নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

খামখেয়ালী মেঘ

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৮



ও আমার খামখেয়ালী মেঘ
রাতদিন নিজের মর্জিমাফিক চলিস
সংকেতে দুরূহ গল্পগাথা বলিস
কৃষ্ণনীলারঙ মেখে বাড়াস উদ্বেগ !


তুই আমার সঙ্গোপনের ইচ্ছেরেখা
হঠাৎসটাৎ উধাও হোস আকাশপারে
এমনি-অমনি উদাসীনয়ন মন কাড়ে
প্রতীক্ষমনা চায় তোর দেখা !


ভেজাহাওয়া দেয় তোর সুবাস
মনলোভা যা কিছুই বল
আসলে সবকিছুই তোর ছল
তোর কথাতেই মনখারাপী আভাস !


হৃদয় পোড়ায় একাকিনী ধূপ
মনকথা বলতে মানা মুখে
তোর স্বপ্ন নিয়ে বুকে
দিগন্তে চেয়ে আছি নিঃশ্চুপ !

মন্তব্য ৩৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: বাহ! সুন্দর।

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মেঘ বেশ চনমনেই আছে।
সুন্দর। ঝরঝরে।
+

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৪

নীলপরি বলেছেন: হুম জানি । মেঘের ছবি সুন্দর দেখেই পোষ্ট করেছি ।

আপনাকে শুভকামনা । :)

৩| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২১

সুমন কর বলেছেন: ২য় প‌্যারা ছাড়া বাকিটুকু ভালো লেগেছে।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৭

নীলপরি বলেছেন: হুম জেনে ভালো লাগছে । খুব খুশি হলাম । কিন্তু কোন দুটো প‌্যারা ভালো হয়নি ? একটু বলুন না প্লিজ ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২১

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে

একটু টাইপিং .......

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৮

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মেঘ বেশ চনমনেই আছে।
সুন্দর। ঝরঝরে।
+

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১২

নীলপরি বলেছেন: হুম বুঝেছি ।
আর কবিতা যে তত সুন্দর লাগেনি সেটাও বুঝেছি ।

কষ্ট করে মন্তব্য করেছেন দেখে ভালো লাগলো ।

শুভকামনা ।

৬| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০৯

সুমন কর বলেছেন: দুটো নয় দ্বিতীয় প‌্যারা !! ;)

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

নীলপরি বলেছেন: তাই ? ছন্দে সমস্যা হয়েছে না ?

অনেক ধন্যবাদ আবার কষ্ট করে আসার জন্য । :)

৭| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুইটা মন্তব্যের প্রতিউত্তর দুইরকম। মানে কি?
কষ্ট কিসের?

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৫

নীলপরি বলেছেন: মোটেই দুরকম নয় । দুবার মন্তব্য দেখে দুভাগে উত্তর দিয়েছি । আমি কি উত্তরও বোঝাতে পারি না নাকি ?

কবিতা তেমন ভালো না লাগলে পড়তে কষ্ট লাগে বই কি ! তাই .....

৮| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১:০০

ডঃ এম এ আলী বলেছেন: খুব ভাল লাগল মেঘের উপর কবিতা ।
খুব ইচ্ছে করছে আমার মেঘদুতকে
এখন এনে হাজির করা ।
শুভেচ্ছা রইল ।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১১

নীলপরি বলেছেন: তাহলে আর দেরী না করে মেঘদুতকে হাজির করুন ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনাকেও শুভেচ্ছা ।

৯| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৪

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর !!!!

//হৃদয় পোড়ায় একাকিনী ধূপ
মনকথা বলতে মানা মুখে
তোর স্বপ্ন নিয়ে বুকে
দিগন্তে চেয়ে আছি নিঃশ্চুপ ! //


ভাল থাকুন। সবসময়।


২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৪

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনিও ভালো থাকুন। সবসময়।

১০| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভেজা হাওয়া দেয় তোর সুবাস
মনলোভা যা কিছুই বল
আসলে সবকিছুই তোর ছল
তোর কথাতেই মনখারাপী আভাস!
হৃদয় পোড়ায় একাকিনী ধূপ
মনকথা বলতে মানা মুখে
তোর স্বপ্ন নিয়ে বুকে
দিগন্তে চেয়ে আছি নিঃশ্চুপ!" মন খারাপ করা কথামালা!

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:১৬

নীলপরি বলেছেন: তাই মনে হোলো ?

মন ভালো থাকতে চায় না সময় সময় !

