নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবন প্রতিদিন তার বেঁচে থাকার লাইসেন্স নবায়ন করে ।প্রকৃতি এটা নিয়ন্ত্রন করে,যেদিন নবায়ন হবেনা,সেদিন মৃত্যু অনিবার্য ।

স্বপ্নের শঙ্খচিল

আমার মনের মাঝে শঙ্খচিল ডানা মেলে প্রতিদিন,ভুলতে পারিনি সেই অভিমান আবার ফিরে আসা তোমার কাছে !

স্বপ্নের শঙ্খচিল › বিস্তারিত পোস্টঃ

আজ দ্বাদশ জাতীয় নির্বাচন ২০২৪ : পর্যবেক্ষণ,পর্যালোচনা ও ফলাফল

০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:০১

আজ দ্বাদশ জাতীয় নির্বাচন ২০২৪ : পর্যবেক্ষণ,পর্যালোচনা ও ফলাফল
....................................................৭ই জানুয়ারী,২০২৪ইং .............................................................


আজ সারাদিন দেশব্যাপী দ্বাদশ জাতীয় নির্বাচন ২০২৪ এর ভোট প্রয়োগ চলছে ।

যত সমস্যার সৃষ্টি এই ভোট প্রয়োগ করা নিয়ে । কেউ বলছে ভোট দিতে হবে , কেন্দ্রে যেতে হবে
আবার কেউ বলছে যাবেন না , এটা কোন ভোট নয় ।আপনার ভোটের মূল্য এরা দিবে না ।
সবচেয়ে মজার বিষয়, বিএনপি বা আওয়ামী লীগ উভয়ে একই কথা যার যার প্রয়োজনে ব্যবহার করেছে ।
ফলে আমজনতার বিশ্বাস করার কারন আছে যে, বক্তব্যটি রাজনৈতিক ।


গনতন্ত্র বা সমাজতন্ত্র এই দুই ধারার মূল কথাই হলো জনগনেরর সুখ সুবিধার ব্যবস্হা করার প্রতিশ্রুতি ।
এই পদ্ধতিতে আছে একটি প্লাটফরম অন্যটি জনগন ! ভোট হলো এর মাধ্যম।
জনগন সুবিবেচনা করে নির্ভয়ে ও বাধাহীন ভাবে সেই ভোট দিয়ে প্লাটফরম ভরে দেবে এবং সেই মতে দেশ চলবে ।
বাংলাদেশের ইতিহাস বিবেচনায়, আওয়ামী লীগ বা বিএনপি কারও ইতিহাস গনতন্ত্র রক্ষায় সুখের নয়,
তাই জনগন কাউকে র্নিভয়ে বিশ্বাস করেনা , আজ এদেশের জনগন নানাহ বিড়ন্বনায় যন্ত্রনা কাতর ।
কাকে ভোট দিবে বিভ্রান্ত !

.......ভোট পর্যবেক্ষণ চলছে, ২০০শ বেশী বিদেশী আর ২০৭৭৩ জন দেশী পর্যবেক্ষক এই নির্বাচন যাচাই করছেন।

আওয়ামী লীগের বাকশাল বা রক্ষী বাহিনীর কথা যেমন ভুলতে পারেনা তেমনি,
বিএনপির গ্রেনেড হামলা,১০ ট্রাক অস্ত্র চালান, রাজাকার উত্থান আর লুটপাটের ইতিহাস ভুলা যায়না ।
তৃতীয় শক্তি হিসাবে জাতীয় পার্টির আগমন ধরে রাখতে পারে নাই ।
জনসাধারন সত্যিকার অর্থে আজ বিপদগ্রস্হ ও আতন্কিত এবং পথেঘাটে বাসে, ট্রেনে পুড়ে মরছে ।
এবারের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কিছুদিন ধরে ভোটার উপস্থিতির হার কমাতে নানা ধরনের কর্মসূচি
পালন করছে বিএনপি। উক্ত কারনে চলমান ৪৮ ঘণ্টার হরতাল আজ ভোটের দিনও অব্যাহত থাকবে।
তারপরও দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলার আভাস দিয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
প্রচার ও গণসংযোগ শেষে সারা দেশে ১২০ আসনে তাঁরা মজবুত অবস্থান গড়ে তুলেছেন।
এসব আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের সম্ভাবনা থাকায় মনে করা হচ্ছে যে, ডজন খানেক
মন্ত্রী ধরাশায়ী হতে পারেন ।


