নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পূজক।

আমি মনে হয় মুরুব্বী হয়ে গেছি। :(

ভুল উচ্ছাস

আমি না আমার দর্শন বদলে গেছে।

ভুল উচ্ছাস › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের শপথনামা

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১০

ঐ রে তাকা,

বল্লম হাতে কৃষক শ্রমিক

ছাত্র যুবা

শপথ কঠিন

দৃপ্ত চোয়াল

আগুন চোখে

তাকিয়ে থাকা।



উদ্যত ঘোর

গুল্লি বারুদ মা বোনেরা

বাচ্চা শিশু

হাত তুলেছে

আকড়ে ধরা

তীক্ষ্ণ কাঁটা

ফুটিয়ে ধর।



মিথ্যে বুলি

আর মানিনা তোদের মুখে

মরতে হবে

পথে ঘাটে

পুকুর ডোবায়

মার চুবিয়ে

প্যাচার খুলি।



পাক সেনানী

নাপাক যত আকাম কুকাম

হোক নির্বংশ

যেথায় সেথায়

লাগ অভিশাপ

গ্রেনেড বোমায়

পুড়িস জানি।



ত্রিশ লক্ষ

রক্ত কতো শহীদ যত

মাইন পুতেছি

কোষে কোষে

বিষ মেখেছি

হাসবি কতো?

দ্রোহের বক্ষ।



দুলক্ষ বোন

ছেড়া শাড়ি চক্ষু বিবশ

পেচিয়ে যাবে

বাংলা থেকে

খোদার আরশ

পালাবি কোথায়

শপথ মরন।











অফ টপিকে বলে নিচ্ছি, অনেক ইচ্ছে ছিলো স্বাধীনতা দিবস নিয়ে তিনটা পোস্ট দিবো। একটা গল্প স্বাধীনতার উপর বেইজ করে, একটা নিরপেক্ষ সমালোচনা অন্যটা স্মৃতিচারণা। কিন্তু নিজেকে এখনো ফিরে পাই নাই আমি। তাই নিজের ফিলিংস শুধু এই কবিতা দিয়েই বের করে দিলাম। আমার একটু রিলিফ চাই।

মন্তব্য ৪৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১১

কাঠুরে বলেছেন: +++++ :)

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:১৪

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২১

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল:++++++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩

ভুল উচ্ছাস বলেছেন: অবশ্যই মনে রাখবো আপনাকে। ভালো থাকুন নিরন্তর।

৩| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৩

রহস্যময়ী কন্যা বলেছেন: মিথ্যে বুলি
আর মানিনা তোদের মুখে
মরতে হবে
পথে ঘাটে
পুকুর ডোবায়
মার চুবিয়ে
প্যাচার খুলি।
+++++++++++ ভাইয়ামনি......অনেক সুন্দর হয়েছে

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৯

ভুল উচ্ছাস বলেছেন: অনেক ধন্যবাদ মেঘ। তোদের মেন্টাল সাপোর্টটুকুর জন্যেই এইটুকু লিখতে পেরেছি।

৪| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩৩

রহস্যময়ী কন্যা বলেছেন: তুমি অনেক ভালো লিখো ভাইয়ামনি।আরো অনেক অনেক কবিতা চাই.....

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

ভুল উচ্ছাস বলেছেন: তোকে তো আমি কথা দিয়েছিই। লিখবো। অনেক লিখবো।

৫| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪০

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
সুন্দর।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ কবি।

৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪১

মেহেদী হাসান '' বলেছেন: অসাধারণ লিখেছেন! কেন জানি কাজী নজরুলের বিদ্রোহী গন্ধ পাচ্ছিলাম! অনেক ভালো লেগেছে, , , অনেক!!

