নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

বর্ষার বাতাসে মুকুলিত বসন্ত

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৯



বসন্ত এসেছে দেখ বৃষ্টির বাতাসে।
বাদল হাওয়ার তালে তালে
দেখ গাছেরা নাচছে পাতার নুপুর পরে।
তোমার বলছ মন খারাপ?
মন খারাপের কী হয়েছে?
এত কাফনে তোমার মনে
সাদা রঙের বরফ?
সাদার নীচে কাদা,
যেমন আলোর নীচে কালো?
দূর মন খারাপ করে নাকি কেউ?
একটুও না।

তোমার মনে নেই এই সেদিনের কথা,
বাংলার দামাল ছেলেরা
মায়ের চোখের জল মোছাতে
নিজের হাসি পণ ক'রে
হাসতে হাসতে জীবন দিল।
তাইতো আমরা হাসতে পারছি,
হাসব চিরকাল।

তোমার চোখে জল কেন?
তুমি বিজ্ঞানের নিয়ম জান না?
জল যদি বরফ হয়
তবেই তার ব্যাপ্তি,
সুপ্তির সেই নেশা কাটিয়ে
বরফেরও হতে পারে ছুরি।
সে ছুরিতে মানুষ খুন ক'র না
কিন্তু করতে পারো কঠিন অস্ত্রের মোকাবিলা।
অশ্রুকে তাই লুকিয়ে ফেল,
কিন্তু শুকিয়ে ফেল না ;
অশ্রু জমে বরফ হোক।

তোমার মন খারাপ?
তার মানে তুমি কাঁদছ,
তার মানে তুমি হেরে যাচ্ছ।
কি যে ভাব তুমি,
আমরা কখনো হেরেছি নাকি?
আমরা কখনো হারতে পারি !
হাতে হাত রেখে বন্ধুকে পাশে,
জীবনের গানে হারিয়ে দিয়েছি বন্দুকে।
আগলিয়ে রেখে গর্ভের গান
বিলিয়ে দিয়েছি আমার এই প্রাণ,
হয়েছি জননী সেই সেবারেও,
এবারেও আমি।

দেখ বর্ষার বাতাসে বসন্ত এসেছে,
এত রক্তেও তাই দেখ বিজয়ের মালা,
ভালোবাসার কাছে, মানুষের কাছে,
হেরে যাচ্ছে হত্যার তাণ্ডবলীলা।
চোখের জল জমে যে বরফ,
সেই প্রতিবাদ জমে প্রতিরাধ,
প্রতিরাধে প্রীতিবোধ।
কে জিতেছে বলো তাহলে ?
বর্ষার অজস্র ধারায় তাই মুকুলিত বসন্ত।

মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:১৫

কালনী নদী বলেছেন: বসন্তের শুভেচ্ছা জানবেন। সুন্দর কবিতা+

০৮ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৫৬

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার জন্যেও বসন্তের শুভেচ্ছা। ভালো থাকুন।

২| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: অশ্রুকে তাই লুকিয়ে ফেল,
কিন্তু শুকিয়ে ফেল না ;
অশ্রু জমে বরফ হোক
- চমৎকার অভিব্যক্তি! ভালো লেগেছে।

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০২

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ খায়রুল ভাই ।

আপনাদের মতো ব্লগে নিয়মিত হব। কিন্তু নানা সমস্যার কারণে হয়ে উঠছে না।


৩| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৯

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৬

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা জানবেন।

আপনার মতো বর্ষিয়াণ ব্লগাররা ব্লগে এলে অনুপ্রেরণা অনেক বেড়ে যায়।

৪| ০৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৫০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আপনার সব কবিতায় কমবেশি একটা বিষাদ এবং বিষন্নতার ছাপ থাকে। বৃত্তের বাইরে আসা যায়না কবি?

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২

মানসী বলেছেন: ঠিকই ধরেছেন। কিন্তু কিছুতেই সেই বিষণ্ণতার বাইরে আসতে পারছি না। হয়তো এই বিষাদ-বিষণ্ণ-বিপন্নতা আমার লেখার প্রাণরস। তবু চেষ্টা করব।

শুভেচ্ছা নেবেন।

৫| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪২

বিজন রয় বলেছেন: শিরোনাম পছন্দ হয়নি।

কবিতার ভিতরে কিছুটা গদ্যরূপ ফুটে উঠেছে, যেটাকে আমি বলবো ছন্দপতন।

শুভকামনা।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:১০

মানসী বলেছেন: আমারও এখন সেটাই মনে হচ্ছে। তবে ছন্দ জিনিসটা আমি কোনোদিনই বুঝি না।

শুভেচ্ছা জানবেন।

৬| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:০৭

জনৈক অচম ভুত বলেছেন: বসন্ত চিরস্থায়ী হোক।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫০

মানসী বলেছেন: হ্যাঁ, অামরা সকলেই চাই বসন্তের চিরস্থায়িত্ত্ব। যে বসন্তে শুধু ফুল ফুটবে,বন্দুকের গুলি নয়।