একটা কথা সবাই জানেন , আওয়ামী লীগ মিত্রদের আসন ছাড় ও শরিকদের প্রতীক দিলেও জয়ের কোনপ্রকার
নিশ্চয়তা দেয়নি। ফলে সেসব আসনে নৌকার প্রার্থী না থাকলেও স্বতন্ত্রের সঙ্গে লড়াই করে জিতে আসতে হবে।
পরিস্হিতি বিবেচনা করলে , ১৬০ থেকে ১৭০টি আসনে আওয়ামী লীগ সহজ জয় পাবে, অন্যান্য আসনে
হিসাব নিকাশ উল্টে যেতে পারে । ভোট প্রদানের হার সর্ব্বোচ্চ ৩৫% থেকে ৪৫% হতে পারে, যদি ৫১% এর কম হয়
তাহলে বিএনপি বা আর্ন্তজাতিক মহলের কথা বলা বা উল্লাস করার মতো অবস্হা সৃষ্টি হবে ।
নির্বাচন কমিশন বলছে বেলা ১২টা পর্যন্ত ১৮.৫% ভোট হয়েছে ।


বিগত ভোটের মাঠে কি প্রতিফলন ছিল তা সংক্ষিপ্ত আকারে দেখে আসি :-

ইলেকশন বৎসর : ৭ই ডিসেন্বর ১৯৭০
অংশগ্রহনকারীর সংখ্যা : ৮ টি দল
ভোটার অনুপাতে ভোট প্রদানে র হার : ৫৭.৬৯%
ফলাফল :
বিজয়ী দল : .আওয়ামী লীগ ................... প্রাপ্ত সংসদীয় আসন : ১৬০ .......প্রাপ্ত ভোটের হার : ৭৪.৯০%...
বিজিত দল : বিএনপি ছিল না ................ প্রাপ্ত সংসদীয় আসন : .....................প্রাপ্ত ভোটের হার : ..................
পরবর্তী দল : জাতীয় পার্টি ছিল না ............ প্রাপ্ত সংসদীয় আসন : .....................প্রাপ্ত ভোটের হার : ..................

ইলেকশন বৎসর : ৭ই মার্চ ১৯৭৩

অংশগ্রহনকারীর সংখ্যা : ১৫টি দল
ভোটার অনুপাতে ভোট প্রদানের হার : ৫৪.৯১%
ফলাফল :
বিজয়ী দল : .আওয়ামী লীগ ................. প্রাপ্ত সংসদীয় আসন : ২৯৩ ..............প্রাপ্ত ভোটের হার : ...৭৩.২০%...
বিজিত দল : ...................................... প্রাপ্ত সংসদীয় আসন : .....................প্রাপ্ত ভোটের হার : ..................
পরবর্তী দল : ...................................... প্রাপ্ত সংসদীয় আসন : .....................প্রাপ্ত ভোটের হার : ..................

ইলেকশন বৎসর : ১৮ই ফেব্রুয়ারী ১৯৭৯
অংশগ্রহনকারীর সংখ্যা : ৩০টি দল
ভোটার অনুপাতে ভোট প্রদানের হার : ৫১.২৯%
ফলাফল :
বিজয়ী দল : বিএনপি ................ প্রাপ্ত সংসদীয় আসন : ২০৭................প্রাপ্ত ভোটের হার : .৪১.১৭%....
বিজিত দল : আওয়ামী লীগ .................... প্রাপ্ত সংসদীয় আসন : ৩৯...............প্রাপ্ত ভোটের হার : ২৪.৫৯%....
পরবর্তী দল : ...................................... প্রাপ্ত সংসদীয় আসন : .....................প্রাপ্ত ভোটের হার : ..................

