নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

পদ্মা সেতুতে বাইক চলাচলের অনুমতি: প্রধান মন্ত্রীর মহানুভবতা

১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১১

অবশেষে রাত ১০টার পর জানা গেল বাইক চলাচলের অনুমতি পাওয়া গেছে।
এখন চলছে ফেরী পারাপার। যেখানে ১৭০ টি বাইক নিয়ে ২৫০০০.০০ টোল নিয়ে চলছে!
আগামী ২০ তারিখ থেকে সার্ভিস লেন দিয়ে চলবে।
সর্বোচ্চ গতি ৬০ কিমি চালাতে পারবে।
জানা গেল সেতু বিভাগের ৬টি শর্তর কথা তা নিম্ন রূপ:

১। নির্ধারিত টোল দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমার মধ্যে সেতু পারাপার করতে হবে।

২। নির্ধারিত টোলবুথ ও নির্ধারিত লেন দিয়ে চলাচল করতে হবে।


৩। কোনো অবস্থাতেই লেন পরিবর্তন বা ওভারটেক করা যাবে না।

৪। চালক ও আরোহীকে হেলমেটসহ প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী ব্যবহার করতে হবে।

৫। কোনো অবস্থাতেই সেতুর ওপর দাঁড়ানো বা ছবি তোলা যাবে না।

৬। চালকসহ সর্বোচ্চ ২ জন মোটরসাইকেলে চড়তে পারবে।

শৃঙ্খলা না মানলে মোটরসাইকেল চলাচলের এ সুযোগ বাতিল করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেতু বিভাগ।



কিন্তু বিকালে আমি বাইকার দের আলোচনা শুনছিলাম। তারাই বলছিলেন যে নিয়ম ভাঙবে
তার জন্য শাস্তি ও জরিমানা করা হোক। এবং সেতুতে ৪০ কিমি দেয়া হোক।
________________________________________________________
আমি মনে করি আরো কঠিন ব্যবস্থা নেয়া দরকার ছিল। সকল বাইকার এর সেতু অতিক্রম এর পূর্বে অনলাইন নিবন্ধন আবশ্যক ছিল। এবং গতিসীমা ৪০ এর অধিক না হয়।
আসুন দেখি এমন সুযোগ আমরা কিভাবে গ্রহণ করব -------

মন্তব্য ৩৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ড্রাইভিং লাইসেন্স ও মোটর সাইকেলের লাইসেন্স চেক করলেই হবে। ৬০ কিমি স্পিড আমার কাছেও একটু বেশি মনে হচ্ছে। ৪০ কিমি দিলেই পাবলিক ৭০ কিমিতে যাবে, ৬০ দিলে কী হয় আল্লাহই মালুম।

তবে, বাইক চলাচল নির্বিঘ্ন, দুর্ঘটনামুক্ত হোক, এটা চাই। প্রথম দিনেই আবার অতি উত্তেজনায় কিছু না করে ফেললে হয়।

১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ২:০০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার আশংকা সেখানে, দুষ্টু ও অকৃতজ্ঞ বাইকার এর অভাব নেই,। ওদের জন্য অন্যদের জীবন অতিষ্ঠ হয়ে উঠবে। তাদের জন্য অবশ্যই কিছু জবাবদিহিতা রাখার দরকার ছিল।

২| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: তারা বিপজ্জনক। কঠিন নিয়মের আওতায় বাইক চালানোর অনুমতি না দিলে তারা অমঙ্গলজনক ঘটনার জন্ম দিতে পারে।

১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ২:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার আশঙ্কা বাস্তবায়ন না হোক, সে-ই প্রার্থনা করি।
দেখা যাক, প্রশাসন কতটা আন্তরিক এ ব্যাপারে।

৩| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৩০

রানার ব্লগ বলেছেন: লোকে বলাবলি করে ইহা নাকি ভোটের আগে স্ট্যান্ডবাজি।

১৯ শে এপ্রিল, ২০২৩ ভোর ৪:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোটের এখনও আট মাস বাকি, আমাদের মেমোরি অনেক দুর্বল, এতদিন কেউ মনে রাখবেনা।
বাইকার গ্রুপ এ নিয়ে অনেক দেন দরবার করেছিল। এছাড়া সরকারের রেভিনিউ অতি আবশ্যক।
ওদের আচরণের উপর নির্ভর করছে কতদিন এই সুযোগ থাকবে।

