নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

ভালোবেসে অভিনয় কর কেন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

ভালোবেসে এতো অভিনয় কর কেন?
ভালোবাসা কারো মিথ্যে হয় না কখনো।
মিথ্যাচারের দেয়াল দিয়ে
ভালোবাসার আনন্দ আমার দিয়ো না মুছে।
ছোট্ট এই হৃদয়ের পাশে আসো ফিরে,
হৃদয়ে হৃদয় মালা করে
অভেদ এ অন্তরটা ভালোবাসা দিয়ে দাও ভড়ে।
ওগো প্রেমের অপ্সরী, অভিমান যাও তুমি ভুলে,
জ্যোৎস্না রজনী তলে-
প্রেমের প্রমত্ত আবেদন নাও মেনে।
বিরহজ্বালার মাঝে অলক্ষিত ভাবে পথ চলা
কিংবা অবহেলিত বা বঞ্চিত হয়ে জীবন পার হওয়া
ভালো লাগে যদি তবে চাইব না ভালোবাসা আর
একাকীই রয়ে যাব নিরবে স্মৃতি হয়ে তোমার।
তাছাড়া অন্য উপায় নেই বাকি কোনো,
অচেনাই রয়ে গেছে কাঙ্ক্ষিত মুখচ্ছবি তোমার।
আমি ভালোবাসি তোমার অশরীরিণী মনটাকে,
প্রেমাত্মার কাল্পনিক ছোঁয়া
দারুণ মুগ্ধ করে আমাকে,
কিন্তু বাস্তবে কোথাও দেখিনি তোমাকে।
তবুও তোমার ক্রোধ, তোমার আবেগী ভালোবাসা
সব অনুভব করি আমি।
তোমাকে তাই অনেক বেশি ভালোবাসি
ব্যাকুল হৃদয় নিয়ে তোমার আশায় বসে থাকি।
সময়কে অনুরোধ করি পাইয়ে দিতে তোমায়।
কালের সাক্ষী হারিয়ে যায় মেনে হার,
পারে না চেনাতে তবু প্রেমিকার মন
যা আছে গোপনে মিশে গিয়ে প্রাণে প্রাণে
ভালোবাসা হয়ে দুজনার।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩০

বলেছেন: সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন ভালো লাগলো

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্যে ভাললাগা জানবেন। অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আপনার প্রতি।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: পানির নিচে যে মাছ বাস করে, সেই মাছ যদি বলে 'অামি পানি খাই না'
এই কথা কী বিশ্বাস করা যায়...?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: পানিতে অক্সিজেনের অভাব হলে মাছ ধীরে ধীরে মরে যায়। মাছ পানি খায় না। বিশ্বাস করতে হবে না। বিশ্বাস করতে অনেক ঝামেলা। শুধু শুনলেই হবে।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তোমাকে তাই অনেক বেশি ভালবাসি
ব্যাকুল হৃদয় নিয়ে তোমার আশায় বসে থাকি।

ভালবাসা চিরন্তন কখনো হারায়ে যায় না ।
............................................................................................................

০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: =p~ :`>

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৩

নীল আকাশ বলেছেন: কবিতাটা ভাল লাগলো কিন্তু আপনাকে বানান নিয়ে আরও কাজ করতে হবে-
নীচের বানান গুলি ঠিক করে দিন
ভড়ে - ভরে, জোস্না - জোৎস্না, উপায়ো - উপায়ও, অশরীরী - অশরীরি,
আপনি রাকু হাসাম ভাইয়ের একটা পোস্ট আছে বানানের, সেটা ভালো করে পড়বেন!
শব্দের কিছুটা পারমুটেশন চেঞ্জ হলে চমৎকার লাগত আবৃত্তি করতে!
ধন্যবাদ!

১৮ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: অনেক দিন পরে দেখলাম। ঠিক করে নিয়েছি। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.