নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

মায়াবী যামিনীর গল্পগাছা

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯





আমার কিছু গল্প-খুদ ছিল
জীবন পথে ছড়িয়ে, ছিটিয়ে
যাদের আমি দিতে পারিনি মিটিয়ে!
সেসব গল্পগাছা শোনার সময় ছিল না কারো
তাই, গোছানোর তাগিদ ছিল না আমারো!
চলতে-ফিরতে নিজেই সেগুলো মাড়িয়েছি
তারপর, যন্ত্রণাবিদ্ধ পদক্ষেপ সামনে বাড়িয়েছি!

এখন রাতের নীরবতা নিঃশব্দে গল্প বলে
সমাপ্ত-অসমাপ্ত গল্পের সাথে সময় এগিয়ে চলে
ঠিক-বেঠিক তর্ক করতে বড্ডো ক্লান্তি লাগে
এদিকে নিরলস সে , শুধু আমার জন্য জাগে!
মায়াবী যামিনী, -' তোর মায়া-ভরা মন
হোটাস্যাপে এড করেছি তোকে শোন!'

শ্রান্ত আমি, তারার আলো-ভেজা গল্পগুলো
মন-ঝুড়িতে কুড়িয়ে রাখি অলস হাতে!
নিশীথিনী আমার চুপকথা শুনেছিল যখন
আমি কিছুই বুঝতে পারিনি তখন!
নীরব শ্রবণের স্মৃতিচিহ্ন রেখে গেছে সে
টের পেলাম, শিশির-স্নাত একাকী প্রভাতে !

মন্তব্য ৫৪ টি রেটিং +২০/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

শাহরিয়ার কবীর বলেছেন:
এখন রাতের নীরবতা নিঃশব্দে গল্প বলে
সমাপ্ত-অসমাপ্ত গল্পের সাথে সময় এগিয়ে চলে
ঠিক-বেঠিক তর্ক করতে বড্ডো ক্লান্তি লাগে
এদিকে নিরলস সে , শুধু আমার জন্য জাগে!



কবিতা সুন্দর হয়েছে+++

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১১

নীলপরি বলেছেন: প্রথম মন্তব্যেই আপনার কাছ থেকে প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখন রাতের নীরবতা নিঃশব্দে গল্প বলে
সমাপ্ত-অসমাপ্ত গল্পের সাথে সময় এগিয়ে চলে---

মুগ্ধতা।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫

নীলপরি বলেছেন: কবিতায় আপনার মুগ্ধতা দেখে আমি উৎসাহিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মায়াবী যামিনী অনেক অনেক সময় খুব প্রিয় বন্ধু হয়ে উঠে আমারও....
আমি মন খুলে বলতে থাকি সবকিছু, যামিনী নীরব শ্রোতা হয়ে মনোযোগী হয়ে শুনে...

আপনার কবিতা ভালো লাগলো, মুগ্ধ কথামালায়।

শুভকামনা রইল আপনার জন্য

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: আপনারও একই রকমের অনুভব হয় জেনে ভালো লাগলো । আসলে প্রকৃতিই একমাত্র আশ্রয়দাত্রী । আমরা সেখান থেকেই এসেছি । আবার একদিন এই প্রকৃতিতেই লীন হয়ে যাবো বলে ।
কবিতায় আপনার ভালো লাগা পেয়ে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা নিলাম ও আপনাকেও শুভকামনা ।

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: খুব সুন্দর করে বলেছেনতো বাস্তবতার কথাগুলো।
ভাল আছেন, ভাল থাকেন সবসময়।

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনিও খুব ভালো থাকুন ।

৫| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৫

নীলপরি বলেছেন: কবিতায় আপনার কাছ থেকে প্লাস পেয়ে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

মলাসইলমুইনা বলেছেন:
"সেসব গল্পগাছা শোনার সময় ছিল না কারো
তাই, গোছানোর তাগিদ ছিল না আমারো!
-------------------------------------------
নিশীথিনী আমার চুপকথা শুনেছিল যখন
আমি কিছুই বুঝতে পারিনি তখন!
নীরব শ্রবণের স্মৃতিচিহ্ন রেখে গেছে সে
টের পেলাম, শিশির-স্নাত একাকী প্রভাতে !"

