নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

দ্বাদশতম নির্বাচন তফসিল ঘোষনা

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:০১


দ্বাদশতম নির্বাচন তফসিল ঘোষনা : বিরোধী দলের প্রতিক্রিয়া



এইমাত্র নির্বাচন তফসিল ঘোষনা করা হয়েছে
নানহ সমীকরণ চলছে, এখন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এই নিয়ে প্রেস ব্রিফিং দিচ্ছেন ।

বিরোধী দল বিষয়টি ভালো ভাবে নেয়নি ।
বৃহসপতিবার থেকে তুমুল আন্দোলন করবে বলে ঘোষনা দিয়েছে ।
পিটার হাস বলছেন শর্তহীন সংলাপে বসতে বাধা কোথায় ?
সংলাপ জরুরী ... ... ...
বিএনপির নেতৃত্বে ৩৭টি রাজনৈতিক দল সরকার বিরোধী আন্দোলনে আছে৷ তারা সরকারের পদত্যাগ ও
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাচ্ছে৷এমন অবস্হায় ,
আওয়ামী লীগ বলছে তফসিল ঘোষনা হয়েছে এখন বসার সময় নাই ?

নির্বাচন কমিশন বলছে আসুন আপনার ভোট দিন ,
সিইসি জানান, মনোনয়ন জমা দেয়ার শেষ দিন: ৩০ নভেম্বর,
মনোনয়ন যাচাই বাছাই করা হবে: ১ থেকে ৪ ডিসেম্বর,
আপিল দায়ের ও নিষ্পত্তি: ৬ থেকে ১৫ ডিসেম্বর৷
মনোনোয়ন প্রত্যাহারের শেষ দিন: ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ: ১৮ ডিসেম্বর৷
প্রার্থীরা নির্বাচনী প্রচারের জন্য ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত সময় পাবেন৷

সুষ্ঠু নির্বাচনের ওয়াদা করছি !!!

অনলাইনে মনোয়ন জমা দেয়া যাবে : ৩০শে নভেম্বর পর্যন্ত ।
১-৪ ডিসেম্বর বাছাই
প্রার্থীরা নির্বাচনী প্রচারের জন্য ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত সময় পাবেন৷
নির্বাচন : ৭ই জানুয়ারী ২০২৪ ইং।

==============================================================
‘‘সংবিধানের ১২৩ (৩ক) অনুচ্ছেদের বিধান মতে সংসদের মেয়াদপূর্তির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে সংসদের
সাধারণ নির্বাচন আয়োজনের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে৷''

‘‘দেশে মোট ভোটার প্রায় ১১ কোটি ৯৭ লাখ৷ ভোট কেন্দ্রের সংখ্যা প্রায় ৪২ হাজার৷
মোট ২ লাখ ৬২ হাজার বুথে ভোটগ্রহণ করা হবে৷’’
ভোটের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ সহ রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে ।
সূধী জনেরা বলছেন :‘‘নির্বাচন কমিশ ন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই৷ নির্বাচনের তফসিল ঘোষণা করছে৷ তবে তাদের হাতে আরো সময় আছে৷ আরো একটু সময় নিতে পারতো পরিস্থিতি বিবেচনা করে৷ জানুয়ারির ২০ তারিখে নির্বাচন করা যায়৷ আর তাতে ২৫ নভেম্বরেও তফসিল ঘোষণা করা যেত৷''

*** সর্বশেষ আপডেট : ১৭.১১.২০২৩
* নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দল আছে
* ২০ টি দল স্বাগত জানিয়েছে
* ১৬ টি দল আপত্তি করেছে
* আটটি দল চুপ করে আছে ।
.............................................................................
হাস ক্লান্ত হয়ে বেড়াতে গেছেন ।


দেশ কোন পথে চলছে আপনার পর্যবেক্ষণ কি বলে ???

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৪

ডার্ক ম্যান বলেছেন: সরকার কি নির্বাচন পর্যন্ত যেতে পারবে??

