নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

তোমায় দিতে আগুন

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:১৯



তোমায় দেব আগুন-
তোমায় জ্বালিয়ে দিতেই চাই,
তোমায় দেব আগুন-
তোমায় পুড়িয়ে করবে ছাই ।

হাতে করে আগুন দেব
তোমার বুকে মুখে,
যেইখানেতে ফাগুন করতো খেলা,
আগুনেরই ফুলকিরা সেইখানে
উড়ুক আগুন-সুখে।
যেইখানেতে আসন ছিল পাতা,
আলতো ভাবে আদর খেত
বনের দুষ্টু লতা ,
ছায়ার খোঁজে পাগল হত
আমার ব্যাকুলতা ।
সেইখানে আজ দাবানলের আলো
জ্বালুক আলো, জ্বালুক আলো,
জ্বলুক সকল কালো ।
দুখেরা আজ সুখে
ছড়িয়ে পড়ুক তোমার
বুকে মুখে ।

জ্বালিয়ে দিতে করছি আয়োজন,
আনছি ডেকে আবোল তাবোল
জানি নেই তো প্রয়োজন ।
রাগ তাড়ানো সুখে নিয়ে
প্রবল প্রচুর জ্বর,
দেখো কেমন জ্বালিয়ে দিতে
পারি আমার গড়া ঘর।
যেই ঘরেতে স্বপ্ন ছিল
কান্না অভিমান
ছোট্ট আধো পায়ে
আমার স্বপ্ন সন্তান।

সামনে আমার জ্বলছে
তোমার দেহ,
দাউ দাউ দাউ আলো,
তোমায় দিয়ে দাহ্য প্রচুর
আমি জ্বলছি নিজেই ভালো ।


ছবি কৃতজ্ঞতা : গুগল ও ইন্টারনেট।

মন্তব্য ৩৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৩৫

নতুন গেম বলেছেন: দারুন লাগল বোন আপনার কবিতাটি ।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ারের জন্য ।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪০

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

ভালো থাকুন নিরন্তর।

২| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৫৮

মি. বিকেল বলেছেন: চরম লিখেছেন।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৪

মানসী বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা।

৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৭

কাঁচাঝাল বলেছেন: ভাল লাগল কবিতা ।

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:১৮

মানসী বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকুন।

৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কবিতার মূল বক্তব্য বা থিম অসাধারণ লেগেছে। কিন্তু ছন্দ এলোমেলো।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৫

মানসী বলেছেন: আমারও তাই মনে হচ্ছে। রাতের আবেগের প্রথমটানে যখন লিখেছিলাম তখন কিছু মনে হয়নি, কিন্তু এখন দিনের আলোয় দেখছি ছন্দেরা সত্যিই এলোমেলো হয়ে গেছে। আসলে আমার ছন্দেরা অবাধ্য সন্তানের মতো হয়ে গেছে, কিছুতেই কন্ট্রোল করতে পারছি না।

কিছুটা ঠিক করার চেষ্টা করেছি, জানি না শেষ পর্যন্ত কী দাঁড়িয়েছে।

আনেক শুভেচ্ছা জানবেন।

৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১

বিজন রয় বলেছেন: ভাল লেগেছে।
আরো লিখুন।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭

মানসী বলেছেন: ধন্যবাদ বিজনদা |

অনেক ভালো থাকুন |

৬| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৭

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ সুমন |

অনেক শুভেচ্ছা।

৭| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৭

জনৈক অচম ভুত বলেছেন: ভালই লেগেছে।
শুভকামনা রইল।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮

মানসী বলেছেন: ধন্যবাদ |

আপনাকেও শুভকামনা |

৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩

আরণ্যক রাখাল বলেছেন: মোটামুটি হয়েছে। মাঝেমাঝে মনে হয়েছে জোর করে ছন্দ মেলানো হয়েছে

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৯

মানসী বলেছেন: ঠিকই বলেছেন ৷আমার কবিতার ছন্দ জিনিসটা আমার খুব অবাধ্য। কিছুতেই ছন্দবন্ধ হতে চায় না, তাই জোর করেই মেলাতে হয়েছে | :) :) :)

শুভকামনা জানবেন |

৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

মানসী বলেছেন: ধন্যবাদ।

শুভকামনা |

১০| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩০

মো: ইমরান আল হাদী বলেছেন: আপনার ভিতরে কবিতাটি ভর করেছিল, আর কিছু বলার নেই। চমৎকার।

