নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

একেই কি বলে মিডাস টাচ ?

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৫



ইনটেরিওর ক্যাফে নাইট

মিডাসের মতোই কিছু কিছু মানুষের অঙ্গুলী স্পর্শে সত্যিই যে কোনো জিনিস সোনা হয়ে ওঠে । এইমাত্র ইনটেরিওর ক্যাফে নাইট মুভুটি দেখার পরে একথাই মনে হচ্ছে । নাসিরুদ্দিন শাহের অনবদ্য অভিনয় গুনে এই আপাত সাধারণ মিনিট বারোর ফিল্মটি অসাধারণ । হয়ে উঠেছে । যদিও অন্যান্য কলাকুশলীরাও যথাযথ , তবু একথা বলছি ।


ছবি শুরু হয় 'কতদিন পরে এলে একটু বসো' গানটির হাত ধরে । তিরিশ বছর পর কেউ যদি পুরানো বান্ধবীকে সামনে দেখে তাহলে তার মুখের অভিব্যক্তি কেমন হবে ? আমি ঠিক কল্পনা করতে পারছিলাম না । নাসিরুদ্দিন শাহের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে মনে হয় এরথেকে আলাদা কিছু হবে না ! ছবিতে নাসিরুদ্দিন শাহ একটি ক্যাফে চালান । সেখানে হঠাৎই তাঁর পুরানো বান্ধবীকে আবিষ্কার করেন যার সাথে তিরিশ বছর আগে কোনো এক ক্যাফেতেই বিচ্ছেদ ঘটে । এরপর গল্প এগিয়ে চলে এই দুটি চরিত্রের কথোপকথনের মাধ্যমে । অধিরাজ বসুর প্রথম ছবি এটা । এই ছবিতেই তাঁর স্বকীয়তার ছাপ ফুটে উঠেছে ।ছবিতে নাসিরুদ্দিন শাহ ছাড়াও শারলিন , শ্বেতা ও নভীনের অভিনয় মনে রাখার মতো । ভালো লাগে তাঁর গল্প বলার স্টাইল ।এককথায় নাটক , সম্পর্ক আর ভালোবাসার এক দারুন মিশ্রন এই ছবিটি । ' চিনি ' যে গল্পে প্রপ হিসাবে ব্যবহার হতে পারে সেটা এই ফিল্ম দেখে শিখলাম । সত্যি জীবনের কত মিষ্টতাই চোখের জলে ধুয়ে যায় ! গল্পটা আর বললাম না । শেষে নাসিরুদ্দিনের চরিত্রটি ভাবতে থাকে যেদিন বান্ধবী তাঁকে ছেড়ে চলে যায় সেদিন তাঁর হাতে বান্ধবীকে আটকানোর মতো কিছু ছিল না । কিন্তু আজ , তিরিশ বছর পর কি উচিত হবে বান্ধবীকে আটকানো ? কি করবেন তিনি ? তো স্যর , ম্যাডাম যদি কেউ আমার এই লেখাটা পড়েন আর এই প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয় তবে নিজের মিনিট বারো সময় খরচ করে দেখে নিন ফিল্মটি । নীচে লিঙ্ক দিলাম ।
https://youtu.be/23KufSqo6cQ

Film - Interior Cafe Night
Director - Adhiraj Bose
Cast - Naseeruddin Shah
Shernaz Patel
Naveen Kasturia
Shweta Basu Prasad




বি : দ্র - এটা ফিল্ম রিভিউ লিখিনি । শুধু আমার ভালো লাগাটা শেয়ার করলাম আপনাদের সাথে ।

মন্তব্য ৬৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮

অদৃশ্য বলেছেন:




ছবিটা দেখার ইচ্ছের পারদটুকু উপরের দিকেই উঠছে... আজকেই দেখে ফেলবো... আপনার প্রকাশে আগ্রহটা অতি আগ্রহে রূপ নিলো...

শুভকামনা...

