নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতির বিষাদ

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৪৫






মসলিন-জ্যোৎস্নার কারিগর চাঁদকে
কাল রাতে, বিসর্জন দিয়েছি জলে!
তারপর , একা একা তাকিয়ে দেখেছি
যতদূর দেখা যায়, জলের অতলে
হাতে রয়ে গেছে শুধু, একমুঠো
স্মৃতির বিষাদ! অতি ভয়ানক!
অতি শক্তিমান!

এক কণা বিষাদ, রুখে দেয়
ফুলের সুবাস মেশা বাতাসকে!
সময়ের সাল-তারিখ একাকার করে দেয়
এককালে সুমিষ্ট ছিল যা কিছু, সবই স্বাদহীন লাগে!
শুধু এক টুকরো স্মৃতির বিষাদের সন্ত্রাসে
প্লাবন আসে চোখে!
নিথর হয়ে আসে মন
কিন্তু স্পন্দনের আলোড়ন তাকে
পীড়িত করে!

তাই ,আজ সব স্মৃতির বিষাদের অঞ্জলি তুমি
গ্রহণ করো প্রভু!
সমস্ত বিষাদের স্মারক চিহ্নগুলোকে স্মৃতিহীন করে
আমার পরিত্রাণ করো!

মন্তব্য ৪৯ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৮

সুমন কর বলেছেন: সুন্দর। +।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০১

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো প্রথমেই আপনার মন্তব্য পেয়ে । সাথে প্লাস পেয়ে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:


নাকি এরপরেও রেশ রয়ে যাবে? কঠিন সব বাক্য দিয়ে স্মৃতিকে ধুয়ে মুছে ফেলার পদ্য, শক্তিশালী বার্তা

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৭

নীলপরি বলেছেন: ঠিক বলেছেন । রেশ থাকার সম্ভাবনা থেকেই যায় ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



ইদানীং আপনার কবিতায় বিষাদের ছায়াই বেশী পড়ছে । সে ছায়া যে সূর্য্যের আলোর কারনেই সে আলো নিয়েও তো কবিতা হতে পারে !

"বিষাদের যে ছায়া পড়েছে অবেলা
কোমল সূর্যালোক ঢেকে দেবে তাকে,
মসলিন জোছনার কারিগর চাঁদ
আবার সাজাবে এক শহর কালের কোনও বাঁকে ................."

এমন করে লিখলে দোষ কি ?

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৯

নীলপরি বলেছেন: দোষের কিছুই নেই স্যর । আপনি খুব সুন্দর পজিটিভ লাইন লিখেছেন । ভালো লাগলো । আপনি ঠিকই ধরেছেন , আমি বোধহয় নেগেটিভ ভাবনায় আটকে গেছি!

এতো সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক কষ্টের লেখা আপু, পড়তে কেমন যেন নয়ন সাগরে জলোচ্ছ্বাস অনুভব করলাম। আপনি লিখতে ক'ফোঁটা অশ্রু বিসর্জন দিয়েছেন সেটা ভাবছি।
মানুষ কতটা দুঃখবোধ করলে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করে সেটা আমি মোটামুটি বুঝি। কিছু কষ্ট জীবনের সমস্ত সুখকে ম্লান করে দিয়ে যায়, মুহূর্তে মনটাকে নিথর করে দেয়ার ক্ষমতা রাখে, সবকিছু বিষাদময় হয়ে উঠে তখন, বারবার মনে হতে থাকে স্রষ্টাকে।

খুব সুন্দরভাবে বিষণ্ণতার প্রকাশ করেছেন আপু, ভালো লাগলো কবিতার হৃদয় ছোঁয়া কথামালা।
আপনার বিষণ্ণতা কেটে সুখময় হোক সময়গুলো,
শুভকামনা আপনার জন্য সবসময়।