৪| ১৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: দূর্ঘটনা না ঘটলেই হবে।

১৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পদ্মাসেতুর এই ঘটনা থেকে সকলের শিক্ষা হওয়া উচিৎ
......................................................................
যে কোন প্রাপ্তি যথেচ্ছো ব্যবহার করা যায় না,
অপরের অসুবিধা না করে , নিজ সুবিধা গ্রহন বাঞ্চনীয় ।

৫| ১৯ শে এপ্রিল, ২০২৩ দুপুর ২:২৫

অধীতি বলেছেন: আল্লাহ না করুক। যদি এক্সিডেন্ট হয় প্রাণ যার যাবে সে তো শেষ।

১৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অবশ্যই নিয়ম মেনে চলতে হবে
নইলে আবার এই সুবিধা রহিত হয়ে যাবে ।

৬| ১৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:১২

সাহাদাত উদরাজী বলেছেন: া হা হা, উদ্দেশ্য কিছু অর্থ কামিয়ে নেয়া! সরকারের লাভ বেশী, তবে এটা তারা পরে বুঝলো।

১৯ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সকল কিছুই নির্ভর করে পরিস্হিতি আর বাস্তবতার নিরিখে ।
সেতু দিয়ে যদি ট্রাক বাস, ট্রেন চলতে পারে তবে বাইক নয় কেন ?

........................................................................................
বিষয়টি এক শ্রেণীর বাইকার এর আচার আচরনের উপর বর্তায় ।
আমি ব্যক্তিগতভাবে জানি কিছু জনসাধারন আছেন যাদের প্রতিদিন পদ্মার এপার ওপার
যাতায়ত করতে হয় , এবং কিছু জনসাধারন আছেন যাদের নিজস্ব বাইক, নিয়ম মেনে সুন্দর ভাবে
যাতায়তে আগ্রহী ।

৭| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:০১

তানভির জুমার বলেছেন: মহানুভবতা হবে কেন এতদিন যে বাইক চলাচল বন্ধ রেখেছে এটা অন্যায় হয়েছে বাইকারদের সাথে। যে সব কারণ দেখিয়ে বাইক চলাচল বন্ধ রেখেছে ঐসব কারণ সমূহকে কঠুর হস্তে দমন করার দরকার ছিল। জংলী-জানোয়াররাও আইন মেনে চলে বাইকাররা আইন মানবে না কেন?

২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৩৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা সবাই জানি কেন বাইক চলাচল বন্ধ করা হয়েছিল ।
পরপর ২/৩ তে ভয়ানক দুর্ঘটনা ঘটে পদ্মাসেতুতে যার জন্য বাইকাররা সরাসরি দায়ী।
জনসাধারন থেকে দাবী উঠেছিল এর একটা বিহিত করা হউক ।

..............................................................................................................
আমরা সভ্যতার শুশীল জাতি এখনও তা প্রমান করতে পারি নাই । শুধুমাত্র আইন দিয়ে
সকল সমাধান হয় না ।

৮| ১৯ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৪

Hutum বলেছেন: এতে পদ্মা সেতুর সক্ষমতা কমবে। বাইক সারা বিশ্বে নিরুৎসাহিত করা হচ্ছে। বুয়েট অধ্যাপকের মত দেখতে পারেন:
https://www.prothomalo.com/opinion/interview/মোটরসাইকেল-পদ্মা-সেতুর-সক্ষমতাকে-নষ্ট-করবে

২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৪৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেসব দেশে জনসংখ্যার হার বেশী
সেখানে বাইকার এর প্রয়োজন চাহিদার কারনে চলমান
এটাই বাস্তবতা ।

.............................................................................
বাইক বা বাইকার পদ্মা সেতুতে চলবে এটা সমস্যা নয়
সমস্যা আমাদের আচরন মানবিক ও উন্নত করতে হবে ।

৯| ২০ শে এপ্রিল, ২০২৩ রাত ২:২২

কামাল১৮ বলেছেন: যে নিয়ম মানবে না তার কিছুই হবে না।তার জন্য ক্ষতিগ্রস্থ হবে অন্যরা।এটা কেমন নিয়ম।

