নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

শরীরের মাঝে প্রেম

২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫

শরীরের মাঝে নিয়ে প্রেম
প্রেমের ভেতর হতে তার
রহস্যে আবৃত প্রণয়ের আহবান
স্বপ্নের মত হৃদয়ে করে স্থান।
স্নিগ্ধ বাসনার সুপ্ত চাওয়া বুঝি তাই
প্রেয়সী শরীরটাকে ছুঁতে মন চায়।
তার ইচ্ছে গুলোর ছোঁয়া পেলেই
বাসনা আমার পূর্ণ হয়ে যায়।
ইচ্ছেরা বেশ দারুণ হয়!
মন থেকে করে জাদু মনে
বেড়ায় সকল ইচ্ছে ঘুরে ঘুরে।
গহীন মনের কোণে অনেক গোপনে
শোনায় গল্প ভালবাসার।
সময়ের সাথে সাথে যার
প্রেমের মানুষ যায় মরে,
চিরতরে যায় সব ছেড়ে
প্রেম তবু যায় তার রয়ে।
চিত্তে থাকে প্রেম চিরন্তন,
নবীন মনে সে প্রেমের স্পন্দন
ফোটায় ফুল প্রেমের।
তখন আবার জাতি উজ্জীবিত হয়
শরীরের মাঝে নিয়ে প্রেম,
প্রেমের টানে হৃদয় করে সব বাঁধা জয়।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৯

এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর লিখেছেন,
বাহ্য শরীরটাকে ঘিরে যে প্রেম তা সাময়িক মোহ মাত্র। মনের ভাললাগাটাই আসল। মুগ্দতা চলে গেলে সেখানে আর কিছুই থাকে না। সব সময় মনের মাঝে তাকে স্মরণ করাই আসল প্রেম। প্রেয়সী সামনে থাকুক আর নাইবা থাকুক সুখে দুখে মিলনে বিরহে সব সময় তাকে স্মরণে রাখাই আসল ও চিরন্তন প্রেম।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: যে প্রেম শরীর খোজে না, সে প্রেমই সত্যিকারের প্রেম।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩১

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: একদম ঠিক বলেছেন, প্রেমের এই অমরত্বের কারণেই সৃষ্টি হয়েছে জগৎ সংসার।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৩

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ, সত্যিকারের প্রেম শরীর থেকে মন আর মন থেকে শরীর খুঁজে পায়।

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৫

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: সুন্দর মন্তব্য পেয়ে ভাল লাগছে,আপনার প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

নজসু বলেছেন:


প্রেমের সৃষ্টি মনে।
দেহে যে প্রেম তৈরি হয় সেটা লোলুপতা।

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৭

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: হ্যাঁ, প্রেমের সৃষ্টি মনেই হয়। কেননা মন থেকেই বুঝতে পারা যায় বাসনার সত্যিকার রূপ।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

হাবিব বলেছেন: কি যে মায়া রাখা তোমাতে!!!!

২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ! মন্তব্য পেয়ে অনেক ভাল লেগেছে।

৬| ২৭ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৪

নজসু বলেছেন:




আমি আসলে বলতে চাইছিলাম আত্মায় প্রেম শুদ্ধ হয়।
দেহে প্রেম মরে যায়।

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দেহে প্রেম আছে প্রয়োজন ও আকর্ষণের জন্য। আত্মায় রয়েছে স্রষ্টার অনুগ্রহে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.