নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

সন্ধিবদ্ধ তুমি

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭




ভালোবাসা পাচ্ছি দেখলে হারানোর ভয় আসে ।

তবু কেনো সেই ভয় পেতে ইচ্ছা করে ?

টেনে আনি একফালি চাঁদ মনঘরে

এমন সময় মননদীতে তোমার কথাই শুধু ভাসে !


টেনে আনি একফালি চাঁদ মনঘরে

জ্যোৎস্নার ঝিলিক ছড়িয়ে পড়ে তিমিরবরণ মধ্যরাতে

ইচ্ছে মায়ার রঙ মাখাই বেরঙিন স্বপ্নটাতে

এমন সময় মন ভয়ের সাথে সন্ধি করে !


ইচ্ছে মায়ার রঙ মাখাই বেরঙিন স্বপ্নটাতে

কুসুমরঙা স্বপ্নেরা যখন হৃদাকাশে ছড়িয়ে পড়ে

বাবুইপাখীর গেরস্থালী জোনাকিরা আলো করে

এমন সময় তুমি থাকো আমার মনের সাথে !

মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম । পরে অআবার আসব

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: প্রথমেই কবিতায় আপনার ভালোলাগা পেয়ে আমার খুব ভালো লাহলো ।

আর অবশ্যই আসবেন । আপনার সুচিন্তিত বিশ্লেষণের অপেক্ষায় থাকলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

২| ১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

সুমন কর বলেছেন: মিষ্টি কবিতায় ভালো লাগা রইলো।

১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

নীলপরি বলেছেন: কবিতায়আপনার ভালোলাগা আমাকেও অনেক ভালোলাগা দিল ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেই নামটি!

কবিতায় মুগ্ধতা।

ঝরঝরে কবিতায় ভালোলাগা অযুত।

+

১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৮:৪১

নীলপরি বলেছেন: হুম ! সেটাই :)

মন্তব্যে মুগ্ধতা।

৪| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আপনার কবিতা লেখার হাতটি বেশ খাসা !

১৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৫| ১৮ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:

প্রেম বারবার মানুষের মনে আনন্দ বেদনার সূত্রে গেঁথে দিয়েছে এক আমোঘ বন্ধন সন্ধি। সকল নরনারী সে আকর্ষনে কখনো হয়েছে রাতের জোছনা কখনবা চন্দ্রাহত রাত। আর এভাবেই প্রেম ছড়িয়েছে আলো মনের দেঊড়িতে!


কবিতায় সেই দেউড়ির আলো জ্বলছে! ধিকিধিকি!

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

নীলপরি বলেছেন: খুব সুন্দর করে শব্দ সাজাতে পারেন আপনি । ভালো লাগলো আপনার বিশ্লেষণ ।

কবিতায় সেই দেউড়ির আলো জ্বলছে! ধিকিধিকি! ----

এই লাইনটা খুবই ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:২৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন মিষ্টি একটি কবিতা পড়লাম -----------

১৯ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

নীলপরি বলেছেন: আপনি পড়েছেন জেনে আমার ভীষণ ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩১

শাহরিয়ার কবীর বলেছেন:
++

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৮

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম ।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতায়+++
ভালো লেগেছে।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০১

নীলপরি বলেছেন: ভালোলাগা সহ প্লাস পেয়ে আরো খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৫:৫২