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধন্যবাদ আপনার ১ম সংলাপে আসার জন্য ।
.....................................................................................
প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশন কেন এত দ্রুত তফসিল ঘোষনা করল ?
আন্দোলন ও সংলাপে বসার জন্য পরিবেশ তৈরির মর্হুতে ,
এবং বিএনপি চিঠি গ্রহন করেছে ।
অর্থাত সমযোতার সুযোগটি আর থকলনা ।

২| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৫

ঢাবিয়ান বলেছেন: বিগত কয়েকদিনের অবরোধে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে ব্যবসায়ীদের। নিম্ন আয়ের মানুষেররা কর্মহীন হয়ে পড়েছে। আজকের পর সহিংশতা বাড়বে আরো বহুগুনে। জনদুর্ভোগ চরমে পৌছুবে ।

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এই পরিস্হিতির জন্য রাজনৈতিক দলসমূহ দায়ী ।
.............................................................................
পরিবেশ বিবেচনায় জানতে হবে :
১) কোন দেশকে পত্র দিয়ে আমেরিকার অতি ত/ত্পরতা কেন ?
২) কোয়াডের চাপ কি ভাবে সামলাবে ?
৩) চীনে ব্যবসায়িক অবস্হান কোথায় যাবে ?
৪) ভারত দুই দিক খেলছে , চীন আমেরিকার সহিত ভারসাম্য রেখে রাশার সহিত ব্যবসা করে যাচ্ছে ।
৫) অর্থনৈতিক চাপে ইঊরোপের সাথে আমাদের ব্যবসায়িক সর্ম্পক কেমন হবে ?
৬) ইসলামিক রাষ্ট্র গুলো কি বলছে ???

৩| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:২৯

ডার্ক ম্যান বলেছেন: বিরোধী আন্দোলনে জনগণের নির্লিপ্ততা সম্ভবত সরকারকে অনেক বেশি আশাবাদী করে তুলেছে।

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৫৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিরোধী আন্দোলনে সরকারের গলায় ফাঁস
পড়াবে পিটার হাঁস ,সেই অপেক্ষায় ছিলো ।

৪| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

কামাল১৮ বলেছেন: পিটার হার্সের পৌছে দেয়া চিঠি দেখে হলে হলো জনাব কাদেরের লেখা।সর্তহীন সংলাপের কথা বলতে বলতে আওয়ামী লীগের মুখে ফেনা এসেগেছে।এখনতো বিএনপি চলে গেছে না ফেরার দেশে।

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সংঘাত ও শর্তহীন সংলাপের পরিবেশ বাংলাদেশে হয়েছে ?
........................................................................................
আমাদের দুর্বলতার সুযোগে আজ আমেরিকার মতো অস্ত্রবিক্রেতা
তাদের আখের গোছানোর কাজে ব্যস্ত ।
সাধুর ভাষায় : নির্বাচন হবে অহিংস ও লেভেল প্লেইং মাঠ থাকতে হবে ।
নির্বাচন কমিশন বলছে এর ব্যবস্হা নিবেন ।
আপনি কি বলেন ।

৫| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: May be

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিস্তারিত কিছু বলুন,
নিদেন পক্ষে আপনার মনোভাব কি বলতে পারেন ।

৬| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৪৪

দেয়ালিকা বিপাশা বলেছেন: ব্রিফিং পাওয়ার সাথে সাথেই আমার আব্বুর কাছে খবরটা পেলাম! এখন ব্লগে এসে বিস্তারিত খবর পাওয়াতে ভালো লাগল। ধন্যবাদ আপনাকে উপকারী পোস্টের জন্য

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুনে ভালো লাগল,
মতামত দিন , তাহলে বুঝতে পারব
ব্লগের সদস্যরা কি ভাবছেন ।

......................................................................
আপডেট পেতে সঙ্গে থাকুন ।

৭| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:

বিএনপি আলোচনা করার চিঠি সবচেয়ে আগে পেয়েছে।
কিন্তু দুইদিন পার হওয়ার পরও আলোচনার কোন আগ্রহ দেখায়নি। চিঠি পাওয়ার পর কিছুই বলেনি।
এর আগেও নির্বাচন কমিশন আলোচনার জন্য তাদেরকে চিঠি মারফত ডাকা হয়েছিল কিন্তু বিএনপি কোন রেসপন্স করেনি।

আর নির্বাচন কমিশনের সিডিউল ঘোষণা তারিখ এটা মোটামুটি নির্ধারণ ছিল। কোন প্রাকৃতিক দুর্যোগ না থাকলে এই সপ্তাহেই সিডিউল ঘোষণা করতে বাধ্য ছিল সাংবিধানিকভাবে।

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিএনপির সুযোগ ছিল চিঠির পরপরই আলোচনায় বসবে ঘোষনা দেয়া
তাহলে ফাঁকা মাঠে ১ম রাউন্ড সরকারী দল জিততে পারত না ।

..............................................................................................
মনে হয় উপযুক্ত অভিবাবক এর অভাবে প্লাস পয়েন্ট নিতে পারল না ।