২০ শে এপ্রিল, ২০২৩ বিকাল ৫:৫৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আশাকরি পরির্বতন আসছে ।
.......................................................................
এখন পর্যন্ত অপ্রীতিকর কোন তথ্য আসে নাই ।
সুতরাং বাইকাররা আইন মেনে চলছে , আমি আশাবাদী ।
আরও একটি সু খবর দিতে পারি ,
ইতিপূর্বে ঈদযাত্রায় রেলষ্টেসনে যা অনিয়ম, কালোবাজারী চলত
এবার তা নেই এবং অবাঞ্চীত মানুষের চাপও ছিলনা ।

১০| ২১ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:০১

আহমেদ জী এস বলেছেন: স্বপ্নের শঙ্খচিল,




এটা যেখানে জনগনের সম্পদ সেখানে প্রধানমন্ত্রীর মহানুভবতার প্রশ্ন আসেনা। পদ্মাসেতুতে চলাচলের ( বাহন যা-ই হোক না কেন) অধিকার আছে সকল নাগরিকের। তবে প্রানহানী হয়, যানবাহন চালকদের বিশেষ করে বাইকারদের বেপরোয়া এমন সব কর্মকান্ড কঠোর হাতে দমন করা সরকারেরই দায়িত্ব।
তানভির জুমার এর মন্তব্যের সাথে সহমত।
জনস্বার্থেই ( কয়েক হাযার বাইকার আছেন যাদের আয় উপার্জন এই বাইক চালানো থেকেই) উশৃঙ্খল বাইকার সহ বেপরোয়া গাড়ীচালকদের যথাযথ শিক্ষা দেয়া দরকার, প্রয়োজনে পিঠের চামড়া তুলে!

২১ শে এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রধানমন্ত্রীর মহানুভবতার কথা বলা হয়েছে একারনে যে,
প্রশাসন প্রস্তত ছিলনা পদ্মা সেতুতে বাইক চলুক,
তাই ফেরী পারাপারের মাধ্যমে বাইক যাবে, এটাই ছিল সিদ্ধান্ত ।
এমনকি বাইকারা যেন ২২ কি.মি. এর বেশি গতিতে না চলে সেরকম আলোচনা ছিল ।
প্রধানমন্ত্রী এসব আমলে না নিয়ে সরাসরি চলমান সিদ্ধান্ত দিয়েছে যার সুবিধা জনগন পাচ্ছে ।

.........................................................................................................................
সর্বশেষ আপডেট হলো : সড়কে বেপরোয়া চলাচলের কারনে বাস-ট্রাক সংর্ঘষে ১৩ জনের অধিক
মারা গেছে । বাইক দুর্ঘটনার খবর এখনও নাই তবে শর্ত ( লেন না মানা, ছবি তোলা, দাঁড়ানো )
ভঙ্গের কারনে ৮ বাইকার ২৭০০০ টাকা জরিমানা দিয়েছে ।

১১| ২৪ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৪১

খাঁজা বাবা বলেছেন: যা দিনকাল, কিছুদিন পর একবেলা নিজের টাকা দিয়া ভাত খাইতে পারলেও বলতে হবে প্রধানমন্ত্রীর মহানুভবতা।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার বাস্তব অভিজ্ঞতার অভাব আছে,
..............................................................
পদ্মাসেতুতে অনুমতি প্রদানের আগের দিন ও পরে বিভিন্ন সামাজিক মাধ্যমে
বাইকারদের মন্তব্য ও শোকরিয়া আদায়ের ভাষা পড়ে দেখুন ।
সেখানে কিছু দুষ্টু ও অসভ্য বাইকারদের জন্য কঠিন সাজা এবং ৫০০০ টাকার জরিমানা
করার আবেদন করা হয়েছে ।আর সেখানে গতিসীমা ৪০ কি.মি আবেদন ছিল ।
সেখানে ৩০০০ টাকা জরিমানা এবং গতিসীমা ৬০ কি.মি. করা হয়েছে ।
১৩ অসভ্য বাইকার শর্ত ভঙ্গর জন্য ৩৯,০০০.০০ জরিমানা দিয়ে নাকে খৎ দিয়েছে ।
তাদের জন্য কোন জনসাধারনের সমর্থন নেই ।
ভালোকে আমরা এখনও ভালো চোখে দেখার মানসিকতায় আসতে পারি নাই ।

