নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

শুভ নববর্ষ : ২০২৪ ইংরেজী বর্ষ

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০২

শুভ নববর্ষ : ২০২৪ ইংরেজী বর্ষ


ব্লগের সকল ব্লগার ও সংশ্লিষ্ট সকল বোন ও ভাইদের প্রতি থাকল আমার নুতন বর্ষের শুভেচ্ছা
Forework 2024

এই নববর্ষে আমরা ব্যক্তিগত ও সামাজিক এবং রাজনৈতিক ভাবে বিভিন্ন সমস্যার
মুখোমুখি হবো এমন সম্ভাবনা অনেকেই ব্যক্ত করেছেন ।
তাই ব্লগে আমরা গতবারের মতো বিভিন্ন ক্যাচাল টেনে না এনে সকলের মধ্যে
ভাতৃত্ব বন্ধন জোরদার করি, নিজদের সাহিত্য কথা লিখতে থাকি আর কোন ব্লগার বিপদে পড়লে
সাধ্যমত সাহায্যর প্রস্তুতি রাখি, তাহলে আমার মনে হয় ব্লগার হিসাবে পরিচয় দেবার একটা
প্লাটফরম থেকে সাহসের সাথে সবার জন্য কিছু একটা করতে পারব ।

Firework : Sydney 2024

এখানে একটা লিংক দিলাম যেখানে দর্শনার্থীরা কি রকম উৎসাহ নিয়ে একদিন আগে থেকে মাদুর
বিছানা পেতে বসে ছিল এই মাহেন্দ্রক্ষন উপভোগ করার জন্য । উল্লে খ্য যে, এই সময় আশে পাশে র সকল হোটেল
বুক হয়ে যায় উচ্চ ভাড়ায়, যেখানে বসে তারা আরাম করে প্রিয়জন নিয়ে ড্রিংক করে আর এই সময়টা
সেরা সময় বলে উদযাপন করে ।

Firework : Live

ব্লগারদের মাঝে যে আত্নিক বন্ধন কমে গেছে তার বিভিন্ন ঘটনাক্রমে বুঝা যায় ।
আমরা সব কিছুতেই মডারেট এর প্রতি তাকায়ে থাকি , এমনকি এইযে ব্লগ দিবস হচ্ছে না,
আমার ধারনা অধিকাংশ ব্লগারের প্রানবন্ত সাড়া না পাওয়াতে কার্যক্রম হচ্ছেনা ।
একটি প্রতিষ্ঠানকে বাচাঁয়ে রাখতে হলে প্রতিষ্ঠানের সদস্যদের আন্তরিকা অত্যন্ত প্রয়োজন ।
কোন কোন সময় ৮০০ থেকে ১২০০ পর্যন্ত ব্লগার অনলাইনে দেখা যায়,
কিন্ত বাস্তবতা হলো ১৫ থেকে ৩০ জন সার্বক্ষনিক ভাবে ব্লগে দেখা যায় ।
সুতরাং ব্লগারদের কি ভাবে এই প্লাটফরমে , সুন্দর পরিবেশে ফিরায়ে আনা যায়
২০২৪ সালে মডারেট এর এই একটি দ্বায়িত্ব পালনের অনুরোধ থাকল ।



এবারের নুতন বর্ষে আমি সিডনীতে আছি , তাই কিছু Firework ব্লগারদের জন্য দিলাম ।
নুতন বর্ষ সবার জন্য ভালো কিছু বয়ে আনুক এই প্রার্থনা করি ।

এক তথ্যমতে এবার ৮০০০০ আতশবাজি হয়েছে যা চারলক্ষ দর্শনার্থী ঐ সময়ে একসঙ্গে দেখেছে ।

এইযে প্রতিবার সিডনীতে উৎসব পালন হয়, কর্তৃপক্ষ কি বলছে , আসুন জেনে নেই :
আমরা সিডনির সাথে আট বছর নববর্ষ উদযাপন করছি : প্রতি বছর আমরা একটি সাধারণ থিম বেছে নিই যা সিডনি
এবং এখানকার জনগণের আশা আকাঙ্খাকে প্রকাশিত করে - যেমন 'সিটি অফ কালার' বা 'টাইম টু ড্রিম',
তারপর প্রাণবন্ত পরিবেষ্টিত মিডিয়া, বিজ্ঞাপন, অনলাইন উপাদান এবং অত্যাশ্চর্য অনুমানগুলির মাধ্যমে
প্রতিটিকে প্রাণবন্ত করে তোলে, লেজার বীমের সাহয্যে সিডনি হারবার ব্রিজের পাইলন।

মন্তব্য ৩৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১০

বিজন রয় বলেছেন: আপনাকেও নতুন বৎসরের শুভেচ্ছা।
ভাল থাকুন সারাবেলা, সারাক্ষণ।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে ও প্রানভরে শুভেচ্ছা জানাচ্ছি
................................................................

