নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রঘুবংশমও লেখা হচ্ছে সন্তর্পনে

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৯



ভেবেছিলি তুই দেখেছিস আমায় গোপনে
জানিসনি আগেই তোকে দেখেছিলাম স্বপনে ।

অজান্তেই গড়ে উঠছিল এক মনঘর
টের পেলাম যেদিন আসল ঝড় !


এখন নতুন ঘরটা হয়েছে বেশ
শুধু ঘর থেকে মনটাই নিরুদ্দেশ।

পুরানো গল্প রয়ে যায় ছায়ায়
ছাপ আছে তার আমার কায়ায় !

এরপরের গল্প জানে শুধু নিয়তি
সর্বনাশ ডেকে আনি আমি শ্রীমতী !

বছরভর বৃষ্টিতে কাটে না শ্রাবণ
তোর কথা ভেবেই আমার মরণ !

পুরুষ নয় প্রিয়র স্পর্শ চেয়েছি
শূচীতার লক্ষণরেখা সরিয়ে রেখেছি !

বৃন্দাবনে নয় রাধার মনেই শ্রীধাম
সেখানেই কবিরা করেন প্রণাম অবিরাম !

জীবন বদলাতে পারবো ভাবি আনমনে
ওদিকে রঘুবংশমও লেখা হচ্ছে সন্তর্পনে !

মন্তব্য ৬৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬

ভ্রমরের ডানা বলেছেন:
পুরানো গল্প রয়ে যায় ছায়ায়
ছাপ আছে তার আমার কায়ায় !




খুব সুন্দর এঁকেছেন কবি!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৫

নীলপরি বলেছেন: প্রথমেই এতো সুন্দর একটা মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪০

জনৈক অচম ভুত বলেছেন: চমৎকার!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৫

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লাগটা আমাকে অনেক উৎসাহ দিল ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৪

মার্কো পোলো বলেছেন: দারুণ লিখেছেন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০

নীলপরি বলেছেন: আপনার দারুন লেগেছে শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তুমি আবহ দিয়েছো। আমি বাস করছি।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৭

নীলপরি বলেছেন: মন্তব্য পেয়ে ভালো লাগলো । :)

৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৪

ধ্রুবক আলো বলেছেন: নির্দিষ্ট কোন পংক্তি নয়, পুরো কবিতা ভালো লাগছে পড়ে;
এক কথায় অসাধারন, শুভ কামনা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

হাসান মির্জা বলেছেন: পুরুষ নয় প্রিয়র স্পর্শ চেয়েছি
শূচীতার লক্ষণরেখা সরিয়ে রেখেছি !

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে দেখে খুবই আনন্দ পেলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: শ্রীমতী সর্বনাশ ডেকে আনার কোন প্রয়োজন নেই...........কবিতা ভালো হয়েছে। ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: শ্রীমতী সর্বনাশ ডেকে না আনলে কবিতা এগতো কি করে ? :)

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

সাথে অনুপ্রাণিতও ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

গোফরান চ.বি বলেছেন: ভালো লাগল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৬

বিলিয়ার রহমান বলেছেন: চমৎকার ছন্দবদ্ধ কবিতা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৯

প্রামানিক বলেছেন: বৃন্দাবনে নয় রাধার মনেই শ্রীধাম
সেখানেই কবিরা করেন প্রণাম অবিরাম !


