নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

কথা হয় না শেষ

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৪

আমার কথা হয় না শেষ, তবু-
বলতে বলতে যাই থেমে,
অধিকার চেয়ে চেয়ে
না পাওয়ার দলে যাই নেমে।
স্বপ্ন তবু সত্যি হবে এই ভেবে
মনের শত হতাশা যাই ভুলে,
স্বপ্ন যাদের পূরণ হবে আগামীর
তাদের সাথেই মন মিলাতে চাই সকলে।
নষ্ট এই জীবনের মাঝে
আর কোন সুখ অবশিষ্ট নাই, তাই-
চোখের আড়ালে খুব গভীরের অজানায়
নিরবে চাই যেতে হারিয়ে !
যেখানে কোন বেদনা নাই,
সুখ যেখানে অন্যের নাই,
স্বপ্নময়ী থাকে যেখানে, সেখানে যেতে
চাই।
আমার কথা হয় না শেষ, তবু-
বলতে বলতে যাই থেমে।
তাকিয়ে থাকি স্বপ্নের পানে
দেখি কি আভাস পাই!
এক পলক লজ্জার সাড়া মিলে মাঝে মাঝে,
বলে "যাও গে হারিয়ে"।
সমস্ত আশা নিরাশা করে দিয়ে
কথাটা যেন শূলের মত বিঁধে!
এক বার, বার বার করে
ধ্বনিত হতে থাকে হৃদয়ে।
ভাববার অবকাশ পেলে তবু দেখি,
ভাবনা গুলোকে যেন নদীর ঢেউ এর মতই লাগে!
একই রকম কিন্তু আলাদা আলাদা,
প্রেমীকার মত স্বাধীন আর শৌখিন।
একটার পর আরেকটা ভাবতে ভাবতে
ঘুম নেমে আসে চোখে,
সবকিছু থেমে যায় ধীরে ধীরে
গাঢ় হয়ে উঠে নিস্তব্ধতা।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৩৮

রাজীব নুর বলেছেন: একমাত্র মৃত্যু'ই কথা বন্ধ করে দিতে পারে।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: কোন ভাবেই আর পারি না। অথচ আমাকে পরাজিত করানো কথা চলতেই থাকে। আমি ভাল হই, তার পর অনেক ভাল এবং নির্ভুল হই তবু চলতেই থাকে। আমার সুখ হয় না অনন্তকাল ধরে।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৭

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ তো স্বপ্নে কথা বলুন। বাকি কিছুটা জেগে থেকে রাতের আকশে চাঁদ দেখুন।সেটা আমরা কবিতাতে পেতে চাই।
শুভ কামনা রইল।

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪২

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: জ্যোৎস্না রাতে একা নিশ্চুপ কেটেছে অনেক সময়। কেউ নেই তবু কাউকে বুঝতে পারার দোষে হয়েছি অপরাধী। শিশুর মত কেঁদেছি কত কত বার। অপেক্ষা করেছি কষ্টের অবসানের। কিন্তু কথা মিলে না। কথা শেষ হয় না, জীবনভর কেবল বেদনা আর বেদনা।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৩

নীল মনি বলেছেন: সুন্দর প্রকাশ :)

০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ✌ প্রকাশের অনুভূতি প্রাপ্তিতে মিলে না। মন্তব্যে ভাল লাগা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.