নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১১ ই জুন, ২০১৭ দুপুর ১:১৪

আমার বিরহ বেদনা বুঝায় কারে?!
প্রকৃতি দূষণে আমি মরি বারে বারে!!

মন্তব্য ৩০ টি রেটিং +১/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কেন বায়ু দোষণ করেন নাকি?

১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৫

স্বতু সাঁই বলেছেন: আপনি কি বিদ্যুৎ ব্যবহার করেন না? নদীতে বাঁধ দেন না? বাসায় কি কাঠের বা অন্যান্য ধাতব বস্তুর আসবাব পত্র নাই? প্রতিদিন কি ফ্রিজের ঠান্ডা জল পান করেন না?

২| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৫২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এ বয়সে আর ছাত্র জীবনে ফিরে যেতে ইচ্ছে করেনা।

১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৬

স্বতু সাঁই বলেছেন: মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞানীরা ছাত্রই থাকে। অজ্ঞানীরাই ছাত্রত্ব শেষ করে।

৩| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আমার আর জ্ঞানের দরকার নেই। জ্ঞান কি করে? খায় না গায়ে মাখে?

১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৩

স্বতু সাঁই বলেছেন: জ্ঞান ছাড়া আপনি মানুষ তা আল্লাহ কাছে কিভাবে প্রমান বা সাক্ষ্য দিবেন? কোরানের পদে পদে আল্লাহ যে কইছে, ইহা জ্ঞানীর জন্য নিদর্শন। বিচারে বসে আল্লাহ যখন জিগাইবো, কও দেখি আমুক আয়াতের লেজে ও আগায় আমি কইছিলাম ইহা জ্ঞানীর জন্য নিদর্শন। ওই আয়াতের অর্থটা কি? তখন যে বিদ্যুতের চাবুক পড়বো সে হুস আছে। তখন গতরে কইবো, জ্ঞান গতরে মাখি নাই ক্যান।

৪| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ২:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সেটা আল্লাহর লগে যা বুঝার আমি বুঝব। এ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৪

স্বতু সাঁই বলেছেন: তাহলে নবীর টেনশন কি ছিলো। উনি কি হুদায় প্যানপ্যানাইতে আসছিলেন?

৫| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাঁর (সঃ) টেনশন তিনি করেছেন। আমার টেনশন আমি করছি।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৩

স্বতু সাঁই বলেছেন: কি কি টেনশন হয়?

৬| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আহারে ব্যক্তিগত কথা জিজ্ঞাস করতে হয় নাকি? যেটা বলার সেটাতো আমি এমনিতেই বলব।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩১

স্বতু সাঁই বলেছেন: আমি তো জিগাই নাই আপনি ভাবীর লগে কি কথা কইতাছেন। আমি জানতে চাইতাছি, হুর পাইবেন কি না পাইবেন তার টেনশন হয় নাকি।

৭| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: হুর নিয়া আমার টেনশন নেই। ক্বোরআনে বলা আছে তাদের কেহ স্পর্শ করে নাই। আগামীতেও সে দরকার নাও হতে পারে। আর কাজের বুয়া যদি তারা হয় তাতে ক্ষতি কি?

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৪

স্বতু সাঁই বলেছেন: ও, বাসায় দাস দাসী রাখারও অভ্যাস আছে? আপনে তো দেখি পাক্কা পুঁজিবাদ।

৮| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: দাস প্রথা সেই কবে বিলুপ্ত হয়েছে। জানেন না বুঝি?

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৫২

স্বতু সাঁই বলেছেন: ওহো হো, এতক্ষনে বুঝলাম আপনি উপরের চোখ দিয়া দেখেন। তাইলে তো আপনি জীবনেও আল্লাহরে দেখবার পাবেন না। হুদাই আল্লাহর খোঁজ খবর নিয়া লাভ কি।

৯| ১৬ ই জুন, ২০১৭ রাত ৯:৫৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আপনি কি অন্তরের চোখ দিয়া দাস প্রথা দেখছেন?

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৯

স্বতু সাঁই বলেছেন: খোলা চোখেই যা দেখা যায় তা দেখতো অন্তরের চোখের পাওয়ার নষ্ট করুম ক্যান। আপনের বাহির চোখের পাওয়ার নষ্ট।

১০| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এতক্ষণে একটা ঠিক কথা কইছেন। সে জন্যই চশমা লাগে।

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৭

স্বতু সাঁই বলেছেন: দাস দেখতে চশমা লাগে না। সবাই পুঁজিবাদের দাস। ডাক্তার ইঞ্জিনিয়ার থেইকা শুরু কইরা দেশের সরকার সবাই পুঁজিবাদের দাস। দাস, দাসের দাস, ক্রমান্বয়ে দাসের দাস চলতেই আছে। দাস হইতে কি শুধু শিকল পরা লাগে? এখনকার দাসেরা ফুলপ্যন্ট টাই পইরা দাসত্ব করে।

১১| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বুঝেছি, এটা তাহলে এক প্রকার সামাজিকতা!

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

স্বতু সাঁই বলেছেন: আপনি যদি ছোট পুঁজিপতি হন তাহলে আপনিও বড় পুঁজিপতির দাস। ক্যান ব্যাংকে লোন নিয়া ব্যাংকমালিকের দাসত্ব করেন না? সুদের শিকলে যেমন টানে তেমন গলায় ফাঁস।

১২| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৭

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবেতো এটা অবধারীত সামাজিক রীতি।

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩১

স্বতু সাঁই বলেছেন: ইবলিসনীতি। ক্যান আল্লাহই তো এই শরিয়তের দুনিয়াডারে ইবলিসের কাছে ইজারা দিছে, তার নফরমানীর শর্তে। সিজদা না দিয়া নফরমানী করাতে আল্লাহ তারে শয়তান উপাধী দিলো, সেই সুযোগে সেও আল্লাহর কাছ থিকা এই শরিয়তের দুনিয়াডার ইজারা নিলো কিয়ামততক। তাই তো ইবলিসের ইশারায় চলতে আছে শরিয়তদারী।

১৩| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তবেতো ইবলিশ ইশারা করায় খুব দক্ষ!

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪০

স্বতু সাঁই বলেছেন: তাই তো মধ্যপ্রাচ্যেসহ সকল মুসলিম রাষ্ট্রে জন্ম থেকে জ্বলছি সিনেমা চলতেই আছে।

১৪| ১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জ্বলে-পুড়ে তারা খাঁটি হচ্ছে!

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৬

স্বতু সাঁই বলেছেন: জ্বালানী কি আর খাঁটি হয়? জ্বালানী জ্বইলা ছাই হয়।

১৫| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:০১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তারাতো আর জ্বালানী নয় তারা খাঁটি সোনা জ্বালানী দিয়ে জ্বালিয়ে তাদেরকে খাঁটি করা হচ্ছে।

১৮ ই জুন, ২০১৭ রাত ১:৪৮

স্বতু সাঁই বলেছেন: আর হাসায়েন না। মুনাফেকেরা আবার খাঁটি সোনা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.