

নীলপরি বলেছেন: আপনার কবিতা চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৯

কালনী নদী বলেছেন: দু:খিত বোন। ভুল করে আপনার পোস্টে মন্তব্য করেছি। এবার জয়গামতনই কমেন্ট করছি।
এটা আমার লড়াই। আর কার জন্য সেটা . . . . . . . .


গবেট, উজবুক সম্পাদকের প্রতি কালনীর বিতৃজ্ঞা জানবেন।
কমেন্ট ফ্লাডিং এইটার বাংলা কি? আমি যাই করি সেটাই অন্যায় হয়ে যায়। আমার ব্যাপারে কারও নাক গলাতে হবে না। দেন ওদের ব্যান করতে। আমার পরিচয় তখনি বের হবে যখন আমি নিষিদ্ধ হব আর এই কর্পোরেট পাটাতন চায়ই আমার মৃত্যুতে হাজারটা কালনীর জন্ম হয়ে তাদের ওয়েবসাইট হিট হোক। এসবই ব্যবসা।


আপনাকে আমি বলে যাই ভাবিষ্যত কি হবে। এখনকার সময়টা পর্নোগ্রাফির নেট। তাই সেক্স ডট কম এখনও এক নাম্বার পজিশনে দ্বিতীয়তে সার্জ ইন্জিন গুগল। এখন গুগল তার এডসেন্স সবাইকে দিচ্ছে না আর দিলেও অনেক সময় নিয়ে পর্যবেক্ষণ করে দিচ্ছে। ইন্টারনেটের এক নাম্বার সার্চ ইন্জিন হওয়ায় তাদের কাছে সব তথ্য কমা আছে আর সিস্টেমেটিকলি প্রত্যেকটা ডাটার অরিজিনাল মালিককেও তারা সনাক্ত করে রাখছে। এতে করে কপি পেস্ট যারা যারা করছেন এমনকি কোথা থেকে করছেন সেটাও গুগল জানছে। গুগলের ভবিষ্যত পরিকল্পনা সুন্দর আর সেজন্য সততাকে আকড়িয়ে দড়লে বেশী না কিছুদির পরেই সেটার সুফল মিলবে। বর্তমানে ক্যাপিটালিজমের প্রতিযোগিতায় কে কাকে রেখে উপরে যাবে কিন্তু দীর-স্থির হয়ে সিস্টেমটা বোঝতে কারও সময় নেই। যেতে যেতে বলে যেতে চাই সতত সততার জয় হয় সেটা সুনিশ্চিত।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪২

নীলপরি বলেছেন: আশাকরি আপনার মাথা ঠান্ডা হয়েছে । আপনি সামুতে লিখছেন বলেই তো আমারা পড়তে পারছি ! তাই সামুকে ধন্যবাদ ।

আপনি একজন সৃষ্টিশীল মানুষ । বাকি সব ভুলে সেই কাজটা করুন ।

শুভকামনা । :)

১৪| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৬

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
মাঝে মাঝে শব্দে গ্যাপ দিতে ভুলে গেছেন।

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫১

নীলপরি বলেছেন: গ্যাপ দিতে ভুলে যাইনি । শব্দগুলো একসাথে জুড়ে লেখার চেষ্টা করেছি । :)

আপনার কবিতা সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৫| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৮

আরণ্যক রাখাল বলেছেন: ভাল লাগে নাই, বস

১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪

নীলপরি বলেছেন: তাই ? আমি দুঃখিত । চেষ্টা করবো !

তবু কষ্ট করে পড়েছেন দেখে আমার ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

১৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫২

গেম চেঞ্জার বলেছেন: আপনার লেখা পড়ে শান্তি পাওয়া যায়!! এটাও ভাল!!! :)

টাইপোঃ
তোমারআমার কথা কবিতা হবে কখন ?
<
তোমার আমার কথা কবিতা হবে কখন?

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

নীলপরি বলেছেন: আমি যে শব্দগুলো একসাথে জুড়ে লেখার চেষ্টা করেছি । ইশ , বোঝাতে পারিনি বোধহয় ।

তবে আপনার কমপ্লিমেন্টটা আমার খুব ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৭| ১২ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:

কবিতা হয়েই আছে....

এখন শুধু অপেক্ষা....

