নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

একজন সমকামীর ইতিবৃত্ত

১২ ই জুন, ২০১৭ দুপুর ২:২৯

আমার এক বন্ধু সমকামীদের অধিকার নিয়ে কাজ করতো। শুধু তাদের অধিকার নিয়ে কাজ করতো তা না, সে নিজেও সমকামীতে আসক্ত অনেক আগে থেকেই ছিলো। বহুদিন পর তার সাথে দেখা। সে তার কাজের অভিজ্ঞতার কথা এসে আমাকে মাঝে মাঝে বলতো। সমকামীর পক্ষে যুক্তি দেখানোর জন্য অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যাও দিতো। আমি কোন মন্তব্য করতাম না, শুধু ওর কথাগুলো শুনতাম। একদিন সে আমাকে বলে,
"কি হয়েছে তোর, তুই আমার কাজের ব্যাপারে কি মোটেও সন্তুষ্ট না?" আমি বললাম,
"কিছু মনে না করলে একটা কথা বলতে পারি। তবে আমার কথা বলা শেষ না হওয়া পর্যন্ত তুই কোন মন্তব্য করতে পারবি না।"
"বল।"
"সমকামীদের বিষয়ে তুই নিজেই বৈজ্ঞানিক ব্যাখ্যা অনেক শুনিয়েছিস আমাকে। তোর ভাষ্য মতে এটা অনেকটা নাকি জেনেটিক্যাল বিষয়। তোর কথা সব মেনে নিলাম এবং সে কারণেই তুই তাদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছিস। বেশ ভালো কথা। এখানে আমার একটা প্রশ্ন। তোর ছেলেটা বড় হলো। জেনেটিক্যালী সেও তোর মতই সমকামী হলো। এক রাতে তোর সাথেই শুয়ে আছে। মধ্য রাতে বুঝতে পারলি যে তোর ছেলে তোর লুঙ্গী তুলে তোর গুহ্যে তার শিশ্ন প্রবেশ করানোর চেষ্টা করছে। তখন কি তুই তাকে বাধা দিতে পারবি? কারণ তুই সমকামীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছিস। সেখানে তোর বাধা দেওয়ার কোন অধিকার নেই। অতএব বিনা বাক্য ব্যয়ে তোকে তোর সন্তানের দ্বারা যা হওয়ার তাই হতে হবে। এই হয়ে যাওয়ার ঘটনার কথা কি তুই গর্বভরে সকলের কাছে বলতে পারবি, আমার পুত্র আমাকে এই করেছে? এ কাজ তোর পুত্র করতেই পারে কারণ সমকামীদের তো আর কোন বিধি বিধান নাই যে পুত্র পিতার সাথে সহবাস করা অবৈধ। সহবাসের বিধি বিধান তো শুধুু বিপরীতকামীদের ক্ষেত্রে। অতএব তোর পুত্র গোপনে লুঙ্গী না তুলে প্রকাশ্যে বলে, বাবা আজ আমি তোমার সাথে শুবো। তাহলেও তার আশা পূর্ণ করতেই হবে। কারণ তুই তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছি।" আমার কথাগুলো শুনতে শুনতে তার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আমাকে আর কোন উত্তর না করে, উঠে চলে যায়। আমিও তাকে পিছন থেকে ডাকি নি। সে ঘটনার বহুদিন পর আবার এসেছিলো আমার কাছে। আমি জিজ্ঞাসা করলাম,
"কি রে কেমন চলছে তোদের কাজ কর্ম?" সে উত্তরে বললো,
"ছেড়ে দিয়েছি ঐসব কাজ।"

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তাহলে সে বিষয়টা বুঝতে পেরেছে

১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৭

স্বতু সাঁই বলেছেন: শুধু আপনারাই বুঝলেন না।

২| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১১:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ও কথা আপনাকে কে বল্ল?

১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৮

স্বতু সাঁই বলেছেন: অলিতে গলিতে সমকামীরা ঘুরছে। কিছুদিন পর দেখবে ঘরে ঘরে।

৩| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:২২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: গরু ছাগল গুলো রেহাই পাবে তো?

১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৭

স্বতু সাঁই বলেছেন: মানুষের দেখা দেখি তারাও এখন শিখতেছে। মাঝে মাঝে দেখি সাঁড় ও পাঁঠাও বলদ ও খাসির উপর উঠে।

৪| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কেয়ামত সন্নিকটে!

১৬ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৩

স্বতু সাঁই বলেছেন: কিয়ামত কি? কতো সালের কতো তারিখে কি বারে কোন সময়ে ঘটবে, বিস্তারিত আলোচনা করুন।

৫| ১৬ ই জুন, ২০১৭ দুপুর ২:২৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: বিনে পয়সার আলোচনা করে কি লাভ!

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:১০

স্বতু সাঁই বলেছেন: ও, আপনি তাহলে শফি হুদুরের চ্যালা!!

৬| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: তা’সে আপনি যাই বলুন, দ্রব্যমূল্যের যা দাম। বিনে পয়সায় কেউ কি আর দেয়? কারো চেলা হয়ে যদি দু’পয়সা মিলে তার জন্য হিংসে করেন কেন ভাই?

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩৭

স্বতু সাঁই বলেছেন: হিংসা না, আপনের উপকারের লাইগা কইতাছি। আল্লাহয় কইছে তাঁর আয়াত বেঁইচা খাইলে হেয় নাকি দোযোখের আগুন গিল্লা খায়। আপনি দোযখের আগুন গিল্লা খাইবেন আর আমি চাইয়া দেখুম।

৭| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি যে কন, দোযগের আগুন আবার খাবার জিনিস নাকি? আর আয়াত আবার কিনে কে?

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৬

স্বতু সাঁই বলেছেন: তাইলে পয়সা চাইলেন কি লাইগা? পূর্বপুরুষ কি ভিক্ষুক টিক্ষুক আছিল নি?

৮| ১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: যারা ভিক্ষুক না পয়সা তাদের আরো বেশী লাগে। কারণ তাদেরকে ভিক্ষা দিতে হয়।

১৬ ই জুন, ২০১৭ রাত ৮:৫৬

স্বতু সাঁই বলেছেন: আজকের মতো এইখানে খামতি। কাল দেখাহইবোল আবার।

১৭ ই জুন, ২০১৭ দুপুর ১২:১৬

স্বতু সাঁই বলেছেন: তাইলে কারুনে গল্প কোত্থিকা আইলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.