৮| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বিএনপি হয়তো ভেবেছিল এবার সরকারকে বেকায়দায় ফেলবে। সরকারের সাথে আমেরিকার বৈরিতা দেখে তার আভাসও পাওয়া যাচ্ছিল। এখন মনে হচ্ছে কিছুদিন গণ্ডগোল হবে, তবে সরকার সব নিয়ন্ত্রণে নিয়ে আসবে।

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আগাম কিছুই বলা যায় না ,মৌশুমী বাতাসের মতো ।
কখন কোন দিক দিয়ে বইতে শুরু করবে
মহাগুরুরা বলতে পারবেন ।

........................................................................
৩০শে নভেম্বর এর পর চিত্রটি ফুটে উঠবে ।

৯| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:০৭

ডার্ক ম্যান বলেছেন: বিএনপির অবস্থা ভবিষ্যতে জাতীয় পার্টির মতো হতে পারে।

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বিএনপির এই তফসিল ঘোষনা প্রত্যাখান করেছে ।
সেই সাথে জোটবদ্ধ দলগুলো একই ঘোষনা দিয়েছে ।
তবে জাতীয় পার্টির বক্তব্য একটু ভিন্ন ।

...................................................................................
এখন আইন শৃংখলা বাহিনী চলবে নির্বাচন কমিশন এর নির্দেশে ।
সুতরাং রাস্তার কোন সংঘাতপূর্ণ ঘটনার জন্য আইন শৃংখলা বাহিনীর দ্বায়
থেকে আওয়ামী লীগ বেরিয়ে গেল ।

১০| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১৫

শেরজা তপন বলেছেন: আমার কেন যেন মনে হচ্ছে বিএনপি ব্যাকফুটে চলে গেছে। তাদের আন্দোলনের পেছনে যে বড় ভরসা সেটা ফস্কে গেছে ভারতের চাপের জন্য। হরতাল অবরোধ ম্যাড়মেড়ে হয়ে গেছে এখন কি আর আন্দোলন করবে তারা? নতুন করে তেমন কিছু করার নেই! তাদের শুধু ভরসা সম্ভবত ইসলামিক দলগুলো। খুব কঠিন সমীকরণ। সরকারি দলের এখন রমরমা অবস্থা!

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: লাষ্ট ট্রেনের টিকেট তাদের কাছে এসেছিলো,
.................................................................................
অভিজ্ঞ নেতার অভাবে সিদ্ধান্ত ঘোষনায় দেরী করে ফেলেছে ।
এখন মাইনাস পয়েন্ট নিয়ে কতদুর যেতে পারবে ।
এছাড়াও মনে হচ্ছে বিএনপির একটা অংশ নির্বাচনে আসবে
যারা তৈমুর খন্দকারের মতো নির্বাচন করতে গিয়ে লাঞ্চিত হয়েছিলো ।

১১| ১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:২০

ডার্ক ম্যান বলেছেন: যদি রাজপথের আন্দোলনে এই সরকারের পতন ঘটে তবে ধরে নিবেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা "র" এর কারিগর। এখনো অবশ্য সে-ধরনের কোন লক্ষণ নেই।
এরশাদের পতন ঘটেছিল "অপারেশন ফেয়ারওয়েল" এর মাধ্যমে।

১৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৩৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমরা বাজারের সেরা ইলিশ মাছটি এবার খেতে পারিনি ।
......................................................................................
পদ্মার সেই ইলিশ যেমন সুসাদ্বু তেমনি ঘ্রানে ভরপুর ।
হাজার হাজার টন ইলিশ এবার ভারতে গিয়েছে ।
রাজা, প্রজা সবাই ভাগ পেয়েছে , আশাকরি @র@
এই স্বাদের কথা এত দ্রুত ভুলবে না ।

১২| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৪২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:০২০

সোনাগাজী বলেছেন:
আমি শেখ হাসিনার সমর্থক; নির্বাচন নিয়ে কিছু লিখলে উনার বিপক্ষে চলে যাবে; আমি বিএনপি-জামাতকে দোষারোপ করি দেশকে ভুল পথে নেয়ার জন্য, কিন্তু শেখ হাসিনাকে দোষারোপ করি, আওয়ামী লীগ ও জাতিকে অপদার্থে পরিণত করার জন্য।

১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নির্বাচন গণন্ত্রকে শক্তিসালী করে ।
তাই নিরপেক্ষ নির্বাচন যে কোন গণতান্ত্রিক দেশের জন্য অপরিহার্য ।