২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭

মানসী বলেছেন: আমার লেখাকে 'কবিতা' বলা উচিত হবে কিনা জানিনা। তবে এগুলো আমার অনুভূতি। এবং সত্যিই সেটা আমার উপরে 'ভর' করেছিল।

আমার কবিতা লেখার খাতায় আপনার আমন্ত্রণ থাকলো।

১১| ০২ রা মে, ২০১৬ বিকাল ৪:১৮

কল্লোল পথিক বলেছেন: সামনে আমার জ্বলছে
তোমার দেহ,
দাউ দাউ দাউ আলো,
তোমায় দিয়ে দাহ্য প্রচুর
আমি জ্বলছি নিজেই ভালো ।


বাহ!অসাধারন।

৩০ শে জুন, ২০১৬ রাত ১:৪৩

মানসী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ।

জবাব দিতে অনেক দেরী হয়ে গেল বলে আন্তরিক ভাবে দুঃখিত।

১২| ০২ রা মে, ২০১৬ রাত ৯:০০

***উড়নচণ্ডী*** বলেছেন: আমি নিছকই একজন পাঠক, সিলেবাসের বাইরে সব কিছুই পড়তে ভালোবাসি। এসব পড়াশুনোর মাঝে সবচাইতে দূর্বোধ্য যেটা সেটা হচ্ছে কবিতা। কেন যেন কিছুই বুঝতে পারি না, আর তাই হয়তো এর প্রতি ভালোলাগাটাই বেশি। কবিতাটা অসাধারন লেগেছে, কিন্তু এর বিন্দু বিষঃর্গ আমি আমি বুঝতে পারিনি। পুরাটা জুড়েই মনে হয়েছে একটা ধ্বংসাত্ত্বক সৌন্দার্য্য।

৩০ শে জুন, ২০১৬ রাত ১:৪৭

মানসী বলেছেন: আমারও মনে হয় কবিতা আমি কিছু বুঝি না। তবে এটাও আমার মনে হয় - কবিতা বোঝবার জন্যে নয়, অনুভব করবার জন্য। যে, যে ভাবে তাকে অনুভব করে সেটাই সত্য। তাই আপনার অনুভবও সত্য।

১৩| ০৭ ই মে, ২০১৬ রাত ২:০৪

এখওয়ানআখী বলেছেন: কবিতার চেয়ে বড় বন্ধু আর কে। কবিতার ভাললাগা ছড়িয়ে যাক আমা হতে তোমা পানে।

৩০ শে জুন, ২০১৬ রাত ১:৪৯

মানসী বলেছেন: আমার মনের কথাটাই বলেছেন। বিশেষ করে দুঃখের যে রাতগুলোতে আমি একা সেখানে কবিতাই আমার একমাত্র বন্ধু।

অনেক ভালো থাকুন।

১৪| ০৭ ই মে, ২০১৬ রাত ২:১৭

রুদ্র জাহেদ বলেছেন: ভাল লেগেছে কবিতা।এই আগুনে জ্বলতে জ্বলতে হোক নতুন সৃষ্টি

৩০ শে জুন, ২০১৬ রাত ১:৫২

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ রুদ্র।

পুড়তে পুড়তে দেখব একরাতে
গ'লে গিয়ে মোমের শরীর
চাঁদের আলোর সাথে মিশে
জন্ম দিয়েছে সুখ সঙ্গমে
নতুন শরীর।

১৫| ১৯ শে মে, ২০১৬ রাত ১০:১৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।

৩০ শে জুন, ২০১৬ রাত ১:৫৩

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ

১৬| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

৩০ শে জুন, ২০১৬ রাত ১:৫৬

মানসী বলেছেন: আপনি কেমন আছেন প্রামাণিকদা ?

সর্বক্ষণ আপনার সুস্থতা কামনা করেছি। আপনি অসুস্থ হলে আমরাো সুস্থ থাকি না।

১৭| ৩০ শে জুন, ২০১৬ রাত ২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: তোমায় দেব আগুন-
তোমায় জ্বালিয়ে দিতেই চাই,
তোমায় দেব আগুন-
তোমায় পুড়িয়ে করবে ছাই ।


খুব ভালো লাগলো।

৩০ শে জুন, ২০১৬ রাত ২:২০

মানসী বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন নিরন্তর।

১৮| ১৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭

অর্ণব সাধুখাঁ বলেছেন: আপনি বড়ো ভালো লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.