নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্তার কথা শুনো, মনের কথা নয় মন করে প্রবঞ্চনা, সত্তা কখনও নয়।

স্বতু সাঁই

প্রকৃত সত্যকে জানা

স্বতু সাঁই › বিস্তারিত পোস্টঃ

সভ্যতার বংশবিন্যাস

২১ শে জুন, ২০১৭ সকাল ১১:০৮

সভ্যতার গোড়পত্তনের সময় থেকেই পুঁজিবাদের জয় জয়কার। কারণ সভ্যতার ধারণাতেই লালিত আছে দাসত্ব ও প্রভূত্বের বন্ধন। একটি শ্রেণী থাকবে দাস এবং আর একটি শ্রেণী থাকবে প্রভূ সেজে। আর দাসকে নিয়ন্ত্রণ করবার জন্য আরও একটা উহ্য শ্রেণী থাকবে সমাজব্যবস্থায়। তারা হলো প্রভূর একনিষ্ঠ দালাল। এরা দেখতে ও স্বভাবে কুঠিরে লালিত সারমেয়ের মতো। এরা দুইভাগে বিভক্ত। একটি অংশ লাঠিয়াল এবং অপর অংশ আধ্যাত্মিক পাপী। এই হলো সভ্যতার বংশবিন্যাস।

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:১৮

অচল অধম বলেছেন: এটা এক ধরণের খেলা, এ খেলা চলতেই থাকবে। তিনি খেলা দেখবেন আর মজা মারবেন।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৩

স্বতু সাঁই বলেছেন: কে দেখে আর মজা মারে কে?

২| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ৥অচল অধম
মন্তব্য খুব ভাল লেগেছে।

আর সাঁইজি সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪০

স্বতু সাঁই বলেছেন: আর আপনা গো ধার্মিক নেতারা ঐ উহ্য শ্রেণীভূক্ত আধ্যাত্মিক পাপী। ওরা সবাই পুঁজিবাদীর পা চাটা দালাল।

৩| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৩৮

অচল অধম বলেছেন: অদৃশ্য। আপনার কাছে তো দৃশ্য হয়ার কথা ছিল।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৪৪

স্বতু সাঁই বলেছেন: কেন? হাতের কাছে নড়ে চড়ে, ধরা দেয় না?

ঐ ব্যাটায় এক নম্বরের বাটপার।

৪| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১২:৫৫

অচল অধম বলেছেন: সেই জন্যই তো বলেছি মজা মারে।

তবে যে বুঝতে পারে খেলাটা জমে ভাল।

২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৪০

স্বতু সাঁই বলেছেন: একেবারে সাদা-কালোর মতো ফকফকা।

৫| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:২১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আর আপনা গো ধার্মিক নেতারা ঐ উহ্য শ্রেণীভূক্ত আধ্যাত্মিক পাপী। ওরা সবাই পুঁজিবাদীর পা চাটা দালাল। নিজের গায়ে লাগলেও বলতে পারি হক কথা কইছেন। কিন্তু কমিউনিজম যে ভাবে ধর্মকে বস্তা ভইরা সাগরে ফেলছে তাতে এর থেকে বাঁচতে পুঁজিবাদের দালালি না কইরা উপায়কি? কথায় বলে জান বাঁচান এক ফরজ।

২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৬

স্বতু সাঁই বলেছেন: পচা জানডা বাঁচাইযা কি করবেন?

৬| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: জান সে যে রকমই হোক, জানডারে সবাই ভালবাসে এবং বাঁচাইয়া রাখতে প্রাণপন চেষ্টা করে। জান নিয়ে আপনার কূ-কথায় জানের মায়া কমবে বলে মনে হয়না!

২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৭

স্বতু সাঁই বলেছেন: পোকা আম কেউ খায় না।

৭| ২১ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পোকা আম আর জান এক জিনিস নয়!

২১ শে জুন, ২০১৭ রাত ৮:৩৫

স্বতু সাঁই বলেছেন: কবিরা উপমা বুঝে, আপনি বুঝতে চান না ক্যান? আবার সবাইরে নিয়া সনেট লিখেন বার বার।

৮| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:১৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সনেট লিখে আমি কথার পিছনে দৌড়ানোর প্রাকটিস করি, যেন দরকারের সময় প্রয়োজনীয় কথা খুঁজে পেতে কষ্ট কম হয়।

২১ শে জুন, ২০১৭ রাত ১০:২৭

স্বতু সাঁই বলেছেন: কথা তৈরীর কাখানায় কি মরিচা পড়ছে?

৯| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কথায় মরিচা না পড়লেও অনেক সময় দরকারী কথা মাথায়ে আসেনা, সময় চলে গেলে এরপর আসে। আর সময় মত কথা যেন খুঁজে পাওয়া যায় সে জন্য কথার প্রাকটিস করতে হয়।

২১ শে জুন, ২০১৭ রাত ১০:৩৮

স্বতু সাঁই বলেছেন: মনের মেঝে ঘষা মাজা করেন সব ঠিক হয়ে যাবে।

১০| ২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৫

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মনে ঘঁষামাজা করতে মনের কথা লাগে।

২১ শে জুন, ২০১৭ রাত ১০:৪৯

স্বতু সাঁই বলেছেন: না। রাধা কৃষ্ণের প্রণয় লাগে।

১১| ২২ শে জুন, ২০১৭ রাত ৩:৩২

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: রাধাকৃষ্ণের প্রণয় তাদের ভক্ত কূলের জন্য গুরুত্বপূর্ণ।

২২ শে জুন, ২০১৭ সকাল ৮:২৩

স্বতু সাঁই বলেছেন: রাধা কৃষ্ণ কে বা তাদের কাহিনী কি জানেন?

১২| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪০

ডঃ এম এ আলী বলেছেন: অনেক কিছু ভেবে দেখার বিষয় আছে ।
শুভেচ্ছা রইল ।

২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৪৭

স্বতু সাঁই বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.