ইলেকশন বৎসর : ৭ই মে ১৯৮৬
অংশগ্রহনকারীর সংখ্যা :২৯টি দল
ভোটার অনুপাতে ভোট প্রদানের হার : ৬১.১০%
ফলাফল :
বিজয়ী দল : জাতীয় পার্টি ...................... প্রাপ্ত সংসদীয় আসন : ১৫৩...............প্রাপ্ত ভোটের হার : ৪২.৩৪%.....
বিজিত দল : আওয়ামী লীগ................... প্রাপ্ত সংসদীয় আসন : ৭৬ .................প্রাপ্ত ভোটের হার : ২৬.১৬%....
পরবর্তী দল : ...................................... প্রাপ্ত সংসদীয় আসন : .....................প্রাপ্ত ভোটের হার : ..................

ইলেকশন বৎসর : ৩ মার্চ ১৯৮৮
অংশগ্রহনকারীর সংখ্যা : ৯টি দল
ভোটার অনুপাতে ভোট প্রদানের হার : ৪৮.৬৭%
ফলাফল :
বিজয়ী দল : জাতীয় পার্টি....................... প্রাপ্ত সংসদীয় আসন : ২৫১ ...........প্রাপ্ত ভোটের হার : ৬৮.৪৪%...
বিজিত দল : সম্মিলিত দল..................... প্রাপ্ত সংসদীয় আসন : ১৯ .............প্রাপ্ত ভোটের হার : .১২.৬৩%..
পরবর্তী দল : ...................................... প্রাপ্ত সংসদীয় আসন : .................প্রাপ্ত ভোটের হার : .............

ইলেকশন বৎসর : ১৩ই জানুয়ারী ১৯৯১
অংশগ্রহনকারীর সংখ্যা : ৭৬টি দল
ভোটার অনুপাতে ভোট প্রদানের হার : ৫৫.৪৫%
ফলাফল :
বিজয়ী দল :বিএনপি................................ প্রাপ্ত সংসদীয় আসন : ১৪০...........প্রাপ্ত ভোটের হার : ৩০.৮১%...
বিজিত দল :আওয়ামী লীগ........................ প্রাপ্ত সংসদীয় আসন : ৮৮...........প্রাপ্ত ভোটের হার : .৩০.০৮% ..
পরবর্তী দল : জাতীয় পার্টি......................... প্রাপ্ত সংসদীয় আসন : ৩৫...........প্রাপ্ত ভোটের হার : ১১.৯২%...

ইলেকশন বৎসর : ১২ই জুন ১৯৯৬
অংশগ্রহনকারীর সংখ্যা : ৮২টি দল
ভোটার অনুপাতে ভোট প্রদানের হার : ৭৫.৬০%
ফলাফল :
বিজয়ী দল : আওয়ামী লীগ....................... প্রাপ্ত সংসদীয় আসন : ১৪৬..........প্রাপ্ত ভোটের হার : ...৩৭.৪৬%.....
বিজিত দল : বিএনপি.............................. প্রাপ্ত সংসদীয় আসন : ১১৬...........প্রাপ্ত ভোটের হার : ..৩৩.৬১%....
পরবর্তী দল : জাতীয় পার্টি........................ প্রাপ্ত সংসদীয় আসন : ৩২...........প্রাপ্ত ভোটের হার : ....১৬.৪০%.......

