নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

টার্গেট

০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৩১

একটা যুদ্ধের কি কি শর্ত থাকে তা বোধ হয় ভুলে গেছি সবাই। যুদ্ধ করছে এমন দুইটি পক্ষের মাঝে ক্ষমতার যে একটা সমতা থাকা উচিত এটাও বোধ হয় গেছি ভুলে। একটুও আর সজাগ নেই কেউ। একজন লেখক তাঁর লেখায় অন্যায়ের প্রতিবাদ করছে বলে তাঁর প্রতিপক্ষরা তাঁকে হত্যার হুমকি দিচ্ছে, হত্যা করছে। যারাই তাদের লেখায় ঐ প্রতিপক্ষ শত্রু গোষ্ঠীদের দুর্বলতার কথা লিখছে, যখন এরা ধর্মের বিশ্বাসের জায়গাটা ব্যাবহার করে তাদের ইসলামিক দলে সদস্য বৃদ্ধি করছে তখন ধর্মকে ব্যবহার করার জন্য তাদের কটাক্ষ করে লিখছে তারাই টার্গেট হচ্ছে তাদের। অথচ শুধু প্রতিপক্ষ গোষ্ঠী কেন বর্তমানে গোটা পৃথিবীতে যত ঈমানদার মুসলিম আছে তাদের কেউই পারবে না সকল মানুষকে মুসলমান করতে কারণ শেষ নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর সময়েও অসংখ্য কাফের , ইহুদী বেঁচে ছিল। থাক সেসব কথা, মূল কথা হচ্ছে ইসলাম নিয়ে কথা বললেই কিংবা কটাক্ষ করার কারণে হত্যা করা হচ্ছে এটা যারা বলে বেরাচ্ছে তাঁরা কারা? নিশ্চয় তাঁরা কোন ইসলামিক দলের সদস্য। আচ্ছা দশ জন লেখক ধর্মকে কটাক্ষ করে লিখলেই কি সারা বিশ্বের মানুষ ধর্মকে ঘৃণা করবে? নাকি মনে প্রাণে যারা ধর্ম বিশ্বাস করে তারা তাদের বিশ্বাসকে আরো দৃঢ় করবে? আপনারাই বলুন দশ জনের ধর্মকে কটাক্ষ করা লেখাতেই কত জনের ঈমান নষ্ট হবে? খুব বেশি যদি হয় লোকেরা তাদের ধর্মকে কটাক্ষ করা লেখা পড়ে ঘৃণা করবে তাদের। সবসময় দূরে সরে থাকবে। খারাপ চোখে দেখবে। অথচ প্রতিপক্ষ ইসলামিক দল গুলো একের পর এক লেখকদের হত্যা করছে এই মিথ্যে অপবাদ দিয়ে। প্রত্যেকটা লেখাই কোন কোন পক্ষের ভাল কিংবা মন্দ দিক তুলে ধরে। যেসব মুসলিম গোষ্ঠীরা এদেশে ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছিল তাদের দুর্বল জায়গা গুলো সম্পর্কে লিখে তাদের আঘাত করা হয়েছে। যুক্তিতে টেকার জন্য হয়তো বা ধর্মকেও কটাক্ষ করা হয়েছে। কিন্তু প্রতিপক্ষরা এর জবাব দিচ্ছে হত্যা করে। অথচ লেখকের যুদ্ধ করার ক্ষমতা যেখানে শুধু মাত্র বিবেক আর কলম সেখানে প্রতিপক্ষ অস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ছে, হত্যা করছে। আমি এই যুদ্ধটার কথাই বলতে চাচ্ছি। এটা অনেক আগেকার কথা। বছর পাঁচেক আগে থেকে এই যুদ্ধ। অথচ যুদ্ধে ক্ষমতার সমতা নেই। চোরা গোপ্তা হামলা করে প্রতিপক্ষের অবৈধ দলকে ধ্বংস করার ক্ষমতা এসব ব্লগারদের নেই কিন্তু প্রতিপক্ষের আছে এবং তাঁরা চোরা গোপ্তা হামলা করে একের পর এক লেখকদের হত্যা করছে। এভাবে কি যুদ্ধ হয়? স্রষ্টা (আল্লাহ, একমাত্র ইশ্বর) কি দেখেন না যে এখানে একটা গোষ্ঠী অপর একটি গোষ্ঠীর মানুষদের হত্যা করছে অথচ তাঁরা দুর্বল। দেশের মাঝেই যেন অন্য এক দেশে রয়েছে তাঁরা। কি নির্মমতা যেখানে নেই কোন প্রশাসনিক সাহায্য কিংবা আইনত সুরহা। একের পর এক টার্গেট করে হত্যা করা হচ্ছে। অভিযোগ করা হচ্ছে নাস্তিক, ধর্মকে কটাক্ষ করে। যদি তাই হয় তবে ঐ নাস্তিক এবং ধর্মকে কটাক্ষকারীদের দেশের জনগণের হাতে তুলে দিন, দেখি জনগণ তাকে হত্যা করে কিনা। তা না করে কতিপয় ইসলামিক দলেরা কেন হত্যা করছে ? তারাই কি শুধু ধার্মিক অন্যরা নয় কি? নাকি আসল কথা নানা দিক থেকে লেখার কারণে তাদের দলের দুর্বলতা প্রকাশ পাচ্ছে এটাই হত্যার কারণ? নাকি যুক্তিতে হেরে যাওয়ার কষ্টের কারণেই এসব হত্যা করছে? টার্গেট করছে অথচ জনগণকে দিচ্ছে লাশ আর মুখে বলছে নাস্তিক যাতে লোকেদের কাছে হত্যার গ্রহণযোগ্যতা পায়। যদি এই হয় তবে কেন লেখকদের ক্ষমতা নেই রুখে দাঁড়াবার?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.