নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

তোমার কাছে যাব

১৩ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৫

যতটা কঠিন কবিতা,কঠিন ততটা নয় এই প্রকৃতি।
যেমন সবুজ গ্রামে যেখানে শরৎ এবং হেমন্ত,
যেমন সেই গ্রামের যেখানে সকাল আমার অনন্ত।
ঋতুর বদল সহজ এদেশে যতটা
চোখে দেখাটা ততটা সহজ নয়।
ব্যস্ত শহরে দাঁড়িয়ে কোন স্বচ্ছ কাচের জানালায়,
প্রকৃতির রূপ যায় না দেখা,হয় না পাওয়া তোমায়।
তুমি যে ভালবেসেছ শীতের মায়ায়,
বসন্তে এবং গ্রীষ্ম ও বর্ষায়।
তোমায় পেতে হলে যেতে হবে তোমার দেশে,
রয়েছ তুমি সেখানে আপন বেশে।
অথৈই জলের মাঝে যে পথটি ধরে আসব,
জানি গো আমি মুগ্ধ হয়ে তোমার প্রেমেই রইব।
না পেলে সেখানে তোমায় ছুটব হয়ত বগুড়ায়,
যেখানে অনেক দূরের গ্রামের পর পেরিয়ে গ্রাম,
পৌঁছাব গিয়ে মাষ্টার মশায়ের বাড়িতে সন্ধ্যায়।
দাদু হয়ত আবার অপেক্ষায় আছেন।
যেতে হবে আমার মায়ের কাছেও,
দাঁড়িয়ে দাঁড়িয়ে হারিয়ে যাওয়ার গল্প করব আমরা।
তাছাড়া মাকে বলে তোমার খোঁজও ভাবছি করব,
তোমার মত করেই ঠিক তোমার পিছু নিব।
হয়ত অনেক সহজেই পাব দেখা
কিংবা লুকিয়ে লুকিয়ে আমায় দিবে ব্যথা।
মনেতে যে ভালবাসা আছে আমার
তা কেবল তোমারেই চেনে,
তোমার কথাতেই পড়ে প্রেমের টানে।
কিন্তু এই প্রেমের পূর্বের ইতিহাসটা কেউ জানে না।
কবেকার তুমি যে কেবল গল্প করতে একটানা,
হাসতে হাসতে তাকাতে আমার দিকে
আমিও তোমায় দেখতাম থেকে থেকে।
সোনার দেশের এই প্রাণের প্রেম ছেড়ে একা,
গিয়েছ চলে প্রিয়তমা তুমি হয়নি তো আর দেখা।
কবিতা অনেক সহজ লাগত তোমার,
কিন্তু আমার কাছে তা নয়
ঐ কবিতাতেই ছিল আমার ভয়।
এখনো আমি তাই কবিতাতেই খুঁজি তোমায়,
জানি না তুমি রেখেছ কি মনে আমায়।
অনন্ত কালের প্রেম হতে জেনেছিলাম
প্রকৃতির খুব কাছা-কাছি আমরা ছিলাম,
আমি তুমি আর প্রকৃতি যেমন
ঠিক তেমনি আমরা অতীতেও ছিলাম।
প্রেমের রহস্যে থাকত ঘেরা প্রকৃতি
সেটাই আমাদের প্রেমের সুখের স্মৃতি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.