নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নিকা

২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬



তোমার সাথে দেখা হয়েছিল
কোন সে নীহারিকায়
মহানভ আবার বার্তা পাঠায়
এক মায়াবী মরীচিকায় !

কত জন্ম যে আমি প্রতীক্ষমণা
সে খবর রেখেছে , কবে কোনজনা ?

প্রতীক্ষা , খরস্রোতা নদীর মতো
ভাসিয়ে নিয়ে গেছে প্রেম
আমার কাছে আছে শুধু
তুষার সম বিরহের হেম !

বিরহসিক্তা আমি শোকের শিঙ্গারে সেজেছি
নশ্বরতাকে ভস্ব করে অগ্নিবীণায় বেজেছি !

বিরহ শেষে অঞ্জলি ভরে
আজ প্রেম পাবো বলে
নিঝুম যামীনির স্বপ্নিকা হয়ে
যাবোই তোমার কাছে চলে !

মন্তব্য ৬০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ++

২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে জেনে খুশি হলাম । সাথে প্লাস পেয়ে আরো ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা ++++

২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

নীলপরি বলেছেন: ভীষণ খুশি হলাম । আপনার সুন্দর লাগায় ও প্লাস পেয়ে ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সুখ হোক প্রাপ্য।

(প্রতীক্ষমণা ছন্দের জন্য নিশ্চয় লিখেছেন) (প্রতীক্ষমাণ)

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩২

নীলপরি বলেছেন: নাহ , প্রতীক্ষমণা শব্দের ব্যবহার আগে দেখেছি ।

আমার ব্লগে স্বাগতম । পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

ডঃ এম এ আলী বলেছেন:
খুব ভাল লেগেছে কবিতা
কবিতায়++++++++++
শুভেচ্ছা রইল

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৩৪

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে এতোগুলো প্লাস পেয়ে অনেক অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।
শুভেচ্ছা সযত্নে নিলাম । আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

চাঁদগাজী বলেছেন:


আমরা থাকি গার্মেন্ট কারখানায় সারাদিন, কিংবা মালয়েশিয়ার রাবার বাগানে ব্যস্ত, অথবা ঢাকার রাস্তার জ্যামে আটকানো বাসে; আপনারা কোন সব নীহারিকায় ঘুরেন, প্রেম করেন অমরাবতীতে; আপনাদের ফর্মুলাটা কি?

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৫

নীলপরি বলেছেন: এই ফর্মুলাটা শেখানো যায় না স্যর । শিখে নিতে হয় । কারন যারা মরুভূমিতে বাস করে , তারা এমননিতেই মরীচিকা দেখতে শিখে যায় । সেখানেই
অমরাবতী খুঁজে পায় । আমরাও যে মরুভূমির বাসিন্দা । :)

তবে আপনার মন্তব্যগুলো খুবই ইউনিক হয় । এটার ফর্মুলাও মনে হয় সবাই শিখতে চাইবেন !

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।






৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

গেম চেঞ্জার বলেছেন: অনূভবের কবিতা ভাল লেগেছে!

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪৯

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন বাদে এলেন । আপনার মন্তব্য পেয়ে উৎসাহ পেলাম ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বেশ ভালো। শব্দগুলো আরেকটু সহজ করা যায়না কবি?

২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১০:০১

নীলপরি বলেছেন: শব্দগুলো কঠিন লাগলো ।কিন্তু সেরকম কিছু ভেবে লিখিনি । তবে আপনি যখন বললেন তখন শব্দ নিয়ে অবশ্যই ভাববো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লাগায় খুব খুশি হলাম । নিরন্তর উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অপেক্ষায় আছি- নাজির

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: আপনিও অপেক্ষায় আছেন ? হুম ! আমরা অনেকেই পরিদর্শক ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

আর নাজির শব্দের অর্থ জানতাম না । আপনি লিখলেন বলেই শিখতে পারলাম । এরজন্য আলাদা করে ধন্যবাদ । :)

শুভকামনা ।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৭

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
যদিও কবিতা কম বুঝি ; পড়ে মনে হল অভিমানি কবিতা । সুন্দর হয়েছে ।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: আমি নিজেই তো বুঝি না ! আপনার সুন্দর লাগায় খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: কবিতা সুখপাঠ্য, শিরোনাম স্বপ্নময়, ছবি দৃষ্টিনন্দন- সব মিলিয়ে একটি মন ভরানো কবিতা, ঠিক যেমনটি আজকের এই মেঘ কালো করা হিমেল শীতল বৃষ্টিস্নাত সকালটা।
কবিতায় ভাবের দোলাচলে পাঠকও দোল খায়, অবশেষে নিঝুম যামীনির স্বপ্নিকা হয়ে কারো কাছে চলে যায়।