১২| ২৫ শে এপ্রিল, ২০২৩ সকাল ৮:৪০

কিরকুট বলেছেন: দেখা যাক কি হয়।

২৫ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ,
আমরা আশাবাদী হতে চাই ।

..............................................................
বিভিন্ন ইতিবাচক পদক্ষেপের জন্যই এবার ঈদে সড়কে
অস্বাভাবিক যানজট ছিলনা এমন কি গাবতলি/ সায়দাবাদ বাস
টার্মিনাল যাত্রীর অভাবে হা হুতাস করেছে ।
অবশ্যই এটা পদ্মা সেতুর ইতিবাচক ফলাফল ।
এবার সারাদেশে সড়ক দুর্ঘটনা অনেক কম ছিল । বাইকের দুর্ঘটনা
নেই বল্লেই চলে ।

১৩| ২৬ শে এপ্রিল, ২০২৩ সকাল ১১:৩১

খাঁজা বাবা বলেছেন: পাবলিকের টাকায় ব্রিজ হইছে গাড়ি চালানোর জন্য
শোকেসে সাজাইয়া রাখার জন্য না।
মোটর সাইকেল চালানর অনুমিতি দিছে, এতে মহানুভবতার কি আছে?
মোটর সাইকেল চলা যদি ক্ষতিকর হয় তবে অনুমতি দেয়া ঠিক হয় নাই।
আর যদি ক্ষতিকর হয় তবে এক বছর অনুমতি না দেয়ায় মানুষের যে ক্ষতি হইছে তাতে দুই চারটা গালি অন্তত দেয়া যাইতে পারে।
মহানুভবতার কিছু আমি দেখি না।

বাস্তব জ্ঞান মনে হয় আমার ঠিক ই আছে।
আপনার বুঝের অভাব থাকতে পারে।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৮:৪৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মহানুভবতার কিছু দেখার প্রয়োজন নেই ।
কারন আপনি মানুষে মনের কথা পড়তে চাননা বা পড়তে জানেন না ।

...............................................................................................
মটর দুর্ঘটনায় যখন প্রান যায় উক্ত পরিবার, সংল্শিষ্ট প্রতিবেশীরা জানে
এর র্মম কি ? পদ্মা সেতুতে দুর্ঘটনায় মানুষের মনে কি হয়ে ছিলো তা
আপনার বুঝার ক্ষমতা নেই ।
আবার যখন প্রকৃত বাইকাররা পদ্মা সেতু পার হতে পারছিলনা তাদের
র্মমবেদনাও আপনি বুঝবেন না ।

১৪| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:০৩

ডার্ক ম্যান বলেছেন: ভাইয়া, আপনার মেইল আইডি কি পাওয়া যাবে

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মেইল আইডি দিলে
হতে পারে ।

...........................................
আবশ্যকতা কেন জানালে কৃতজ্ঞ হবো ।

১৫| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:২১

ডার্ক ম্যান বলেছেন: [email protected]

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ,
আপনার মেইলে মেসেজ যাবে ।

২৭ শে এপ্রিল, ২০২৩ রাত ৩:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার মেইলে যাচ্ছে না, কিছু একটা ভুল আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দিন পাঠিয়ে দিবো

১৬| ২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ৯:৩১

মোহাম্মদ গোফরান বলেছেন: নিয়ম মেনে, বৈধ লাইসেন্স এনসিউর করে, বাধ্যতামূলক হ্যালমেট এনসিউর করে সবখানে বাইক এলাও করা উচিত।

২৬ শে এপ্রিল, ২০২৩ রাত ১০:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এরপরও অবস্হা দেখুন !
কতটা অসভ্য আর গোয়াঁর গোবিন্দ হলে ..........
এ পর্যন্ত ৩৯জন জরিমানা দিয়েছে আর
সরকার রাজস্ব পেয়েছে ১২০০০০.০০ টাকা (প্রায়) ।

............................................................................................্
এত শর্তর পরও লেন ভঙ্গকরা ছবি তোলা, সেতুর মাঝে বেড়ানো থামছে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.