.

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: হ্যাপি নিউ ইয়ার।

শুধু ভাইরা কেন? বোনরা নয় কেন?

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভেচ্ছান্তে,
আশা করি নববর্ষে আপনার রাগের মাত্রা একটু কমবে ।

........................................................................................
সকল ভাই বোনদের প্রতি শুভেচ্ছা
(সংশোধনে র জন্য আরও থাকল ভালবাসা )

৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:১৪

শেরজা তপন বলেছেন: ইংরেজী নববর্ষের শূভেচ্ছা।
আমাদের সবার সদিচ্ছা ও ভালবাসা সহমর্মিতা থাকলে ব্লগের পরিবেশ পাল্টে যেতে বাধ্য। ব্লগ কতৃপক্ষ মনে হচ্ছে হাল ছেড়ে দিয়েছে।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: সবার সদিচ্ছা ও ভালবাসা সহমর্মিতা থাকলে ব্লগের পরিবেশ পাল্টে যেতে বাধ্য।
................................................................................................................
অত্যন্ত বাস্তবসম্মত উপলব্ধি,
আমি সারা জীবন বিভিন্ন প্রতিষ্ঠান চালায়ে এসেছি ,
তাই আমি জানি একটি অনুষ্ঠান করতে অনেক প্যারা নিতে হয় ।
তার উপর যদি বাজেট থাকে সীমিত ।
.................................................................................
নববর্ষর প্রথম সকালে আপনাকে আবারও শুভেচ্ছা জানাই ।


৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা রইলো

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে কি দিয়ে যে শুভেচ্ছা জানাব,
আপনার হাতে ক্যামেরা বন্দী থাকে সবার আত্না

........................................................................
সুযোগ থাকলে মাগুরার রাজভোগ খাওয়াতাম !!!


৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কৃতজ্ঞতার জন্য থাকল আমন্ত্রন ও শুভেচ্ছা
,..................................................................................

৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪০

নয়ন বড়ুয়া বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা...

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:১৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে ও শুভেচ্ছা
জীবনটা যেন মহৎ কিছুতে উৎসর্গ করতে পারেন ।

................................................................................

৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


নতুন বছরের শুভেচ্ছা।

সিডনী,লন্ডন,দুবাই,প্যারিসের ফায়ারওয়ার্কস দেখেছি।

০১ লা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নববর্ষে আপনার জন্য থাকল আন্তরিক শুভেচ্ছা
.........................................................................
ঢাকায় তো রাত ৮টার পর সব বিশেষ বিশেষ স্হান ব্লক করে দেয় ।
আর আতশবাজি সরকারী আদেশে নিষিদ্ব ।
এখানে প্রতক্ষ্য ভাবে দেখার আনন্দটাই ভিন্ন ।

৮| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:০১

শাহ আজিজ বলেছেন: গেলো রাত ১২টায় ঢাকার ইতিহাসে সবচে বেশী বাজি ফুটেছে । চীনা নতুন বর্ষে সবচে বেশী বাজি ফোটানো হয় বেইজিং , গুয়াংচউ তে । বেশ মনে পড়ছিল চীনে প্রবাস জীবনের কথা । ফানুসে পুড়ে তিনজন আহত কাম্রাঙ্গিচরে ।


নতুন বছরের শুভেচ্ছা ।

০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকে,
মনে হয় আমার ব্লগে প্রথম আসা, প্রথম ভালোবাসা ।

.........................................................................................
মনে হয় এবার নির্বাচন উপলক্ষ্যে RAB কি সকলকে ছাড় দিলো ?
এখানে সিডনীতে ৮০% চায়না , ১০% অষ্ট্রেলিয়ান, বাকীরা ভিয়তেনাম, ভারত , বাংলাদেশী, পাকী, লেবানীজ ইত্যাদী
দেশের লোকজন ছিলো ।
সিডনী কর্তৃপক্ষের হিসাব মতে গতকাল একসঙ্গে চারলক্ষ দর্শনার্থী তা উপভোগ করেছে ।
এ ব্যাপারে তাদের বক্তব্য দেখুন :
Celebrating eight years with Sydney
Each year we choose a simple theme that captures the essence of Sydney and its people - such as ‘City of Colour’ or ‘Time to Dream’, then brought each one to life through vibrant ambient media, advertising, online elements and stunning projections on the Sydney Harbour Bridge pylons.
.............................................................................................................................................................
শুভেচ্ছান্তে .......

৯| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন:



শুভ নববর্ষ ২০২৪
নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো আপনার জন্য।

০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নববর্ষে আন্তরিক শুভেচ্ছা থাকল ।
....................................................................