ডঃ এম এ আলী বলেছেন: সন্ধিবদ্ধ থাকার কারণেই সকালে সময় দিতে পারিনি, বিষয় কর্মে চলে যেতে হয়েছিল বাইরে । সুন্দর ছন্দময় কবিতাটিকে সন্ধিবদ্ধ ভাবতে বেশ কস্ট হয় । কত কিছুর সাথেইতো সন্ধি করতে হয় । তার পরেও এই সুন্দর কাব্যের কথামালার মত ইচ্ছে মায়ার রং মাখিয়ে জোনাকির আলোয় সেই মনের কাছেই ফিরে যেতে হয় , কবিতার অভিব্যক্তি দারুন । এই ভাবগম্ভীর ছোট কবিতাটি পাঠে নীজের মনের ভাবনাগুলো ভাবতে শিখায় কতই না বিচিত্র সন্ধিতে আবদ্ধ আমরা এখন । রাত দুপুরে জেগে থাকার স্বাক্ষর, অন্ধকারে বেঁচে থাকার স্বাক্ষর, সাগর সম কান্নাকে বুকে লুকিয়ে হাসতে পারার স্বাক্ষর। জীবনের অজস্র কর্মের বিভাজনে সূক্ষ্ম হয় সময়, তবু তা একান্ত আমার ও আমাদের, এর মাঝেও কিছুটা সময় দিতে হয় সামুর পাতায় সহ ব্লগারদের টুকরো টুকরো সময়গুলো মনে হয় যেন এক একটি দলিল, একটি ভাল লাগার অনুভুতি যাতে সন্ধিবদ্ধ হয় প্রতিটি ব্লগারের জীবন সামুর ব্লগ জগতের সীমানায়। গঠনমুলক পাঠের সন্ধি মোতাবেক প্রাপ্তি হয় অপ্রত্যাশিত আর মাঝে মাঝে প্রত্যাশারাও বঞ্চিত হয় সন্ধির চুক্তিতে। তখন এই কবিতার কথাগুলির মত মনে হয় টেনে আনি একফালি চাঁদ মনঘরে, জ্যোৎস্নার ঝিলিক ছড়িয়ে পড়ুক তিমিরবরণ মধ্যরাতে , যেন ইচ্ছে মায়ার রঙ মাখতে পারে বেরঙিন স্বপ্নগুলিতে , তার পরেও মনটিযে ভয়ের সাথেই সন্ধি করে কেননা চারদিকে রয়েছে রাত্রিময় আলো-আঁধারির লুকোচুরি। দৃস্টি মেলে তাকিয়ে দেখি সেখানে কথা ছিল উনূনে জ্বলবে আগুন কিন্তু বিচিত্র সন্ধিতে সে আগুনে পোড়ে অভুক্ত উদর । তিক্ত স্বাদে জিহ্বাগুলোও সাজাতে চায় না স্বর, হৃদয়ের হুংকার ক্লান্তিতে হয়ে উঠে ফিসফিস, কানাকানি, ইশারা-ইঙ্গিত। ইচ্ছে করি মরতে মরতে বেঁচে উঠি সন্ধি ভেঙ্গে, বাঁচতে চাই তার পরেও বেরুতে পারি না অলিখিত এই সন্ধিবদ্ধ জীবন থেকে। একের মেয়াদ ফুরোয় তো অন্যের হয় অভিষেক,বিচিত্র সন্ধিতে জেগে থাকি নিদ্রিত সময়ে বিনিদ্র জীবনকে আগলে রাখি সন্ধির চাদরে, হাসতে হাসতে কষ্টের কান্নাগুলোকে মিলিয়ে দেই বাঁচার প্রশ্বাসে। সন্ধি বদ্ধ এই কবিতার চরনগুলো ক্ষনিকেই বুঝিয়ে দেয় কত বিচিত্র সন্ধি বদ্ধে আবদ্ধ আমাদের এ জীবন ।
ধন্যবাদ এমন অনুভুতিময় একটি কবিতা এই খানে এই সামুতে উপস্থাপনের জন্য ।

শুভেচ্ছা রইল ।

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

নীলপরি বলেছেন: আপনি ব্যস্ততার মধ্যেও যে প্রথমবার মন্তব্য করেছিলেন তার জন্য আবারো কৃতজ্ঞতা ।

আর নিজের কবিতার এতো সুন্দর বিশ্লেষণ পড়ে আপ্লুত হলাম । অভিভূত হলাম । অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।

শুভেচ্ছা গ্রহন করেছি ।

আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

১০| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

হাসান মাহবুব বলেছেন: শুভ সকাল।

২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:২৫

নীলপরি বলেছেন: কবিতাটা লাইক করার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভ সন্ধ্যা

ভালো থাকবেন ।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২২

সাহসী সন্তান বলেছেন: সুন্দর কবিতা!

