নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

যদি ভাবো আমায় কাঙাল .........

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:০৭



তোমাকে দেবো সকালের একরাশ
ঝিলিমিলি আলো ।
দেবো ছোটোবেলার যত রূপকথা
ভালো ভালো ।

তোমাকে দেবো প্রিয় শ্রাবনের
ঝুলন স্পন্দন ।
দেবো চাঁদের ধার দেওয়া
জ্যোৎস্নার চন্দন ।

তোমাকে দেবো নিভৃতে শোনা
পাখীর কলতান ।
দেবো রাধার নির্লোভ ভালোবাসার
বৃন্দাবনী গান ।

তোমাকে দেবো যত্নে রাখা
আনন্দের ঝুলি ।
দেবো আমার খোশ মেজাজের
কিছু চুলবুলি ।

তোমাকে দেবো পি.সির হাইড-ফাইলের
শাহরুখের ছবি ।
দেবো কাব্য , যদিও নই
আমি কবি ।

তোমাকে দেবো জমানো হিমেল
হাওয়া অল্প ।
দেবো ঘুমহীন দুপুরে পড়া
প্রেমের গল্প ।

তোমাকে দেবো একটা বিকেল
গাঢ় নীলরঙা ।
দেবো কিছুটা ঢেউয়ের মতো
অশ্রুজল ঢেউভাঙা ।

তোমাকে দেবো নিজস্বী নয়
আমার নিজস্বতা ।
দেবো উদাসী স্বপ্নের কিছু
মনভাসী কথা ।

তোমাকেই দেবো আমার যত
লুকানো অহঙ্কার ।
দেবো তুলে রাখা হৃদয়বীনার
ছেঁড়া তার ।

শুধু ---
দেবো না ফিরিয়ে তোমার
খেয়ালী মন-রুমাল ।
রেখেছি বলে , যদি ভাবো
আমায় কাঙাল .....

মন্তব্য ৫৮ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:২২

সাহসী সন্তান বলেছেন: সকালে উঠেই এত সুন্দর একটা কবিতা দিয়ে যে ব্লগিংটা শুরু করতে পারবো ভাবি নাই নীলপরি! ব্যাপক সুন্দর হইছে, প্রত্যেকটা শব্দের ব্যবহার! অনেক অনেক ভাল লাগা রইলো কবিতায়!

শুভ কামনা জানবেন!

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: প্রথমেই এতো সুন্দর পড়ে আবেগে আপ্লুত হয়ে গেলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভ কামনা ।

ভালো থাকবেন ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৬

নয়ন বিন বাহার বলেছেন: মন রুমাল কি সত্যিই রাখা হয়েছে?
ভাল লাগল।
ভাল থাকবেন নিরন্তর.......

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

আপনিও ভালো থাকবেন ।

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সব ভালো যদি সেই তুমি পায়
এই তুমি তবে কাঙালিনী

সুন্দর হয়েছে। ভালোলাগা অনিঃশেষ। +

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

নীলপরি বলেছেন: কাঙালিনী হতে দুঃখ নেই । তবে কেউ কাঙাল ভাবলে দুঃখ হবে ।

হুম , আমারও ভালো লাগলো মন্তব্য ।

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ১১:৪৭

জেন রসি বলেছেন: লেনাদেনার কাব্য বেশ চমৎকার হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নীলপরি বলেছেন: কাব্য শব্দটা দেখে ভীষণ ভালো লাগলো । :)

অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।

ভালো থাকবেন ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: এসব পেলে চায় কে স্বর্গ
ঢের খুশি এই ভবে
কে বলে কাঙাল ? হৃদয় যার
আকাশ ছোঁবে !!!!!!!!!!!!

০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

নীলপরি বলেছেন: এতো সুন্দর কাব্যিক মন্তব্যটা কাউকে দেবো না । :)

খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।

অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।

ভালো থাকবেন ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

কল্লোল পথিক বলেছেন:




সুন্দর কবিতা।

০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:০১

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে শুনে খুশি হলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।

ভালো থাকবেন ।

৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

মনিরা সুলতানা বলেছেন: ভাবুক না যা খুশি তা ও ফিরিয়ে দিব না মন রুমাল....

