নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পূজক।

আমি মনে হয় মুরুব্বী হয়ে গেছি। :(

ভুল উচ্ছাস

আমি না আমার দর্শন বদলে গেছে।

ভুল উচ্ছাস › বিস্তারিত পোস্টঃ

অব্যক্ত অভ্যাস।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

মেয়ে আমার অন্ধ চোখের অন্ধকারে একটা টানা পথ আছে,

সেই পথে উপবেসনরত একটি নদীর মোহনা আছে,

ও পথের ও চিলতে গলি ঘুপচি জুড়ে বেশ্যাদের বসবাস,

ভেবো না, ও আমার দাসী নয়, আমিই বরং তাদের দাস হয়ে বেচে আছি,

ওদের প্রতি ফোঁটা স্তন থেকে ঝরে পড়া রক্ত আমায় মানুষ বানায়,

আহ আআহ সুখ, চোখ দুটো মুটিয়ে আসে, পরম সুখী জানোয়ার।

যেও না, নগুত্তে কামড়। চর্বি গুলো ঝুলে ঝুলে পড়ছে।

বড়ই সৌন্দর্য। বাজারে বাজা, ঢাক বাজা, শাখ বাজা।

__________________________________________



আসো সুখ করি, সুখের গায়ে আগুন জ্বালাই, মিস্টি পারফিউম,

ভিসুভিয়াস থেকে ভেসে আসা প্রেম, তোমার বগলের তলায় লুকিয়েছে,

নেশা, বিড়ি আর গাঞ্জার ভালোবাসা, টেম্পুর আওয়াজ, কারবাইন কান্ড।

বহুদিনের পোষা পোশাক ফাকি দিও না, অভ্যেস গুলো হামা দেয়ার মতো।

নবাবী পাউরুটির সাইজ মেপে একটা ম্যাপ বানিয়েছি তোমার শরীরের,

ঐ চাঁদের গায়ে ঝোল লাগিয়ে খাবো, ঐ দেশের গায়ে মধু মাখিয়ে খাবো,

ওহ প্রতিবাদ করিসনে, গোলাপের কুড়িতে সেই কবে থেকেই কৃষ্ণগহ্বর।

____________________________________________



হারিকেন বাতির তেল হয়েছিলাম একবার,

সেবারই এলাকায় বিদ্যুৎ এলো, আমি হলাম সোডিয়াম ল্যাম্প,

অপার্থিব একটা বন্য পাখি আর একটা সোনার খাঁচা।

জ্বলছে ফুলকড়ি, মৌমাছি আর্তনাদ।

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

বটবৃক্ষ~ বলেছেন: কঠিন অবস্থা!!!
২য় বার পড়ে পাঠোদ্ধারের চেষ্টা বাদ দিলাম! :-/ :-/ :-< :-<

বুঝিলাম ইহা আমার কম্মো নয়!!
তবুও দিয়া গেলাম ++++++++:)

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

ভুল উচ্ছাস বলেছেন: আপি বুঝিয়ে বলবো না। :|


ভালো আছো নিশ্চয়ই।

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালোলাগা।
২য় বার পড়ে কিছুটা বুঝতে পারলাম।


+++++++++++++

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:০৬

আশিক মাসুম বলেছেন: অসাধারন। বিশেষ করে শেষ অংশটা "জ্বলছে ফুলকড়ি, মৌমাছি আর্তনাদ" জবাব নেই।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৩

একজন আরমান বলেছেন:
দুর্দান্ত লিখেছেন ভাই।

গভীরতা মাপতে আমার মতো মূর্খকে কয়েকবার পড়তে হল।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৭

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকে। :)

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

হাসান মাহবুব বলেছেন: দারুণ। শেষেরটা আকারে ছোট হলেও সবচেয়ে অর্থবহ।

নগুত্তে কামড় কী?

ন্যাশা না নেশা।

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩০

ভুল উচ্ছাস বলেছেন: হামা ভাই শব্দটা বিশেষ একজন বুঝবে, যাই হোক নগুত্তে না তাও, অন্য একটা শব্দ লিখতে চেয়েছিলাম, এখন সেটা মনে নাই। সম্ববত নাভীতে লিখতে চেয়েছিলাম। ওইটা টাইপো।

আর ন্যাশা টা ঠিক করে নিচ্ছি।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

যুবায়ের বলেছেন: চমতকার লিখেছেন ভাই.....
চেষ্টা করলাম পাঠোদ্ধার করতে....ব্যর্থ হইলাম :(

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

ভুল উচ্ছাস বলেছেন: আমিও দুঃখিত।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

মুনসী১৬১২ বলেছেন: চমৎকার

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৪

সায়েম মুন বলেছেন: জটিল অবস্থা। সেইরাম কোবতে পড়া হলো। শেষেরটা তো করুন। #:-S

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

ভুল উচ্ছাস বলেছেন: সায়েম ভাই আপনি কবি মানুষ, হয়েছে কি এবার আমি একজন কবির পাল্লায় পড়েছি। অবশ্য সেও সুন্দর লিখে। আর করুন হয়তো আপনার কাছে কিন্তু সে ঠিক ঠিক জানে আমি কি বুঝাইছি।

প্রথম লেখায় জৈবিক স্বভাবটা প্রকট ভাবেই ফুটে উঠেছে।

পরেরটাতে তীব্র আকাঙ্ক্ষা।

আর শেষেরটাতে সমর্পণ।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

ভুল উচ্ছাস বলেছেন: কেমন বিকৃত স্বভাব মানুষের, আর সেটাই ফুটিয়ে তুলবার একটা প্রচেষ্টা ছিলো আমার লেখাগুলোতে।

১০| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ১ আর ২ বেশি ভাল্লাগসে, ৩ রে টাইনা টুইনা আরেকটু বড় করে লিখলে মনে হয় বোধগম্যও হইতো বেশি, পড়তেও বেশি ভাল্লাগতো...

পোস্টে ভালোলাগা :)

১১| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল্লাগসে সবগুলাই।

১২| ০৭ ই মে, ২০১৩ বিকাল ৩:৫২

মায়াবী রূপকথা বলেছেন: বিম্পি সাপোর্টারের ব্লগে অনেকদিন পর আসা হল। এসে কবিতাও পড়লাম। প্রথম আর শেষেরটার শুরুটা অনেক অনেক সুন্দর, কিন্তু সব মিলিয়ে খাপছাড়া লেগেছে। এত্ত সুন্দর শুরুর পর অনেক সময় নিয়ে কিছু একটা দাড় করালে ক্লাসিক কিছু হয়ে যেতেও পারতো। ভালো থেকো ভাইয়া। :)

২০ শে মে, ২০১৩ রাত ১০:২৬

ভুল উচ্ছাস বলেছেন: আমার লেখা যদি ক্লাসিক হয় তাইলে অন্যেরা না খেয়ে মরবে আপি। আছেন কেমন? অনেক দিন পরে দেখলাম আপনারে।

১৩| ১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৫

আমি অথবা অন্য কেউ বলেছেন: দারুন, ভালোলাগা

১২ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২০

ভুল উচ্ছাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.