নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদাসিদে মানুষ

যে ঘুড়ি উড়তে জানে না........

নীল কথন

হারিয়ে যাওয়া চশমার খোঁজে হাঁটছি........

নীল কথন › বিস্তারিত পোস্টঃ

একমুঠো কবিতা

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৩

রসুই ঘর আর বড় ঘরের দূরত্ব

দশ কদম;

আমার মা

জীবনের চারভাগের একভাগ সময়ই

এই দশ কদম পথ হেঁটেছেন..



পথ

২৮০১১৫

--------------------------

আদরের যন্ত্রণা!

আদরের যন্ত্রণায় এবেলায়ও ঘুম ভাঙে।

হাওয়ায় ভাসে ঘুম;

ঘুমকাতুরে চোখ।

এই সুযোগে আমার বিজন ঘরে ঢুকে পড়ে__একটা গোলাপী কাক।



আদরের যন্ত্রণা

৩০০১১৫

------------



"না চিনলো সে চুলের ভাঁজ

না চিনলো সে চিরুনির খাঁজ"

কেশ অরণ্যের পত্র-পল্লবের গহীনে হারিয়ে গেছে আমার সূর্য ধোয়া মাঝ দুপুর।



সূর্য ঘ্রাণ

২৫০১১৫

-------------------



ভাবনার সাথে শব্দের সঙ্গমেই কবিতার জন্ম।



জন্ম

২৭০১১৫

--------------------



পৃথিবীর শহরটা আমার বাড়ি থেকে একটু বেশি দূরেই।

আর যাই হোক,

ভাঙা পা নিয়ে অতখানি পথ পাড়ি দেওয়া যায় না।



পৃথিবীর শহর

২৯০১১৫

--------------------

সেদিন একটা স্বল্প দৈর্ঘ্য বায়োস্কোপ দেখলাম।

ছেলেটা সাগর তীরে একলা বসে আছে। দীঘল সমুদ্রে চোখ টেনে ছেলেটা দিগন্ত ছোঁয়। হাজার হাজার মাইল পথ সাঁতরিয়ে তীরে উঠে আসল একটা কচ্ছপ। কচ্ছপটা খোলস থেকে মাথা বের করে দিব্যদৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। এরপর চুপচাপ কচ্ছপটি সমুদ্রে নেমে গেল।



বায়োস্কোপ

৩০০১১৫

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ লাগল কিন্তু।
:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

নীল কথন বলেছেন: ধন্যবাদ। :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৬

নাসরিন চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন তবে আদরের যন্ত্রণা বেশী ভাল লেগেছে

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

নীল কথন বলেছেন: কৃতজ্ঞতা।

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫০

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

নীল কথন বলেছেন: পাঠে কৃতজ্ঞতা।

আপনার লেখা অন্যখানে পড়া হয়, ওখানেই মন্তব্য করি। তাই এখানে মাঝে মাঝে ২য় পাঠে মন্তব্য করা হয় না।

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

তুষার কাব্য বলেছেন: ভাবনার সাথে শব্দের সঙ্গমেই কবিতার জন্ম। :)
দারুন লেগেছে !

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৪

নীল কথন বলেছেন: পাঠে কৃতজ্ঞতা। ভালো থাকুন।

৫| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৪৯

আরজু পনি বলেছেন:

প্রকাশগুলো বেশ সুন্দর।

দশ কদমটাতে নারীর চার দেয়ালে আটকে থাকাকে বেশ তুলে ধরেছেন।


৩+

০৭ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৮

নীল কথন বলেছেন: পাঠে ভালো লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.