ইলেকশন বৎসর : ১লা অক্টোবর ২০০১
অংশগ্রহনকারীর সংখ্যা : ৫৫টি দল
ভোটার অনুপাতে ভোট প্রদানের হার : ৭৪.৯৭%
ফলাফল :
বিজয়ী দল : বিএনপি......................... প্রাপ্ত সংসদীয় আসন : ১৯৩...........প্রাপ্ত ভোটের হার : ..৪০.৯৭%.......
বিজিত দল : আওয়ামী লীগ.................. প্রাপ্ত সংসদীয় আসন : .৬৩..............প্রাপ্ত ভোটের হার : ৪০.১৩%.......
পরবর্তী দল : জামাত ............... প্রাপ্ত সংসদীয় আসন : ১৭............প্রাপ্ত ভোটের হার : .৪.২৮%.......

ইলেকশন বৎসর : ২৯শে ডিসেন্বর ২০০৮
অংশগ্রহনকারীর সংখ্যা : ৩৯টি দল
ভোটার অনুপাতে ভোট প্রদানের হার : ৮৭.১৩%
ফলাফল :
বিজয়ী দল : আওয়ামী লীগ..................... প্রাপ্ত সংসদীয় আসন : ২৩০......,........প্রাপ্ত ভোটের হার : .৪৮.০৪%......
বিজিত দল : বিএনপি............................ প্রাপ্ত সংসদীয় আসন : ..৩০..............প্রাপ্ত ভোটের হার : .৩২.৫০%......
পরবর্তী দল : ...................................... প্রাপ্ত সংসদীয় আসন : .....................প্রাপ্ত ভোটের হার : ..................

ইলেকশন বৎসর : ০৫ জানুয়ারী ২০১৪
অংশগ্রহনকারীর সংখ্যা : ১৩টি দল
ভোটার অনুপাতে ভোট প্রদানের হার : ৩৯.৫৮%
ফলাফল :
বিজয়ী দল : .আওয়ামী লীগ...................... প্রাপ্ত সংসদীয় আসন : .২৩৪..........প্রাপ্ত ভোটের হার : ৭২.১৪%........
বিজিত দল : জাতীয় পার্টি....................... প্রাপ্ত সংসদীয় আসন : .৩৪...........প্রাপ্ত ভোটের হার : ৭.০০%........
পরবর্তী দল : .স্বতন্ত্র............................... প্রাপ্ত সংসদীয় আসন : ১৬..............প্রাপ্ত ভোটের হার : ১৫.০৬%.........

ইলেকশন বৎসর : ৩০শে ডিসেন্বর ২০১৮
অংশগ্রহনকারীর সংখ্যা : ৪১ টি দল
ভোটার অনুপাতে ভোট প্রদানের হার : ৮০.২০%
ফলাফল :
বিজয়ী দল : আওয়ামী লীগ..................... প্রাপ্ত সংসদীয় আসন : ২৫৭..........প্রাপ্ত ভোটের হার : ৭৪.৬৩%..
বিজিত দল : জাতীয় পার্টি ...................... প্রাপ্ত সংসদীয় আসন : .২৬...........প্রাপ্ত ভোটের হার : ৫.২২%.....
পরবর্তী দল : বিএনপি .......................... প্রাপ্ত সংসদীয় আসন : .০৭............প্রাপ্ত ভোটের হার : .১৩.০৬%..
সূত্র : বাংলাদেশ নির্বাচন কমিশন ।

এই পরিসংখ্যান সমূহ পর্যালোচনা করলে দেখা যায়, যখন অংশ গ্রহন মূলক ভোট হয়েছে, তখন কোন দলই
৪০% বা ৪৫% এর বেশী ভোট পায় নাই । এই পরিসংখ্যান আরো বলে যে, কখন একতরফা বা ভোট জালিয়াতি হয়েছে ।