লেখায় ভালোলাগা পরী :)

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:২৬

নীলপরি বলেছেন: হুম , একদম ঠিক বলেছেন । :)

আমারও আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।

ভালো থাকবেন ।

৮| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

আরণ্যক রাখাল বলেছেন: কেমন যেন!

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪০

নীলপরি বলেছেন: কেমন যেন মানে ? বুঝলাম না !

আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।

ভালো থাকবেন ।

৯| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১০:২৪

সোহাগ সকাল বলেছেন: এতকিছু রাখুম কই! :D

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
সেই চিন্তা থেকে আপনাকে মুক্ত করছি । যে রাখবে সে করে নিতে পারবে ।:)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

ভালো থাকবেন ।

১০| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:০১

আমি এক দুঃখ ওয়ালা বলেছেন: লাইক না দিয়া পারলাম না,।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনি এক দুঃখ ওয়ালা হলেও আপনার লাইক দেখে আমি খুব সুখ পেলাম । :)


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

ভালো থাকবেন ।

১১| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:১২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এটা বেশ ভালো হয়েছে। শেষের দিকটা সবচেয়ে বেশী ভালো লেগেছে।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা আমায় খুব অনুপ্রাণিত করল ।

অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।

ভালো থাকবেন ।

১২| ০৪ ঠা আগস্ট, ২০১৬ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: আরে বাবা! এতো কিছু দিলে, নিতে পারবে তো !! ...........হাহাহহাহাহা

ভালোই লাগল।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৫২

নীলপরি বলেছেন: হুম , আমিও এখন সেই চিন্তাই করছি । ভাবছি সাথে একটা ক্যারি ব্যাগও দিয়ে দেব । :) :)

আপনার ভালো লাগা দেখে খুশি হলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।
শুভ কামনা ।

ভালো থাকবেন ।

১৩| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৪

সুবল চন্দ্র বর্মন বলেছেন: ভালবাসাকে মানুষ বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভাবে সসঙ্গায়িত করে।
যে যেমন অস্থার শিকার হয় সে সেরূপ করে সঙ্গা গড়ে।
ভালবাসা হল মনেহয় এমন, বেশি চেপে ধরলে বিরক্ত লাগে(বেশি ভালবাসলে)।
আবার আলতো করে ধরলে, উড়ে যেতে পারে(ভালবাসার ঘার্তি হলে)।
আবার রাগ অভিমান নিয়ে ভালবাসলে (মানসিক যন্ত্রণা বাড়ে)।
অবিশ্বাস জন্মে ভালবাসলে কেবল শারীরিক চাহিদা মেঠে(কাউকে ঠকানোর ইচ্ছা)।
***★***
ভাল তাকেই বাস যে ভালবাসার মূল্য বুঝতে পাড়ে। যে শত চেষ্টা সত্বেও বোঝেনা, তার কাছে জীবন সমার্পণ করে নিজের জীবন নষ্ট করনা। তুমি তোমার পরিবার এবং সমাজের কাছে ঋণী। তাদের ভালবাসার মূল্য দিতে শেখ। একজনের ভালবাসায় দেবদাস হওয়ার দরকার নেই।
প্রকৃত পক্ষে, ভালবাসা এরূপ যার কাছে কোনো দাবি বা পাওয়ার আশা করা যাবেনা। নিঃস্বার্থ ভাবে ভালবাসতে হবে। তাহলে কোন কষ্ট ভোগ হবেনা। কিন্তু তা এ জগতে অসম্ভব। কারন ত্যাগই প্রেম।
The Substance of Bengali Literature অবলম্বনে।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০৫

নীলপরি বলেছেন: ' দোষেন ক্ষয়িতাং গুণেন গুরুতাং কেনাপ্যনাতন্বতী
প্রেম্ন স্বার সিকস্য কস্যচিদিয়ং বিক্রীরতি প্রক্রিয়া ।'

