নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ক্ষেমা

১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৮



রূপের সাধনায় মগ্ন ছিলেন তিনি
' দেহই রত্ন ভান্ডার ' ধারনা করতেন যিনি ।

সেই রানী কেনো দেখা করবেন ভিক্ষুকের সাথে ?
রাজাদেশ যখন এসেছে , তখন তো আজ
যেতেই হবে তাঁকে ।
তীব্র অনীহায় রানী ক্ষেমা চলেন তথাগতের কাছে ।
কিন্তু এ কোন আসীন তাঁর সামনে ?
রানীর পদক্ষেপ স্তব্ধ হয় কার শক্তিবলে ?

স্বকৃত জালে বন্দী হয় ঊর্ণনাভ
অহম অনুভব করে পবিত্রতার দাবদাহ !

অর্হত্ব দিলেন বুদ্ধ অতি সমাদরে
ভোগসুখ ত্যাগ করলেন রানী নিরাদরে ।

তবুও কি তাঁর পরীক্ষা এখনো বাকি ছিল ?


বৃক্ষতলে একাকী কন্যা আছেন বসে
হঠাৎ সামনে ফুল পড়ে খসে ।

দাঁড়িয়ে আছেন যুবক অতি রূপবান
' ক্ষেমা ' বলে তাঁকে করছেন আহবান !

স্মিত হাস্যে এবার ক্ষেমা জবাব দিলেন --

বিনাশ করেছি আমি সব আত্মসুখ
তাই আজ জিতেছি সর্বপ্রকার দুঃখ ।


শুধু অগ্নি জ্বলছে ।
মধ্যরাত আলোকিত এই অপরূপ নারীর স্পর্শে !

রানী আর নারীর মিতালীতে তিনি আজ পূর্ণ
প্রজ্ঞা আর ধ্যান দ্বারা অহমকে করেছেন চূর্ণ ।



বি্‌ঃ দ্রঃ -' ক্ষেমা ' হলেন রাজা বিম্বিসারের পত্নী । তিনি ভগবান বুদ্ধের কাছ থেকে অর্হত্ব পেয়েছিলেন ।

মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ঐতিহাসিক পটভূমি নিয়ে কবিতা। ভালোই লাগলো। তবে আমি ইতিহাসটা পুরোপুরি জানিনা।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ।

আমিও খুব বেশী ইতিহাস জানি না । উনি থেরীগাথার একজন নারী । :)

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

সুমন কর বলেছেন: উনার সম্পর্কে জানা ছিল না...........

কবিতা ছন্দযুক্ত এবং ভালো হয়েছে।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৫

নীলপরি বলেছেন: কবিতাটা দাঁড়াচ্ছে কিনা সেই নি্য়ে চিন্তায় ছিলাম ।

ভালো হয়েছে শুনে এখন বেশ ভালো লাগছে । :)


পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভালো লাগলো।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৬

নীলপরি বলেছেন: সেটা জেনে আমারও খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রথম দিকটা ঠিক বুঝতে পারলাম না!

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৩

নীলপরি বলেছেন: গল্পটা এরকম -
' ক্ষেমা ' অসাম্যানা সুন্দরী ছিলেন বলে তাঁর খুব অহঙ্কার ছিল । রাজা বিম্বিসার ভগবান বুদ্ধকে একটা উদ্যান দান করেছিলেন । আর সেই দান তিনি রানী ক্ষেমাকে স্বহস্তে ভগবান বুদ্ধকে দিতে আদেশ দেন । তবে প্রথমে তিনি সন্ন্যাসীর সাথে দেখা করতে রাজি হননি । কিন্তু যখন তিনি বুদ্ধের পবিত্র রূপ দেখলেন , তখন রানী বুঝতে পারলেন যে এটা তাঁর বাহ্যিক রূপ ।

আশাকরি এবারে বোঝাতে পেরেছি ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৫| ১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৯

হাসান মাহবুব বলেছেন: কিছুই বুঝি নাই।

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৭

নীলপরি বলেছেন: থেরীগাথার একজন নারী ।ওনার জীবন নিয়ে লেখার চেষ্টা করেছি । আমার উপরের উত্তরটা একটু পড়বেন প্লিজ । মনে হয় গল্পের রেখাটা বুঝতে পারবেন ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ১৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

গেম চেঞ্জার বলেছেন: আত্মসুখ বর্জনেই কি দুঃখ নাশ হয়ে যায়!!!!

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৩৮

নীলপরি বলেছেন: অন্তত এই গল্প তো তেমনই বলে !:)

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৩

সাহসী সন্তান বলেছেন: আমি ভেবেছিলাম ক্ষেমা বোধহয় এখানে ক্ষমার প্রতিশব্দ হিসাবে ব্যবহার করেছেন! নিচে ফুট নোট না থাকলে হয়তো সেটাই মনে করতাম! তবে বিষয়টা উল্লেখ করায় এখন বেশ ক্লিয়ার হলাম! এবং আরো ভাল হয়েছে ৪ নং মন্তব্যে কবিতার বিস্তারিত পটভূমি উল্লেখ করায়!