--------------------------------------------------------আপনার মতামত দিন ----------------------------------------------------------
ইলেকশন বৎসর : ৭ই জানুয়ারী ২০২৪
অংশগ্রহনকারীর সংখ্যা : ২৮টি দল ( ৪৪টি নিবন্ধিত আছে)
ভোটার অনুপাতে ভোট প্রদানের হার : ---------------- ( নিবন্ধিত ভোটার : ১১৯৬৯১৬৩৩)
মোট আসন : ২৯৯ টি ( একটি স্হগিত : নওগাঁ ২ ) মোট প্রার্থী : ১৯৭০ জন
দলীয় আসনের অংশগ্রহনের হিসাব : নৌকা : ২৬৬, জাতীয় পার্টি : ২৬৫, তৃনমূল বিএনপি : ১৩৫, স্বতন্ত্র : ৪৩৬
এছাড়াও অন্যান্য অংশগ্রহনকারী : অন্যান্য : ৭৬৮, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি : ৭৯ , মহিলা : ৯৭ তৃতীয় লিঙ্গ : ১

..............................................................ফলাফল : .........................................................................
বিজয়ী দল : ...................................... প্রাপ্ত সংসদীয় আসন : .....................প্রাপ্ত ভোটের হার : ..................
বিজিত দল : ...................................... প্রাপ্ত সংসদীয় আসন : .....................প্রাপ্ত ভোটের হার : ..................
পরবর্তী দল : ...................................... প্রাপ্ত সংসদীয় আসন : .....................প্রাপ্ত ভোটের হার : ..................

আপডেট : দেশে নির্বাচন চলছে সুষ্ঠ মতো এখন পর্যন্ত কোন বড় ধরনের বিপর্ষয় খবর আসেনি । ২২ স্হানে সমস্যা হয়েছে
কেন্দ্রে আগুন দেয়া হয়েছে , জাতীয় পার্টি র ১৮ জন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে , ৬ জন দন্ডিত হয়েছে নির্বাচন চলছে ।
আপনার পর্যবেক্ষণ কি বলে , কোন দল কত সীট পাবে বলে মনে করেন ? ভোট প্রদানের হার বা কি হবে ?

..................................................জালিয়ে দেয়া ভোট কেন্দ্রের দৃশ্য ......................................................

আপনার মতামত জানান । এই লেখা আপটডে হবে প্রতি ২ ঘন্টা পরপর ।

ফিরে দেখা : আপডেট সকাল ১০.০০ ঢাকার স্হানীয় সময় (০৮.১.২০২৪ )
বেসরকারীভাবে প্রকাশিত চুড়ান্ত ফলাফল :

ভোটের পরিসংখ্যান :- ২৯৮ টি আসনের ফলাফল ( ৩০০ এর মধ্যে )
আওয়ামী লীগ : ২২৪ ( শরিক দল সহ )
জাতীয় পার্টি : ১১
স্বতন্ত্র : ৬২
কল্যাণ পার্টি : ০১
***দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরন্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে আগামী ৫ বৎসর দেশ চালাবেন।
*** জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম তৃতীয় লিঙ্গর প্রতিনিধি অংশগ্রহন করেও এই লিঙ্গের ৮৫২জন ভোটার হয়েছে।
*** এবার নুতন তরুন ভোটার ছিল ১,৫৪,৫২,০০০,তাদের মাঝে প্রচুর উৎসাহ ছিল এবং তারা ভোট দিতে উদগ্রীব ছিলো ।
*** ভোট খুব ভালো হয়েছে, বাধাহীন ভাবে হয়েছে এবং স্বচ্ছ ও সহিংসতা মুক্তভাবে হয়েছে । এরকম বক্তব্য ছিল সব
পর্যবেক্ষকের মুখে মুখে ।রাশিয়া বলেছে চমৎকার ও উৎসবমুখর হয়েছে । ইউরোপ ইউনিয়ন বলেছে, ভোটার কম ছিল
কিন্ত আমরা তা দেখছি না, আমরা অনুসন্ধান করছি , বাধাহীন, স্বচ্ছভাবে হচ্ছে কিনা ।

ফিরে দেখা : আপডেট সকাল ০৮.০০ ঢাকার স্হানীয় সময় (০৮.১.২০২৪ )
বেসরকারীভাবে প্রকাশিত ফলাফল প্রদান করা হইল ... ... ... ...