আমি কিন্তু গল্পগুলো মনোযোগ দিয়েই শুনলাম এক বসাতেই! আর শুনলাম দেখেই সাদাহরণ গল্পটাও সাধারণ নয়, অসাধারণ লাগলো | নইলেতো দায়সারা করেই বলতাম ভালো হয়েছে কবিতা | মার্ভেলাস !!

১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: আমারও আপনার মন্তব্য খুবই ভালো লাগলো । কবিতা আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৫

সুমন কর বলেছেন: ...........আমি তখন ভাবছি সব গল্পগাছা, একলা থাকা এইতো বাঁচা।.........লাইনটি মনে পড়ে গেল।

কবিতা ভালো লাগল।

* ডিজিটাল শব্দের বিকল্প হলে, মন্দ হতো না।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৬

নীলপরি বলেছেন: ...........আমি তখন ভাবছি সব গল্পগাছা, একলা থাকা এইতো বাঁচা।.........লাইনটি মনে পড়ে গেল।

খুব সুন্দর লাইনটা ।

আসলে হোটাস্যাপে শব্দটা হঠাৎই মাথায় আসলো । আপনার সাজেশনটা মাথায় রাখবো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:২৩

আখেনাটেন বলেছেন: এখন রাতের নীরবতা নিঃশব্দে গল্প বলে
সমাপ্ত-অসমাপ্ত গল্পের সাথে সময় এগিয়ে চলে
---- সময়ের এই বহমানতার জন্যই সব ব্যথা-বেদনাকে ভুলে থাকা যায়। সময় থেমে থাকলে তো ব্যথার রেশও চলে যেত না।

ভালো লিখেছেন।

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৭

নীলপরি বলেছেন: খুব ভালো বলেছেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৩১

ফয়সাল রকি বলেছেন: ভাল লাগা রইলো +++

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৪৯

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আসলেন । খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ২:০১

জাহিদ অনিক বলেছেন:

এখন রাতের নীরবতা নিঃশব্দে গল্প বলে
সমাপ্ত-অসমাপ্ত গল্পের সাথে সময় এগিয়ে চলে
ঠিক-বেঠিক তর্ক করতে বড্ডো ক্লান্তি লাগে
এদিকে নিরলস সে , শুধু আমার জন্য জাগে!
- ভাল লাগা রইল নীলপরি আপু

১৩ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৫

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা পেয়ে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ১৩ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:১১

ডঃ এম এ আলী বলেছেন: আমার কিছু গল্প-খুদ ছিল
জীবন পথে ছড়িয়ে, ছিটিয়ে
যাদের আমি দিতে পারিনি মিটিয়ে!
সেসব গল্পগাছা শোনার সময় ছিল না কারো
তাই, গোছানোর তাগিদ ছিল না আমারো!
চলতে-ফিরতে নিজেই সেগুলো মাড়িয়েছি
তারপর, যন্ত্রণাবিদ্ধ পদক্ষেপ সামনে বাড়িয়েছি!


কি কারণে গো এমনতর যন্ত্রণাবিদ্ধ পদক্ষেপের প্রয়াস ?
তবে যে কারণেই হোক যন্ত্রনার জন্য সহমর্মিতা রইল সাথে ।

এখন রাতের নীরবতা নিঃশব্দে গল্প বলে
সমাপ্ত-অসমাপ্ত গল্পের সাথে সময় এগিয়ে চলে
ঠিক-বেঠিক তর্ক করতে বড্ডো ক্লান্তি লাগে
এদিকে নিরলস সে , শুধু আমার জন্য জাগে!
মায়াবী যামিনী, -' তোর মায়া-ভরা মন
হোটাস্যাপে এড করেছি তোকে শোন!'