কবিতাটা কিন্তু আমি পূথিপাঠের মত করে পড়েছি! আমার কাছে সেইরকমই লাগলো তাই আরকি! তবে আসলেই খুব সুন্দর হইছে!

শুভ কামনা নীলপরি!

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৩

নীলপরি বলেছেন: হুম কিছুটা ঐরকম স্টাইলেই লেখার চেষ্টা করেছিলাম ।

আপনার মন্তব্যটাও খুব ভালো লাগলো আমার ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা । :)

৮| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতাটা দারুণ হয়েছে। কঠিন ধরণার কিন্তু ছন্দবদ্ধ।
আসলে মানব মন বড্ড অদ্ভুত। তাতে আবার ইচ্ছের ভূত বাস করে। বেশ অদ্ভুতুড়ে।
সরলতা সবথেকে জটিল কিছু।
ভালো থাকাটা এক কঠিন শিল্প। ক্ষেমা পেরেছেন।

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬

নীলপরি বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

হুম ক্ষেমা পেরেছিলেন ।

শুভকামনা ।

৯| ১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাস!!

এ কোন পরী ;)

সাধু, অর্হত্ব পাওয়া এক যোগীনির সাক্ষাৎ দর্শনে চিত্ত চঞ্চল! :)

অনন্য, অসাধারন। এত কঠিনতর বিষয়কে এমন চমৎকার সারল্যে উপস্থাপনায় মুগ্ধ!

স্বকৃত জালে বন্দী হয় ঊর্ণনাভ
অহম অনুভব করে পবিত্রতার দাবদাহ !
কয়েকবার আবৃত্তি করলাম। পুরো দেহে শিহরন বয়ে গেল। কি দারুন সত্য!

প্রজ্ঞা আর ধ্যানে অহম চূর্ন হলেই প্রশান্তি! ঔম! শান্তি!
প্রিয় এক কবির ছায়াবলম্বনে পরীর ভক্তের মন্ত্র - পরীনং স্মরনং গচ্ছামী :)

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৪৪

নীলপরি বলেছেন: থেরীগাথার নারীদের মধ্যে আম্রপালীর গল্পটাই বেশী প্রচারিত । তাই ইচ্ছে হোলো বাকী আরো যে মহীয়সী নারীরা আছেন তাঁদের নিয়ে কিছু লেখার । থেরীগাথার আরেকজন নারীকে নিয়ে আগেও একবার লিখেছি ।
http://www.somewhereinblog.net/blog/suryamukhi/30140835

ছোটোবেলায় সিস্টার নিবেদিতার গল্প শোনার পর সন্ন্যাস নেওয়ার সখ হয়েছিল । কিন্তু সন্ন্যাস কথার মানে যখন সবে বুঝতে শুরু করেছি তখন আবার ফুচকা , আইসক্রীম , কাঁচের চুড়ি .......আরও কত কি সখে পেয়ে বসেছে । তাই ...............।:)

একটা ইচ্ছের ছায়া রয়ে গেছে ।

একে আমি এতো মোহে আবদ্ধ , তারউপর আবার মন্ত্রের মোহে ফেলতে । মন্ত্র যে বড়ো মোহময় ! তাই আর উচ্চারণ করবেন না প্লিজ ! :) :)

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২০

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: প্রাচীন ও ধর্মীয় বিষয় কবিতায় এসে নতুনত্ব পেয়েছে। কিছু কম প্রচলিত শব্দও এসেছে সুন্দর ভাবে।

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে । মনে করে আমার লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৮

রূপক বিধৌত সাধু বলেছেন: মোবাইলের সব ছবি ডিলিট, ডিলিট আরও অনেককিছু; মহা ফ্যাসাদে আছি ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২১

নীলপরি বলেছেন: এই রে ! ঐগুলো আর কোথাও ব্যাক আপ দেও্য়া নেই ? নাহলে তো খুব মুশকিল । কমেন্টের পাশে লাইক অভ্যাস বশত পড়ে গেলো .......

১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ল্যাপটপে আছে অবশ্য; কিন্তু সেটা নষ্ট! কী যে করি...

১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: নেত্রকোণা বেড়াতে গিয়েছিলাম মাস ছয়েক আগে; ভাবছিলাম সেটা নিয়ে একটা ছবি ব্লগ পোস্ট দেবো! এটার কোন ব্যাকআপ নেই! আফসোস থেকে গেলো!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

নীলপরি বলেছেন: আপনি গুগুল প্লে তে যান । আমি এই মাত্র দেখলাম । ওখানে অনেক ফাইল রিকভারি অ্যাপস আছে । ট্রাই করে দেখতে পারেন । যদি পাও্য়া যায় ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪২

নীলপরি বলেছেন: ফাইল রিকভারি অ্যাপস লিখে সার্চ করবেন । অ্যাপস গুলো ফ্রি আছে । তাই না হলে না হবে । কিন্তু ট্রাই করা যেতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.