দোষ শ্রবণে যাঁর প্রেমের ক্ষয় হয় না এবং গুণ শ্রবণেও বৃদ্ধি হয় না তাঁর প্রেমকেই সহজ প্রেম বলা যেতে পারে ।

আমার মতে এমন প্রেম সম্ভব । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

ভালো থাকবেন ।

১৪| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৩

সুবল চন্দ্র বর্মন বলেছেন: Don't mind poet.
কথা গুলো অনুতাপে প্রবাহিত হয়ছে। কষ্ট পেলে ক্ষমা করবেন। এ রকম সময়ের প্রতিচ্ছবি দৃষ্টিগত হয়েছিল এবং অনেকটাই সাক্ষীও বটে। তাই নিজেকে সামলাতে পাড়লাম না।

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১১

নীলপরি বলেছেন: আরে ডাসন্ট ম্যাটার । ইটস ও.কে ।

সামু আমাদের বিনি সুতোর মালায় গেঁথে রেখেছে । নিজেদের কথায় কেন কেউ কষ্ট পাবে । আমার লেখা যে আপনার মনকে ছুঁয়েছে , এটা ভেবে ভালো লাগছে ।

আপনার জন্য অনেক আবারো শুভ কামনা । :)

১৫| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫১

মোঃ মঈনুদ্দিন বলেছেন: এতগুলো সুন্দর আর মন ভালো করা প্রপোজাল! বলুন, কীভাবে ঢাকি মনের যাবতীয় যত ভেজাল?
এক কথায়

আর আপনার জন্য একগুচ্ছ-

০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮

নীলপরি বলেছেন: অসামের সাথে গোলাপ পেয়ে আপ্লুত হয়ে গেলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

ভালো থাকবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৬| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৬

রুদ্র জাহেদ বলেছেন: আমিতো এরকম সবকিছু নিতে চাই :)

বেশ সুন্দর কাব্য

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন পরে আপনাকে আমার ব্লগে দেখে ভালো লাগলো । আর সুন্দর কাব্য শুনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

ভালো থাকবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৭| ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:২৩

কামরুন নাহার বীথি বলেছেন:

শুধু ---
দেবো না ফিরিয়ে তোমার
খেয়ালী মন-রুমাল ।
রেখেছি বলে , যদি ভাবো
আমায় কাঙাল .....
----------------------

অনেক অনেক শুভেছা ভাই নীলপরি!!!!

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: গোলাপ পেয়ে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

ভালো থাকবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৮| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৮

মহা সমন্বয় বলেছেন: তোমাকে দেবো পি.সির হাইড-ফাইলের
শাহরুখের ছবি ।
দেবো কাব্য , যদিও নই
আমি কবি ।


হাঃ হাঃ দারুণ কবিতা। :)

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৫

নীলপরি বলেছেন: দারুণ কবিতা শুনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । :)

শুভ কামনা ।

ভালো থাকবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৯| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে ।

চুলবুলি অর্থ কী? আর নিজস্বী ও নিজস্বতার মধ্যকার পার্থক্যটা জানতে চাই ।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৪

নীলপরি বলেছেন: চুলবুলি মানে বকবকানি । আমাদের গলায় সাইলেনসার নেই । সারাক্ষণ চুলবুলি করে মানুষকে বিরক্ত করে ছাড়ি ।

সেলফি কি কেউ দেয় ? আসলে তো লাইক চায় ।
আর নিজস্বতা তো সবথেকে মূল্যবান । নিজের নিজস্বতাকে যে দেয় সেই তো সব দেয় ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

ভালো থাকবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২০| ০৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: দেব এর সাথে দেব না কে
এমনভাবে মিলিয়েছেন যে অভিভুত না হয়ে পারা
যায়না । দেব এবং দে্ব না র সাথে
কবিতা হয়েছে হৃদয়গ্রাহী ।
সবকিছু দিয়েও যে কিছু
না দিয়ে পরিপুর্ণ থাকা
যায় এ কবিতাটিই
তার উৎকৃষ্ট প্রমান।
শুভেচ্ছা রইল ।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৬

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর লাগলো মন্তব্যটা । এটা দেওয়া যাবে না মনে হচ্ছে । :)


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

ভালো থাকবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২১| ০৬ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩৮

টাইম টিউনার বলেছেন: ভাল লেগেছে , একটা যায়গা কেমন যেন ,শাহরুখ এর ফটো ......