এটা কি রাতে ঘরে থেকে মনে মনে কথা বলা
নাকি কায়াহীন ছায়াসঙ্গীর সাথে কথামালা ??
যেভাবেই হোক ঠিক আছে :)

শ্রান্ত আমি, তারার আলো-ভেজা গল্পগুলো
মন-ঝুড়িতে কুড়িয়ে রাখি অলস হাতে!


এক গাধা প্রশ্ন: কতটুকুতে শ্রান্ত ?????
তবে যে করেই হোক শীঘ্রই রিকভারিটা কাম্য :)

নিশীথিনী আমার চুপকথা শুনেছিল যখন
আমি কিছুই বুঝতে পারিনি তখন!


হয়নি থাকা একাকিনি , ছিল সে সঙ্গেই
হোটাস্যাপে (যদিও সঠিক মানে বুঝা গেলনা) হয়েছিল এড
তাই মনে হয় কবিতার কথা মালার সাথে বেশ সঙ্গতিপুর্ণ :)

নীরব শ্রবণের স্মৃতিচিহ্ন রেখে গেছে সে
টের পেলাম, শিশির-স্নাত একাকী প্রভাতে !


এবার ঠিক আছে, কবিতার কথার সাথে মিলে গেছে B-)

ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য ।

শুভেচ্ছা রইল ।

১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১২

নীলপরি বলেছেন: আপনি লাইন তুলে এতো সুন্দর করে বিশ্লেষণ করে মন্তব্য রেখেছেন যে দেখে আমি আপ্লুত হলাম । একইসাথে আনন্দিতও । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভেচ্ছা নিলাম আর আপনাকেও অনেক শুভেচ্ছা ।

১২| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ২:৪৩

বিলিয়ার রহমান বলেছেন: অন্ত মিল রেখে লিখেছেন!


ভালো হয়েছে!:)

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৭

নীলপরি বলেছেন: চেষ্টা করেছি । :)

অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৬

শায়মা বলেছেন: অনেক অনেক সুন্দর আপুনি! :)

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৯

নীলপরি বলেছেন: শুনে ভীষণ খুশি হলাম দিদি । :)



পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ১৩ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১৬

প্রামানিক বলেছেন: এখন রাতের নীরবতা নিঃশব্দে গল্প বলে
সমাপ্ত-অসমাপ্ত গল্পের সাথে সময় এগিয়ে চলে
ঠিক-বেঠিক তর্ক করতে বড্ডো ক্লান্তি লাগে
এদিকে নিরলস সে , শুধু আমার জন্য জাগে!
মায়াবী যামিনী, -' তোর মায়া-ভরা মন
হোটাস্যাপে এড করেছি তোকে শোন!'


দারুণ লাগল। ধন্যবাদ

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১০

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেকআপনাকেও ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: নিঃশব্দের গল্প শুনতে "আমি কান পেতে রই"।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৩

নীলপরি বলেছেন: অন্যের গল্প শুনতে কেউ সময় খরচ করতে চা্য় না ! তাই আপনার কথায় নিঃশব্দ খুব খুশি হয়েছে ।

আর অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতায় জীবন্ত যন্ত্রণা আছে । ভাল লেগেছে ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

নীলপরি বলেছেন: কবিতর জীবন্ত যন্ত্রণা যখন পাঠক অনুভব করতে পারে তখন সে যন্ত্রণা খানিকটা প্রলেপ লাগে !

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৯

জীবন সাগর বলেছেন: অনেক অনেক ভালো লাগা রইল কবিতায় ++++++

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৭

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১:৪১

ভ্রমরের ডানা বলেছেন:

হোয়াটস অ্যাপের যুগে এইতো রোমান্টিক কবিতা.. রোমান্টিক অনুভব! চমৎকার অনুভব!