বসন্ত চিরস্থায়ী হোক।

৭| ০৯ ই জুলাই, ২০১৬ ভোর ৬:১০

ডঃ এম এ আলী বলেছেন: এত শান্তন্ আর
প্রবোদ দায়ী কবিতা
মন ভাল না হয়ে কি
পারে কারো ।

খুবই ভাল লাগল ।

০৯ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩০

মানসী বলেছেন: এটা মন ভালো করারই কবিতা। তবে সান্ত্বনা নয়। মনে জেগে উঠুক প্রতিবাদ প্রতিরোধ।

অনেক শুভেচ্ছা।

৮| ০৯ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: তথাস্তু , তবে তাই হোক ,
চলুক প্রতিবাদ দুর্বার গতিতে ,
প্রতিবাদের মিছিলে শরিক থাকব
নিরন্তর, সে প্রত্যয় ব্যক্ত করে গেলাম এ সাথে ।

আপনার প্রতিও শুভেচ্ছা রইল

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৭

মানসী বলেছেন: সঙ্গে আছি সবসময়।


শুভেচ্ছা।

৯| ১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, আশায় আছি দেখা হবে যথাস্থানে ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

১০ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৫

মানসী বলেছেন: শুভকামনা নিরন্তর।

১০| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭

আবুল হায়াত রকি বলেছেন: শুভ কামনা জানবেন। বোন।

১০ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৩

মানসী বলেছেন: আপনার জন্যেও শুভকামনা।


ভালো থাকবেন।

১১| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪৪

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: তুমি হাসছ, খেলছ, কথা বলছ
তাই বসন্ত এসেছে
তুমি বাগানে হাঁটছ, ফুল-পাখি-গাছের
ছায়ায় ঘুরছ, তাই বসন্ত এসেছে

১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

মানসী বলেছেন: আসলেই তাই ৷প্রিয়জনরা আনন্দ থাকলে, ভালো থাকলে সত্যিই বসন্ত আসে ৷

ভালো থাকুন৷

১২| ১২ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৩

রুদ্র জাহেদ বলেছেন: অদ্ভুত সুন্দর কবিতা

১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

মানসী বলেছেন: বহুদিন পর তোমাকে ব্লগে দেখে খুব আনন্দ হচ্ছে ৷

কেমন আছ? ভালো তো?

১৩| ১২ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:



কবিতায় পাথরের বুকে ফুল ফোটানোর চেস্টা, হৃদয়ের গভীরে পালিত ইচ্ছাসমুহকে সরল পদ্যে প্রকাশ।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৩

মানসী বলেছেন: অনুপ্রাণীত হলাম।

অনেক শুভেচ্ছা।

১৪| ১২ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৬

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২২

মানসী বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১৫| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:১০

কল্লোল পথিক বলেছেন:







সুন্দর কবিতা।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৫

মানসী বলেছেন: ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

১৬| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ছন্দ থেকে পুরোপুরি বেরিয়ে আসা উচিত ছিল।
দারুণ হতো।

বসন্ত ঘিরে থাকুক আপনায়।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৮

মানসী বলেছেন: বসন্তের ছন্দ থেকে বের হতে পারলাম না।


বসন্ত আপনাকেও ঘিরুক।

১৭| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ১২:২৮

পবন সরকার বলেছেন: সুন্দর কবিতা।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৭

মানসী বলেছেন: ধন্যবাদ।

ভালো থাকুন।

১৮| ১৪ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: এইতো বেশ ভালো।তবে প্রিয় ব্লগে কম আসি।হুটহাট লগইন করা ছাড়া কিছু লেখা পড়ে আবার চলে যায়।ভার্সিটির পড়ার একটা চাপ হঠাৎ করে বেশি অনুভব করছি।তাই লেখালেখির প্রচেষ্টা আর ভার্চুয়ালে লেখা পড়া বিচরন করা অনেকটাই এই সময়ে অনেকটা কমিয়ে ফেলা দরকার।তবে বিভিন্ন বিষয়ের উপর বই পড়ার নেশা জারি থাকবে।আপনি কেমন আছেন?

২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩০

মানসী বলেছেন: ঠিক আছে তোমার পড়াশুনার খাতিরে এটা মেনে নিলাম। পড়া জারি থাকুক।

আমি আছি মোটামুটি।

১৯| ১৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:৪৯

আবুল হায়াত রকি বলেছেন: বসন্তের শুভেচ্ছা জানবেন, সুলেখিকা।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৬

মানসী বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা জানাই। ভালো থাকুন।

২০| ২২ শে জুলাই, ২০১৬ রাত ১:২৩

ইন্দ্রনাথ বলেছেন: সহজ, সরল ও প্রান্জল ভাষার অসাধারণ কবিতা।

২২ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৯

মানসী বলেছেন: অনুপ্রাণীত হলাম। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.