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

হুম দেখতে পারেন । আশাকরি ভালো লাগবে ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

২| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১২

জেন রসি বলেছেন: নাসিরুদ্দিন শাহ আমার প্রিয় অভিনেতা। তিনি পাঁচ মিনিটের জন্য অভিনয় করলেও সেই পাঁচ মিনিটকেও স্পেশাল কিছু মনে হয়। মুভিটা দেখি নাই। তবে অবশ্যই দেখব। শেয়ার করার জন্য ধন্যবাদ আপু। :)

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৫

নীলপরি বলেছেন: শর্ট ফিল্ম তো উনি করেনই না । এটা করলেন । আর দূর্দান্ত করলেন । আর স্টোরি টেলিংটাও ভালো ।

হুম , অবশ্যই দেখুন । :)

লেখাটা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আগ্রহটা বেশ জেঁকেই বসলো। দেখতে হবে।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০২

নীলপরি বলেছেন: বেশ মানে ? কতটা ?

দেখবেন মনে করেছেন শুনে ভালো লাগলো । মনে করাটা কি বাজীরাও মাস্তানীর মতো ? :)

দেখে জানালে ভালো হয় ।

৪| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪

ডঃ এম এ আলী বলেছেন: দেখে আসলাম খুব ভাল লাগল ।
খুব সুন্দর লাগল , ছবির সাথে
প্রাণবন্ত হয়েছে অাপনার
বিশ্লেষন ।

শুভেচ্ছা রইল ।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৫

নীলপরি বলেছেন: আরে দেখে ফেলেছেন ? শুনে ভীষণ ভালো লাগলো ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

আপনাকেও শুভেচ্ছা ।

৫| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৯

হাসান মাহবুব বলেছেন: অভিনয় দুর্দান্ত!

২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

নীলপরি বলেছেন: দেখেছেন মনে হচ্ছে ?

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা ।

৬| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: বর্ণনায় মনে হচ্ছে ছবিটা বেশ কাব্যিক!

২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: হুম তা বলতে পারেন । দেখতে পারেন । দেখলে বুঝতে পারবেন ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

আমিই মিসির আলী বলেছেন: এইভাবে বললে না দেখে উপায় নেই।

২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

নীলপরি বলেছেন: বাহ , আমি আপ্লুত । :)

তাহলে ছবিটা দেখেইএকটু কষ্ট করে আমাকে জানান ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

পবন সরকার বলেছেন: চমৎকার বিশ্লেষণ

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৪

নীলপরি বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।সময় পেলে সিনেমাটা দেখতে পারেন ।

শুভকামনা ।

৯| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ছবিটা দেখার লোভ ধরিয়ে দিলেন। অবশ্যই দেখবো এবং আজই।

ধন্যবাদ নীলপরি।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪৭

নীলপরি বলেছেন: হুম দেখে ফেলুন । আশাকরি ভালো লাগবে ।

লেখাটা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

সিগনেচার নসিব বলেছেন: আমিই মিসির আলী বলেছেন: এইভাবে বললে না দেখে উপায় নেই। সহমত

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫১

নীলপরি বলেছেন: মন্তব্যটা পড়ে বেশ ভালো লাগলো । তো আপনিও দেখে ফেলুন সিনেমাটা ।

লেখাটা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।

শুভকামনা । :)

১১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫২

সাহসী সন্তান বলেছেন: শর্টফিল্মটা দেখতে আমার সময় লাগলো ১৩ মিনিট ১৯ সেকেন্ড! তবে সত্যিই খুব চমৎকার একটা শর্ট ফিল্ম! বিশেষ করে অভিনয় গুলো ছিল, একদম নজর কাড়া! আপনাকে স্পেশালি থ্যাংকস চমৎকার রিভিউটা লিখে মুভিটা দেখার উৎসাহ প্রদানের জন্য!

আমি ফিল্মটা দেখেই তারপর মন্তব্য করতে চেয়েছিলাম! আর এজন্যই দেরি করে মন্তব্য করা! শুভ কামনা নীলপরি!

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৩

নীলপরি বলেছেন: এটা খুব ভালো করেছেন যে আগে ফিল্মটা দেখেছেন । দেখছি , দেখবো করলে সবসময় দেখা হয়ে ওঠে না !