২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটাই একটা কবিতার মতো লাগলো স্যর । আপ্লুত হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪৪

কানিজ ফাতেমা বলেছেন: শিরোনামের সাথে ছবির দারুন কম্বিনেশন ।
কবিতায় ভাললাগা ।

শুভ কামনা রইল ।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫০

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪০

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল ।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫১

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫১

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১১

গোধূলির * পথচারী বলেছেন: সুন্দর কবিতা! আপনার কবিতা গুলো অনেক মিস করতেছিলাম! আগের আইডিতে লগইন হচ্ছে না।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৪

নীলপরি বলেছেন:
জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

তবে আপনার আগের আইডি কি ছিল ? আমি ঠিক বুঝতে পারছি না ! জানলে ভালো হত ।

শুভকামনা ।

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ২:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৪

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৩

নাগরিক কবি বলেছেন: চাঁদগাজী বলেছেন:


আমরা থাকি গার্মেন্ট কারখানায় সারাদিন, কিংবা মালয়েশিয়ার রাবার বাগানে ব্যস্ত, অথবা ঢাকার রাস্তার জ্যামে আটকানো বাসে; আপনারা কোন সব নীহারিকায় ঘুরেন, প্রেম করেন অমরাবতীতে; আপনাদের ফর্মুলাটা কি?


তার জন্য নিরালায় বসিয়া চিন্তা ভাবনার দরকার। :)

কবিতা ভালা হইছে আফা।

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৭

নীলপরি বলেছেন: তার জন্য নিরালায় বসিয়া চিন্তা ভাবনার দরকার। :)

এটা আপনার মত । আশাকরি আমার প্রতিউত্তরটাও দেখেছেন ।

কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:২০

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পরির কবিতা পড়লে মনটা উড়ু উড়ু করে!

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৮

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:৫০

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর কবিতা!:)



প্লাস! :)

২৬ শে এপ্রিল, ২০১৭ সকাল ৯:৫৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

২০| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৫৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আফসোস, অভিমান, একাকীত্ব, দহন পুড়ন, প্রতীক্ষা আর প্রত্যাশা সবগুলো মিশে এক গভীর ভালোবাসার প্রকাশ। অসাধারণ আপু। খুব সুন্দর একটা কবিতা পড়লাম।

শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়।

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:১৬

নীলপরি বলেছেন: আপনি এতো সুন্দর করে আমার কবিতার ব্যাখ্যা করেছেন দেখে খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

আপনাকেও শুভকামনা ।

২১| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ২:০৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:

"বিরহসিক্তা আমি শোকের শিঙ্গারে সেজেছি
নশ্বরতাকে ভস্ব করে অগ্নিবীণায় বেজেছি ! " অসাধারণ,

নিজেকে আঁড়ালে রেখে অভিনয় করে বেঁচে থাকার চেয়ে দহন জ্বালা আর কি হতে পারে!

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৯

নীলপরি বলেছেন: নিজেকে আঁড়ালে রেখে অভিনয় করে বেঁচে থাকার চেয়ে দহন জ্বালা আর কি হতে পারে!


ভীষণ ভালো লাগলো এই লাইনটা ।অনুপ্রাণিত হলাম ।

আবারো অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

২২| ২৭ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:২০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



বলার অপেক্ষা রাখেনা , বেশ ছন্দময় কবিতা ।

নশ্বরতাকে ভস্ব করে যে প্রতীক্ষমনা অগ্নিবীণায় বেজে ওঠে, সে তো অবিনশ্বর । প্রেমে - বিরহে সে-ই তো স্বপ্নিকা হয়ে ওঠে ।
তার বলা , "যাবোই তোমার কাছে চলে !" যেন স্বপ্নই ছড়ায় !