...............................................................................................
একমাত্র নির্বাচন ও নিরপেক্ষ ভোট প্রদানের মাধ্যমে গণতন্ত্রই পারে সাধারন মানুষের
সাথে রাজদন্ডের একমাত্র পরীক্ষিত সংযোগ ।
এই প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে হত্যা ,গুম, ক্যুর বিস্তার ঘটে ।
আর বিদেশী শক্তি নানাহ ছলনায় আমাদের কুক্ষিগত করে ।

১৩| ১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:১১

কামাল১৮ বলেছেন: নর্বাচন না হওয়া পর্যন্ত বলা মুসকিল।

১৬ ই নভেম্বর, ২০২৩ রাত ৩:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সুধী জনেরা বলছেন ,
সদিচ্ছা থাকলে এখনও সংলাপের সময় আছে ।

.................................................................................
আইন, সংবিধান সবই মানুষের কল্যাণের জন্য তৈরী,
তবে আমাদের রাজনীতির চলমান কালচার বলে,
ছাড় দেবে নাকি ওয়াক ওভার নিবে ???

১৪| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:১৫

রানার ব্লগ বলেছেন: আমি পরিষ্কার চোখে দেখছি, বিএনপি তার অযোগ্যতার আরো বড় একখান নমুনা পেশ করে রাজনিতীর ময়দানে কাংগালী ভোজে বইসা খিচুড়ি খাচ্ছে।

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের দেশের রাজনীতিতে কেউ কােন ছাড় দিতে রাজী নয়
কিন্ত চিন্তা করেনা , সেই ফাঁদে নিজে ও পড়তে পারে ।

.....................................................................................
বিদেশের প্রেশক্রিপসন নিয়ে তবে খেলার মাঠে নামব এটা
যে কতবড় ভূল তা আবার প্রমানিত হলো ।

১৫| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৭:৫৯

কঙঋঈঈ বলেছেন: I witnessed the puppet hockey at Rajni Maidan, which provides a more comprehensive illustration of their incompetence.

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: খেলার মাঠ আর রাজনীতির মাঠ এক নয়।
আইন কানুন ও ভিন্ন ।

....................................................................
খেলার মাঠে হাত পা ভাঙ্গতে পারে , তবে
রাজনীতির মাঠে প্রান যেতে পারে ।

১৬| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:২৫

নূর আলম হিরণ বলেছেন: বিএনপির পড়েছে শাঁখের করাতে!

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:২৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ধার করা মগজ নিয়ে রাজনীতি করা যায়না
.........................................................................
ষ্টে ট + ট্রি কস্স সহজ কথা নয়,
অভিজ্ঞ ব্রেনের খেলা ,
নিজেদের মধ্য কলহ রেখে আর মাথা গরম করে বক্তা হলে
চলে না ।

১৭| ১৬ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

দেশে নির্বাচনী আমেজ চলে এসেছে।
এবার শীতটা জমবে ভালো।

তবে কারো পোষমাস
আবার কারো সর্বনাশ!

১৬ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১:৪০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: চমৎকার !!!
সকালে সন্পূর্ণ শীতের আমেজ নিয়ে ঘুম থেকে উঠলাম ।

....................................................................................
রাস্তার দিকে তাকায়ে দেখলাম এক পশলা বৃষ্টি হয়ে গেছে ।
এখন আবার জূম জুম করে বৃষ্টি নামল ।
সবাই বলছে শীত নিয়ে এলো ।
আমি ভাবছি রাজনীতির উত্তাল বাতাসে শীত কি আদৌ
উপভোগ করা যাবে ???

১৮| ১৬ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: ্জানুয়ারীর ৩ তারিখের পর সব ঠিক হয়ে যাবে।

১৬ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার গণণায় ফুল চন্দন পরুক
দেশের মানুষ ভালো থাকুক !!!

...................................................................
তা ভাই এটা ঠিক থাকবে তো ???
আশা করি ৩ তারিখের পর থেকে আপনার দরজায় অনেক
পাবলিক যাবে, যাদের জীবনে কি হবে হতাশায় আছে,
তাদের একটু সেবা দিবেন ।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১১:০০

ঙঘভমণ বলেছেন: The twelfth election schedule is causing great controversy. The opposition and Awami League need to find ways of dialogue and https://fnafgo.com compromise to avoid a political crisis. The international community should play a supportive role in promoting dialogue and ensuring a free and fair election.

২০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:২৭

ড়ọমচা বলেছেন: এখন আবার জূম জুম করে বৃষ্টি নামল । https://geometrydashsubzero.net

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.