ভোটের পরিসংখ্যান :- ২৯৫ টি আসনের ফলাফল ( ২৯৯ এর মধ্যে )

আওয়ামী লীগ : ২২৫ ( শরিক দল সহ )

জাতীয় পার্টি : ১১

স্বতন্ত্র : ৫৮

কল্যাণ পার্টি : ০১

***দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরন্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে ।
*** জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনে অনিয়মে বা সহিংস ঘটনা ছাড়া সমাপ্ত হয়েছে।
*** এবার নুতন ভোটার ছিল এক কোটির উপর,তাদের মাঝে প্রচুর উৎসাহ ছিল এবং তারা ভোট দিতে উদগ্রীব ছিলো ।
*** মাহি ও মমতাজ হেরে গেছেন , তারকা ফেরদৌশ জয়লাভ করছেন ।
*** শেখ হাসিনা বলেছেন : ভোটের বিষয়ে একমাত্র জনগন ছাড়া আর কারও নিকট দ্বায়বদ্ধ নয় ।


ফিরে দেখা : আপডেট রাত ১২.০০ ঢাকার স্হানীয় সময়

ভোটের পরিসংখ্যান :-

আওয়ামী লীগ : ২০০

জাতীয় পার্টি : ১১

স্বতন্ত্র : ৫০

***দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিলাদের অংশগ্রহন বেশী ছিল বলে সবার অভিমত ।
***দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে চট্টগ্রামে=১৬ আসনের নৌকা প্রার্থীর প্রার্থীতা বাতিল করেছে ।

ফিরে দেখা : আপডেট রাত ১০.০০ ঢাকার স্হানীয় সময়
সুধী মহলে আলোচনা আসছে , যে হারে স্বতন্ত্র প্রার্থী জিতে আসছে; তাহলে ভবিষ্যতে দলীয় ভাবে নাকি জনগনের
সরাসরি অংশগ্রহনের মাধ্যমে সংসদ পরিচালনা করা হবে ???

ভোটের পরিসংখ্যান :-

আওয়ামী লীগ : ৭৯

জাতীয় পার্টি : ০৫

স্বতন্ত্র : ২৩

***দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয় জেলায় জাল ভোটের দায়ে ১৭ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
***ভোট গ্রহণের সময় অনিয়মের কারণে সারাদেশে নয়জন প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাকে তাদের
দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। সাতক্ষীরা ও ময়মনসিংহে ৩ জন করে, কুড়িগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইলে একজন করে ভোট
কর্মকর্তাকে বহিষ্কার, প্রত্যাহার ও অব্যাহতি দেওয়া হয়।তিনজন প্রিজাইডিং, দুই সহকারী প্রিজাইডিং ও চারজন পোলিং অফিসার।
*** দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোর করে ব্যালটপেপারে সিল দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে সাতটি কেন্দ্রের ভোট
বাতিল করেছে নির্বাচন কমিশন।
*** দ্বাদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দশটি কেন্দ্রে কোন ভোটই পড়েনি। একটি কেন্দ্রে কেবল একজন ভোটার
ভোট দিয়েছে।পানছড়ি উপজেলায় মোট ভোটার ৫৫ হাজার ৯৭ জন ।
*** ডেপুটি হেড অব মিশন ইউএস এসটিও টেরি এল. ইসলে বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। মানুষ ভোট দিতে আসছে।
সবকিছু ভালো মনে হয়েছে। আশা করছি, শতকরা ৫০ ভাগ ভোট পড়বে। আর সেই অর্থে আমরা যে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করেছি,
সেগুলোতে কোনো ক্রুটি চোখে পড়েনি।' পলিটিক্যাল এডিটর আয়ারল্যান্ড নিকোলাস হুপাওয়াল বলেন,
'ভোটের পরিবেশ যতটা দেখেছি, শান্তিপূর্ণ এবং নিরাপদ।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বিএনপি জামাতের আহবানে সাড়া না দিয়ে একটু কষ্ট করে হলেও আপনার ভোটটা দিয়ে আসুন।

