নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বায়োস্কোপের বাদশা চলে এসেছেন , আপনি দেখেছেন তো ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:১৭



তার ছবি আসতে না আসতেই
মনকে সাজায় রংবেরঙের আতসবাজি
কিভাবে করে সে এমন কারসাজি ?
ওপারেতে তার চোখেতে কাতিলানা জাদুটোনা
এপারেতে আমার অপেক্ষারং দিন গোনা !



নাহ , দিন গোনার অবসান হয়েছে বেশ কয়েকদিন আগেই । বরঞ্চ , আমিই লেট ! মানে আমি ফিল্মটা দেখতে দেরী করে ফেলেছি । যাক , দেখেই যখন ফেললাম তখন ভাবলাম হাজির হয়ে যাই আপনাদের কাছে , ফিল্মটা দেখার আমার অনুভব শে্য়ার করতে ।

ফিল্মের স্টোরিলাইন অচেনা নয় । সত্তর - আশির দশকের প্লট । রইস আলম অর্থাৎ শাহরুখ খান গুজরাটের আন্ডারওলার্ড ডন ।তবে রবিন হুড টাইপ ! ইললিগ্যাল অ্যালকোহোলের কারবার করে । তাঁর উত্থান -পতন নিয়েই গল্প । কেউ কেউ বলছেন এটা বাস্তবের গুজরাটের আন্ডারওলার্ড ডন আবদুল লতিফের জীবন নিয়ে তৈরী । যদিও মুভি নির্মাতারা তা অস্বীকার করেছেন । আর সেসব ভাবার কোনো প্রয়োজনও নেই বোধহয় । শুধু এর অ্যাকশন ড্রামা দেখার জন্যই এটা দেখা । রইস আলমের ম্যানারিজমের সাথে শাহরুখ খান এ ছবিতে অনবদ্য । নওয়াজ উদ্দিনের অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে বলার কিছু নেই । তবে পাকিস্থানী অভিনেত্রী মাহিরা শাহরুখের খুবসুরত প্রপ হিসাবে মানসই । এছাড়া তাঁর এছবিতে করার কিছু ছিল না ! আসলে এই কারনেই কি পাকিস্থানে মুভিটা ব্যান করা হয়েছে ? আপনারা ভেবে জানাবেন ! :)
তবে নজর কেড়েছেন জীশান । মহম্মদ জীশান আয়ুব শাহরুখের সাথে যোগ্যতম হিসাবে স্ক্রীন শেয়ার করেছেন । আর এছবির গান তো সবাই শুনেই ফেলেছেন । এরবেশী কিছু বলতে চাই না । যে তিন কারনে আমি ফি্ল্মটা দেখেছি সেগুলো একটু বলি --
১। সুরমা চোখের শাহরুখ খানকে কুল চশমার ফ্রেমে দেখবো বলে
২ । রংবেরঙের পাঠানস্যুটে শাহরুখ খানকে দেখবো বলে
৩। আরে ব্যস । শুধু শাহরুখ খানকে দেখবো বলে ..... :)

এবারে আপনি আপনার মতো যে কোনো কারনে ২ ঘন্টা ২৪ মিনিট খরচ করে মুভিটা দেখেই ফেলুন । আশাকরি ভালোই লাগবে ।
Director : Rahul DholakiaDirector : Rahul Dholakia
Producers : Ritesh Sidhwani, Farhan Akhtar, Gauri Khan
Music Director : Ram Sampath
Starring : Shah Rukh Khan, Mahira Khan, Nawazuddin Siddiqui
Producers : Ritesh Sidhwani, Farhan Akhtar, Gauri Khan
Music Director : Ram Sampath
Starring : Shah Rukh Khan, Mahira Khan, Nawazuddin Siddiqui


ছবির আমার কিছু প্রিয় ডায়ালগ আপনাদের সাথে শে্যার করলাম --




















মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩৬

সুমন কর বলেছেন: হুম, দেখবো না !! :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: সে কি ? কেনো ? আমার লেখা পড়ে নিরুৎসাহিত হলেন বুঝি ! তাহলে বলি ছবিটা আপনাকে নিরাশ করবে না ! তাই দেখেই ফেলুন ।
এরপরেও লাইক পেয়ে আমি তো ভীষণ উৎসাহিত । খুশি । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৪২

