নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

তবু কেন রাতের অন্ধকারে ব্লগারদের বাড়ি বাড়ি থেতে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে?

০৩ রা এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

আল্প আল্প করে শুরু হওয়া ব্লগারদের আন্দোলন দেশে এখন একটি গ্রহণযোগ্য ও চূরান্ত সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। দেশের দ্বায়িত্বশীল মেধাবী তরুণ - তরুণীরা এখন ব্লগিং এর মাধ্যমে দেশের চলমান কলুশিত রাজনীতির বিপক্ষে আন্দোলন গড়ে তুলেছে। পাশাপাশি তারা দেশদ্রোহী- রাজাকারদের ফাঁসির দাবীতেও চূরান্তভাবে আন্দোলন শুরু করেছে। এবং ব্লগার দের ডাকেই একযোগে সারাবাংলার স্বাধীনতাপ্রীয় মানুষ গুলো হাজির হয়েছে শাহবাগ চত্ত্বরে এবং দেশের বিভিন্ন জায়গার আন্দোলনের মঞ্চে। গণআন্দোলনের জোয়ার শুরু হয়েছে দেশে। দেশের মানুষ এখন বিশ্বাসঘাত খুনি- ধর্ষক রাজাকার, আলবদর, আলসামস ও শান্তি কমিটির সদস্যদের ফাঁসি চায়। এরা দেশের প্রধান শত্রু ছিল, বিশ্বাসঘাতকতা করে এরাই মুক্তিযোদ্ধাদের পরাজিত করতো তখন। এদের ফাঁসি হতেই হবে। সচেতন ব্লগারদের ডাকে দেশে আজ দেশদ্রোহী- রাজাকারদের সঠিক বিচারের জন্য দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তরুণেরা স্বাধীনতাকে নতুন ভাবে সম্মান করতে শিখেছে। তবু কেন ব্লগারদেরকে মিথ্যা অপবাদ দিয়ে রাতের অন্ধকারে বাড়িথেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে? বিভিন্ন ব্লগ সাইট বন্ধ করে দেওয়া হচ্ছে? কেন এর জবাব চাই? হয়ত দু এক জন নাস্তিক ইসলাম কে কটাক্ষ করে ব্লগ লিখেছে, কিন্তু সরকার সেই দু একজন কে ধরার নাম করে যারা জীবণে ইসলাম কে কটাক্ষ করে ব্লগ লিখেনি তাদেরো উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছ? এ অত্যাচারের বিচার চাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.