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯

নীলপরি বলেছেন: আপনার কথায় উৎসাহ বোধ করছি ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৫

মোস্তফা সোহেল বলেছেন: অনেক ভাল লাগল।+++

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২০

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেকআপনাকেও ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

চাঁদগাজী বলেছেন:


জীবন ভাবনা এক সময় অস্হির করে মানুষকে

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২১

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৩

জুন বলেছেন: ওহ নীলপরি আপনার লেখা এটি একটি অনাবদ্য কবিতা । প্রিয়তে রইলো আমার ।

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৫

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্য পড়ে আমি যে কতটা উৎসাহিত , তা ঠিক বলে বোঝাতে পারবো না । প্রিয়তে নেওয়ার জন্য কৃতজ্ঞতা ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর হয়েছে পরি। তবে আমার ধারণা অন্ত্যমিল ছাড়াই বেশি ভালো হতো। কিছু জায়গায় আরোপায়ন মনে হলো।

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৭

নীলপরি বলেছেন: আরোপায়ন কোথায় জানতে পারলে ভালো হোতো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৫৯

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেকআপনাকেও ধন্যবাদ ।

শুভকামনা ।

২৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

জেন রসি বলেছেন: কবিতায় গল্পগুলো বেঁচে থাকুক। কেমন আছেন?





১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৫৭

নীলপরি বলেছেন: হুম ! গল্পগুলো বেঁচেই আছে । এটা তাদের অনিবার্যতা । কেউ পড়ে আর কেউ পড়ে না ।

আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

আমি ভালো থাকার চেষ্টায় আছি । আপনি কেমন আছেন?

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

শুভকামনা ।

২৫| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: লেখকরা বিরক্ত হলেও বিরত হতে পারে ন, এটাই হলো আসল সমস্যা।

আপনার সফলতা কামনা করি।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

নীলপরি বলেছেন: আপনার কথায় অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেকআপনাকেও ধন্যবাদ ।

শুভকামনা ।

২৬| ২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৪

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমার কিছু গল্প-খুদ ছিল
জীবন পথে ছড়িয়ে, ছিটিয়ে
যাদের আমি দিতে পারিনি মিটিয়ে!
সেসব গল্পগাছা শোনার সময় ছিল না কারো
তাই, গোছানোর তাগিদ ছিল না আমারো!
চলতে-ফিরতে নিজেই সেগুলো মাড়িয়েছি
তারপর, যন্ত্রণাবিদ্ধ পদক্ষেপ সামনে বাড়িয়েছি!

এই স্তবক পড়ে বুঝতে পেরেছিলাম, আপনি অলরেডি সফল হয়েছেন। আপনার লেখায় গতি এবং নিজস্ব শৈলী আছে। যা শুধুমাত্র সফলতার সাথে আছে। সফলতা শুধু লাখ লাখ কপি বই বিক্রি নয়। সফলতা হলো আত্মিক শান্তি। সফল হওয়ার পর আত্মা পরিতৃপ্ত হয়।

সবার মঙ্গল হোক।

২৬ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২১

নীলপরি বলেছেন: সফলতা শুধু লাখ লাখ কপি বই বিক্রি নয়।

আমার মতো লেখকের বই বিক্রির স্বপ্ন দেখার সাহস নেই স্যর । আপনারা যে নিজের সময় দিয়ে পড়েন , সেটাই আমার কাছে অনেক ।

কৃতজ্ঞতা জানবেন ।

আবারো ধন্যবাদ ।

শুভকামনা ।

২৭| ১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:১৪

খায়রুল আহসান বলেছেন: মায়াবী যামিনীর গল্পগাছা ভাল লাগলো।
এখন রাতের নীরবতা নিঃশব্দে গল্প বলে
সমাপ্ত-অসমাপ্ত গল্পের সাথে সময় এগিয়ে চলে
--- চমৎকার কথামালা। শেষের চরণদুটো আরও চমৎকার!
মায়াবী কবিতায় ভাল লাগা + +

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: আপনার কথায় অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.