২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা অনেকবার পড়লাম । আপনার আন্তরিকতা আমায় বিমুগ্ধ করলো । আপনি এতো গভীরভাবে আমার পরিস্থিতি ,আবেগকে বুঝতে পেরেছেন তা দেখে আমি আপ্লুত । আপনাকে , এরজন্য যদি কৃতজ্ঞতা জানাই তাও কম বলা হয়ে যাবে । আসলে আপনাদের মতো কিছু মানুষের জন্য পৃথিবীটা এখনো বসবাসের যোগ্য আছে । নাহলে যেদিকে দেখি সব দিকেই যন্ত্র নজরে আসে । কে্উ যদি চেঁচিয়ে বলে ' আমার কষ্ট হচ্ছে ' , তাও কেউ শুনবে না! যতক্ষণ না সে মারা যাচ্ছে । কারণ মারা গেলে মোমবাতি মিছিল করা যায় , ভারচুয়ালে লিখে লাইক ,কমেন্ট পাওয়া যায়!

আপনি ভালো কবিতা লেখেন , সেই সাথে একথা আগেই জানতাম । আপনাকে হয়ত বলেছি । আসলে , পাঠক মানে আমার কাছে ঈশ্বর । স্টেজে কখনো উঠলে আমি প্রণাম করে উঠি । লেখার ক্ষেত্রে পাঠকই ঈশ্বর । আজ তা টেরও পেলাম । এই লেখাটায় ঈশ্বরের প্রতি নিবেদন ছিল । আপনার মন্তব্য পেয়ে মনে হোলো আমার সেই নিবেদন গৃহীত হয়েছে ।

আজ , আপনার কাছ থেকে প্রথম লাইকটা পেয়ে খুব ভালো লাগছিল । যাহোক , আপনাকে কিভাবে ধন্যবাদ দেবো তা আমার জানা নেই তাও অনেক ধন্যবাদ জানবেন ।
আপনার শুভকামনা শ্রদ্ধার সাথে নিলাম আর আপনাকেও শুভকামনা ।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৯

কাওসার চৌধুরী বলেছেন:


@নীল পরি এবং @নীল মনির মাঝে প্যাচ লেগে যায়!!!
...............পোস্ট দু'টিও পাশাপাশি।

সোনালী চুলের নীল পরির কবিতাটি কিন্তু পরির মতো চমৎকার।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৩

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫২

ইমরান আল হাদী বলেছেন: সুন্দর কবিতা।

২৮ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:২৪

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৭| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: প্রতিমন্তব্যে এতটা প্রশংসা করেছেন যার যোগ্য আমি নই, বেশ কয়েকবার পড়েও কিভাবে কৃতজ্ঞতা জানাবো ভেবে পাচ্ছি না। আপনার প্রতিমন্তব্য আমার জন্য যেমন প্রেরণাদায়ক উৎসাহের তেমনি আপনার সহজ সরল মনের প্রতিচ্ছবি। দুনিয়াতে ভালো মানুষ গুলো, বিবেকবোধ সম্পন্ন মানুষ গুলোই বেশি কষ্ট পেয়ে থাকে। স্রষ্টা যেন ভালো মানুষদের সবধরনের কষ্ট সহ্যকরণের ক্ষমতা দিয়েই সৃষ্টি করেছেন। প্রতিমন্তব্য পড়ে আনন্দিত যেমন হয়েছি, তেমনি আপনার মানসিক বিষণ্ণতা চিন্তা করে কষ্টবোধ হচ্ছে আমার। আপনি ভেঙে পড়বেননা আপু, সময় একরকম যায় না কখনওই। আপনার মেঘলা আকাশে চকচকে সূর্যর আলো ফিরে আসবেই।

মনের কষ্ট মনে পুষে রাখতে নেই, এভাবেই প্রকাশ করতে থাকুন অবিরত। দেখবেন একসময় কষ্টের ভার অনেকটা কমে গেছে। অলসতা কাটিয়ে লিখতে থাকুন, মনে প্রফুল্লতা ফিরে পাবেন আমি নিশ্চিত।

