নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

হচ্ছে ক্লান্ত প্রেমিকের মন

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩০

সত্যকে আড়াল করে রাখা প্রিয়জন
গোপনের ভালোবাসা থাকে আজ ভুলে,
বিরহের মাঝে মাঝে অচেনা মনের মায়া দিয়ে
প্রেমিক অশ্রুতে ঈর্ষার দুর্নাম তোলে।
জানি না কেউ শুনেছে কি না,
এসব কথা রয়েছে লেখা এই মনে।
ক্লান্ত প্রেমিক দেখি যখন
বাঁচবার চেষ্টায় উন্মত্ত হয়ে গিয়ে
নিজেকে গড়তে চাচ্ছে অন্যের ছাঁচের ন্যায় স্পষ্ট,
প্রেমের নামে তখনো সেই প্রিয়জন দেয় কষ্ট।
কাকে বলবেন এই প্রকট অনিষ্ট?
শোনবার বাকি নেই কেউ,
দেখবার আর নেই বাকি আজ কেউ,
তবুও হয় না কোন এর সমাধান।
অপমান কত আর হবে,
মনের মানুষ কেন নিরবে এতটা ব্যথা দিবে?
কোন প্রতিদান আছে কি তার দিবার?
রাত ও দিনের শেষ দেখতে দেখতে
সময় যাচ্ছে পেরিয়ে আর-
যাচ্ছে প্রেমিক একা ফুরিয়ে।
অথচ কোন প্রত্যাশা হচ্ছে না পূরণ,
শোকাগ্নি নিয়ে হৃদয়ে চলছে রক্তক্ষরণ।
সুখের আশায় থেকে বসে
হচ্ছে দিনে দিনে ক্লান্ত প্রেমিকের মন।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৪৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

২| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুখের আশায় থেকে বসে
হচ্ছে দিনে দিনে ক্লান্ত প্রেমিকের মন।

.....................................................প্রেমের নামে, সুখ বা চুম্বনে বিভোর
থাকা দুরাশা, কখনো বা এনে দিবে দু:খ বেদনা ।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯

রাজীব নুর বলেছেন: কবিতায় ''তেজ' নেই।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: বুকের হার গুলো ক্ষয় হয়ে গেছে, হার্ট প্রটেক্ট করার মত কেউ নেই। তাই তেজ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.