নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বিসর্জনগল্প লেখা হবে রাতে

২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৮



তার গল্প কেউ কোনোদিন জানতে চাইবে না !
তবুও তোমায় বলছি । সময় থাকলে শোনো !

সেদিন কারো হাতে ছিল তার হাত
মেয়েটি বিয়েতে উপহার পেয়েছিল জলপ্রপাত !

জলপ্রপাতের সুতীক্ষ্ণ জলতীর ।
শাষিয়ে রাখত তাকে ।
মেয়েটি তবু সাজাতে চাইত অন্যের সংসারটাকে !


ভুল করে দাঁড়িয়ে ছিল গতি
জোড় করে থেমেছিল চোখের জলও
বিচ্ছিন্ন হওয়াই যদিও ছিল রীতি
বেঁধে রাখার ছিল নানান ছলও ।

আজ জলপ্রপাত নয় রক্তনদী বইছে ! টলটলে লাল !
মেয়েটির সেই হাত থেকে !
ওষুধ আর ইঞ্জেকশনের নিঃশেষ ফাইলগুলো পড়ে আছে ।
নির্লিপ্ত ডাস্টবিনে । ঠিক ভাঙা সম্পর্কের মতো !

বাবা কি ভাবছেন ? সবই তাঁর মতিভ্রম ?

' সময় মতো তোর হাত ধরতে আসেনি বলে
মা তুই হাত ছেড়ে গেলি চলে ? '

ব্রহ্মান্ডের স্পর্শ চায় এই জীবন
আর শূন্যতাকে শুষে নেয় মাটি !

তিন দিনের অন্ধকার । দিন তিনেকের শোক ।


অমাবস্যার শেষে নিয়মানুসারে চাঁদ ওঠে
শরৎ এসেছে বলে শি্উলি ফোটে ।
মা আসছেন " শারদ প্রাতে "
বিসর্জনগল্প লেখা হবে রাতে ।

মন্তব্য ৩৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৫

বিজন রয় বলেছেন: এখনই শারদীয়া শুভেচ্ছা দিব নাকি?

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১২

নীলপরি বলেছেন: প্রথমে আপনার মন্তব্য দেখে ভালো লাগলো ।
আমার তরফ থেকে আপনাকে শারদীয়ার অনেক শুভেচ্ছা রইলো ।



প্রথম হতে পারলাম কি ? :)

২| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: ওষুধ আর ইনঞ্জেকসনের নিঃশেষ ফাইলগুলো পড়ে আছে ।
নির্লিপ্ত ডাস্টবিনে । ঠিক ভাঙা সম্পর্কের মতো !

বাবা কি ভাবছেন ? সবই তাঁর মতিভ্রম ?

' সময় মতো তোর হাত ধরতে আসেনি বলে
মা তুই হাত ছেড়ে গেলি চলে ? '

ব্রহ্মান্ডের স্পর্শ চায় এই জীবন
আর শূণ্যতাকে শুষে নেয় মাটি

এই লাইনগুলো শূন্যতাকে শুধুই প্রসারিত করলো।
অনেক ভাল লেগেছে।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৫

নীলপরি বলেছেন: আমারও আপনার মন্তব্য খুব ভালো লেগেছে । উৎসাহ পেলাম ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৩| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: নীলপরির লেখাগুলো দিনদিন গাম্ভীর্যপূর্ণ হয়ে উঠছে । এটা খুব ভালো ।
(বিচ্ছিন্ন, ইঞ্জেকশন)

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৯

নীলপরি বলেছেন: ঠিক করে নিয়েছি স্যর । :)

আর আপনার কাছ থেকে লাইক পেয়ে আমার অতি ভালো লাগলো । দূর্লভ ব্যপার ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৪| ২৮ শে আগস্ট, ২০১৬ রাত ১১:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: খুব ভালো লিখেছেন।

একটা লাইক ছিল তা রেখে গেলাম।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৫| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০২

মাহবুবুল আজাদ বলেছেন: অনেক অনেক ভাল লাগল।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২২

নীলপরি বলেছেন: আমারও আপনার মন্তব্য খুব ভালো লেগেছে ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৬| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
গভীর।
সুন্দর। +

বেশ কিছু টাইপো আছে।
শূন্যতাকে

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৩

নীলপরি বলেছেন: হুম , ঠিক করেছি ।

মন্তব্য ভালো লাগলো ।

৭| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১২:১৫

মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর....

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৪

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৮| ২৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৯

শামছুল ইসলাম বলেছেন: হৃদয় ছুঁয়ে যাওয় কবিতা।
খুব ভাললেগেছে।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৫

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৯| ২৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৯:৩১

হাসান মাহবুব বলেছেন: আপনার লেখায় বেশ বৈচিত্র আছে। কবিতা সুন্দর।

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

১০| ২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪৭

কামরুন নাহার বীথি বলেছেন: সুন্দর কবিতার জন্য শুভেচ্ছা সেই সাথে শারদীয়ও!!!