++

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৮| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৩:৪২

রুদ্র জাহেদ বলেছেন: এইতো কবিতা হচ্ছে কথারা :)
সুন্দর

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১১

নীলপরি বলেছেন: বলছেন ? হুম আমিও শুনতে পাচ্ছি মনে হয় ।

আপনার কবিতা সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৯| ১২ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: শব্দজোড়।
তোমারআমার, রাতছায়া।
তাই তো মনে হচ্ছিল।

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

নীলপরি বলেছেন: ঠিক তাই ।

ভালো লাগলো ।

২০| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৪

জুনায়েত জান্নাত বলেছেন: nic কবিতা

১৪ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ১২ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৯

জুন বলেছেন: শেষের প্যারাটা অদ্ভুত মাদকতাময় লাগলো নীলপরি।
অনেক ভালোলাগা।
+

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫১

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্য পড়ে আমি আপ্লুত । খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২২| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৯

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর অভিব্যক্তিঃ

//সমাচ্ছন্ন হই তোমার জলকথনের স্পর্শে
ভাবি , দীঘিজলে রাতছায়া দীর্ঘ যখন
তোমারআমার কথা কবিতা হবে কখন ?//


ভাল থাকুন। সবসময়।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৩

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনিও ভালো থাকুন। সবসময়।

২৩| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

অরুদ্ধ সকাল বলেছেন: শিরোনামটি ভুল কেন?
ভুল গুলো শুদ্ধ করে দিন তাহলে কবিতা হয়ে উঠবে।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
ঠিক করেই লেখা ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৪| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৬

মানসী বলেছেন: ভালো লেগেছে ৷

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৫| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:১০

স্টাইলিশ বয় বলেছেন: কবিতার সবটাই তো দারুণ! কোট করার মত কোন লাইন পাইলাম না! খুব সুন্দর হইছে পরি!

শুভ কামনা জানবেন!

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭

নীলপরি বলেছেন: জেনে খুশি হয়েছি ।

আপনাকেও কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৬| ১৩ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৮

সাহসী সন্তান বলেছেন: ব্যাপার কি? নীলপরি হারাইলো নাকি? প্রতিউত্তর দেখতে আইসা দেখি পরি উধাও! :(

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০০

নীলপরি বলেছেন: সব দোষ মেঘের । আসতে গেলেই জলমিছিল নামিয়ে ডানা ভিজিয়ে দেয় ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

২৭| ১৪ ই জুলাই, ২০১৬ সকাল ১১:১৪

আবুল হায়াত রকি বলেছেন: দিদিমনি ??

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০১

নীলপরি বলেছেন: শুভকামনা ।

২৮| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬

দেবজ্যোতিকাজল বলেছেন: মোটামোটি b

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০২

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৯| ১৪ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




তোমার আমার কথা কবিতা হয় না কখনও বাস্তবে ।

তবে বাস্তবে এই কবিতাটি একটি কবিতাই হয়ে উঠেছে । সুন্দর ছন্দে মনোহর ।

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৪

নীলপরি বলেছেন: সেই ।তবু আশা রয়ে যায় ।

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩০| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৪

আবুল হায়াত রকি বলেছেন:

১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৫

নীলপরি বলেছেন: শুভকামনা ।

৩১| ১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:০১

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

১৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২১

নীলপরি বলেছেন: আপনার কবিতা চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩২| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫৬

ডঃ এম এ আলী বলেছেন: আমি খুবই দেরী করে ফেললাম , যা মিছ করেছি তার থেকে প্রাপ্তিটা অনেক বেশীই হল মনে হচ্ছে । দেরীতে আসায় অনেক বড় বড় কবি ও লেখকদের সুন্দর সুন্দর মন্তব্য গুলি দেখতে পেলাম । কবিতা পাঠে মনে হল বিখ্যাত গায়ক বৈজুবাওয়ার ভুবনখ্যাত মেঘমল্লার রাগের ভাব গাম্ভির্যে মেঘের সাজে দিঘীর জলে ভিজে তোমার আমার কথা কবিতা হওয়ার
আশায় কতদিন না জানি ছিল অপেক্ষায় । এ মন্তব্য লিখছি আর ভাবছি , এখনো চলছে কবিতা হওয়ার অপেক্ষায় । এর মাঝে হয়ে গেল খিচুরী ভোজন , তা্ই রয়ে গেল প্রশ্ন ঠিক্বিইতো কথা কবিতা হবে কখন?

খুব ভাল লাগল ওমর খৈয়আম টাইপ এর সুন্দর ছোট্ট কবিতাখানি ।
ভাল থাকার শুভেচ্ছা রইল ।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যগুলো সবসময়ই উৎসাহদায়ক হয় । আজ আমার এই সামান্য লেখা প্রসঙ্গে যাঁর কথা বললেন তা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি !

অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভেচ্ছা ।

ভালো থাকবেন ।

৩৩| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আবেগটা উপলোব্ধি করতে পেরেছি । লেখা পড়ে সুবীর নন্দীর একটা গানের কথা মনে পড়লো "সারাক্ষণ তোমারই ভাবনা শিল্পী হলাম আমি, কতো যে প্রিয় তুমি ।"

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:১৮

নীলপরি বলেছেন: কি জানি কি হাবিজাবি লিখি ! তবে উৎসটা অবশ্যই আবেগ । তাই আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো ।

আর গানের লাইনটাও খুব সুন্দর ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.