জেন রসি বলেছেন: আপনি শাহরুখ খানের বেশ ভক্ত বুঝা যাচ্ছে। রইস মুভি নিয়ে কিছু রিভিউ পড়েছি। তার মধ্যে কেউ কেউ এ মুভির সমালোচনাও করেছে। তবে মুভিটা দেখার আগ্রহ আছে। মুভির সংলাপগুলো বাংলায় অনুবাদ করে দিলে ভালো হত! ( মানে আমি বুঝতে পারতাম আরকি! :P )

১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৪

নীলপরি বলেছেন: হুম ! আপনি ঠিকই বুঝেছেন । আর আমিও আপনার সংলাপের মানে বোঝার বিষয়টা আন্দাজ করতে পেরেছি ।

মুভিটা দেখবেন যখন মনে করেছেন তখন দেখেই ফেলুন । :)

লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৫

শাহরিয়ার কবীর বলেছেন:
ছবিটা দেখতে হবে ........... =p~

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৮

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:১৩

জীবন সাগর বলেছেন: না দেখিনি।

আমারও প্রিয় চরিত্র শাহরুখ। ভালো লাগলো আপনার লেখা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০০

নীলপরি বলেছেন: আপনার আমার লেখা ভালো লেগেছে জেনে আমারো ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৩৯

অতৃপ্তচোখ বলেছেন: আমার প্রিয় শিল্পির প্রতি ভালোবাসা থাকবে সবসময়

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪

নীলপরি বলেছেন: হুম । আমরা তাহলে একই গ্রুপে আছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৯

শায়মা বলেছেন: আচ্ছা দেখবো!!!!! :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৬

নীলপরি বলেছেন: আরে , আমি তাহলে কনভিন্স করাতে পারলাম ! শুনে আমি ব্যপক খুশি হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৩

অতঃপর হৃদয় বলেছেন: মুভি তেমন একটা দেখা হয় না। আবার শুরু করতে হবে দেখা।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০৯

নীলপরি বলেছেন: হুম , শুরু করে দিন । মুভি দেখা ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৪৩

ইখতামিন বলেছেন: আমি তো মুক্তি পাবার পরের দিনই দেখে ফেলেছি :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১০

নীলপরি বলেছেন: তাহলে তো আমি আপনার কাছে হার মানলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

কেএসরথি বলেছেন: শুনেছি ভালো হয়নি তেমন, যাই হোক পয়সা খরচ করে দেখব না :)
কাবিল খুব একটা খারাপ লাগেনি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১২

নীলপরি বলেছেন: কাবিল খুব একটা খারাপ লাগেনি ? আমি তো শুনলাম কাবিল ভালোই হয়েছে । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:১৪

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৩

পুকু বলেছেন: As far as acting is concern,he is a second grade actor as compared to many highly talented actors in Bollywood Hindi film industry. personally i don't like his film though he and i was in same Jamia Millia Islamia college same time. I was doing my B.Sc. 2nd year and he was doing course in mass communication. after the serial fauji he used to bunk classes and due to that he faced problem in appearing exam.

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৩

নীলপরি বলেছেন: সেটা আপনার একান্ত ব্যক্তিগত অভিমত । তবে শাহরুখকে নিয়ে গর্ববোধ করেন সেটা আপনার পরিচয়দান দেখে বুঝতে পারলাম । এ ছবির আর এক অভিনেতা জীশানও কিন্তু জামিয়াতে পড়েছে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:১৯

নিশি মানব বলেছেন: ডাউনলোড লিংক দেনন।দেখি

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৪

নীলপরি বলেছেন: আরে ফিল্ম দেখতে গেলে একটু কষ্ট নিজেকে করতে হবে । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

সাহসী সন্তান বলেছেন: মুভিটা এখনো দেখি নাই! তবে দেখার ইচ্ছা আছে! আসলে ভাল প্রিন্ট পাইতেছি না, না হলে এতদিনে দেখা হইয়া যাইতো! যাহোক, রিভিউ মোটামুটি ভাল হইছে!

শুভ কামনা নীলপরি!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৬

নীলপরি বলেছেন: আরে রিভিউ লিখিনি তো ! আমার মুভি দেখার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করেছি । রিভিউ লিখতে গেলে নিরপেক্ষ থাকতে হয় । কিন্তু আমি তো এখানে মুভির পক্ষে ! :)

তবে আপনি ফিল্মটা দেখতে পারেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২০

সাহসী সন্তান বলেছেন: ব্যাপার না, আপনার ভাবনাটাকেও একটা রিভিউ বলা যায়! আফটার অল, মুভিটার ব্যাপারে হালকা পাতলা ধারনা তো পাওয়া গেল! সেটাই বা কম কি? আর মুভিটা অবশ্যই দেখবো!