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৮

নীলপরি বলেছেন: সেকি শাহরুখ এর ফটো কেমন যেন ? দুঃখ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা । :)

ভালো থাকবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২২| ০৭ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:০০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

শুধু এক জায়গায় বেখাপ্পা লাগলো।

তোমাকে দেবো পি.সির হাইড-ফাইলের
শাহরুখের ছবি ।
দেবো কাব্য , যদিও নই
আমি কবি ।


আৎকা কৈত্থিকা শাহরুখ খান আইলো আর তার ছবি হাইড করে রাখার দরকার কেন পড়লো তা বুঝলাম না :||

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৩

নীলপরি বলেছেন: শাহরুখ খানের ফোটো হাইড করে রাখলে তো বাড়ী থেকে বিতারিত হতে হোতো । আপনি বলছেন দরকার কেন পড়লো ?

মনে হচ্ছে আপনার বাড়ির বড়রা গাঁধীবাদী হবেন । তাই বোঝেননি । ইশ আপনার ভাগ্য কি ভালো !

আমি আর আমার বন্ধুরা হচ্ছি হিউজ ফ্যান । তবে মজার কথা হোলো এতো কান্ড করে যে ছবিগুলো জমানো সেগুলো দেখা হোতো না তেমন । সবসময় ভয় হোতো । :(

সেই শাহরুখ খানের ফোটো দেওয়া কি কম কথা ? :)



০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৬

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।

২৩| ০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল সুন্দর এ কবিতার
দেব আর না দেবার কথামালা।
ভাল লাগা রেখে গেলাম
সাথে দেয়া হল
তুলে রাখা হৃদয়বীনার
মধুর ঝঙ্কার

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ।

আবারো ধন্যবাদ ।

শুভ কামনা । :)

২৪| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৯

ডঃ এম এ আলী বলেছেন: আপনার প্রতিও রইল ধন্যবাদ

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫২

নীলপরি বলেছেন: শুভ কামনা । :)

২৫| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ শুভ কামনা সেইতো মোর বাসনা । গিইয়েছিনু কবিগুরুর ছবি বাড়ীতে
রেখে এসেছি এক রাশ মুগ্ধতা ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যের নোটিফিকেশন পাই । এখন গেম চেঞ্জারের মন্তব্য দেখতে গিয়ে দেখলাম । :)

২৬| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২১

কাশফুল মন (আহমদ) বলেছেন: সব দিয়ে দিবেন কিন্তু রুমাল টা কি দোষ করলো,,,,,

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭

নীলপরি বলেছেন: সেটা ভাবনার দায়িত্ব আপনাকে দিলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা । :)

ভালো থাকবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৯

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ :) দারুণ লাগলো!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪২

নীলপরি বলেছেন: লেখাটার সামান্য অপেক্ষা খুশিতে পরিনত হোলো আপনার মন্তব্য পেয়ে । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।
ভালো থাকবেন ।

২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

কামরুল রোমিও বলেছেন: .।.।.।
" আমি চাইবো একটা বিকেল
গাঢ় নীলরঙা ।
কেড়ে নিবো ঢেউয়ের মতো
অশ্রুজল ঢেউভাঙা । "
-
দিবে তো আমায় ?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

নীলপরি বলেছেন: সুন্দর কাব্যিক মন্তব্য ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভ কামনা ।
ভালো থাকবেন ।

২৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৫

কামরুল রোমিও বলেছেন: বিদায় জানালেন ?
ঠিক আছে .।
~~~বিদায়~~~~
ভালো থাকবেন !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.