আপনার মন আকাশের সকল মেঘ সরে গিয়ে জেগে থাকুক সূর্য সর্বক্ষণ,
শুভ প্রত্যাশা সবসময়।

অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেননা প্লীজ

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৩

নীলপরি বলেছেন: অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেননা প্লীজ --

প্রথমেই বলি যে আমিও অনেক কথা বলি , মানে বলতে ভালোবাসি । টাইপ করতে যতো আলসতা আসে । সেই সাথে এখন একটু অসুস্থও । আর তার থেকেও ভালোবাসি অন্যের কথা শুনতে । তাই এই কথাটা আর বলবেন না প্লিজ ।

আপনি , আবার এসে এতো সুন্দর করে আমায় বুঝিয়ে বলেছেন যে আমি অভিভূত । অন্যের দুঃখে আহা বলা সহজ ! কিন্তু অন্যের বেদনা বোঝা কঠিন । আপনি যে আমার পরিস্থিতি উপলব্ধী করতে পেরেছেন , এটা জেনে আমার ভালো লাগলো । আপনার সহমর্মীতা আমাকে উৎসাহ দিল নতুন করে ভাবার । যে কোনো পরিস্থিতিতে পাশে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।
আপনার শুভকামনা শ্রদ্ধার সাথে নিলাম আর আপনাকেও শুভকামনা ।
খুব ভালো থাকুন সবসময় ।

৮| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:৫২

রাত জাগা তারা ও আমি বলেছেন: হাই নীলপরি।কিছুই বুঝতে পারলাম না।খুব কঠিন অসুখ।বুঝতে সময় লাগবে। #:-S

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৫

নীলপরি বলেছেন: হুম । তা ঠিক ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৯| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ২:২৫

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। না হ্য় বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে। মহান রব যেন তাই করে দেয়। কবিতা ভালো লেগেছে।

২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:০২

নীলপরি বলেছেন: হুম , ঠিক বলেছেন ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

১০| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৯

রাজীব নুর বলেছেন: পরী সুন্দর কবিতা।

এই গরমে পার্কে নিয়ে বাদাম খাওয়ানোয় মেয়েটা রেগে গিয়ে বলেছিল,'এটা কোনো জায়গা হলো? এসি আছে এমন কোথাও না নিয়ে গেলে ব্রেকআপ!' :/
ছেলেটা তাদের ব্রেকআপ হতে দেয় নি,এখনো মেয়েটি আইসিইউ তে ভর্তি..

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৪

নীলপরি বলেছেন: দারুণ লাগলো আপনার গল্পটা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১১| ২৮ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: সখি,

কবিতা বিষাদময় হয়েছে... :(



৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৬

নীলপরি বলেছেন: হুম! ঠিকই বলেছেন বন্ধু । বিষাদ যেন আটকে গেছে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

নীলপরি বলেছেন: উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১২| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:০৫

মনিরুল ইসলাম বাবু বলেছেন: কবিতাটি পড়ে বিষাদের আয়নায় নিজের প্রতিবিম্ব খুজছি। +

০১ লা মে, ২০১৮ রাত ৯:০৪

নীলপরি বলেছেন: সহমর্মীতার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৩

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা ভাল লেগেছে ।
ব্যাথাতুর চোখে দেখা
বিষাদের জলে বিসর্জিত
চাঁদকে রেখে গেলাম
পুর্ণিমার চাঁদের মত
জ্যোৎস্নাময় স্বচ্ছজলে,
কামনা করি দুর হোক
মনের কোণে জমে থাকা
বিষাদের সকল কালোছায়া
মসলিন-জ্যোৎস্নার পরশে।

শুভেচ্ছা রইল

০১ লা মে, ২০১৮ রাত ৯:০৭

নীলপরি বলেছেন: পোষ্ট যেমনই হোক আপনার মন্তব্যগুলো তাকে সম্পদশালী করে । অসাধারণ লাগলো আপনার মন্তব্য ও ছবি ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবির বিষণ্ণতা পাঠকের মনেও সংক্রমিত হল! বিষাদকে কি বিসর্জন দেয়া যায় না?