২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৩

নীলপরি বলেছেন: পাঠক যখন কবিতাকে সুন্দর বলেন তখন হয়তো তা সত্যিই সুন্দর হয়ে ওঠে । বিশেষ করে আপনার মতো বিচক্ষণ লেখক যখন সেই কবিতার পাঠক হন ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

১২| ১৯ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইচ্ছে মায়ার রঙ মাখাই বেরঙিন স্বপ্নটাতে
কুসুমরঙা স্বপ্নেরা যখন হৃদাকাশে ছড়িয়ে পড়ে ...

রঙে রঙে রাঙা ভয়ে সন্ধি না সন্ধিতে ভয় ;) কাব্যে ভাললাগা

+++

২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৯

নীলপরি বলেছেন: ভয় পেয়ে সন্ধি বা সন্ধিতে ভয় দুটোই মুদ্রার এপিঠ আর ওপিঠ । বা মিলেমিশে একাকার ! :)

ছোটো কিন্তু সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৫

কানিজ ফাতেমা বলেছেন: //ভালোবাসা পাচ্ছি দেখলে হারানোর ভয় আসে ।
তবু কেনো সেই ভয় পেতে ইচ্ছা করে ? //
এক কথায় সার্বজনীন । শুভেচ্ছা রইল ।

২০ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪১

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।পাঠকের সাথে রিলেট করতে পারলে ভালো লাগে ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

১৪| ২১ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১০

মনিরা সুলতানা বলেছেন: ভালোলাগছে পরি !

২১ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

নীলপরি বলেছেন: বেশ অনেক দিন বাদে আপনাকে দেখে আমারও খুব ভালো লাগলো ।

আর আপনার কবিতা ভালো লেগেছে খুব খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

১৫| ২১ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:১৩

আরণ্যক রাখাল বলেছেন: মিষ্টি

২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৫

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ! :)

বেশ কয়েকদিন বাদে ব্লগে এসে আমার মনে করে কবিতা পড়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিমন্তব্যের জন্য ।

২৪ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:২৭

নীলপরি বলেছেন: আপনাকেও আবারো ধন্যবাদ । :)

শুভকামনা

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল।

২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫৪

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:০০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



ভালোবাসা হারিয়ে যায় বলেই তা এতো মধুর ।
হারায় তো অনেক কিছুই, তবে ভালোবাসার ভেতরে তিমিরবরণ মধ্যরাতে জ্যোৎস্না ঝিলিক দিয়ে যায় বলেই তার জন্যে মনটা ব্যাকুল হয় , তন্ত্রীতে তন্ত্রীতে করুন বেহালার সুর বেজে ওঠে । তখনই স্বপ্নগুলোতে রংধনু রং মাখাতে সাধ যায় ।

তেমন সাধেরই কবিতা ।

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: তেমন সাধেরই কবিতা -- আপনার ছোট্ট চিঠির এই লাইনটা খুব ভালো লাগলো । আর পুরো মন্তব্যে উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬

Sujoy sarkar বলেছেন: চমৎকার

২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সকাল ৯:৩৮

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা চমৎকার! ভাবনাগুলোও সুন্দর ও সার্বজনীন। যেমনঃ
ভালোবাসা পাচ্ছি দেখলে হারানোর ভয় আসে -- এ চরণটা বিশেষ করে।
একদম শেষের চরণটি কেমন যেন মনে হলো ঠিকমত খাপ খায়নি।

০৫ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ৮:৪৪

নীলপরি বলেছেন: আপনার ভালোলাগাগুলো জেনে ভালো লাগলো । আর শেষের চরণটি ব্যাপারে আপনার কথাটা মনে রাখবো । চেষ্টা করবো ।

পাঠ ও মন্তব্যে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.