১মিনিট ১৯ সেকেন্ড কম সময় লিখে ভুল তথ্য দেওয়ার জন্য আমি দুঃখিত । :)

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ । আমি ভেবেছিলাম শর্ট ফিল্ম তেমন হয়ত কেউ দেখেন না ! তাছাড়া রিভিউ লেখার গ্রামার জানি না । শুধু আমার যেমন লেগেছে , লিখেছি । তাও যে আপনারা পড়লেন এটা ভালো লাগলো ।

শুভকামনা । :)

ভালো থাকবেন ।

১২| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৩

প্রামানিক বলেছেন: ছবি দেখার ইচ্ছা জাগল।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৯

নীলপরি বলেছেন: ইচ্ছে যখন জেগেছে তখন আমার মনে হয় দেখে ফেললেই ভালো হয় । :)

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৫

মুসাফির নামা বলেছেন: মনে হয়,ছবির বিজ্ঞাপনে হাত দিয়েছেন। গুড জব!

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: হুম , ঠিক ধরেছেন ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৬

সুমন কর বলেছেন: লেখা পড়ে দেখার ইচ্ছে হলো। দিলাম ডাউনলোড..........

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৫

নীলপরি বলেছেন: শুধু আমার লেখা পড়ে সিনেমা ডাউনলোড করছেন শুনে খুব ভালো লাগলো । সময় পেলে জানাবেন যে আপনার দেখে কেমন লাগলো ।

ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:১০

অশ্রুকারিগর বলেছেন: শর্টফিল্মটা দেখেছি। খুব টাচি ছিলো।

২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: আমারও তাই মনে হয়েছে ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ডাউনলোড দিলাম।

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১১

নীলপরি বলেছেন: দেখেছেন তাহলে । তা কেমন লাগলো ?

১৭| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ডাউনলোড দিলাম।

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১২

নীলপরি বলেছেন: :)

১৮| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৫

রূপক বিধৌত সাধু বলেছেন: ফেসবুকে একটা নিউজ পড়লাম এক বিধবা মাকে তাঁর প্রথম প্রেমিক এর সাথে বিয়ে দিয়েছে তাঁর দুই কন্যা । তারপর এই ভিডিওটা দেখলাম । ভাবছি রাজশাহী জংশনে যার সঙ্গে দেখা হয়েছিলো, কথা হয়েছিলো; ত্রিশ বছর পর আবারও যদি তার সঙ্গে দেখা হয়ে যায় ক্যামন হবে?

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৫

নীলপরি বলেছেন: হুম । আমরা তো আপনার কাহিনীর হ্যাপী এনডিং চাইবো । :)

সেই দিনের জন্য এখন থেকে শুভকামনা ।

১৯| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৭

শান্তির দেবদূত বলেছেন: নাসিরউদ্দিন শাহ আমার বরাবরই প্রিয় অভিনেতা, যদিও ভারতীয় মুভি খুব একটা দেখা হয় না অনেকদিন।
এখানেও দূর্দান্ত অভিনয় করেছে যথারীতি, তবে শর্টফিল্মটা সাদামাটা মনে হয়েছে, খুবই কমন কাহিনী।

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
আপনার নিজস্ব মতামত থাকতেই পারে ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ২:০২

মহা সমন্বয় বলেছেন: আমি এটা দেখুম না, কারণ আবেগ ধইরা রাখতে পরুম না। :-P খামোখা কষ্ট পাবার কোন দরকার আছে। :P

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২২

নীলপরি বলেছেন: আপনার আবেগ দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি । তবে না দেখলে বোধহয় বুঝতে পারবেন না কষ্ট পাবেন কি আনন্দ !

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা । :)

২১| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪৬

জুন বলেছেন: ইদানীং ভারতের কিছু কিছু শর্ট ফিল্ম খুবই মনোগ্রাহী। অল্প কথায় অনেক কিছু বলা। তিন ঘন্টা বসে যাদের ম্যুভি দেখার সময় নেই তাদের জন্য খুবই উপযোগী । ভালো লাগলো আপনার উপস্থাপনা।

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন । একটানা তিন ঘন্টা বসে মুভি দেখার সময় বের করা মুশকিল ।:)

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

২২| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০৬

মাদিহা মৌ বলেছেন: দেখতে হবে …

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

নীলপরি বলেছেন: হুম দেখতে পারেন ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

২৩| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৮

কল্লোল পথিক বলেছেন:








ছবিটা দেখার ইচ্ছে তৈরি হল।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

নীলপরি বলেছেন: তাহলে দেখেই ফেলুন ।

লেখাটা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৪| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ পরী, ছবিটা দেখে নেবো

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:২০

নীলপরি বলেছেন: হুম , অবশ্যই ।

লেখাটা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৫| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:২৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দেখার আগ্রহ হচ্ছে ----

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:২২

নীলপরি বলেছেন: তাহলে দেরী না করে দেখে ফেলুন ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৬| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৫২

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: দেখবো গো-

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

হুম দেখতে পারেন । আশাকরি ভালো লাগবে ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

২৭| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: দেখে বিস্তারিত............