সুন্দর । ++

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪৯

নীলপরি বলেছেন: আপনাার এই চিঠিটা পড়ে অনেক উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন স্যর ।

শুভকামনা ।

২৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:১৩

সাহসী সন্তান বলেছেন: কবিতা নিয়া হড়বড় কইরা অনেক কিছুই কইতে মন চাইতেছে। তবে অনেক দিন পরে ফিরা অতিরিক্ত সমালোচনা করাটা বোধহয় ঠিক হবে না। আর সেজন্যই ব্যাপারটা স্কিপ কইরা গেলাম! তবে আপাতত একটা অনুরোধ-

"আগামীতে যখন কবিতা লিখবেন, তখন এত ভাল কইরা লেখার দরকার নাই! একটু খারাপ কইরা লিখবেন, যাতে পাঠক সেই কবিতাটা পইড়া সমালোচনা সরুপ দু'পাঁচ কথা লিখতে পারে!" ;)

তবে কবিতাটা এডিট কইরা বিশ্রাম চিহ্ন গুলোর আগের স্পেসটা কাইটা সেটা লেখার গায়ে মিলাইয়া দিয়েন, তাইলে দেখতে ভাল্লাগবো আরকি! সুন্দর কবিতায় ভাল লাগা! পরীর জন্য শুভ কামনা রইলো!

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৪

নীলপরি বলেছেন: এতো ব্যস্ততার মধ্যেও আমার লেখা পড়েছেন বলে প্রথমেই কৃতজ্ঞতা জানাই ।

আর আপনার মন্তব্য পড়ে আপ্লুত হয়ে গেছি । জাস্ট অভাবনীয় অবস্থা ।আমার কবিতায় এরকম মন্তব্য পাবো সেটা ভাবতে পারিনি । অভাবনীয় অনুপ্রেরণা পেলাম । ভীষণ ভালো লাগলো ।:)
অনেক অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

অলসতার কারনে এডিটিংটা না পারলে নিজ গুণে ক্ষমা করবেন । তবে অবশ্যই পরবর্তীতে খেয়াল রাখবো ।

ভালো থাকবেন ।

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: বিরহসিক্তা আমি শোকের শিঙ্গারে সেজেছি
নশ্বরতাকে ভস্ব করে অগ্নিবীণায় বেজেছি !


খুব ভালো লাগা রেখে গেলাম।

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬

নীলপরি বলেছেন: জেনে হলাম ।পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

৩০ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

২৬| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৪

চাঁদগাজী বলেছেন:


এখনো ভালোবাসাবাসির পর্ব চলছে? মনে হচ্ছে, কয়েক বছর এভাবেই যাবে!

০১ লা মে, ২০১৭ বিকাল ৪:৪০

নীলপরি বলেছেন: হিংসার এই পৃথিবীতে ভালোবাসাবাসির পর্ব চলা ভালো নয় কি স্যর ?

শুভকামনা ।

২৭| ৩০ শে এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক অনেক ভালোবাসা আপুনি!

০১ লা মে, ২০১৭ বিকাল ৪:৪১

নীলপরি বলেছেন: হুম নিলাম ।

আপনাকেও অনেক ভালোবাসা দিদি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

২৮| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বিরহসিক্তা আমি শোকের শৃঙ্গারে সেজেছি
নশ্বরতাকে ভস্ব করে অগ্নিবীণায় বেজেছি !

বাহ!

বিরহ শেষে অঞ্জলি ভরে
আজ প্রেম পাবো বলে
নিঝুম যামীনির স্বপ্নিকা হয়ে
যাবোই তোমার কাছে চলে !

আসেনা। হৃদয়ের এ গহন আহবান সবাই বোঝে না। বোঝেতো সাড়া দিতে পারেনা।
বিরহের বীণা বেজেই চলে- অন্তহীন!

মুগ্ধতা কাব্যে ++++

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪০

নীলপরি বলেছেন: বিরহের বীণা বেজেই চলে- অন্তহীন!

নিদারুণ সত্য ।

আপনার মন্তব্য পড়ে আবেগে আপ্লুত হলাম । সেই সাথে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

২৯| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:২৫

জেন রসি বলেছেন: শোকের শিঙ্গারে অনুভুতির অমর হওয়ার কবিতা ভালো লেগেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

তবে উত্তর দিতে দেরী হয়ে গেলো । এইজন্য আমি অত্যন্ত দুঃখিত ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৬

বলেছেন: নিঝুম যামীনীর স্বপ্নিকা --- অসাধারণ

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: শুনে ভীষণই খুশি হলাম ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা জানবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.