ভোট আপনার মৌলিক অধিকার এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব।

আপনার ভোট আপনি দিন অপেক্ষাকৃত যোগ্য প্রার্থীকেই দিন

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোট যথানিয়মে চলছে,
....................................................
কিছু জাল ভোট হয়েছে,
কিছু ব্যালটে নৌকার সীল আগেই ছিল
যা পরে বাতিল করা হয়েছে ।

২| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুগ্রন্থিত ও তথ্যবহুল একটা পোস্ট। কিন্তু ভোটের তথ্যগুলোর সূত্র আছে কোনো?

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তথ্যবহুল পোষ্ট করতে আমার ২/৩ দিন পরিশ্রম করতে হয়েছে
............................................................................................
তথ্যসুত্র অবশ্যই আছে,
নির্বাচন কমিশন, ইন্টারনেট এবং উকেপেডিয়া

৩| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৫৭

বিজন রয় বলেছেন: বিরাট গবেষণা।

কোথায় পেলেন?

আজ কত % ভোট পড়লো?

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি তথ্য যাচাই করে অনুমান করেছিলাম ৩৫% থেকে ৪৫% হবে
................................................................................................
আর যদি ব্যাপক কারচুপি হয় তবে ৬০% এর কাছাকাছি হবে ।
এইমাত্র জানলাম ইসি বলছে আনুমানিক ৪০% ভোট পড়েছে ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:২৫

মিরোরডডল বলেছেন:




জনগনেরর সুখ সুবিধার ব্যবস্হা করার প্রতিশ্রুতি ।

ইলেকশনের পর সেই প্রতিশ্রুতি কি তারা রাখে?

উক্ত কারনে চলমান ৪৮ ঘণ্টার হরতাল আজ ভোটের দিনও অব্যাহত থাকবে।

হরতাল দিয়ে তাদের কি লাভ হলো জানিনা কিন্তু সাধারণ মানুষের জন্য অসুবিধার সৃষ্টি করা।
গতকাল আজকে বন্ধ থাকায় মানুষ একটু বের হতো এখানে ওখানে যেতো, সেগুলো হয়তো করছে কিন্তু আতঙ্ক নিয়ে।

আমাদের এক রিলেটিভ আইসিউতে ছিলো, আত্মীয়রা অনেকেই হয়তো ইচ্ছে থাকতেও এই হরতাল অবরোধে বের হচ্ছেনা।
সবাই নিজের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে।

জাল ভোট দিতে গিয়ে দুইজন ধরা খেলো, সেটা আপডেট দেয়া হয়নি পোষ্টে।


০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:২০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জনগন ১০০% সুবিধা পায়না একথা সত্য
.......................................................................
তারপরও যে সব সুবিধা পাচ্ছে তা অন্য সময় থেকে আশাব্যন্জক ।
২৭ জন নানা অনিয়মের জন্য ভোট বর্জন করেছে .
কোন কোন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া হয়েছে ।
জাল ভোট ও অনিয়মের জন্য ৬ জনকে কারাদন্ড দেয়া হয়েছে ।
৭০বৎসরের বৃদ্ধাও ভোট দিতে এসেছে ।
এদিকে চট্টগ্রামের ১৬ আসনের প্রার্থীর আচরনবিধি ভঙ্গর জন্য প্রার্থীতা বাতিল করা হয়েছে ।
.........................................................................................
এ পর্যন্ত ৫টি আসনে নৌকার বিজয় ঘোষনা করা হয়েছে ।
আসন গুলো হচ্ছে : নাটোর-৩,লালমনির হাট -৩ এবং -সাতক্ষীরা - ৪ , ঠাকুরগাও=২, ঝিনাইদাহ-৪ ( ৭.২৫মি সন্ধ্যা)