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৫

নীলপরি বলেছেন: আমিও আপনার বিস্তারিত মতামত জানতে আগ্রহী ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৮| ২৯ শে জুলাই, ২০১৬ দুপুর ১:২৩

ভ্রমরের ডানা বলেছেন: ছবিটি দেখার ইচ্ছেকে তাতিয়ে দিলেন আপু।

আপনার বিশ্লেষণ ভাল লেগেছে। নাসিরুদ্দিন সাহেব আসলেই একজন গুনীন অভিনেতা!!

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৭

নীলপরি বলেছেন: তবে দেখে ফেলুন ।

লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৯| ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

সাদা মনের মানুষ বলেছেন: দেখে এলাম

২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৯

নীলপরি বলেছেন: দেখে আবার কষ্ট করে এসে আমাকে জানালেন বলে ভালো লাগলো ।

ধন্যবাদ ।

শুভকামনা । :)

৩০| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:১৭

জাহাজী বলেছেন: শর্ট ফিল্মটা অনেক আগেই দেখে ফেলেছি। :-D

ভালো লিখেছেন। আমাদের দেশেও অনেক ভালো মানের শর্ট ফিল্ম হচ্ছে। অনুরোধ করব এগুলোকে নিয়ে রিভিউ লিখবার।

শুভকামনা রইল...

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০২

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

তাও লেখাটা পড়লেন বলে ধন্যবাদ ।

শুভকামনা ।

৩১| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ৮:১২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দেখার আগ্রহ হচ্ছে। দেখে ফেলব। :)

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৬

নীলপরি বলেছেন: তাহলে দেখেই ফেলুন। :)
লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩২| ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৯

রমিত বলেছেন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এই লেখাটি না দিলে আমি একটি খুব ভালো ছবি মিস করতাম।
ছবি কত বড় হলো সেটা বড় কথা না, ছবিতে জাঁকজমক কত থাকলো সেটাও বড় কথা না। ছবি দর্শকের মনে কতটুকু দাগ কাটলো সেটাই বড় কথা। ১৩ মিনিটের এই ছবিটি আমার মনে দাগ কেটেছে।
ছবির শুরুর গানটির কথা কাহিনীর আবহ সৃষ্টি করেছে। তারপর বাস্তবতা, প্রেম-ভালোবাসা-বিচ্ছেদ। এক জনকে ভালোবেসে আরেকজনের সাথে ঘর করা। সারা জীবন সেই আবেগ-বেদনা নিজ বুকে পুষে রাখা। জন থেকে জনে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়া। পরিস্থিতির কাছে ক্ষুদ্র মানবের অসহায়ত্ব। জীবনের শুরুতে যেমন একাকিত্ব থাকে, জীবনের শেষেও তেমনি একাকিত্ব ফিরে আসে। সবকিছুই কিছুই এসেছে এই ১৩ মিনিটের ছবিতে।
বাস্তব জীবনে হয়তো ঐ দুজনার আর মিল হতোনা। এই ছবিতে হয়েছে। আমরা ট্রাজেডী দেখে দেখে অভ্যস্ত। লেখক পরিচালকরাও ট্রাজেডী দেখাতে পছন্দ করেন। হয়তো এটা দর্শকের মনে বেশি দাগ কাটবে তাই। তবে এই ছবিতে মিলন দেখানো হয়েছে। জীবনের শুরুতে না হোক, শেষে তো মিলন হয়েছে! বছর ত্রিশেক আগে অনুরূপ কাহিনী নিয়ে একটা বাংলা নাটক দেখেছিলাম।
এই শর্ট ফিল্মটি দেখাতে উদ্ধুদ্ধ করানোর জন্য আপনাকে আবারো ধন্যবাদ ভাই।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো ।

লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২২

রাবেয়া রাহীম বলেছেন: ছবিটা দেখেছি । অনেক ভাল লেগেছে। ফিনিশিং টা হৃদয় ছোঁয়া।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।



লেখাটা পড়ার জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.