০১ লা মে, ২০১৮ রাত ৯:১৫

নীলপরি বলেছেন: চেষ্টায় আছি ।
অনুপ্রেরণা পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

আখেনাটেন বলেছেন: তাই ,আজ সব স্মৃতির বিষাদের অঞ্জলি তুমি
গ্রহণ করো প্রভু!
সমস্ত বিষাদের স্মারক চিহ্নগুলোকে স্মৃতিহীন করে
আমার পরিত্রাণ করো!
-- আনন্দ-বেদনা নিয়েই জীবন। নিরবচ্ছিন্ন সুখ বা নিরবচ্ছিন্ন দুঃখ বলে কিছু নেই।

তবে আপনার কথা অনুসারে প্রভু যদি আমাদের বিষাদগুলোকে লাঘব করে কষ্টটাকে সহজ করে দেয় তবে বেঁচে থাকাটা অর্থবহ হয়ে উঠে। কিন্তু প্রভু কি তা করেন?

০১ লা মে, ২০১৮ রাত ৯:১৭

নীলপরি বলেছেন: সেই তো । তিনিই তো ভরসা ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৮:৩৮

ধ্রুবক আলো বলেছেন: গাজী ভাইয়ের মত বলতে হয়, বেশ কঠিন শব্দ। কবিতা ভালো লেগেছে +

০১ লা মে, ২০১৮ রাত ৯:১৮

নীলপরি বলেছেন: উৎসাহ পেলাম ।
অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৬

জাহিদ অনিক বলেছেন:



স্মৃতিটুকু চলে গেলে আর থাকেই বা কি!
তখন তো আর নক্ষত্রকেও নক্ষত্র বলে মনে হবে না।
কবিতা বরাবরের মতই। ভালোলাগা রইলো

স্মৃতি মুছে ফেলা নিয়ে একটা সিনেমা দেখেছিলাম অনেক আগে। eternal sunshine of the spotless mind।

০১ লা মে, ২০১৮ রাত ১১:১০

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো ।

ফিল্মটা দেখার ইচ্ছে হচ্ছে ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৮| ৩০ শে এপ্রিল, ২০১৮ সকাল ৯:৫৫

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে নীলপরি।

০১ লা মে, ২০১৮ রাত ১১:১১

নীলপরি বলেছেন: অনুপ্রাণিত হলাম ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৯| ৩০ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৬

কাওসার চৌধুরী বলেছেন: নতুন পোস্ট কই!!!

০১ লা মে, ২০১৮ রাত ১১:১৩

নীলপরি বলেছেন: আমার লেখার কথা মনে করেছেন দেখে ভালো লাগলো ।

আজই দিলাম । :)

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২০| ০২ রা মে, ২০১৮ দুপুর ১২:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: উরিব্বাবা!!!

এমন দারুন কবিতা মিস হয়ে গেছিল!!!
অবশ্য গতমাসে আমি ব্লগে খুব বেশী সময় দিতে পারিনি- পোষ্ট মাত্র ২টা! তাই অনেক কিছূ মিস করেছি!

স্মৃতির বিষাদ সন্ত্রাস! বাহ দারুন বলেছেন তো!
মুছে যাক যাতানারা
স্মৃতি গুলো সূখ লয়ে শুকতারা হয়ে থাকুক হৃদাকাশে
অবসরে জীবনের সুখ খুঁজতে গিয়ে
উঁকি দিয়ে দেখব সে তারা
বিষাদের সাথৈ সূখ স্মৃতিগুলো হুরমুড় মনে পড়ে যাবে
বিষাদ সূখে কাটাকাটি করে
সূখটুকু পুড়ে নেব হৃদয়ের গহনে :)

+++++

০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নীলপরি বলেছেন: পড়েছেন যে এতেই আমার খুব ভালো লাগলো। আর আমিও ব্লগে অনিয়মিত হয়ে পড়ছি মাঝে মাঝেই! আমারও অনেকের লেখা পড়া বাকি থেকে যাচ্ছে।
হুম, বিষাদ বড়োই সন্ত্রাসী! :)
আপনার মন্তব্য খুব ভালো লাগলো। বিষাদকে দূরে সরানোর চেষ্টায় আছি!