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এটা ১৭৪ ঢাকা ০১ আসনের একটি কেন্দ্র। এখানে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দরবেশ বাবাজি। তাঁর সাথে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির এডভোকেট সালমা ইসলাম।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অনেক চেষ্টা করে ও আপনার লিংকটি দেখতে পারলামনা ।
.....................................................................................
শুনেছি ঐ আসনে সালমা ইসলাম জিততে পারে,
যদি না দরবেশ বাবাজি কেরামতি করে ।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাত ১০টা , খবর পেলাম,
সালমা ইসলাম প্রায় ১,১৫,০০০ ভোটের ব্যবধানে হেরে গেছেন ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

নয়ন বড়ুয়া বলেছেন: জাতীয় পার্টি ১৮-২৬ আসন।
স্বতন্ত্র মনে হয়, ১০-১৫ আসন।
অন্যান্য মনে হয়, ৫-১০ আসন।
আর বাকিসব নৌকা...
(সম্পূর্ণ নিজস্ব মতামত)

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনি আমার তথ্যসমূহ যাচাই করেননি ।
...........................................................................
বিগত নির্বাচন তথ্য মতে স্বতন্ত্ররা ১৫% পর্যন্ত জনগনের ভোট পেয়েছে
সুতরাং আমি আশা করছি এবার স্বতন্ত্র প্রার্থীরা ৩৫ টি আসনের বেশী পেতে পারে ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

জ্যাক স্মিথ বলেছেন: ভোট ভোট খেলা শেষ, আগামী কাল নতুন করে সরকার গঠণের পালা।

০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৮

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ভোট ভালো মন্দ মিলিয়ে সমাপ্ত হয়েছে ।
.....................................................................
বৃটিশ পর্যবেক্ষক বলছেন,
ভোট কতজন দিয়েছে তা তার নিকট মূল বিবেচ্য নয়,
কিভাবে, বাধাহীন ভাবে ভোট হচ্ছে কিনা , বিষয়টি জরুরী ।
উনার মতে ভোট গ্রহন স্বচ্ছ হয়েছে ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কিছু বলার নাই। এই রকমী হবে মানলে মানেন না মানলে দেশ ছেড়ে আমেরিকা চলে যান সবাই। অবুঝ না বালক শিশু কিশোর আজ দেখলাম ভোট দিয়েছে।

০৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এ রকম কোন সেন্টারে হয়েছে তা এখনও গনমাধ্যমে দেখি নাই ।
..............................................................................................
তবে বিএনপি অংশ গ্রহন করলে আরও প্রতিদ্ধন্ধিতা পূর্ণ হতো ।
গনতন্ত্র চর্চ্চা মানেই নির্বাচনে আসতে হবে ।
আমার ধারনা এই নির্বাচনে বিএনপি ১০০ আসন নিতে পারত
তখন আওয়ামী লীগ ১৬০ আসনের বেশী হতো না ।

৯| ০৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২২

কামাল১৮ বলেছেন: এখন দেখার বিষয় স্বতন্ত্ররা কি করে।

০৮ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৬:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: এখন দেখার বিষয় স্বতন্ত্ররা কি করে
..........................................................
স্বতন্ত্র + জাতীয় পার্টী =৭২ হতে পারে ।
আমার আশা ছিল এই সংখ্যা ১০১ হলে সংসদ প্রানবন্ত হতো
এবং দাবী আদায়ে ভুমিকা রাখতে পারত ।

১০| ০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: নির্বাচন শেষ। একটা ঝামেলা শেষ।

০৮ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:০৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: রাজীব নুর বলেছেন: নির্বাচন শেষ। একটা ঝামেলা শেষ।
....................................................................................
আপনি বলছেন ঝামেলা শেষ !
আমি মনে করি দেশ আগামী ৫ বৎসরের জন্য তার গন্তব্য ঠিক করেছে ।
কোন দিক নির্দেশনা ছাড়া একটি জাতি চলতে পারেনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.