নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

ইসলাম ধর্মের সাথে জামাত,শিবিরের যে সম্পর্ক অন্য দলগুলোরো সেই সম্পর্ক ।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

কুরআন বা হাদিসে কোথাও কি লেখা আছে , (ইসলামের সাথে জামাত, শিবির করা বাধ্যতামূলক)। জামাত , শিবির মূলত ভিন্ন দলীয় নীতিমালা সম্পন্ন রাজনৈতিক দল। তাদের সাথে ইসলামের যে রকম সম্পর্ক অন্য দল গুলোরো ইসলামের সাথে ঠিক তেমনি সম্পর্ক । আর তা হল দলের নেতারা ইসলাম ধর্ম পালণ করে। তবে যদি জামাত, শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি নিন্দা জানিয়ে কিছু লিখা হয় তাহলে আপনারা অর্থাত্‍ মুসলমান ভায়েরা তাকে ইসলাম ধর্মের সাথে তুলনা করেন কেন?

ইসলাম ধর্ম হল আল্লাহপাকের মননিত এক মাত্র পূর্ণাঙ্গ জীবণ বিধান এর সাথে আপনারা জামাত, শিবির, আলকায়েদা, তালেবানের তুলনা করেন কেন? এই দলগুলো ভিন্ন দলীয় নীতিমালা সম্পন্ন ভিন্ন দল। যারা মনে করেন জামাত, শিবির কে গালি দিলে ইসলাম ধর্মকে গালি দেওয়া হয় তারা ভুল মনেকরেন। ইসলাম ধর্ম একমাত্র ইসলাম ধর্মই। এর সাথে জামাত, শিবির , আলকায়েদা, তালেবানের কোন সম্পর্ক নেই। তবে এই দলগুলো দাবী করে যে তারা ইসলামীক দল । কিন্তু যদি তাও হয় তবে এটা নিশ্চয় জানেন যে "হাসরের ময়দানে এ রকাম ৭৩ কাতার দল হবে। আর তার মধ্যে থেকে শুধু মাত্র একটি দল জান্নাতে যাবে আর তারা হল আল্লাহ ও তার রাসূল(সাঃ) এর অনুসারি।" কিন্তু জামাত , শিবির তো এখন ভিন্ন দলীয় নীতিমালা সম্পন্ন সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.