২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৩

ভুল উচ্ছাস বলেছেন: আমরা সবাইই তো বিদ্রোহী আজ। পাকহানাদারদের দোসর দের বিচার চাই আমরা আজ সবাইই।

ধন্যবাদ আপনাকে।

৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫২

একজন আরমান বলেছেন:
সুন্দর কাব্য তার সাথে সুন্দর একটি কথা।

আমার একটু রিলিফ চাই।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩২

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আরমান ভাই, আপনার জেনোসাইড অনেক সুন্দর হয়েছে।

৮| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:১২

সায়েম মুন বলেছেন: কিছুটা হলেও রিলিফ হলেন।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৩

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ কবি। আপনাকে পাশে পেয়ে সত্যি সন্মানবোধ করছি।

৯| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সপ্তমটা আমার..সুন্দর কবিতা

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৬

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ সেলিম সাহেব।

১০| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

হাসান মাহবুব বলেছেন: আপনার ছন্দবোধ চমৎকার। কোথাও কাটেনাই। ভালো লাগলো।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

ভুল উচ্ছাস বলেছেন: হামা ভাই ভালোবাসা এবং সন্মান দুইই জানবেন। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে।

১১| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:১১

নষ্ট শয়তান বলেছেন: উরে বাবা রে এযে এক হাতে রাইফেল চালায় আর হাতে গোলাপ নিয়ে গুরে।

ভাইজান কবিতা তো ভালই হইছে। সবাই তাই কইল।

ভাল লাগল

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৩৮

ভুল উচ্ছাস বলেছেন: শয়তান ভাই কি যে বলেন না। আমি ওসব ভুলে যেতে পারলেই বাচি এখন।

১২| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৮

জাকারিয়া মুবিন বলেছেন: ভাল লেগেছে।

২৫ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

ভুল উচ্ছাস বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

১৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
৯ম ভাললাগা।


দারুণ কবিতা!!!

+++++++++

আপাদত রিলিফ দিলাম। পরবর্তী পোস্টের আসাই রইলাম।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৭

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ শোভন সাহেব। ভালো থাকুন।

১৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৫

শিপন মোল্লা বলেছেন: বাহ

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৭

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ শিপন ভাই। মাঝে মাঝে চাইলেও রিলিফ মেলে না। :(

১৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৯

মামুন রশিদ বলেছেন: সুন্দর হইসে ;)


সম্ভব হলে এই ধারায় ব্লগিং করেন,

২৬ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৮

ভুল উচ্ছাস বলেছেন: দেখুন আমি আমার মতো করেই ব্লগিং করবো। শুধু কবিতা কিংবা গল্প নয়, ইতিবাচক সমালোচনা এবং তথ্যনিরভর পোস্ট অব্যহত থাকবে। কে কি মনে করলো পাত্তা দিবো না।


আর যদি না পারি এও এই ব্লগ লেখা বাদ দিয়ে ঘুমাবো।

১৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:০৭

আশিক মাসুম বলেছেন: ++++

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৩:১১

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ।

১৭| ২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৪১

ঘুমকাতুর বলেছেন: দারুন ++

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ ঘুমকাতুর ভাই।

১৮| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: চমৎকার!!!
ভালো লাগা রেখে যাচ্ছি।

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ জানবেন।

১৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

অন্ধকার রাজপুত্র বলেছেন: উচ্ছ্বাস ভাইয়ের তো দেখি রক্ত গরম খুব , কবিতায় বোঝা গেলো X( X( X(

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩

ভুল উচ্ছাস বলেছেন: আরে নাহ। আমার রক্ত সাপের রক্তের মতো ঠান্ডা।

২০| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৪

বটবৃক্ষ~ বলেছেন: খুব দারুউউউন হয়েছে ভাইডি!! :):)

ত্রিশ লক্ষ
রক্ত কতো শহীদ যত
মাইন পুতেছি
কোষে কোষে
বিষ মেখেছি
হাসবি কতো?
দ্রোহের বক্ষ।


বেশ উত্তাপ ছড়াচ্ছে কবিতা!!!++++++
বড্ড দেরিতে দেখলাম......

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:৩০

ভুল উচ্ছাস বলেছেন: ভাল্লাগে না রে আপু। ব্লগিং এর উপর আগ্রহ হারিয়ে ফেলতেছি। কি করি আর কি করবো কিছুই বুঝি না। মাথা খারাপ হয়ে যাচ্ছে। পুরাই বেকার।

২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:

অনেক সুন্দর :)
১২ তম ভালো লাগা

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

ভুল উচ্ছাস বলেছেন: মন ভালো নাই একদম আপু। :(

২২| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫০

ফারজানা শিরিন বলেছেন: রিলিফ নিতে গিয়ে এক গাদা বোঝা বইতেছি !

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩২

ভুল উচ্ছাস বলেছেন: হিম হিম হিম। :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.