১০| ০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: নতুন বছর আপনার জন্য আনন্দদায়ক হোক । এই কামনা থাকলো ।

০১ লা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আনন্দময় দিন সবার জন্য হউক
.........................................................
আপনার কবিতায় আসুক আরও আনন্দ ধনি

১১| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১

নীল আকাশ বলেছেন: আপনি কি শুভ নববর্ষের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে প্রানঢালা শুভেচ্ছা
বহুদিন পর নববর্ষে আপনার আবার দেখা মিলল ।

...........................................................................

১২| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন: সবাইকে গনভাবে শুভেচ্ছা জানাবেন না।
শুধু ভালো ব্লগারদের শুভেচ্ছা জানাবেন।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নববর্ষে শত্রু মিত্র সকলকে শুভেচ্ছা জানাতে হয় ।
............................................................................
আপনি বা আমি কেউ জানিনা আপনার পরম শত্রু হয়ত
এমন উপকারে আসল যে , এখন সে ঘনিষ্টতম মিত্র ।
আবার অতি কাছের লোক এই বৎসরে আপনার সাথে বিশ্বাস ঘাতকতা করে বসবে ।


১৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫০

আঁধারের যুবরাজ বলেছেন: নববর্ষের শূভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার জীবনটা ভরে উঠুক ,আনন্দ ও শুভেচ্ছায়
...............................................................................

১৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৪০

প্রামানিক বলেছেন: আগামী দিনগুলিতে সবার মাঝে ভ্রতৃত্ব বন্ধন ছড়িয়ে পড়ুক। নববর্ষের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদে র ব্লগারদে র সংহতি এবং সৌহার্দ বৃদ্ধি পাক
........................................................................
নববর্ষে র একগুচ্ছ শুভেচ্ছা

১৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

শায়মা বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া। :)

এবারের ফায়ার ওয়ার্কের থিম কি ছিলো?

যাইহোক ঠান্ডা হিমেল হাওয়া ছেড়ে আমি সন্ধ্যায় পালিয়েছিলাম। এইখানে এসে জ্বর বাঁধাবার কোনো শখ নেই আমার। আগের বছরে কোনো বৃষ্টি হিমেল হাওয়া ছিলো না কিন্তু এবারে পেলাম উল্টো হাওয়া।

যাইহোক লগ ইন পরে থাকা ৩০/৪০ ব্লগারেরা সুখে থাকুক ভালো থাকুক এ বছরেও। সুখ দুঃখ হাসি কান্না নিয়ে পার হয়ে যাই আরও একটি বছর! :)

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: 'সিটি অফ কালার' বা 'টাইম টু ড্রিম',
..................................................................................
খুব সুন্দর করেছে ,
থীমের ছন্দে ছন্দে মনে হলো , গান করছে ।
ঝড় বৃষ্টির কারনে কারিন প্রোগ্রাম বাতিল হলো,
এরপর দ্রুত রাণীর দেশে ঘুরে এলাম, যদি পারিতো লেখাটা সামুতে দিবো ।
আরও ২/৩টে বীচ ভ্রমন হলো ।
বাজেটে আরও ২টা বীচ ঘোরার কথা আছে, এখন আবহাওয়ার উপর নির্ভর করছে ।
...........................................................................................................
বর্ষ শুরুর শুভেচ্ছা থাকল, সবার জন্য থাকছে ফুলের ঘ্রানের আপ্যায়ন .......... ... . . . ..



১৬| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:১১

মোগল সম্রাট বলেছেন:



হ্যাপি নিউ ইয়ার

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুভেচ্ছা , নুতন বর্ষে স্বগতম
.......................................................

১৭| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

শায়মা বলেছেন: ভাইয়া রাণীর দেশে ঘোরা মানে কি?

আমি আসার পর থেকে বলতে গেলে কাজ নিয়েই আছি। ফাকে ফোকোরে একটু আধটু শপিং আর বেড়ানো।
তুমি তো আনন্দে আছো। ঘুরাঘুরি বেড়াবেড়ি।:)

আমার কি হবে!!! :(

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমার ঐ ভ্রমনের নাম দিয়েছি,
রাণীর দেশে : রাজকণ্যা দর্শন

..................................................................
বেশী কিছু বললে মডু সাহেব বলবে এতো প্রকাশ হয়ে
গেছে , ছাপানোর জন্য ম্যাগাজিনে দেয়া যাবে না ।
লেখা শুরু করেছি, দেখা যাক কতটুকু দিতে পারি ।

১৮| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৫

সোনালি কাবিন বলেছেন: শুভেচ্ছা

০৪ ঠা জানুয়ারি, ২০২৪ ভোর ৬:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: নুতন বৎসরের শুভেচ্ছা থাকল !
.................................................................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.