নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

প্রীয় মাণ

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭

শীতের পাখির মত এলে উরে
আমার ছোট্ট নদীর তীরে
কুয়াশা ভেজা ভোরের প্রাণে প্রাণ ছুঁয়ে
এ মনের ভালোবাসা হয়ে।
হয়তো বা থাকবে না
হয়তো আমায় যাবে ভুলে,
কিন্তু স্বপ্ন যাবে রয়ে
গোপনে মনের অন্তরালে।
ভালোবাসা এমনই হয়!
মনে থাকে কত আশা দু'জনার,
অথচ থাকতে হয় ভুলে সে সকল আশা
মেনে নিয়ে বাস্তবতা ও সামাজিকতার প্রত্যাশা।
আমার জন্য কি তাই কষ্ট হয়,
হৃদয়ে মৃত্যুর মত কষ্ট?
তাহলে বুঝে নিও আমাকে
হয়েছি আমিও তোমার বিহনে নষ্ট।
নষ্ট মন, নষ্ট সুখ
হয়েছে নষ্ট প্রেমের অপুর্বতা,
আর দিয়েছে আমায় তার অপূর্ণতা।
তবুও হৃদয়ে যার প্রেম আছে
যে আমার মন ছুঁয়ে গেছে,
সেই তোমায় নিরবে ভুলে
নিজেকে সুখি করার চেষ্টা মিছে।
সুখের নেশার পবিত্রতা ভেঙ্গে
তোমায় ছেড়ে থাকার অপরাধ
পারব না ক্ষমা চেয়ে নিতে।
আমি সুন্দর সৌখিন হব
তোমায় আরো আপন করে নিয়ে
বহু পথ পাড়ি দিব।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

রাজীব নুর বলেছেন: Happy New Year

২| ০২ রা জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: Happy New Year.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.