নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

যার ঘর হয় না আবার

০৩ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

যার ঘর হয় না আবার
অথচ বয়স যায় বেড়ে,
যার মন পাওয়া হয় না আবার
অথচ অনেক কষ্ট করে।
যার সুখ হয় না জীবনে
অথচ সুখীর মত অভিনয় করে,
হারিয়ে যাওয়া প্রাণের শোকে
বেদনায় ম্লান হয়ে থাকে।
তার কথা কাউকেই বলতে শুনি না।
যৌবন তার হারিয়ে গেছে
একলা হয়েছে, প্রিয়জন গেছে ছেড়ে,
নিশিথে নিরবে একলা অসুখ খাচ্ছে তারে ধীরে।
তার ঘুম নেই আঁখি পাতে,
অশ্রু সজল চোখের পরে
বেদনারা আসে রাতে।
পথে মাঠে ঘাটে নদীতে বাতাসে মিশে
ফেলে আসা দিন স্মৃতিময় হয়ে ওঠে।
স্নেহের বাঁধন নেই তার
অন্যায় ও অবিচার ঘটে সাথে তার।
ভালবাসা প্রেম আর সুন্দর মন গেছে হারিয়ে
জীবন এখন তার কাটে অনাদরে।
এক অজানা অস্থির মায়া জালে পড়ে
রাজ্যের যত হতাশা তাকে ধরে ঘিরে,
মনে তার প্রশ্ন জাগে বারে বারে-
প্রিয়জন কেন যায় মরে?
আপন জীবন হতে বিতাড়িত হয়ে
আবার কেন তাকে করতে হবে বিয়ে?
তার প্রার্থনায় এক কঠিন দুঃখ আড়াল রয়,
অন্তরে তার ভুলের জন্য অনুশোচনা জন্মায়,
অতীতকে তার ভুলে যেতে মন চায়।
গল্প করতে অনেক ভাল লাগে তার,
কিন্তু পারে না কেউ বুঝতে-
গল্পের আড়ালে তার কত বেদনা লুকিয়ে থাকে।





মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

আকিব হাসান জাভেদ বলেছেন: যন্ত্রণা তাকে চারদিক দিয়ে ঘিরছে দেখছি। সাহায্য হাত বাড়িয়ে সাহায্য করেন । সহযোগিতা তার একান্ত প্রয়োজন । নিরবে এসব মানুষ মন ক্ষুন্য হয়ে আহত হয় । এক সময় নিশ্বেষ হয়ে যায় ।

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:০০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অবশ্যই, কর্তব্য পালনে অনিহা দেখানো উচিত নয়। বাবার মত কিংবা মায়ের মত এমন মানুষের ভালবাসা পাবার অধিকার রয়েছে আমার নিকটে।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬

রাজীব নুর বলেছেন: খুব ভালো হয়েছে।

০৬ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.