নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন

১৯ শে জুন, ২০১৭ দুপুর ১২:২৮

প্রেম করবে প্রেমিক-প্রেমিকা দু'জনে,
ঘটক লাগবে কোন প্রয়োজনে?!
মনেতে মনের মিলন,
মনের মিলনে হয় আপনজন!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৪

শাহরিয়ার কবীর বলেছেন: গুরু কথাগুলো আরো গুরুতর ব্যাখ্যা চাই !! এ নিয়ম-নীতির রিরুদ্ধে তা থেকে মনে হয় গন্ধ ছড়াবে ।।

২০ শে জুন, ২০১৭ দুপুর ১:৩১

স্বতু সাঁই বলেছেন: সকলেরে সৃজন করিয়া তিনি গেলেন অন্তরালে!
তাঁর এই গোপনীয়তা যদি না ভাঙ্গে নিয়ম-নীতি কোনকালে।
তবে সামান্য গোপনীয়তা আমার!
কী করে হয় নিয়ম-নীতির বিরুদ্ধাচারণ সবার?!!

ধন্যবাদ, আমার ব্লগে এসে মন্তব্য করবার জন্য। খুব খুশি হয়েছি। কিন্তু সামু কর্তৃপক্ষের প্রতি খুশি হতে পারলাম না। কারণ তিন দিনের স্থলে প্রায় তিন সপ্তাহ হয়ে গেলো আজও প্রথম পাতার অনুমতি পেলাম না। ভেবেছিলাম সামুর মেলায় কিছু বিনিময় করে যাবো। মনে হয় তা আর হলো না। ভালো থাকবেন, শুভকামনা রইলো।

২| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৩৩

শাহরিয়ার কবীর বলেছেন: লিখতে থাকুন !! সামু কর্তৃপক্ষ দিবে একদিন আপনাকে নিরাপদ করে ।। ব্লগার কাল্পনিক -ভালোবাসার পোষ্টে একটু আপনার এ সমস্যার কথা বলে দেখতে পারেন । ধন্যবাদ।

২০ শে জুন, ২০১৭ রাত ৮:৩৬

স্বতু সাঁই বলেছেন: পরামর্শ দানের জন্য ধন্যবাদ। তবে ভালবাসাকে নিয়ে এতোই কবিতা লিখলাম, কখনও কল্পনা করকে হয় নি। তবে এখানে মনে হচ্ছে কাল্পনিক-ভালবাসাকে খুঁজতেই হবে।

৩| ২০ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৮

অচল অধম বলেছেন: যদি কেও প্রেম করতে না পারে??

২০ শে জুন, ২০১৭ রাত ৮:৩৮

স্বতু সাঁই বলেছেন: মনে করতে হবে সে তার মনটাকে খুঁজে পায় নি। কারণ মনেই বলতে পারে, সে কেমন ভালবাসা চায়।

৪| ২০ শে জুন, ২০১৭ রাত ৮:৪৮

অচল অধম বলেছেন: মনটাকে খুঁজে না পেলে বিয়ে করা যাবে না ???

২০ শে জুন, ২০১৭ রাত ৯:০২

স্বতু সাঁই বলেছেন: বিয়ে তো মানুষ কাম বাসনা মেটানোর জন্য করে, কেউ ভালোবাসার জন্য করে এটা কখনও শুনি নি।

৫| ২০ শে জুন, ২০১৭ রাত ১১:৫৫

অচল অধম বলেছেন:


প্রেম করবে প্রেমিক-প্রেমিকা দু'জনে,
ঘটক লাগবে কোন প্রয়োজনে?!

প্রেমিক-প্রেমিকার প্রেমের সময় ঘটক লাগে
এটা কখনও শুনি নি।

২১ শে জুন, ২০১৭ সকাল ৯:১৮

স্বতু সাঁই বলেছেন: সেটাই তো হওয়া উচিত, কিন্তু ঘটে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.