নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

কৌতুক যখন সত্যি হয় ....

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২

একটি কৌতুক,

সাংবাদিকঃ লংমার্চ কেন করছেন?

হেফাজতিঃ নাস্তিক ব্লগারদের বিচারের দাবীতে।

সাংবাদিকঃ নাস্তিক ব্লগারদের তো বিচারের সম্মুক্ষীন করছে সরকার।

হেফাজতঃ তাহলে গাড়ি অবরোধ করলো কেন?

সাংবাদিকঃ নাস্তিক ব্লগার রা বিচারের সম্মুক্ষীন হয়েছে তা জেনেও আপনারা লংমার্চ করছেন এটা যুক্তসঙ্গত নয়, তাই আপনাদের অযৌক্তিক লংমার্চ ঠেকাতে গাড়ি বন্ধ করা হয়েছে।

হেফাজতঃ ধুর পাখনা সাংবাদিক এত সত্যি কথা কেমনে কস? সালা তুই নাস্তিক, তুই নাস্তিক।

সাংবাদিকঃ কি বলিশ আমি আমারদেশ পত্রিকার সাংবাদিক(কৌতুক অর্থে) , আমারে নাস্তিক বলিশ। এই শালার হেফাজতিগেরে রগ কাট... ।

হ্যাঁ এটাই ছিল কৌতুক। কিন্তু গতকাল এবং আজকের বিভ্রান্তি কর লংমার্চ এই কৌতুকটাকে সত্যি প্রমাণ করেছে। সরকার কতিপয় কথিত নাস্তিক ব্লগ লেখক কে বিচারের সম্মুক্ষিন করেছে এটা জেনেও হেফাজতে ইসলাম দলটা ঐ একি কথা বলে লংমার্চ করছে, তাদের দাবী নাস্তিক ব্লগারদের বিচার করতে হবে এবং সরকারো কথিত নাস্তিক ব্লগার দের বিচারের সম্মুক্ষিন করেছে। তবুও তারা এই বিচারের কথা বলে লংমার্চ করছে? তাদের মূল উদ্দেশ্য কি? তাহলে কি এটাই প্রমাণিত হয় না যে, তারা এই বিভ্রান্তি ছড়িয়ে যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করছে? আর " তারা যদি ধর্মবিরোধী ব্লগ লিখে থাকে এবং বিচারের সময় যদি তারা ভুল স্বীকার করে ও তওবা করে তবে কি এটাই তাদের সঠিক বিচার নয়?" এবং এটাই ইসলাম সম্মত সঠিক বিচার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.