নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

প্রিয় মুখ

১৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৮

প্রিয় মুখ ভেসে উঠে স্মৃতির ভেতর
অস্পষ্ট আদর ছুঁয়ে যায় এই মনে,
খুব গোপনে প্রেমের সূক্ষ্ম আলিঙ্গনে
ভালোবাসা তার পেয়ে বসে এ জীবনে।
জানি না কিভাবে হল এই পরিচয়,
ভুলেছি কি ভাবে সব অতীতের এত পরাজয়!
আমার হৃদয়টাকে বিরহের শত জ্বালা হতে
ভালোবেসে করেছে সে জয়।
যখনই একাকী জীবনে-
এসেছে আমার দুঃখ বেদনার ভয়,
তখনই চেনা এই ভালোবাসা এসে
দিয়েছে পাল্টে সেই সময়।
রাতের ঘুমের মধ্যে কিংবা দিনের কাজের মধ্যে
করে থাকি অনুভব তারে,
ভালোবাসায় সে অনন্যা সুন্দরীতমা।
অনুভূতি হতে এতদিনে হয়েছে সে চিরচেনা।
হৃদয় আমার তারে খুব করে কাছে পেতে চায়
ভয়ে ভয়ে থাকি তাই যদি কভু হারিয়ে সে যায়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৪

সনেট কবি বলেছেন: কবিতা ভাল হয়েছে।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:০৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লেগেছে, অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।

২| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: একজন মানুষের অনেক গুলো প্রিয় মুখ থাকা দরকার।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: একমত আমিও, তবে বিয়ের আগে যদি অচেনা তবু প্রিয় মুখ হয়ে যায় কারো কপালে, তাহলে একজন হওয়াই ভাল।

৩| ১৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৭

আকিব হাসান জাভেদ বলেছেন: প্রিয় মুখ
প্রিয় মুখ হারিয়ে যে যায়
সাথে থাকে স্মৃতির অসংখ্য বেদনায় ।
ভুলে যেতে চায়
তবু ও ফিরে এসে কাঁদায় ।

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ১০:১৮

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: স্মৃতিতে হারিয়ে তারে মন ভেঙে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.