নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আবার আমি বাঁচতে চাই এবং তোমায় সাথে নিয়ে।

মানসী

মানসী › বিস্তারিত পোস্টঃ

ও আমার পুতুল সোনা

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৫



ও পুতুল সোনা ভাই,
আমার আজ খেলার সাথী চাই,
তোমায় দেব সব কিছু আজ
তোমার যা যা চাই।

সকালবেলা ঘুম থেকে মা
দেয় যে ডেকে ডেকে,
আমার সকাল তখন থাকে
রঙিন স্বপন মেখে।
ঘুমের দেশের পরী যখন
আমায় ছুঁতে চায়,
তখন স্কুলেতে অঙ্ক ক্লাসে
সময় কেটে যায়,
আমার ওই সকাল কেটে যায়।

বিকেলবেলা পুতুল খেলা
আমার কিছু আলো,
বাবা মায়ের কথায় আমি
আঁকায় নাকি ভালো!
বিকেলবেলা পুতুল খেলা
আমার কিছু আলো
বাবা মায়ের কথায় আমি
নাচে গানে ভালো!
আমার পুতুল সোনার
যখন কেঁদে গলা শুকিয়ে যায়,
তখন নাচের ক্লাসে আঁকার ক্লাসে
সময় কেটে যায়,
আমার ওই বিকেল কেটে যায়।

ও আমার পুতুল সোনা ভাই,
আমার আজ খেলার সাথী চাই,
তোমায় দেব সব কিছু আজ
তোমার যা যা চাই।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৭

সুমন কর বলেছেন: বেশ সুন্দর হয়েছে। +।

কেমন আছেন?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:০২

মানসী বলেছেন: হ্যাঁ, সুমন ভাই , ভালো আছি। আপনি ভালো আছেন তো ?

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৭

সুমন কর বলেছেন: এইতো, চলে যাচ্ছে....

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৬

মানসী বলেছেন: নিরন্তর ভালো থাকুন সুমন ভাই।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪২

খায়রুল আহসান বলেছেন: সুন্দর কবিতা, ভাল লেগেছে। + +

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

মানসী বলেছেন: ধন্যবাদ। অনেক ভালো থাকুন।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৮

কথাকথিকেথিকথন বলেছেন:



সুন্দর ছড়া । ভাল লেগেছে ছোট্টবেলার হৃদয়ে !

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৯

মানসী বলেছেন: অনেক ধন্যবাদ। অাসলেই অামার ছোট্টোমেয়েদের জন্যে এই গানটা কম্পোজ করছিলাম। অনেক ভালো থাকুন।

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:
মাঝে মাঝে তব দেখা পাই.....

২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৩

মানসী বলেছেন: ক্ষণিক মিলন-সুখে রহি কিছুকাল..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.