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২১| ১৮ ই মে, ২০১৮ রাত ৮:৩৫

নীহার দত্ত বলেছেন:



মানুষের অক্ষমতা, তারা কেবল দুঃখের স্মৃতিগুলোই অমর করে রাখতে জানে। সুখের সময়গুল যেন তাদের ছিলই না


কবিতা ভালো লেগেছে

১৮ ই মে, ২০১৮ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: কবিতা ভালো লেগেছে শুনে ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২২| ২১ শে মে, ২০১৮ ভোর ৫:১৩

একজন নীলমেঘ বলেছেন: আমরা সবাই স্মৃতিকাতরতায় বন্দী। আর এই স্মৃতিকাতরতাই বিষাদকে টেনে নিয়ে আসে। তবে যাই হোক, কবি বলেছেন 'যাতনা যাতনা কিসের যাতনা? বিষাদ এতই কিসের তরে? যদিই বা থাকে, যখন তখন কি কাজ জানায়ে জগৎ ভরে?' খুব ছোট বেলায় এই কবিতাটা পড়েছিলাম আর হৃদয়ে ধারণ করেছিলাম। যাই হোক, আশা করছি বিষাদ থেকে বের হয়ে এসেছেন। ^_^
আর একদম বিষাদে থাকবেন না, কেউ একজন বলেছে পরিদের বিষাদে থাকতে নেই। ;)

২৬ শে মে, ২০১৮ দুপুর ১:১৮

নীলপরি বলেছেন: আপনার পজিটিভ মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা।

২৩| ২৪ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৯

খায়রুল আহসান বলেছেন: শক্তিশালী কবিতা। একটি বিষাদগ্রস্ত মনকে আরও বেশী করে বিষাদগ্রস্ত করে তুলতে পারে, আবার পরিত্রাণের পথও দেখাতে পারে- প্রার্থনা।
অনেক দেরীতে পড়লাম। আশা করছি, এতদিনে বিষাদ কিছুটা হলেও কাটিয়ে উঠেছেন এবং অসুস্থতা থেকেও আরোগ্য লাভ করেছেন।
জলের অতলে কতটুকু দেখা যায়?
কবিতার দ্বিতীয় স্তবকটা যেন বিষাদের ভয়াবহতার একখন্ড চিত্ররূপ!
কবিতায় ভাল লাগা + + রেখে গেলাম।

২৫ শে জুন, ২০১৮ রাত ৯:৩০

নীলপরি বলেছেন: এখন অনেকটাই সুস্থ আছি স্যর । আর ক্ষত কিছু ক্ষতি করেই দেয় । তবে ফিনিক্সের মতো হওয়ার চেষ্টায় আছি ।
আপনার মন্তব্যে অনেক উৎসাহ পেলাম ।
সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা

২৪| ০২ রা জুলাই, ২০১৮ রাত ১০:০৪

রাকু হাসান বলেছেন: নীলপরি নামটি ও খুব সুন্দর । আপনার কবিতাও ... এমন করে সবাই লেখে না কেন ! আমি নতুন ব্লগে তবু কনে জানি মনে হয় ,প্রথম পাতায় মানহীন কবিতাও আসে ...আমি চাই আপনারা বেশি বেশি লিখুন ,,,,পড়তে খাকি ভালো লাগছে খুব ++

০৫ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫০

নীলপরি বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.