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৩

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শারদীয়ার অনেক শুভেচ্ছা ।

১১| ২৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:২৪

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ভালো লাগল। ধন্যবাদ

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১১:৪৭

নীলপরি বলেছেন: সেটা জেনে আমার ও ভালো লাগল।
আপনাকেও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

১২| ২৯ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তুমি দেখেছো
আমি দেখেছি
মহাকাল দেখেছে ...আমরা কেবলই দেখছি

অর্জন-বর্জন, গ্রহণ-বিসর্জন
মোহাবিষ্ট জীবন যাপন
ছবি হয়ে যাবার আগে কারো হুশ ফেরে না।

অর্জনই যদি না হয়- কি হবে আনুষ্ঠানিকতায়??
কেবলই সময় ক্ষেপন!

শারদীয় ‍শুভেচ্ছা :)

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২১

নীলপরি বলেছেন: একদম ঠিক বলেছেন । তবে জমানোর জন্য আমি আপনার আরো একটা কাব্যিক মন্তব্য অর্জন করলাম ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শারদীয়ার অনেক শুভেচ্ছা । :)

১৩| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৭

সুমন কর বলেছেন: মা আসছেন " শারদ প্রাতে "
বিসর্জনের গল্প লেখা হবে রাতে । -- আমি এভাবেই পড়লাম। ;)

পুরো কবিতায় কিন্তু একটি গল্পই পেলাম। চমৎকার হয়েছে।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৫

নীলপরি বলেছেন: আসলে প্রথমে আমিও তাই লিখেছিলাম । তারপর অন্যরকম করার ইচ্ছে হোলো । :)

আপনার চমৎকার লেগেছে শুনে খুব ভালো লাগলো ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শারদীয়ার আগাম শুভেচ্ছা জানবেন ।

১৪| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৪৫

জেন রসি বলেছেন: বেশ গভীর।

প্রতিটি উৎসবই একসময় বিসর্জন দিতে হয়। আবার বিসর্জন মানেই উৎসবের অপেক্ষা।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৩

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন পর আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শারদীয়ার আগাম শুভেচ্ছা জানবেন ।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২২

সাহসী সন্তান বলেছেন: আপনার ইদানিং কালের কবিতা গুলো খুব চমৎকার হচ্ছে নীলপরি! বিশেষ করে শিরোনাম গুলো খুব সুন্দর! তাছাড়া কবিতার কথামালা গুলোও দারুন!

বিসর্জন মানেই কিন্তু শেষ নয়, বরং নতুন কোন উৎসবের শুরু!

শুভ কামনা নীলপরি! ভাল থাকবেন!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

নীলপরি বলেছেন: হুম , একঠিক বলেছেন । নতুন উৎসবের শুরু ।

মেয়েরা আগে পারিবারিক সাপোর্ট কম পেত । এখন কিছুটা পাচ্ছে । তবে আরো পেতে হবে । এই ভাবনা থেকেই লেখাটা মাথায় এসেছে ।

আপনার মন্তব্যে অনুপ্রেরনা পেলাম ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শারদীয়ার আগাম শুভেচ্ছা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৬| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪২

ডঃ এম এ আলী বলেছেন:





বিশুদ্ধ বিসর্জনের আকরে দাঁড়িয়ে লিখা এ কবিতায় হলাম মুগ্ধ
মনে হল এক্ষনে শারদিয় শুভেচ্ছা বিনিময় হয়ে গেছে শুরু ।
কামনা করি এ শুভেচ্ছা বিনিময় হোক জনে জনে ঘরে ঘরে, আপন-পর
উপেক্ষা করে, দলমত-নির্বিশেষে। সর্বত্র পরিবেশের সঙ্গে মিলেমিশে
জন জীবনে সঞ্চারিত হোক উৎসবের বার্তা। পরস্পর শুভেচ্ছা
বিনিময়ের আবেগ ও উচ্ছ্বাসের মধ্যেই যেন শুরু হয় অনেক আয়োজন
অবশেষে সমাজের সকল পাপ পঙ্কিলতার যেন হয় বিসর্জন। জগতের
সবাই সুখী হোক ফিরে আসুক সকলের মাঝে মায়ার বন্ধন ।

শুভেচ্ছা রইল ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো আপনার মন্তব্যটা পড়তে ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনিও শারদীয়ার আগাম শুভেচ্ছা জানবেন ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

নীলপরি বলেছেন: উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৭| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:০৩

fa siam বলেছেন: ভাল লাগল

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
জেনে আমার ও ভালো লাগল।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৮| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৮

ডঃ এম এ আলী বলেছেন: :)

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:১৪

নীলপরি বলেছেন: শুভকামনা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.