অসাধারণ কবিতা।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৮

নীলপরি বলেছেন: শুনে খুব খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪০

আরণ্যক রাখাল বলেছেন: জোর করে লেখা মনে হলো কেন!!!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: আপনার মনে হওয়া একান্তই আপনার ! তবে এখনো পর্যন্ত আমাকে দিয়ে জোড় করে কেউ কিছু করাতে পারেনি ! :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০

হাসান মাহবুব বলেছেন: শেষের বাক্যটার অর্থ কী?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০২

নীলপরি বলেছেন: রামায়ণের পরে মহাভারত লেখা হয়েছিলো । কিন্তু যখনই কোনো মেয়ে রাধার মতো স্বাধীনভাবে ভাবতে যা্য় , তখনই সমাজ তাকে আবার রামায়ণের সীতার মতো অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করায় । এটাই বলতে চেয়েছি । :)

পাঠ ও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৯

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: বৃন্দাবনে নয় রাধার মনেই শ্রীধাম
সেখানেই প্রেমিকেরা করেন প্রণাম অবিরাম !
খোঁজেন নিঃসীম ভালবাসা
অতল, দিগন্তহীন
ধ্যান মগ্ন
গহীন থেকে গহীনে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১০

নীলপরি বলেছেন: আরে বাহ ! আমার লাইন গুলোর থেকে আপনার লাইন গুলো আমার বেশী ভালো লাগছে । তাই আপনার কবিতার লাইনে আমার প্রণাম

অবিরাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৩

অশ্রুকারিগর বলেছেন: শিরোনাম দেখে ভাবছিলাম প্রবন্ধ বা গল্প। পোস্টে এসে দেখি কবিতা। কিন্তু পড়ে দেখি সব বুঝলেও শিরোনাম যেটা শেষ লাইনও সেটাই বুঝিনি। মন্তব্যগুলো পড়ে দেখতে চেয়েছিলাম আমার মতো আর কেউ আছে কিনা। হতাশ হয়ে যাচ্ছিলাম প্রায় শেষে এসে দেখি হাসান মাহবুবও জানতে চেয়েছেন। যাক, আমি ভাবছিলাম আমি একাই অর্থটা জানিনা।
তাই শিরোনামটা না বুঝলেও কবিতাটা পুরো ভালো বুঝতে পারতেছিনা। ভালো হয়েছে না এভারেজ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:১৪

নীলপরি বলেছেন: ১৩ নং মন্তব্যের উত্তরটা একটু দেখে নেবেন প্লিজ ।

আপনার বিবেচনার অপেক্ষায় থাকলাম ! :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৬

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন বাদে আপনাকে আমার ব্লগে দেখলাম । আপনার চমৎকার লাগা আমাকে অনুপ্রাণিত করলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১২

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: নীলপরির লেখাগুলো মূল। আমার লেখা শুধু নীলপরির লেখার উপর মনের ভাব প্রকাশ।

জীবন বদলানোর শক্তি, সাহস, কৌশল
শিখছি দিবারাত।
সীতা আজ রোকেয়া, সুফিয়া বা অরুন্ধতি।
আইন, নীতি বা গ্রন্থ
লিখা হবে মানুষের জন্য
মর্যাদা ও অধিকারে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৫

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর বিশ্লেষণ । খুব ভালো লাগলো ।


শুভকামনা ।:)

১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৫

শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: অতুলনীয়

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৫

ইফতি সৌরভ বলেছেন:
ভেবেছিলি তুই দেখেছিস আমায় গোপনে
জানিসনি আগেই তোকে দেখেছিলাম স্বপনে ।

অজান্তেই গড়ে উঠছিল এক মনঘর
টের পেলাম যেদিন আসল ঝড় !
.....
সর্বনাশ ডেকে আনি আমি শ্রীমতী ! .
.......
পুরুষ নয় প্রিয়র স্পর্শ চেয়েছি
শূচীতার লক্ষণরেখা সরিয়ে রেখেছি !....