এনি ওয়ে, মুভি দেখার পরে আপনার রেটিং কত? নিরোপেক্ষ থেকে বলবেন!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪১

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।

আমি তাহলে ৫ এর মধ্যে ৩ দেবো । এটা পুরোপুরি মশালা মুভি । শাহরুখ নির্ভর । সাথে ভালো অভিনেতারাও ছিলেন । তাই ঢোলোকিয়া আরেকটু টাইট চিত্রনাট্য রাখতে পারতেন বোধহয় । এবারে আপনি দেখে পারলে জানাবেন যে আপনি কত দিলেন ! :)

১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক আগে্ই দেখেছিলাম , ভাবলাম এ বিষয়টার উপর দু এক কথায় কিছু বলা সহজ নয় , একটু সময় দিতে হবে , তাই ভাবলাম পরে সময় হাতে নিয়ে আসব । দিন দুয়ের মধ্যে আমার পোস্টে গেলে দেখতে পাবেন কেন আসতে দেরী হল ।

এই লিখাটি পড়লাম , ট্রেলরগুলি দেখলাম । ইন্ডিয়ান একশন ক্রাইম থ্রীলার রাইসকে ক্রিমিনাল আবদুল লতিফের উপর ভিত্তি করে রচিত বলা হলেও এর নির্মাতরা একে একটি ফিকশন মুভি বলেই দাবী করেছেন মৃত কিংবা কোন জীবিত মানুষের সাথে এর কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন । দিন কয়েক আগে মুক্তি পাওয়া এ ছবিটিকে অন লাইনে বেশ কষ্ট করে কিছু কিছু অংশ দেখলাম । ছবিটা বেশ লম্বা তবে শাররুখ খানের ( SRK ) পারফরমেন্স দেখার জন্য অনন্য । ফিল্মটির মধ্যে অনেক ওয়েল কুকড মসলা আছে বলে মনে হল । গল্প খুব একটা সারপ্রাইজিং নয় তবে এতে পরিচালক রাহুলের ট্রিটমেন্টটা বেশ ফ্রেস । চরিত্রগুলি খুবই কমপ্লিকেটেড বিশেষ করে SRK এর বিশ্বাসের সহিত এর ধারাবাহিকতা প্রোথিত বলে মনে হল । ডায়লগ ডেলিভারী হতে শুরু করে স্লো মোশন সিকোয়েন্স সর্বত্রই ছবিটিকে থ্রীলিং ও অন্তরে আঘাত হানার মতই মনে হল । একটি মুসলিম নায়ক প্রধান চরিত্রের জন্য ছবিটি কৃতিত্বের দাবী রাখে , এবং এটা অধুনা বলিউড এর জন্য একটি অসাধারনত্ব বলেই বিবেচিত হতে পারে ।

তবে এই ছবির শুটিং নিয়ে শুনেছিলাম যে গুজরাটের আহমেদাবাদে প্রাচীন মসজিদ ও সমাধি কমপ্লেক্স, Sarkhej রোজাতে শুটিং এর জন্য ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের সাথে এর ক্লিয়ারেন্স ইস্যু জনিত একটি কনফ্লিক্ট ছিল । এ ছাড়া পিতার জীবন কাহিণী নিয়ে ছবি তৈরীর জন্য আবদুল লতিফের ছেলে মুসতাক গত বছরের মারচে একটি লিগাল নোটিশ ও পাঠিয়েছিল । ২০১৬ তে ওরি টেরর এটাকের পরে মহারাস্ট নভনির্মান সেনা (MNS) এই ছবিতে পাকিস্তানি একটর থাকায় একে ব্যন্ড করার দাবীও জানিয়েছিল । তবে শর্ত সাপেক্ষে এ ব্যন্ডের দাবী থেকে তারা পিছিয়েও অাসে । কিন্তু কাবিলের মুক্তির পরে এটা আবার কনট্রোভার্সিতে চলে আসে । বিজিপির সাধারণ সম্পাদক রাইসকে ডিসঅনেস্ট, পক্ষান্তরে কাবিলকে দেশপ্রেমিক বলে মতামত দেয় । অবজেকশনাবল কনটেন্ট আছে বলে এটা পাকিস্তানেও ব্যন্ড বলে জানা যায় । ইত্যাকার অবস্থায় প্রযোযক পরিচালক ও শাররুখকেও বেশ দু:সাহসী বলেই মনে হল , নির্বিগ্নে তারা ছবির কাজ চালিয়ে গেছেন

