নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষার্থী।

তাজেরুল ইসলাম স্বাধীন

স্বাধীন মত প্রকাশের অধিকার চাই।

তাজেরুল ইসলাম স্বাধীন › বিস্তারিত পোস্টঃ

প্রেমের রূপ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২

সময় বুঝি অনেক গেছে বয়ে চলে
এনেছে তাই ফিরিয়ে মধু এই ক্ষণ,
প্রেমের স্বাধীন রূপ খোঁজা আজ হলে
হবে প্রকটন গোপন চঞ্চল মন।
শুধু নয় মন সাথে মনের ভুবনে
কতটা আপন প্রেম যাবে জানা মনে।
সেই মন পাওয়া নিয়ে ছোট্ট এই প্রাণে
অভিজ্ঞতাও আছে দারুণ মনটার শনে।
ছিল ভাব মনে তাই মনে মনে কাছে আসা
দারুণ কিছু মনের ভাষা
আর আশা এবং ভালবাসা।
সময়টা ছিল প্রেমকে ভালোবাসার!
প্রিয় অনুভূতি গুলোর নেশায় ডুবে
ভালবাসাকে চাইতে শেখা,
প্রেমের জন্য কাদতে শেখা,
আর গভীর জ্যোৎস্নায় রাত জাগবার।
তাই অভিমান ছিল না কোন আমার
ছিল ব্যাকুলতা শুধু দীর্ঘ প্রতীক্ষার।
কেননা মনে প্রেমের ফুল ফুটলেই
ভালবাসার স্বাধীন রূপ চেনা হবে,
অনিন্দ্য সুন্দর ভালোবাসার মাঝে
সভ্যতার বিকাশের নিগূঢ় কারণ জানা যাবে।
কাটছে সময় তাই আশায় আশায়
মনে প্রেম দিবে ছুঁয়ে
ভাসাবে সুখের নীল জোছনায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন ভাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: দারুণ মন্তব্যে তাই শুভেচ্ছা জানাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.