জীবন অবশ্যই বদলাবে কারণ এত সুন্দর কবিতার যে রঘুবংশ লেখা চলছে, তাতে শুধু এক রাম নয়, হাজারো শ্রেষ্ঠ শাসক আসবে।

চমৎকার সুন্দর কবিতা!!
বৃন্দাবনে অথবা শ্রীধামে যাবার যোগ্যতা নেই, তাই দূর থেকে প্রণাম

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ইফতি সৌরভ ।

বৃন্দাবনে অথবা শ্রীধামে যাবার জন্য যোগ্যতার প্রয়োজন নেই । মন চাইলেই সেখানে যাওয়া যায় ।

মনেই আছে বৃন্দাবন অথবা শ্রীধাম
অহর্নিশ যেতে পারি অবিরাম ! :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২০| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:১৭

জেন রসি বলেছেন: থিমটা ভালো লেগেছে। রাধাকে যারা চিতায় তুলতে চায় তাদেরই বরং শূলে চড়ানো হোক। :)

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১১

নীলপরি বলেছেন: থিমটা আপনার ভালো লাগাটা আমাকে বাড়তি উৎসাহ দিল । আর শূলে চড়ানোর প্রস্তাবটা আমারও মনের ইচ্ছা ।:)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

মো: সাকিব আহমদ মুছা বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১৫

নীলপরি বলেছেন: আপনি কি আপনার ব্লগ হারিয়েছেন ? নাকি আপনার মস্তিস্ক স্থিতাবস্থায় আছে ?

এটা আপনার না সম্পূর্ণ আমার ব্লগ !

২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

কালপুরুষ কালপুরুষ বলেছেন: অসাধারণ লিখেছেন অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে অনেক শুভেচ্ছা

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২১

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম । আর আপনার শুভেচ্ছা গ্রহন করলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: কবিতাটি সর্বাংগ সুন্দর। অসাধারণ ছন্দ আর ভাব, তার সাথে অন্তর্নিহিত অর্থ আক্ষরিক অর্থেই আপনার কবিতাকে করেছে পরিপূর্ণ। অনেক ভালো লাগা জানবেন। অগ্রীম ঈদ শুভেচ্ছা। ঈদ মোবারক।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণিত করল ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও অগ্রীম ঈদ শুভেচ্ছা।

ভালো থাকবেন ।

২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: খুব ভালো লেগেছে ঈদের শুভেচ্ছা পেয়ে । সাথে আমি খুবই দুঃখিত উত্তর দিতে দেরী হয়ে গেলো বলে ।

আশাকরি আপনার ঈদ খুব ভালো কেটেছে ।

শুভকামনা ।

ভালো থাকুন ।

২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ব্যস্ততার জন্য ব্লগে আসা হয় কম। তাই অনেক দিন পরে দেখলেন :)

কেমন আছেন আপনি?

আর আপনার প্রতি ঈদের শুভেচ্ছা রইল। !:#P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬

নীলপরি বলেছেন: ব্যস্ততার মধ্যে সামুতে এসে যে আমার ব্লগে এসেছেন সেটা জেনে ভালো লাগলো ।

আর ঈদের শুভেচ্ছা পেয়ে ভীষন ভালো লেগেছে । তবে আমি সময়মতো উত্তর দিতে পারিনি । তাই খুবই দুঃখিত ।

আশাকরি আপনি ভালো আছেন আর আপনার ঈদ খুব ভালো কেটেছে ।

আমি ভালো ।

শুভকামনা । :)

২৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:০৪

ডঃ এম এ আলী বলেছেন: রঘুবংশ লিখা হচ্ছে কবিতাটিতে সুন্দরভাবে ছোট করে উঠিয়ে এনেছেন তখনকার ধর্মীয় ও সামাজিক রাজনৈতিক চিত্র সুক্ষভাবে।
পুরুষ নয় প্রিয়র স্পর্শ চেয়েছি
শূচীতার লক্ষণরেখা সরিয়ে রেখেছি !
বৃন্দাবনে নয় রাধার মনেই শ্রীধাম
সেখানেই কবিরা করেন প্রণাম অবিরাম
!
কবিতাটি পাঠে সময় এর মুল রস আস্বাদন করতে গিয়ে মহাকবি কালিদাসকৃতং রঘুবংশং কাব্যের কিছু চরন তো এসেই যায় মন্তব্যের ঘরে দু একটি কথা লিখতে বসার প্রাক্কালে ।
বাগর্থাবিব সংপৃক্তৌ বাগর্থপ্রতিপত্তয়ে |
জগতঃ পিতরৌ বন্দে পার্বতীপরমেশ্বরৌ || ১-১||
রঘূণামন্বয়ং বক্ষ্যে তনুবাগ্বিভবোঽপি সন্ |
তদ্গুণৈঃ কর্ণমাগত্য চাপলায় প্রচোদিতঃ || ১-৯||
দ্বেষ্যোঽপি সম্মতঃ শিষ্টস্তস্যার্তস্য যথৌষধম্ |
ত্যাজ্যো দুষ্টঃ প্রিয়োঽপ্যাসীদঙ্গুলীবোরগক্ষতা || ১-২৮||
নির্দিষ্টাং কুলপতিনা স পর্ণশালা-
মধ্যাস্য প্রয়তপরিগ্রহদ্বিতীয়ঃ |
তচ্ছিষ্যাধ্যননিবেদিতাবসানাং
সংবিষ্টঃ কুশশয়নে নিশাং নিনায় || ১-৯৫||
প্রখ্যাত রঘুকুল প্রতিষ্ঠার ইতিবৃত্ত নিয়ে কালিদাসের রঘুবংশ কাব্যর নেই কোনো নায়ক । রঘুর রাজবংশই মহাকবি কালিদাস পরিকল্পিত ‘রঘুবংশ’ কাব্যের নায়ক। এক বিমূর্ত ভাবনাকে নায়ক রূপে রূপায়িত করে কালিদাস অসাধারণ দুঃসাহসিকতা ও শিল্পদক্ষতার স্বর্ণস্বাক্ষর রেখেছেন। ‘কাব্যটি যেন বিভিন্ন রসের বিবিধ তীর্থ পরিক্রমা করে সমস্ত আবেগের পরিসমাপ্তিতে শান্তরসের সঙ্গমে উপনীত হয়েছে।’

এখানেও দেখি নীল পরির এই রঘুবংশম’ কাব্যের পটভুমিও বহুব্যাপক, বিস্তৃততম। সুচীতা থেকে কামাচারী, , স্বার্থপর, গৌণ নানা চরিত্রের সমাহার এই কাব্যে। ঘটনা বৈচিত্র্যও লক্ষ করার মতো। প্রণয়, বিচ্ছেদ ইত্যাদি বিভিন্ন ধরনের আখ্যান, মানব প্রকৃতির বিচিত্র অভিব্যক্তি, নিসর্গ বর্ণনা, সমাজের জটিল আবর্তে নীজ ভুমিকা সবকিছুর শিল্পনিপুণ সমাবেশে ‘রঘুবংশম’ ।
ধন্যবাদ জানাই নীল পরিকে তিনি তার সুন্দর কবিতাখানি দিয়ে স্মৃতিকে নিয়ে গেছেন কালিদাসের বিখ্যাত রঘুবংশের মত কাব্যরস অবগাহনে ।
ঈদ ও শারদিয় শুভেচ্ছা রইল

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

নীলপরি বলেছেন: এতো সুন্দর বিশ্লষন সহ মন্তব্য পড়ে আমি অভিভূত হয়ে গেলাম ।

শুভেচ্ছা তো গ্রহন করেছি । কিন্তু ঈদের প্রতি শুভেচ্ছা সময়ে জানাতে পারলাম না ।

আশাকরি আপনার ঈদ খুব ভালো কেটেছে । আর শারদ শুভেচ্ছা নেবেন । :)

ভালো থাকবেন ।

২৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: মন ঘরে কখন যে কোন ছবি
আঁকা হয় সংগোপনে
কে জানে?

সচেতন মনতো পাবেনা তার সন্ধান!
এ যে আলগোছে অগোচরে বুঝে নেয়া
তোমার চোখে দেখা- আমার সর্বনাশ!