ছবিটি নিয়ে যে যাই বলুক আমার কাছে মনে হয়েছে যে ছবিতে কথোপকথনের ( ডায়ালগের) ভিতর দিয়া পরিচালক একটি গভীর চিন্তাশীল অভিনিবেশের সহিত দেশের রাষ্ট্রীয় ও সামাজিক সমস্যার , ধর্মজীবনের ও পারিবারিক জীবনের আদর্শের বিরোধ মীমাংসা করতে চেষ্ট৷ করেছেন। ধর্ম হচ্ছে প্রধানতঃ ব্যক্তিগত জীবনের কথা, কিন্তু সমষ্টিগত জীবনের প্রতিষ্ঠা হচ্ছে দেশবোধ । ছবির পরিচালক বা এর নায়ক নায়ীকা কোন সাম্রাজ্যেয় সাধক নন বরং সাধক স্বরাজ্যের । বাহুর শক্তিই একমাত্র শক্তি নয়—সে ত পশুর শক্তি। নান্দনিকভাবে যা সুন্দর , তার মধ্যেই নিহিত থাকে শক্তির উচ্চতম নিবিড়তম প্রকাশ ।

যাহোক, দেশে বিদেশে এমন কনট্রোভার্সিয়েল একটি মুভিকে সামুর পাতায় এনে মুক্ত আলোচনার সুযোগ করে দেয়ার জন্য রইল ধন্যবাদ ।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০০

নীলপরি বলেছেন: আপনার এই বিশ্লেষণাত্মক মন্তব্যের অপেক্ষায় ছিলাম । ভালো লাগলো সেটা পেয়ে । পারলে পুরো মুভিটা দেখে নেবেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।

১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৪

খায়রুল আহসান বলেছেন: মুভিটির প্রতি আপনার এতটা আগ্রহের কথা জানতে পেরে ভাল লাগলো। আর শাহরুখ খানের যে আপনি এত বড় ভক্ত, তা জেনেও ভাল লাগলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩০

নীলপরি বলেছেন: হুম । আমি ছোটো থেকেই শাহরুখ খানের ফ্যান । :)

আপনার সেটা ভালো লেগেছে দেখে আমারো ভালো লাগলো স্যর ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

শামীম সরদার নিশু বলেছেন:

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৫

নীলপরি বলেছেন: ব্লগে আসার জন্য ধন্যবাদ । তবে আমি ঠিক বুঝতে পারলাম না কি বলতে চেয়েছেন ! সরি । এনারা তো সামুতে নিয়মিতই লেখেন ।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৬:২২

ডঃ এম এ আলী বলেছেন: বিষয়টা কি এত লম্বা গেপ কেন ?
শুভ কামনা রইল ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:০১

নীলপরি বলেছেন: সামুতে এসেই আপনার এই মন্তব্যটা পেয়ে খুব ভালো লাগলো ।

একটু ঘুরতে ফিরতে ব্যস্ত ছিলাম আর কি ! :)

আপনাকেও অনেক শুভ কামনা ।

১৯| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

শায়মা বলেছেন: আপুনি আমি একটা সিনেমা দেখবো ভাবছি! :(

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫৯

নীলপরি বলেছেন: ৬নং মন্তব্যে এসে বলেগেছিলেন যে এই মুভিটা দেখবেন । মানে , আমি তেমনটাই বুঝেছিলাম ।

তো এই মুভিটা দেখেছিলেন কি শায়মাদি ? আমি তাই ভাবছি ! :(

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০০

শায়মা বলেছেন: না তাই তো আজকে দেখবো।:)

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৩

নীলপরি বলেছেন: তাহলে দেখে ফেলুন । :)

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

শেয়াল বলেছেন: আজকাল এই লোকের কাজ ভাল হয় নাহ |-)

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৪৯

নীলপরি বলেছেন: সে কি ? হায় , দুঃখ পেলাম ! :(


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

২২| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:১৫

পোটলা ভরা জল বলেছেন: অসাধারন ছবি

১৫ ই মে, ২০১৭ রাত ১:০৩

নীলপরি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.