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকুন।

১১| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪৬

সাহসী সন্তান বলেছেন: ব্যক্তিগত ব্যস্ততার কারণে গত কয়েকদিন ব্লগে আসতে পারি নাই! আজ লগইন করেই আপনার মন্তব্যটা চোখে পড়লো! আমি রাগ করি নাই নীলপরি! তাছাড়া রাগ করার কোন কারণই ঘটেনি! আর এমনিতেই আমি রাগী কম! সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনই আমার ব্লগিংয়ের অন্যতম লক্ষ! :)

আপনার সেই প্রতিউত্তরটা কিন্তু এখনো দেখি নাই! দেখে ফিডব্যাক দেওয়ার ইচ্ছা আছে! তবে রাগ করার মত কিছু কিন্তু সত্যিই রাগ করবো! ;)

কবিতা খুব সুন্দর হইছে! শুভ কামনা জানবেন!

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০০

নীলপরি বলেছেন: যাক , শুনে বেশ ভালো লাগছে । আমি তো চাপে পড়ে গিয়েছিলাম । আমার আবার বেশী কথা বলা স্বভাব । তারজন্য মাঝে মধ্যে গন্ডোগোল করে ফেলি ।

আমিও কিন্তু ঐ উত্তরটা বদলাচ্ছি না । তবে হাসলেন যখন তখন আর রাগ করতে পারবেন না । আস্থা পেলাম । প্লিজ আস্থাটা যেন থাকে । :)

আপনার সুন্দর লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

১২| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ব্যক্তিগত ব্যস্ততায় এই কয়দিন ব্লগে ছিলামনা। কবিতা বরাবরের মতোই ভালো হয়েছে।

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৩

নীলপরি বলেছেন: আমি ভাবছিলাম আপনার পোষ্ট দেখছি না কেনো !

আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকুন। সবসময়।

১৩| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বপ্ন গুলো এমনই হয়
খেয়ালী লাগামছাড়া
মনের কথা মনে রেখে
ধুপ সম অনুভবে বিলিয়ে যাওয়া

দিগন্তে চেয়ে থেকে নি:শ্চুপ
খুঁজে ফেরা আনমনে
নিজেকেই নিজে
আর ধুপকাঠি সৌগন্ধ -দেয় জ্বলন ভূলিয়ে ! :)

++++++++++++

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৯

নীলপরি বলেছেন: আবারো আপনার কাব্যিক মন্তব্য পেয়ে আপ্লুত হলাম । পথের ধারে ফুটে থাকা নামহীন ফুলের দিকে কোনো পথিক যদি এক মুহূর্ত থমকে তাকায় , তবে সেই ফুলটার যেমন অনুভূতি হবে আমারও সেরকমটা মনে হচ্ছে ।

কবিতা পাঠ ও এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার সব মন্তব্যগুলোকে একজায়গায় করে জমাচ্ছি । :)

১৪| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৩

আমি তুমি আমরা বলেছেন: সুন্দর।

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২৬ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
আপনাকেও অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ২৬ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি নির্বাক!

মুগ্ধতায়,
নাম না জাান ফুলের অনুভবে!
আপ্লুত শিশুবেলার কাঁচের ভাংগা চূড়ি
সামান্য রঙিন রাংতা কাগজে
অমূল্য সম্পদানুভবে।

অনেক অনেক কৃতজ্ঞতা ~~~ :)

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৩

নীলপরি বলেছেন: কৃতজ্ঞ তো আমি , আপনার কাছে । আসলে যখন আমার লেখায় কাউকে মন থেকে মন্তব্য করতে দেখি তখন যে কতটা ভালো লাগে তা ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না ।

আর কাব্যিক মন্তব্যগুলো তো অনবদ্য । আর ছোটোবেলার রঙিন রাংতার চেয়ে অমূল্য সম্পদ সত্যি আর হয় না । আমার কাছে ।

অনেক ধন্যবাদ । আসলে ধন্যবাদ বললেও কম বলা হয় ।

শুভকামনা ।

খুব ভালো থাকুন । :)

১৭| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৯

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন:

খামখেয়ালী মেঘ এখানে ওখানে উড়ে যায়। বন্ধুত্ব করে। বৃষ্টি ঝরায়।

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫

নীলপরি বলেছেন: হুম । একদম ঠিক বলেছেন । মেঘের ছবিটা ভালো লাগলো ।

কবিতা পাঠ ও এতো সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩

হাসান মাহবুব বলেছেন: মন ফুরফুরে করে দেয়া কবিতা!

২৭ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:২৫

ডঃ এম এ আলী বলেছেন: মেঘ যে কত জায়গায় উড়ে যায় , ভাবাই যায়না । মেঘদুতের ১ম পর্ব ছেড়ে দিয়ে আসলাম ।
শুভেচ্ছা রইল ।

২০| ০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:২৯

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় ভাল লেগেছে। প্লাস ++

১১ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:২৯

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.