নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

উষ্ণতার সৌজন্যে

২৯ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৩

কখনো কি বুকের ভিতরে মুখ লুকিয়েছ?
কার বুক ? বোকার মতো প্রশ্ন কর।
নিজের বুকে কি কখনো নিজের মুখ লুকানো যায় ?
মুখ লুকাতে গেলে অন্য কারো বুক ই দরকার।
তবে নিজের ভিতর নিজেকে লুকাতে পারো,
নিজের ছায়ায় নিজেকে হারাতে পারো,
নিজের মায়ায় নিজেকে জড়াতে পারো,
কিন্তু দিনের শেষে ক্লান্ত হয়ে যখন ফিরবে ঘরে,
সমস্ত রোদের তাপ যখন তুমি ছড়িয়ে দিতে চাইবে
নিজের থেকে অনেক দূরে,
তখন তোমার একটা বুক দরকার।
ঠাণ্ডা-শীতল-জমে যাওয়া কোনো বুক নয়
উষ্ণতায় ভরা, গভীর দুঃখে পাশে জেগে থাকা
উষ্ণ কোনো বুকের আশ্রয়।
প্রতিটি মানুষই পেতে চায় সেই হারানো সম্পদ
কিন্তু সবাই তো পায় না।

হারিয়ে যেতে যেতে অনেক দূরে জলের ভেতর
যেমন ডুবে যায় কোনো স্বপ্নের স্রোত,
অনেক দিনের চোরাবালি
যাকে তিলে তিলে টেনে এনেছে
বাইরের গভীর গোপন ষড়যন্ত্রে,
তখন একটু জেগে উঠে,
একটু কাছে পেয়ে
যার ভিতরে ডুবে যাওয়া যায়-
সেই বুক ।
যেখানে সবাই লুকাতে চায়,
হারাতে চায়,
ভিজে যেতে চায় গভীর মমতায়,
কিম্বা কোনো এক হিংসুটে হিংসায়,
সেই বুকের কথাই বলছি আমি।

স্বপ্নের ভিতরে তিলে তিলে গড়ে ওঠা যে সমুদ্র,
যার ঢেউয়ে হারিয়ে গিয়ে
ভাসমান স্বপ্নের মতো এগিয়ে চলেছি
আরো এক গভীর স্বপ্নের দিকে,
যে স্বপ্ন চোরাবালির মতো টেনে চলেছে আমাকে
আরো গভীর থেকে গভীরতার আকাঙ্খায়,
আমি চাইলেও সেই গভীরতা থেকে
নিজেকে মুক্ত করতে পারছি না।
আমি চাইলেও হারাতে পারছি না সেই নীল জলে।
আমি প্রাণপণে সাঁতার কাটছি,
ডুবতে চাইছি না বলে সাঁতার কাটছি,
ভেসে থাকতে চাইছি বলেই সাঁতার কাটছি।
তবু পৃথিবীর যে গভীর মাধ্যাকর্ষণ
আমাকে আরো অতলে নিয়ে যেতে চাইছে,
সেখান থেকে কোনো এক উষ্ণ হৃদয়-
উষ্ণ বুক কি আমাকে দিতে পারে
এই কৌলিণ্য থেকে মুক্তি?
তুমি কি দিতে পারো
সেই কামনাময় উষ্ণতম বুক?

মন্তব্য ১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৬ ভোর ৬:২১

কাজী রিফাত বলেছেন: ধন্যবাদ ভাই সকালটা মিষ্টি করার জন্য। :)

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৫৪

মানসী বলেছেন: শুভ সকাল। মিষ্টি হোক সারাটা দিন।

২| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:২৯

সিকদার বাড়ীর পোলা বলেছেন: +++++++++++++++

২৯ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩৩

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভ সকাল।

৩| ২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।


শুভ সন্ধ্যা।

৪| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৪

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর হয়েছে ।

২৯ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৯

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।


অনেক শুভেচ্ছা জানবেন।

৫| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৮

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৩

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

অনেক ভালো থাকুন।

৬| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:০৭

shrminmila বলেছেন: ভাল লাগলো #

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৯

মানসী বলেছেন: শুভেচ্ছা।


ভালো থাকুন নিরন্তর।

৭| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:১৭

মেহেদী রবিন বলেছেন: ভালো লেগেছে

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১:৫০

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা জানবেন।

৮| ৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সুন্দর। +

৩০ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৩

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ রাজপুত্র।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.