অত:পর কেবলই গাথা সূখ বা দু:খ
মেনে নেয়া মানিয়ে নেয়া
রাধা কি চাইলেই হওয়া যায়?
অাষ্ঠে-পৃষ্ঠে কড়া সামাজিক শিক্ষা!

অচেতন বোধের সীমা সচেতনে ঢেকে গেলে
আনা-পাই পই পই, ভালবাসায়ও হিসেব পাঁকা
কৃষ্ণেরও বড় আকাল! আছে যে সে কাঙাল!
হিসেবী রাধার একমুঠো পরকীয়ায় পাঁচ ফোড়ন ;)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৪

নীলপরি বলেছেন: জমা খাতার জন্য আবারো একটা অসাধারণ কাব্যিক মন্তব্য পেলাম । :) মুগ্ধ হলাম ।

আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

ভালো থাকবেন ।

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর প্রতি উত্তরের জন্য ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪০

নীলপরি বলেছেন: আপনি যে আমার উত্তর পড়ে আবার কষ্ট করে সেটা জানিয়েছেন সেটা আমার খুব ভালো লাগলো ।

আবারো ধন্যবাদ ।

শুভকামনা ।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

পবন সরকার বলেছেন: অসাধারণ কবিতা। ধন্যবাদ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০২

নীলপরি বলেছেন: কথাটা জেনে খুব খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

জুন বলেছেন: কিন্তু যখনই কোনো মেয়ে রাধার মতো স্বাধীনভাবে ভাবতে যা্য় , তখনই সমাজ তাকে আবার রামায়ণের সীতার মতো অগ্নি পরীক্ষার সামনে দাঁড় করায় ।
আপনার এই ব্যাখ্যাটি কবিতার এক দারুন অর্থ করেছে নীলপরি। ছোটবেলায় রামায়ন পড়েছি অজস্রবার। তাতে সীতার করুন পরিনতি দেখে ভীষন খারাপ লাগতো।
কবিতায় অনেক ভালোলাগা।
+


১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১২

নীলপরি বলেছেন: সীতার বিষয়ে আমারো আপনার মতোই মনে হয় ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৩

গুলিস্তানের হকার বলেছেন: মনে হচ্ছে অনেক কিছু জেনে নিলাম! আপনার লেখাগুলি সবসময়ই অসাধারণ ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৪

নীলপরি বলেছেন: আমারো আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

৩২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৩

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



বেশ চমৎকার ও ছান্দসিক ।


ঈদ পরবর্তী শুভেচ্ছা ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৪

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন পর আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

আপনাকেও ঈদ পরবর্তী শুভেচ্ছা । :)

৩৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



ধন্যবাদ মন্তব্যের প্রতিউত্তরের জন্যে ।

জ্বী, বেশ কিছুদিন অনিবার্য কারন বশতঃ আসা হয়নি । এবার থেকে নিয়মিত হতে চেষ্টা করবো ।
ভালো থাকুন ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: আপনাদের মতো লেখকের মন্তব্য আমার কাছে অনুপ্রেরণা। যখনই সময় পাবেন , আসবেন। :)

ধন্যবাদ আবার এসে জানানোর জন্য।

শুভকামনা ।

৩৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:০৩

সাহসী সন্তান বলেছেন: আসলে আচম্বিতে কেউ কখনযে মনের দরজায় কড়া নাড়ে তা বোঝা মুস্কিল। তবে বৃন্দাবনের সব ফুলকি আর কালিঘাট অবধি পৌঁছায়? কিছু ফুল তো শ্মষানেও যায়! আমি চাই না, প্রেমের স্বার্থকতা বোঝাতে আর কাউকে রাধীকার মত আত্মহুতি দিতে হোক!

কবিতা খুব সুন্দর হয়েছে নীলপরি! শুভ কামনা রইলো!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

নীলপরি বলেছেন: ভীষণ ভালো লাগলো আপনার বিশ্লেষণ ।

আর কবিতা সুন্দর লেগেছে জেনে আনন্দ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.