নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার টান

৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০৪

যেভাবে বাস ভালো আমায়
যেভাবে চাও পেতে নিকটে
আমিও সেভাবেই চাই তোমায়,
কিন্তু পাই না খুঁজে কোথাও।
সুখের মুহূর্ত গুলো যত
তোমার ইচ্ছার মত হয়ে
তোমার অভাবেই যায় হারিয়ে।
তখন একাকী থাকি হয়ে
অপরাধীর মতন ক্ষীণ।
অচেনা তোমার মাঝে আমি দিন দিন
মুগ্ধতায় যাচ্ছি ডুবে যেন,
শ্রদ্ধা নেই আমার অপর কাজে কোন।
সুন্দর সকাল কিংবা মায়াবী সন্ধ্যায়
তোমাকেই শুধু কাছে পেতে মন চায়।
কিন্তু মনের বাস্তবতায়-
আমার বাসনা গুলো সম্মান পেলেও
জাগতিক বাস্তবতায় আর তা পায় না।
তখন প্রয়োজনের সম্পর্ক ধরে যদি আমার
একটার পর আরেকটা-
প্রয়োজনকে চাই মেটাতে,
তাহলে ঠিক একটা যেন সংসার হয় সাজাতে।
কিন্তু সে সংসার অন্য কারোর নিমিত্তে
এবং আমি তা পারি না একাকী করতে।
আমার কষ্ট হয় তখন
ভালবাসা না পাবার কষ্ট।
তাই সবকিছু রেখে ফেলে
আসতে হয় একাকী চলে,
অচেনা আপন কারো খোঁজে।
অচেনা তবুও বাসি ভাল যাকে আমি
তার নিকটেই চাই যেতে শুধু আমি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

হাবিব বলেছেন: লাইক দিলাম। সাথে +

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লেগেছে। শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন।

২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: কবিতাটা ভালো লাগেনি।
বড্ড অগোছালো।
শব্দ চয়ন এবং ভাষার মান ভালো হয়নি।

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: মাফ করবেন, খুব আবেগী হয়ে গিয়েছিলাম। কি লিখছি আর লিখতে চাচ্ছিলাম ঝাপসা হয়ে গিয়েছিল। ভালবাসার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। কারণ এটিই সত্যিকারের ভালবাসা। আমি ফিরে এসেছি আমার ভালবাসার কাছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.